Posts

আফগানিস্তানে ১০ ভারতীয় আইএস নারী ও শিশুর আত্মসমর্পণ

Image
আত্মসমর্পণ করা আইএস সৈন্যরা। ছবি: সংগৃহীত আফগানিস্তান নিরাপত্তা বাহিনীর কাছে রবিবার ৯০০ জন আইএস জঙ্গি ও তাদের পরিবার আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে। আত্মসমর্পণ করা অধিকাংশই পাকিস্তানি নাগরিক। এদের মধ্যে ১০ জন ভারতীয় নারী ও শিশুও আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে আফগানিস্তান নিরাপত্তা বাহিনী। আফগানভিত্তিক সংবাদসংস্থা খামা প্রেস ও ভারতীয় পত্রিকা দ্য হিন্দু এই তথ্য দিয়েছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলের প্রদেশ নানগাহারে এই আত্মসমর্পণের ঘটনা ঘটেছে। ১২ নভেম্বর আইএস বাহিনীর একটি ঘাঁটিতে অভিযান চালায় আফগান জাতীয় নিরাপত্তা বাহিনী। ওইদিন ৯৩ জন আইএস জঙ্গি তাদের অস্ত্রসহ আত্মসমর্পণে বাধ্য হয়। এদের মধ্যে ১৩ জন পাকিস্তানি নাগরিক ছিলেন। পরে রবিবার তাদের স্ত্রী-সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যরা নিরাপত্তা বাহিনীর নিকট আত্মসমর্পণ করেন। আরও পড়ুন:   রক্তাক্ত ইরাক, নিহত ২৫ নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, আত্মসমর্পণ করা ওই ১০ জন ভারতীয় নারী ও শিশু ভারতের কেরালার বাসিন্দা। ২০১৬ থেকে শত শত কেরালার বাসিন্দা আফগানিস্তানের কাবুলে পাড়ি জমিয়েছে। সূত্রমতে, তাদের অধিকাংশই ইসলাম ধর্মে ধর্মান্তরিত হ...

বিধবা বিয়ের ধুম পড়েছে যেখানে!

Image
প্রতীকী ছবি ভারতে বিধবা বিবাহ আইন পাস হয়েছে ব্রিটিশ আমলে। কিন্তু এই আইন মানার ক্ষেত্রে এখনও উদাসীন নাগরিকরা। তাই এবার বিধবা বিবাহে উৎসাহ দিতে উদ্যোগ নিল সেখানকার বিজেপি নেতৃত্বাধীন মধ্যপ্রদেশ সরকার। ভারতের মধ্যপ্রদেশের সমাজ কল্যাণ দফতর নতুন উদ্যোগে ১৮ থেকে ৪৫ বছরের নিচে কোনও বিধবা নারীকে বিয়ে করলেই নগদ দুই লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। এরই মধ্যে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যপ্রদেশ সরকার । জানা গেছে, প্রথমবারের মতো এ ধরনের কোনও উদ্যোগ নেওয়া হয়েছে ভারতে। মধ্যপ্রদেশ রাজ্য সরকারের প্রত্যাশা, বছরে এক হাজার বিধবা নারীর পুনরায় বিয়ে করা সম্ভব হবে। তবে বিজ্ঞপ্তি জারি করতেই বিধবা বিবাহের ধুম পড়েছে ওই রাজ্যে। ২০১৮ সালের জুলাইয়ে ভারতের সুপ্রিম কোর্ট কেন্দ্রকে বিধবা বিবাহে উৎসাহ দিতে নীতি নির্ধারণ করার পরামর্শ দেয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের বদলে মধ্যপ্রদেশ রাজ্য সরকার আগে এই উদ্যোগ নেয় এবং সেজন্য আর্থিক প্যাকেজ দেয়ার ব্যাপারে ঘোষণা দেয়। অবশ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে ১৮৫৬ সালে আইন পাস করে বিধবা বিবাহ বৈধ হয়। তবে এ ধরনের উদ্যোগ এবারই প্রথম। বি...

বিদ্যুতের তারে জড়িয়ে ঝুলে পড়ল বিমান, রক্ষা পেলেন পাইলট

Image
সংগৃহীত ছবি যুক্তরাষ্ট্রের মিনেসোটার লউজভিল শহর এলাকায় উত্তর থেকে দক্ষিণে যাচ্ছিল একটি বিমান। এসময় উঁচু খুটিতে লাগানো বিদ্যুতের তারে জড়িয়ে ঝুলে পড়ে বিমািটি। তবে রক্ষা পেয়েছেন বিমানের পাইলট। গত শনিবার ঘটেছে এমন ঘটনা। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি ঝুলে থাকা বিমানের ছবি প্রকাশ করেছে। তাতে দেখা যায়, বেশ কয়েকটি বিদ্যুতের তারে জড়িয়ে ঝুলে আছে একটি ছোট প্রাইভেট বিমান। মিনেসোটার লউজভিল শহর এলাকায় উত্তর থেকে দক্ষিণে যাচ্ছিল বিমানটি। তাতে শুধু ছিলেন পাইলট থমাস কসকোভিচ। ৬৫ বছর বয়সী পাইলটকে উদ্ধারকর্মী অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন। স্থানীয় শেরিফ লুক হেনেন বলেছেন, অবস্থা খুবই খারাপ হতে পারতো। ভাগ্য ভালো পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেছে। মার্কিন ফেডারেল এভিয়েশন এই দুর্ঘটনাটি তদন্ত শুরু করেছে। বিডি প্রতিদিন/আরাফাত

মিয়ানমার থেকে আজ এল ১১০৩টন পেঁয়াজ

Image
ট্রলার থেকে পেঁয়াজ খালাস করে ট্রাকে তোলা হয়। এরপর পেঁয়াজ ভর্তি ট্রাক চলে যায় দেশের বিভিন্ন বিভাগীয় শহরে। ফাইল ছবি মিয়ানমার থেকে নৌপথে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছেন ব্যবসায়ীরা। আজ সোমবার ২১টি ট্রলারে ১ হাজার ১০৩টন পেঁয়াজ এসে পৌঁছেছে। গতকাল রোববার এসেছিল ৭৯০টন পেঁয়াজ। টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার আফসার উদ্দিন প্রথম আলোকে জানান, আজ বিকেল সাড়ে চারটা পর্যন্ত টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে ১১০৩টন পেঁয়াজ এসেছে। ১২জন ব্যবসায়ী এসব পেঁয়াজ আমদানি করেছেন। পেঁয়াজগুলো খালাস করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়েছে। বন্দরের এই কর্মকর্তা বলেন, স্থানীয় ব্যবসায়ী আব্দুল জব্বারের ৯৯ দশমিক ৮০০; শওকত আলম চৌধুরীর ১০৪ দশমিক ৪৫১; কামরুজ্জামানের ৯৯ দশমিক ৮০০; আব্দুস শুক্কুরের ৩৩ দশমিক ৪২০; নুর মোহাম্মদের ৩৪ দশমিক ৫০০; মোহাম্মদ মাসুমের ৯১ দশমিক ৪০০; মোহাম্মদ হাশেমের ৪১; এম. জুয়েলের ৫৯ দশমিক ৮৮০; এম.এ হাশেমের ৯৯ দশমিক ৮০০; নুরুল কায়েসের ১৯৯ দশমিক ৬০০; মিটু দাশের ৫৯ দশমিক ৮৮০ ও মোহাম্মদ সেলিমের ১৭৯ দশমিক ৬৪০ টন পেঁয়াজ এসেছে। কাস্টমস সূত্র জানায়, ভার...

উবার নিষিদ্ধ লন্ডনে, বাতিল হলো লাইসেন্স

Image
অ্যাপভিত্তিক পরিবহনসেবা প্রদানকারী প্রতিষ্ঠান উবার। যাদের লাইসেন্স বাতিল করে কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ করেছে লন্ডন কর্তৃপক্ষ। নিরাপত্তা সুরক্ষার নীতি লঙ্ঘনের দায়ে এ পদক্ষেপ নেয়ার কথা নিশ্চিত করেছে ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল)। টিএফএল কর্তৃপক্ষ বলছে, কোম্পানিটিকে (উবার) রাজধানীতে কার্যক্রম পরিচালনার জন্য তাদের নতুন লাইসেন্স দেয়া হচ্ছে না। কারণ আমরা এমন কিছু বিষয় চিহ্নিত করেছি যাতে তারা পরিবহনসেবা সুরক্ষার এমন কিছু নীতির লঙ্ঘন করেছে, যার মাধ্যমে যাত্রী ও তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। কর্তৃপক্ষ আরও জানায়, তাদের এসব কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের মধ্যে এমন উদ্বেগ তৈরি করেছে যে, ভবিষ্যতে যে তারা এসব আবারও করবে না তার কোনো নিশ্চয়তা নেই। এর মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, কোম্পানিটি বর্তমান সময়ে কার্যক্রম পরিচালনা জন্য উপযুক্ত নয়। বিবিসি জানিয়েছে, লন্ডনে কার্যক্রম পরিচালনার ব্যাপারে উবারের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তটি প্রথম নেয়া হয়েছিল ২০১৭ সালে। কিন্তু পরে কোম্পানিটি তাদের সেবার মান বাড়াবে এ অনুরোধ করার পর তাদের পুনরায় ১৫ মাস কার্যক্রম পরিচালনার মেয়াদ বা...

ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান!

Image
মধ্যপ্রাচ্যের চিরবৈরি দুই দেশ ইসরায়েল ও ইরান পরস্পরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ নতুন কিছু নয়। ছোট খাটো হামলা পাল্টা হামলা নিত্য-ঘটনা। তবে এবার ইরান বড়সড় হামলার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার নেতানিয়াহু এক বিবৃতিতে এ দাবি করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।  সংবাদ মাধ্যমে বলা হয়েছে, নেতানিয়াহু বলেছেন, ইরানের হামলা প্রতিহত করতে যা কিছু সম্ভব সবই করা হবে।  এর আগে গত বৃহস্পতিবার নেতানিয়াহুকে ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযুক্ত করেন দেশটির এক অ্যাটর্নি জেনারেল। তিনটি পৃথক মামলায় তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। বিডি প্রতিদিন/আরাফাত

মহাকাশে মিলল চিনির সন্ধান!/২১ নভেম্বর, ২০১৯

Image
ছবি: সংগৃহীত মহাকাশে এই প্রথম চিনির (সুগার) হদিস মিলল। অবশ্য আমরা যে চিনি খাই সেই চিনি না। তবে একই গোত্রের ‘সুগার’। সেই সুগার গোত্রের তিনটি যৌগ ‘রাইবোজ’, ‘জাইলোজ’ ও ‘আরবিনোজ’য়ের হদিস মিলল দুটি উল্কাপিণ্ড ‘এনডব্লিউএ-৮০১’ এবং ‘মুর্চিসন’য়ে। উল্কা আসলে তৈরি হয় কোনো গ্রহাণু বা অ্যাস্টারয়েডের অংশ থেকে। উল্কাপিণ্ড দুটিতে এই ‘সুগার’ গোত্রের যৌগের সন্ধান মেলায় এ বিশ্বাসই জোরালো হলো যে, সুদূর অতীতে কোনো গ্রহাণু বা উল্কাপিণ্ডের সঙ্গে সংঘর্ষেই পৃথিবীতে সুগার গোত্রের আমদানি হয়েছিল। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল ‘প্রসিডিংস অব ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস’য়ের সংখ্যায়। ঐ গবেষণাপত্রে নাসার এক দল বিজ্ঞানী জানিয়েছেন, এটি একটি অভিনব আবিষ্কার। কারণ এর আগে প্রাণ সৃষ্টির জন্য প্রয়োজনীয় প্রোটিন তৈরির উপাদান অ্যামাইনো অ্যাসিডের সন্ধান মিলেছিল মহাকাশে। সেখানে পাওয়া গিয়েছিল প্রাণ সৃষ্টির আরো দুটি উপাদান ‘ডিএনএ’ এবং ‘আরএনএ’ তৈরির উপাদানও (নিউক্লিওবেসেস)। আরো পড়ুন:   ছোটো ভাই প্রেসিডেন্ট বড়ো ভাই প্রধানমন্ত্রী বিজ্ঞানীরা বলছেন, এ আবিষ্কারের ফলে আমাদের এই বিশ্বাস আর...