আফগানিস্তানে ১০ ভারতীয় আইএস নারী ও শিশুর আত্মসমর্পণ
আত্মসমর্পণ করা আইএস সৈন্যরা। ছবি: সংগৃহীত আফগানিস্তান নিরাপত্তা বাহিনীর কাছে রবিবার ৯০০ জন আইএস জঙ্গি ও তাদের পরিবার আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে। আত্মসমর্পণ করা অধিকাংশই পাকিস্তানি নাগরিক। এদের মধ্যে ১০ জন ভারতীয় নারী ও শিশুও আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে আফগানিস্তান নিরাপত্তা বাহিনী। আফগানভিত্তিক সংবাদসংস্থা খামা প্রেস ও ভারতীয় পত্রিকা দ্য হিন্দু এই তথ্য দিয়েছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলের প্রদেশ নানগাহারে এই আত্মসমর্পণের ঘটনা ঘটেছে। ১২ নভেম্বর আইএস বাহিনীর একটি ঘাঁটিতে অভিযান চালায় আফগান জাতীয় নিরাপত্তা বাহিনী। ওইদিন ৯৩ জন আইএস জঙ্গি তাদের অস্ত্রসহ আত্মসমর্পণে বাধ্য হয়। এদের মধ্যে ১৩ জন পাকিস্তানি নাগরিক ছিলেন। পরে রবিবার তাদের স্ত্রী-সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যরা নিরাপত্তা বাহিনীর নিকট আত্মসমর্পণ করেন। আরও পড়ুন: রক্তাক্ত ইরাক, নিহত ২৫ নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, আত্মসমর্পণ করা ওই ১০ জন ভারতীয় নারী ও শিশু ভারতের কেরালার বাসিন্দা। ২০১৬ থেকে শত শত কেরালার বাসিন্দা আফগানিস্তানের কাবুলে পাড়ি জমিয়েছে। সূত্রমতে, তাদের অধিকাংশই ইসলাম ধর্মে ধর্মান্তরিত হ...