Posts

‘কৃষ্ণ সুন্দরী’ টনি এখন ‘বিশ্বসুন্দরী’

Image
ছবি- সংগৃহীত ১১১ দেশের সুন্দরীদের হটিয়ে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মুকুট জিতলেন জ্যামাইকার টনি-অ্যান সিং। শনিবার যুক্তরাজ্যের লন্ডনে এক্সেল এরেনায় তার নাম ঘোষণা করেন মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জুলিয়া মোরলি। ২৩ বছর বয়সী এই সুন্দরীর মাথায় মুকুট পরিয়ে দেন মিস ওয়ার্ল্ড ২০১৮ মেক্সিকোর ভ্যানেসা পন্সে দেলেওন। এ নিয়ে চতুর্থবারের মতো বিশ্বসুন্দরীর মুকুট গেলো জ্যামাইকায়। প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছেন  ভারতের সুমন রাও । প্রথম রানারআপ স্বীকৃতি পান ফ্রান্সের অফেলি মেজিনো। মিস ওয়ার্ল্ডের ফাইনাল মঞ্চে বাংলাদেশকে তুলে ধরেন রাফিয়া নানজিবা তোরসা। কিন্তু সেরা ৪০-এ জায়গা পাননি তিনি। সেরা ৪০ থেকে সেমিফাইনালে ওঠে ভারত, নেপাল, ফিলিপাইনস, ভিয়েতনাম, কেনিয়া, নাইজেরিয়া, ব্রাজিল, মেক্সিকো, জ্যামাইকা, ফ্রান্স, রাশিয়া ও কুক আইল্যান্ডস। আরও পড়ুন:  অমিত শাহ ‘প্রতিবেশী’ ও ‘বন্ধুত্ব’ শব্দগুলো মুছে ফেলছেন: ওয়াইসি ২৩ বছরের টনি ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্বের ছাত্রী। বর্তমান বিশ্বসুন্দরী ভবিষ্যতে নামজাদা চিকিৎসক হতে চান। এর আগে তিনি ছিলেন বিশ্ব...

'সরকার সশস্ত্র বাহিনীকে সুদক্ষ বাহিনীতে পরিণত করতে কাজ করছে'

Image
প্রধানমন্ত্রী শেখ হাসিনা [ফাইল ছবি] প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার সশস্ত্র বাহিনীকে পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মেলাতে সক্ষম একটি আধুনিক, পেশাদার এবং সুদক্ষ বাহিনীতে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ফোর্সেস গোল-২০৩০’ আলোকে একটি আধুনিক, পেশাদার ও প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আধুনিক অস্ত্রসস্ত্র জোগাড় এবং প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার সকালে মিরপুর সেনানিবাসের শেখ হাসিনা কমপ্লেক্সে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি)-২০১৯ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি কোর্স)-২০১৯ এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা ১৯৭৪ সালে আমাদের সশস্ত্র বাহিনী পরিচালনার যে নীতিমালা করে যান তারই আলোকে আমরা ফোর্সেস গোল ২০৩০ প্রণয়ন করেছি। আমাদের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী এবং যুগোপযোগী করতে এবং সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ। পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলাটা জরুরি আখ্যায়িত করে তিনি বলেন, এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়েই চলার জন্যই আমরা সশস্ত্র বাহিনীর জন্য নতুন নতুন অস্ত্...

পর্যটক বরণে প্রস্তুত পাহাড়

Image
বছর শেষ, আসবে পর্যটক। সাথে আছে একের পর এক উৎসব। এরই মধ্যে পাহাড়ে বইছে হিম শীতের আমেজ। এর টানে দূর-দূরান্ত থেকে আসবে হাজারো পর্যটক। তাই আগে ভাগে প্রস্তুত করা হয়েছে পাহাড়ের পর্যটন কেন্দ্রগুলো। প্রস্তুতি শেষ, এবার পর্যটক বরণের অপেক্ষা বলছেন পর্যটক কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মূলত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের উৎসবের মধ্যে দিয়ে শুরু করা হয় পাহাড়ে পর্যটক বরণ। বছর শেষে প্রকৃতির টানে বিভিন্ন ছুটিকে কাজে লাগাতে এখানে আসেন দেশি-বিদেশি হাজার হাজার পর্যটক। তাদের বরণের জন্য প্রস্তুতিটা একটু আগে থেকে নিয়ে থাকে সংশ্লিষ্টরা। এরই মধ্যে অতিথিদের জন্য আবাসিক হোটেল-মোটেল, সরকারি-বেসরকারি রেস্ট হাউসগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। অগ্রিম বুকিং হয়ে গেছে প্রায় হোটেল-মোটেল ও রেস্ট হাউসে। অন্যদিকে, রাঙামাটিতেও রয়েছে পর্যটকদের মন ভুলানো আকর্ষণীয় বিভিন্ন স্পট। রয়েছে পাহাড়, অরণ্য, হ্রদ ও ঝর্ণা। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা। যে কোন রূপের জৌলুস থাকে এখানে সারা বছরই। পার্থক্য কেবল ঋতুর সাজে। অপরূপ সৌন্দর্যে ভরপুর রাঙামাটি। এখানে চলে পাহাড়, নদী আর হ্রদের মিলন মেলা। এখানকার প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে...

ইরানের বিরুদ্ধে অবরোধ জাতিসংঘ সনদের লঙ্ঘন: মাহাথির

Image
ড. মাহাথির মোহাম্মদ (ফাইল ছবি) ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবরোধ জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। শনিবার কাতারে এক সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। মাহাথির মোহাম্মদ দোহা ফোরামে যোগ দিতে গিয়েছেন। সেখানে যোগ দিয়েছিলেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি।  মাহাথির বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে এক তরফা অবরোধ আরোপ সমর্থন করে না মালয়েশিয়া। এই অবরোধের কারণে মালয়েশিয়া ও অন্য দেশগুলো বড় একটি বাজার হারিয়েছে। এমন অবরোধ পরিষ্কারভাবে জাতিসংঘ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এমন অবরোধ শুধু প্রয়োগ করতে পারে জাতিসংঘ তার সনদের আওতায়। বিডি প্রতিদিন/আরাফাত

ইসরায়েলি গবেষণা জাহাজের তৎপরতা রুখে দিল তুর্কি জাহাজ

Image
ইহুদিবাদী ইসরায়েলের একটি কথিত গবেষণা জাহাজের তৎপরতা রুখে দিয়েছে তুরস্কের যুদ্ধজাহাজ। ভূমধ্যসাগরে সাইপ্রাসের পানিসীমায় এ ঘটনা ঘটে। তুরস্ক ওই এলাকাকে নিজের বলে দাবি করে আসছে। তুর্কি জাহাজের বাধার মুখে ইসরায়েলি জাহাজ ওই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়।  ধারণা করা হচ্ছে- তুরস্কের এই পদক্ষেপের কারণে ইসরায়েলের একটি প্রকল্পের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। ভূমধ্য সাগরের ওই এলাকা দিয়ে ইহুদিবাদী ইসরায়েল একটি গ্যাস পাইপলাইন প্রকল্প বাস্তবায়ন করতে চায় যার মাধ্যমে ইসরায়েল থেকে ইউরোপে গ্যাস সরবরাহ করা হবে। জানা গেছে, দুই সপ্তাহ আগে ভূমধ্যসাগরের গালিম এলাকায় এ ঘটনা ঘটেছে। তুরস্কের যুদ্ধজাহাজ থেকে ইজরাইলি জাহাজে তুর্কি সেনা কর্মকর্তারা রেডিও বার্তা পাঠান এবং ওই এলাকায় ইসরায়েলি জাহাজের কী কাজ তা জানতে চান। ইসরায়েলি জাহাজ থেকে সন্তোষজনক কোনো জবাব না পেয়ে তুর্কি জাহাজ ইসরায়েলি জাহাজকে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। তুর্কি নৌ বাহিনীর নির্দেশের মুখে কোনো উপায়ান্তর না দেখে ইসরায়েলি জাহাজটি এলাকা ছেড়ে চলে যায়। বিডি-প্রতিদিন/শফিক

মঙ্গলে ‘রহস্যময়’ অক্সিজেন/১৪ ডিসেম্বর, ২০১৯

Image
[ছবি: সংগৃহীত] এখনো কি তা হলে প্রাণ টিকে আছে আমাদের নাগালে থাকা গ্রহ মঙ্গলে? ‘লাল গ্রহ’ কি তাহলে মরে যায়নি পুরোপুরি? মঙ্গলের বাতাসে ‘রহস্যময়’ অক্সিজেনের অস্তিত্ব মেলায় এমন প্রশ্ন তুলেছেন গবেষকরা। তারা বলছেন, মঙ্গলের বায়ুমণ্ডলে এই প্রথম হদিস মিলেছে অক্সিজেন অণুর, যা পৃথিবীতে প্রাণের বেঁচে থাকার প্রধান জ্বালানি। ফলে, এই আবিষ্কার ভিন গ্রহে প্রাণের অস্তিত্বের সম্ভাবনাকে আরো জোরালো করে তুলেছে। নাসার রোভার ‘কিউরিওসিটি’র পাঠানো তথ্যাদি বিশ্লেষণ করে লেখা সেই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘জিওফিজিক্যাল রিসার্চ: প্ল্যানেটস’-এর সাম্প্রতিক সংখ্যায়। তবে গবেষকরা একটি চমকপ্রদ তথ্য জানিয়েছেন। তাদের মতে, এই অক্সিজেন রীতিমতো রহস্যময়। এটি পৃথিবীর মতো স্থির নয়, পরিমাণে কমে-বাড়ে। মঙ্গলের খুব পাতলা হয়ে আসা বায়ুমণ্ডলে অন্য গ্যাসের সঙ্গে এখনো রয়েছে অক্সিজেন অণু, যা দুটি অক্সিজেন পরমাণু দিয়ে গড়া। ঠিক পৃথিবীর মতোই। আর তার পরিমাণটাও একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়, শূন্য দশমিক ১৩ শতাংশ। গবেষকরা বলেছেন, ‘যা আমাদের অবাক করে দিয়েছে, তা হচ্ছে— মঙ্গলের বায়ুমণ্ডলের সেই অক্সিজেনের...

মঙ্গলে ‘রহস্যময়’ অক্সিজেন

Image
[ছবি: সংগৃহীত] এখনো কি তা হলে প্রাণ টিকে আছে আমাদের নাগালে থাকা গ্রহ মঙ্গলে? ‘লাল গ্রহ’ কি তাহলে মরে যায়নি পুরোপুরি? মঙ্গলের বাতাসে ‘রহস্যময়’ অক্সিজেনের অস্তিত্ব মেলায় এমন প্রশ্ন তুলেছেন গবেষকরা। তারা বলছেন, মঙ্গলের বায়ুমণ্ডলে এই প্রথম হদিস মিলেছে অক্সিজেন অণুর, যা পৃথিবীতে প্রাণের বেঁচে থাকার প্রধান জ্বালানি। ফলে, এই আবিষ্কার ভিন গ্রহে প্রাণের অস্তিত্বের সম্ভাবনাকে আরো জোরালো করে তুলেছে। নাসার রোভার ‘কিউরিওসিটি’র পাঠানো তথ্যাদি বিশ্লেষণ করে লেখা সেই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘জিওফিজিক্যাল রিসার্চ: প্ল্যানেটস’-এর সাম্প্রতিক সংখ্যায়। তবে গবেষকরা একটি চমকপ্রদ তথ্য জানিয়েছেন। তাদের মতে, এই অক্সিজেন রীতিমতো রহস্যময়। এটি পৃথিবীর মতো স্থির নয়, পরিমাণে কমে-বাড়ে। মঙ্গলের খুব পাতলা হয়ে আসা বায়ুমণ্ডলে অন্য গ্যাসের সঙ্গে এখনো রয়েছে অক্সিজেন অণু, যা দুটি অক্সিজেন পরমাণু দিয়ে গড়া। ঠিক পৃথিবীর মতোই। আর তার পরিমাণটাও একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়, শূন্য দশমিক ১৩ শতাংশ। গবেষকরা বলেছেন, ‘যা আমাদের অবাক করে দিয়েছে, তা হচ্ছে— মঙ্গলের বায়ুমণ্ডলের সেই অক্সিজেনের...