বাবার শেষ ইচ্ছা মির্জা ফখরুলকে জানালেন খোকার ছেলে/ ৩ নভেম্বর, ২০১৯ ১৭:২০
সাদেক হোসেন খোকা-ইশরাক বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে গুরুতর অসুস্থ অবস্থায় যুক্তরাষ্ট্রের হাসপাতালে চিকিৎসাধীন দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার শেষ ইচ্ছার কথা জানিয়েছেন তার ছেলে প্রকৌশলী ইশরাক। রবিবার মির্জা ফখরুল এক দোয়া মাহফিলে বলেন, সকালে সাদেক হোসেন খোকার ছেলে (প্রকৌশলী ইশরাক) আমাকে ফোন করে বলেছেন, তার বাবার ইচ্ছাটা সে পূরণ করতে চায়। তিনি যেন দেশে ফিরতে পারেন তার উদ্যোগ নিতে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি। মির্জা ফখরুল বলেন, সাদেক হোসেন খোকা আমাদের ও তার বন্ধুদের বারবার বলেছেন যে, ‘দেশের মাটিতেই যেন আমার কবর হয়’। রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। সাদেক হোসেন খোকার রোগমুক্তি কামনায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। মির্জা ফখরুল বলেন, আজকে যখন আমরা স্বৈরাচার ও একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করছি, তখন সাদেক হোসেন খোকাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশের বাইরে রাখা হয়েছে। তিনি ক্যান্সার রোগে ভুগছেন। চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন। আমি কয়েকবার তার সঙ্...