Posts

আগামীতে হ্যাক হবে মানুষের স্মৃতি!

Image
[ছবি: সংগৃহীত] কল্পনা করুন যে, আপনি ইনস্টাগ্রামের ফিডের মতো আপনার স্মৃতিগুলো স্ক্রল করে দেখছেন। বিশদভাবে দেখছেন জীবনের পছন্দের মুহূর্তগুলো কিংবা ফিরিয়ে আনছেন প্রিয় মানুষদের স্মৃতি। এবার কল্পনা করুন এমন এক অরাজক ভবিষ্যতের যেখানে হ্যাকাররা আপনার সেসব স্মৃতি হাইজ্যাক করে নিয়েছে এবং অর্থ না দিলে তা মুছে ফেলার হুমকি দিচ্ছে। মনে হতে পারে এটি কষ্টকল্পিত কাহিনি, কিন্তু এমন পরিস্থিতি আপনার কল্পনার চেয়েও দ্রুত ঘটে যেতে পারে। মস্তিষ্ক নিয়ে যত চিন্তা নিউরো টেকনোলজির ক্ষেত্রে অগ্রগতি আমাদের সেই সুযোগের কাছাকাছি এরই মধ্যে নিয়ে গেছে, যার মাধ্যমে আমরা আমাদের স্মৃতিশক্তি বা মেমোরি বাড়াতে পারি। আর হয়তো কয়েক দশকের মধ্যেই আমরা স্মৃতিকে নিজের মতো করে সাজাতে বা ব্যাখ্যা করতে অথবা পুনরায় লেখার মতো অবস্থায় যেতে পারব। মস্তিষ্ক পুনঃস্থাপনের জন্য এই প্রযুক্তির জোরালো ব্যবহার মস্তিষ্কের শল্য চিকিত্সকদের জন্য হয়তো সাধারণ বিষয় হয়ে দাঁড়াবে। বিশ্ব জুড়ে প্রায় দেড় লাখ মানুষের ক্ষেত্রে ডিপ ব্রেন স্টিমুলেশন (ডিবিএস) ব্যবহার করা হয়ে থাকে কিছু সমস্যার মোকাবিলার জন্য। তার মধ্যে পারকিনসন্স থেকে শুরু করে ...

শীতে কাঁপছে দেশ, আসছে ‘প্রভাবশালী’ দুই শৈত্যপ্রবাহ

Image
শেষ হলো এবারের প্রথম শৈত্যপ্রবাহ, যা ছিল মৃদু ধরনের। তবে এর প্রভাবে এখনও তীব্র শীতে কাঁপছে দেশ। আগামী দু-তিন দিনের মধ্যে এ প্রভাব কেটে যেতে পারে। এরপর ২৭ থেকে ২৮ ডিসেম্বরের দিকে তাপমাত্রা আবার কমে যেতে পারে। হতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। ডিসেম্বরের চেয়ে তুলনামূলকভাবে প্রভাবশালী শৈত্যপ্রবাহ আসতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে। এ সময় মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হতে পারে।  গতকাল শনিবার সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ বিষয়ে এক আবহাওয়াবিদ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘২৫ ডিসেম্বরের দিকে বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর রাতের তাপমাত্রা কমে যেতে পারে। সেক্ষেত্রে বিক্ষিপ্তভাবে মৃদু আকারে শৈত্যপ্রবাহও আসতে পারে। ২৭ থেকে ২৮ ডিসেম্বরের দিকে এই শৈত্যপ্রবাহ আসতে পারে। জানুয়ারির প্রথম সপ্তাহে আরও একটা শৈত্যপ্রবাহ আসতে পারে। এটি হতে পারে মাঝারি ধরনের।’ বিডি-প্রতিদিন/শফিক

ঢাকার দুই সিটিতে ভোট ৩০ জানুয়ারি

Image
ফাইল ছবি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরশনে ভোট গ্রহণ আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রবিবার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর, যাচাই-বাছাই ২ জানুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি এবং ভোট গ্রহণ ৩০ জানুয়ারি। আরো পড়ুন :   ফের শুরু রাজশাহী-ঢাকা ট্রেনের আগাম টিকিট বিক্রি রবিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভাসূত্রে এ তথ্য জানা গেছে। ইত্তেফাক/ইউবি

ঘন কুয়াশার কারণে শাহজালাল ও শাহ আমানতে বিমান উঠানামা বন্ধ

Image
সারা দেশজুড়ে শৈত্যপ্রবাহের কারণে দেশজুড়ে জনজীবন বিপর্যস্ত। দেশের বিভিন্ন স্থানে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশার কারণে আজ শনিবার রাজধানীর হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর বিমান উঠানামা বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর শুক্রবার প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, চুয়াডাঙা ও যশোরের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর পশ্চিমাঞ্চলে হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।  বিডি প্রতিদিন/ফারজানা

রওশন চেয়ারম্যান কাদের নির্বাহী চেয়ারম্যান হচ্ছেন!

Image
রওশন এরশাদ ও জিএম কাদের। ফাইল ছবি দলের নেতৃত্ব ও নিয়ন্ত্রণ প্রশ্নে আবারও ঝড় আসছে জাতীয় পার্টিতে (জাপা)। আর এই ঝড় বইতে পারে আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় দলটির কাউন্সিলকে ঘিরে। কাউন্সিলের মাধ্যমে দলে নিজের নেতৃত্ব ও নিয়ন্ত্রণ সংহত করতে দলের চেয়ারম্যান জিএম কাদের নানা কৌশলী পদক্ষেপ নিলেও শেষ পর্যন্ত তা ভেস্তে যেতে পারে। সংসদের বিরোধীদলীয় নেতা ও জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদকে ‘চেয়ারম্যান’ এবং জিএম কাদেরকে ‘নির্বাহী চেয়ারম্যান’ করার ফর্মুলা এখন জাপার অন্দর মহলে দায়িত্বশীল নেতাদের মুখে-মুখে। শেষ পর্যন্ত এই ফর্মুলা বাস্তবায়ন হলে সোয়া তিন মাস আগে, অর্থাত্ গত ৭ সেপ্টেম্বর রওশন ও কাদেরকে ঘিরে সৃষ্ট দুটি বলয়ের মধ্যে হওয়া সমঝোতা ভেঙে যাবে বলে মনে করছেন দলের সিংহভাগ নেতা-কর্মী। শুধু চেয়ারম্যান পদকে ঘিরেই আলোচনা থেমে নেই। নতুন আলোচনা রয়েছে দলের মহাসচিব পদকে ঘিরেও। কাউন্সিলে মহাসচিব পদে পরিবর্তন আসার সম্ভাবনা দেখছেন অনেকে। বর্তমান মহাসচিব মসিউর রহমান রাঙ্গা স্বপদে বহাল থাকতে পারেন, এমন আলোচনা দিনদিন কমে আসছে। এই পদে নতুন করে জোর আলোচনায় রয়েছেন গোলাম মসিহ, তিনি সৌদিআরবে বাংলাদেশের ...

শীতে বিপর্যস্ত জীবন

Image
ঘন কুয়াশা ও কনকনে শীতকে উপেক্ষা করে মাঠে কাজ করছে কৃষক। ছবিটি কেরানীগঞ্জ থেকে তোলা —আব্দুল গনি টানা তিন দিন সূর্যের আসল রূপ দেখেনি দেশের মানুষ। সঙ্গে আছে কুয়াশাও। তীব্র কুয়াশার কারণে দুরপাল্লার গাড়িও নিজস্ব গতিতে চলতে পারেনি। আর বিমানের শিডিউলও ব্যাহত হয়েছে। শুক্রবার ছুটির দিনে রাস্তায় মানুষ ছিল খুবই কম। জরুরি কাজ না থাকলে ঘর থেকে বের হননি তারা। আর আবহাওয়া অফিস জানিয়েছে, এই শৈত্যপ্রবাহ ও কুয়াশা আরো দু-একদিন থাকতে পারে। তবে এর চেয়ে তাপমাত্রা আর কমবে না। ধীরে ধীরে উন্নতির দিকেই যাবে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন ছিল ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৪ এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস গতকাল তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরো কয়েক দিন অব্যাহত থাকবে। আগামী ১২ ঘণ্টায় দেশের সর্বত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদে...

অভিশংসন নাটকের মধ্যেই কংগ্রেসে ভাষণ দেবেন ট্রাম্প

Image
স্টেট অব দ্য ইউনিয়ন খ্যাত ভাষণ দিতে অভিশংসিত প্রেডিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন জ্যৈষ্ঠ ডেমোক্রেট নেতা ন্যান্সি পেলোসি। প্রসঙ্গত, স্টেট অব দ্য ইউনিয়ন হল বছরের শুরু কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া মার্কিন প্রেসিডেন্টের ভাষণ। আগামী বছরের ৪ ফেব্রুয়ারি ওই বক্তব্য দেবেন ট্রাম্প। দুদিন আগেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছে ট্রাম্প। আগামী জানুয়ারিতে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে তার বিচার শুরু হবে। ট্রাম্প যখন স্টেট অব দ্য ইউনিয়ন খ্যাত ভাষণ দেবেন তখন হয়তো সিনেটে তার বিচারকার্যক্রম চলতে থাকবে বা শেষ হবে। সিনেটের বিচারে ট্রাম্পের চূড়ান্তভাবে অভিশংসিত হওয়ার শঙ্কা রয়েছে। তবে সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার সেটি না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, সিনেট কী করবে তাতে কিছুই যায় আসে না। ট্রাম্প এরইমধ্যে অভিশংসিত হয়েই গেছেন। সূত্র: বিবিসি    বিডি প্রতিদিন/ফারজানা