Posts

মালির ৫৩ সৈন্যকে হত্যার দায় স্বীকার আইএস'র

Image
ছবি-সংগৃহীত মালির উত্তর-পূর্বাঞ্চলে একটি সামরিক ফাঁড়িতে শুক্রবার সন্ত্রাসী হামলায় ৫৩ জন সেনাকে হত্যার দায় দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। ইসলামি জঙ্গিদের সাম্প্রতিক সহিংসতার ঘটনায় মালির সামরিক বাহিনীর বিরুদ্ধে এটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলা। খবর এএফপি’র। মালির সেনাবাহিনী জানায়, নাইজেরিয়া সীমান্তবর্তী মেনাকা অঞ্চলের ইন্ডিলিমানে ওই সামরিক ফাঁড়িতে হামলায় ৫৩ জন সৈন্য নিহত এবং অপর তিনজন আহত হয়।ঘটনাস্থল থেকে ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়। আইএস তাদের সামাজিক মিডিয়া চ্যানেলে এক বিবৃতিতে জানায়,খেলাফতের যোদ্ধারা এই সামরিক পোস্টে হামলা চালিয়েছে। ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়,ফরাসি কর্পোরাল রোনান পয়েন্টাও (২৪) মেনাকা শহরের কাছে পেতে রাখা বোমার বিষ্ফোরণে মারা যান। ঘটনার পরে ওই এলাকার নিরাপত্তা জোরদারে এবং হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালাতে আরো সৈন্য পাঠানো হয়েছে। ইত্তেফাক/এসআর

যুক্তরাষ্ট্রের 'সর্বোচ্চ চাপ' প্রয়োগের নীতি প্রত্যাখ্যান করেছে তেহরান

Image
যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের নীতি প্রত্যাখ্যান করেছে তেহরান বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি। শনিবার এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, সর্বোচ্চ চাপ প্রয়োগের অংশ হিসেবেই তেহরানের নির্মাণ খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আব্বাস মুসাভি বলেন, আমরা সর্বোচ্চ স্থিতিস্থাপকতা, বিচক্ষণতা ও আশাবাদ দিয়ে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিকে ব্যর্থ করে দিয়েছি। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক বলেছেন, তেহরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতিতে অটল থাকবে ওয়াশিংটন। হুক ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপকে ‘কূটনৈতিক প্রচেষ্টা’ বলে দাবি করেন। তিনি বলেন, ইরানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত দেশটির ওপর অর্থনৈতিক অবরোধ ও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অব্যাহত থাকবে।  বিডি  প্রতিদিন/ এ  মজুমদার

ফ্রান্সে লরি থেকে ৩১ পাকিস্তানি উদ্ধার

Image
ফ্রান্সের দক্ষিণাঞ্চলে একটি লরি থেকে ৩১ অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। তারা সবাই পাকিস্তানের নাগরিক। শনিবার প্রসিকিউটররা জানিয়েছেন, ওই লরিটির চালকও পাকিস্তানি। তাকে আটক করা হয়েছে। সম্প্রতি ব্রিটেনের সাসেক্সে একটি লরি থেকে ৩৯ মরদেহ উদ্ধার করা হয়। তারা অবৈধ উপায়ে ইউরোপে প্রবেশ করতে এই ভয়ঙ্কর পথ বেছে নিয়েছিলেন। নিহতদের সবাই ভিয়েতনামের নাগরিক বলে মনে করছে ব্রিটেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফ্রান্সের লরি থেকে অবৈধ অভিবাসীদের উদ্ধারের খবর এল। ফরাসি প্রসিকিউটররা জানিয়েছেন, শুক্রবার ইতালীয় সীমান্তের নিকট মোটরওয়েতে রুটিন চেক চলাকালীন ৩১ জন পাকিস্তানি অভিবাসীর দলটি সনাক্ত করা হয়। তাদের মধ্যে তিন জন কিশোর রয়েছে। এসব অবৈধ অভিবাসীকে ইউরোপের অভিবাসন প্রক্রিয়া অনুসারে ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ফ্রান্স। মাত্র কয়েকদিন আগেই বেলজিয়ামে একটি রেফ্রিজারেটর ট্রাক থেকে ১২ অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়। এদের মধ্যে ১১ জন সিরিয়ার নাগরিক এবং একজন সুদানের নাগরিক। সূত্র:  দ্য লোকাল বিডি প্রতিদিন/কালাম

মাওলানার হুমকিতে ইমরান খানের বাসভবনে নিরাপত্তা জোরদার

Image
নিরাপত্তা জোরদার করা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বানি গালা আবাসিক ভবনে। সরকার বিরোধী আন্দোলনের ডাক দেওয়া দেশটির বিরোধী দল জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের হুমকির পর এই ব্যবস্থা নেওয়া হয়। পদত্যাগে বেঁধে দেয়া সময়সীমার মধ্যে ক্ষমতা থেকে সরে না গেলে বিক্ষোভকারীরা তাকে পাকড়াও করতে পারে বলে জমিয়ত নেতা হুমকি দিয়েছিলেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। যেকোনও পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। রাজধানীর বাণিজ্যিক এলাকায় পাহারা দিতে অভিজাত বাহিনী ও আধাসামরিক বাহিনীকে ডাকা হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পার্লামেন্টের সামনে সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে। স্পর্শকাতর জায়গাগুলোতে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্যও আনা হয়েছে। জমিয়তে উলামা-ই-ইসলামের প্রধানের হুমকির পর প্রধানমন্ত্রীর বানি গালা বাসভবনের দিকের সড়কগুলোতে নিরাপত্তা বেড়া বসানো হয়েছে। তবে জনসমাবেশমুখী রাস্তাগুলো বন্ধ করা ছাড়া বাকিগুলো উন্মুক্ত রাখা হয়েছে। এমনকি নিষিদ্ধ এলাকাগুলোও পুরোপুরি বন্ধ করা হয়নি বলে জানা গেছে। নাগরিকদের মুক...

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট!

Image
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি আইওয়াতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে পারেন। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের এক বক্তব্য থেকে এই তথ্য জানা গেছে। তবে কবে শি জিনপিং আইওয়া যাচ্ছেন সেই বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কিছু বলেননি। তিনি জানিয়েছেন, চীনের সঙ্গে বহুল আলোচিত বড় ধরনের একটি বাণিজ্য চুক্তি হচ্ছে। শুক্রবার ট্রাম্প বলেন, চীনের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে এবং যুক্তরাষ্ট্রের কোন স্থানে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি হবে। তিনি বলেন, আমরা বিভিন্ন স্থান বিবেচনা করছি। সেটা আইওয়া হতে পারে। তবে স্থান নয়, আমাদের কাছে গুরুত্বপূর্ণ চুক্তি। ইত্তেফাক/এসআর

সিরিয়ার তেলের মায়া ছাড়তে পারছে না যুক্তরাষ্ট্র: রাশিয়া

Image
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সিরিয়ায় উগ্র জঙ্গিগোষ্ঠী দায়েশ বিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভ্রুক্ষেপহীনতার কথা উল্লেখ করে বলেছেন, ওয়াশিংটন শুধুমাত্র সিরিয়ার তেল ক্ষেত্রগুলোর দিকে দৃষ্টি কেন্দ্রীভূত করেছে।  ‘রাশা২৪’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, মার্কিন সরকার চুরি করে সিরিয়ার তেল বাইরে পাচার করে দিচ্ছে। তেল চোরাচালানের অর্থ দিয়ে ওয়াশিংটন সিরিয়ায় নিজের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে প্রতিপালন করছে বলেও জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মার্কিন সরকার এখন তার নিয়ন্ত্রিত তেল ক্ষেত্রগুলোতে সিরিয়া সরকারকে প্রবেশ করতে দিচ্ছে না। এর আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শনিবার বলেছিলেন, মার্কিন সরকার সিরিয়ার উত্তরাঞ্চলে নিজের নিয়ন্ত্রিত এলাকার তেল চুরি করে মাসে তিন কোটি ডলার অর্থ আয় করছে। আমেরিকা কথিত দায়েশ বিরোধী যুদ্ধের অজুহাতে সিরিয়ায় বলপূর্বক সেনা মোতায়েন করেছে। সাম্রাজ্যবাদী মার্কিন সরকার এ কাজে জাতিসংঘ বা সিরিয়া সরকারের অনুমতি নেয়ার প্রয়োজন মনে করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্...

মুঠোফোনের ভিডিওতে কুর্দিদের হত্যার ভয়াবহ চিত্র

Image
সিরিয়ায় কুর্দিদের হত্যা ও নির্যাতনের অভিযোগ উঠেছে তুরস্ক সমর্থিত বিদ্রোহী বাহিনীর বিরুদ্ধে। ছবি: এএফপি সিরিয়ায় কুর্দিদের হত্যা ও নির্যাতনের ভয়াবহ চিত্র পাওয়া গেছে মুঠোফোনের ভিডিওতে। যে ধরনের হত্যাযজ্ঞ ঘটেছে, তাতে যুদ্ধাপরাধের অভিযোগ উঠতে পারে বলে মন্তব্য করা হয়েছে বিবিসির প্রতিবেদনে। সিরিয়ার উত্তর-পূর্বে কুর্দি মিলিশিয়াদের সঙ্গে তুরস্ক সমর্থিত বাহিনীর লড়াইয়ে এসব হত্যা, নির্যাতনের ঘটনা ঘটে। এই ভয়াবহ কর্মকাণ্ডের জন্য তুরস্ক দায়ী হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। তুরস্ক এসব ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছে। আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, এক ব্যক্তির স্মার্টফোনে তোলা ফুটেজে দেখা গেছে, একজন ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করছেন। পেছনে পড়েছিল কুর্দি যোদ্ধাদের মরদেহ। আরেকটু দূরে কয়েকজন পুরুষ এক নারীর রক্তাক্ত মরদেহ পা দিয়ে মাড়াচ্ছিলেন। একজন ওই নারীকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিলেন। ভয়ংকর এই ফুটেজের ধরন অনেকটাই ইসলামিক স্টেটের (আইএস) তৈরি করা ভিডিওগুলোর মতো। ভিডিও ফুটেজটি নেওয়া হয়েছে সিরিয়ার উত্তরাঞ্চলে ২১ অক্টোবর। যোদ্ধাদের পায়ের নিচে পড়ে থাকা নারীর নাম আমারা রেনাস। তিনি কু...