‘কৃষ্ণ সুন্দরী’ টনি এখন ‘বিশ্বসুন্দরী’
ছবি- সংগৃহীত ১১১ দেশের সুন্দরীদের হটিয়ে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মুকুট জিতলেন জ্যামাইকার টনি-অ্যান সিং। শনিবার যুক্তরাজ্যের লন্ডনে এক্সেল এরেনায় তার নাম ঘোষণা করেন মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জুলিয়া মোরলি। ২৩ বছর বয়সী এই সুন্দরীর মাথায় মুকুট পরিয়ে দেন মিস ওয়ার্ল্ড ২০১৮ মেক্সিকোর ভ্যানেসা পন্সে দেলেওন। এ নিয়ে চতুর্থবারের মতো বিশ্বসুন্দরীর মুকুট গেলো জ্যামাইকায়। প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছেন ভারতের সুমন রাও । প্রথম রানারআপ স্বীকৃতি পান ফ্রান্সের অফেলি মেজিনো। মিস ওয়ার্ল্ডের ফাইনাল মঞ্চে বাংলাদেশকে তুলে ধরেন রাফিয়া নানজিবা তোরসা। কিন্তু সেরা ৪০-এ জায়গা পাননি তিনি। সেরা ৪০ থেকে সেমিফাইনালে ওঠে ভারত, নেপাল, ফিলিপাইনস, ভিয়েতনাম, কেনিয়া, নাইজেরিয়া, ব্রাজিল, মেক্সিকো, জ্যামাইকা, ফ্রান্স, রাশিয়া ও কুক আইল্যান্ডস। আরও পড়ুন: অমিত শাহ ‘প্রতিবেশী’ ও ‘বন্ধুত্ব’ শব্দগুলো মুছে ফেলছেন: ওয়াইসি ২৩ বছরের টনি ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্বের ছাত্রী। বর্তমান বিশ্বসুন্দরী ভবিষ্যতে নামজাদা চিকিৎসক হতে চান। এর আগে তিনি ছিলেন বিশ্ব...