Posts

জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু শনিবার

Image
২ নভেম্বর থেকে শুরু হচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষা। প্রথম আলো ফাইল ছবি সারা দেশে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শনিবার। এবার এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে জেএসসি পরীক্ষার্থী ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন। মোট ২ হাজার ৯৮২টি কেন্দ্রে এই পরীক্ষা হবে। ইতিমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি শেষ করেছে শিক্ষা বোর্ডগুলো। গত ২৯ অক্টোবর সংবাদ সম্মেলন করে পরীক্ষাসংক্রান্ত এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। সংবাদ সম্মেলনে প্রশ্নপত্র ফাঁস রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, জেএসসি ও জেডিসি পরীক্ষার কারণে ২৫ অক্টোবর থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁসসংক্রান্ত গুজবের ফাঁদে না পড়তে অভিভাবকদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষা চলাকালীন শিক্ষামন্ত্রী কাল ঢাকার অদূরে কেরানীগঞ্জের একটি কেন্দ্রে যাবেন। এর আগে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবার নয় বরং আগামী বছর থেকে এই দুই পরীক্ষা...

ইসরাইলে মাটির নীচে ৮০০ বছরের পুরনো সোনার সুড়ঙ্গ

Image
ন্যাশনাল জিয়োগ্রাফিক চ্যানেলের বিজ্ঞানী লিন এবং তার দল সম্প্রতি এই খোঁজ পেয়েছেন এই সোনার সুড়ঙ্গের। ছবি: সংগৃহীত ইসরাইলে মাটির তলায় লুকিয়ে রাখা ৮০০ বছরের পুরনো সোনার সুড়ঙ্গের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। খোঁজ মিলেছে যোদ্ধাদের গোপন সদর দফতরেরও।এখন শুধু খোঁড়াখুঁড়ি করে সেই সম্পত্তি তুলে আনার অপেক্ষা।বিজ্ঞানীরা জানিয়েছেন, উন্নত প্রযুক্তির লেসার প্রযুক্তি ব্যবহার করে এই সুড়ঙ্গের খোঁজ পাওয়া গেছে। ন্যাশনাল জিয়োগ্রাফিক চ্যানেলের বিজ্ঞানী লিন এবং তার দল সম্প্রতি এই খোঁজ পেয়েছেন। চ্যানেলে তা সম্প্রচারও করা হয়েছে। লিন জানিয়েছেন, একাদশ শতকে ধর্মযুদ্ধের সময় ইসরাইল শহর একরির নীচে খ্রিস্টান যোদ্ধারা সুড়ঙ্গ তৈরি করেছিলেন।ধর্মযুদ্ধের সময় ইসরাইলের ওই শহরই ছিল যোদ্ধাদের সদর দফতর। সদর দফতর যাতে সহজে খুঁজে না পাওয়া যায়, তার জন্য একরি শহরের মাটির অনেকটা নীচে ওই সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। গোপন সুড়ঙ্গ দিয়ে সদর দফতরে পৌঁছতেন যোদ্ধারা।এই সুড়ঙ্গ দিয়েই তারা যুদ্ধের প্রয়োজনীয় সামগ্রী এবং সঙ্গে প্রচুর সোনা নিয়ে যেতেন। তবে অনেক ইতিহাসবিদ মনে করেন, এই গোপন সুড়ঙ্গ সোনার মত মূল্যবান সম্পদ নিয়ে যা...

জম্মু-কাশ্মীর বিভাজন নিয়ে চীনের আপত্তি নাকচ করল ভারত

Image
জম্মু-কাশ্মীর বিভাজনকে কেন্দ্র করে চীনের আপত্তি নাকচ করল ভারত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ভারত সরকারিভাবে জম্মু-কাশ্মীর ও লাদাখকে যে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করেছে, তার মধ্যে চীনের কিছু অংশ পড়ছে।’ তিনি আরও বলেন, চীন দৃঢ়ভাবে এর প্রতিবাদ  করছে। এটা ‘বেআইনি’ এবং এটা কোনওভাবেই কার্যকরী হবে না। এটা বদল করতে পারবে না যে এর কিছু অংশ চীনের নিয়ন্ত্রণরেখার মধ্যে।’ ‘ভারত একতরফাভাবে দেশীয় আইন পরিবর্তন করেছে এবং এটা ‘বেআইনি’। কোনওভাবেই তা কার্যকর করা যায় না’ বলেও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মন্তব্য করেন। এরপরেই আজ (বৃহস্পতিবার) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার পাল্টা জবাবে চীনকে টার্গেট করে বলেন, ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কেউ নাক গলাক, এটা ভারত কখনও চায় না।’ এদিন রবীশ কুমার সাফ বলেন, ‘চীন হোক বা অন্য কোনও দেশ, আমরা কখনওই চাই না, ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলুক। ভারত যেমন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলতে যায় না।’ জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করার পর থেকে প্রতিবেশ...

ইমরান খানকে হটাতে লাখো জনতার বহর এখন ইসলামাবাদে

Image
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হটাতে লাখো জনতার বহর ইসলামাবাদে ঢুকেছে। সোমবার করাচি থেকে শুরু হওয়া এ আজাদি পদযাত্রা বৃহস্পতিবার দেশটির রাজধানী ইসলামাবাদ পৌঁছায়।  খবর ডন নিউজের। পাকিস্তানের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের এই আজাদি মার্চে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বিরোধীদলীয় নেতা মাওলানা ফজলুর রহমান। পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান বিরোধী এই মার্চে অংশ নিয়েছেন কয়েক লাখ মানুষ। ইসলামাবাদে প্রবেশের সময় পিপিপি ও মুসলিম লীগের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। এ জন্য বিভিন্ন স্থানে স্বাগত শিবিরও স্থাপন করেছে তারা। পাকিস্তানি ও দলীয় পতাকা উত্তোলন করে কয়েক হাজার গাড়ি নিয়ে এ পদযাত্রায় অংশ নিয়েছে আন্দোলনকারীরা। ইমরানবিরোধী ‘গো নিয়াজি গো’ স্লোগানসহ সরকারবিরোধী প্রচারণায় পুরো সড়ক পথ মুখরিত করে রেখেছেন তারা। ২০১৮ সালের ২৫ জুলাইয়ের নির্বাচন প্রত্যাখ্যান ও দেশের অর্থনৈতিক অবনতির দায়ে ইমরান খান সরকারের পদত্যাগের বিষয়ে একমত হয়েছেন বিরোধীরা। ইসলামাবাদ প্রবেশের সময় স্বাগত ভাষণে মাওলানা ফজলুর রহমান বলেন, আজাদি মার্চ এখন জাতীয় আন্দোলনে পরিণত হয়েছে। এ বি...

ইসরায়েলি ড্রোন তাড়িয়ে দিল লেবাননের হিজবুল্লাহ

Image
ইহুদিবাদী ইসরায়েলের এক ড্রোনকে তাড়িয়ে দিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। বৃহস্পতিবার সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, লেবাননের দক্ষিণের নাবাতিয়া শহরের কাছে একটি ইসরায়েলি ড্রোন প্রবেশ করার পরপরই যথোপযুক্ত অস্ত্রের সাহায্যে সেটাকে টার্গেট করা হয়। এর ফলে ড্রোনটি পালাতে বাধ্য হয়। অস্ত্রের নাম উল্লেখ করেনি হিজবুল্লাহ। তবে আল-মায়াদিন টিভি চ্যানেল বলেছে হিজবুল্লাহ ড্রোনটি লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েল বলেছে, হিজবুল্লাহ তাদের ড্রোন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, কিন্তু তা লাগে নি। গত বুধবারও হিজবুল্লাহ ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করেছে। লেবাননে যখন বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী সা'দ হারিরি পদত্যাগ করেছে ঠিক তখনি ড্রোনের সাহায্যে অপতৎপরতা বাড়িয়েছে দখলদার ইসরায়েল। সূত্র: পার্সটুডে বিডি প্রতিদিন/কালাম

আইএসের নতুন প্রধান কে এই হাশেমি?

Image
প্রতীকী ছবি আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদীর মৃত্যুর পর সংগঠনটির নতুন প্রধান হিসেবে নাম ঘোষণা করা হয়েছে আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরাইশির। আইএসের গণমাধ্যম শাখা আল-ফুরকানে এক অডিও বার্তায় এই বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বাগদাদির মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করা হয়। আইএস-এর নতুন দায়িত্বপ্রাপ্ত হাশেমির ছবি ও পূর্ণ পরিচয় প্রকাশ করা হয়নি। তবে, যুক্তরাজ্যের ওয়েলসে একটি বিশ্ববিদ্যালয়ের আইএস বিষয়ক গবেষক আইমেন আল তামিমি বলেছেন, “এ নামটি অপরিচিত। তবে এই ব্যক্তি হাজ আবদুল্লাহ নামের এক শীর্ষ ব্যক্তিত্ব হতে পারেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয় যাকে বাগদাদির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে চিহ্নিত করেছিল।” তিনি আরও বলেন, “আমরা সম্ভবত এই ব্যক্তিকে চিনি। যিনি হয়ত মাত্রই নতুন নাম ধারণ করেছেন।” সূত্র: রয়টার্স বিডি প্রতিদিন/কালাম

ভারতীয়দের মাথাপিছু ২০ ডলার দিতে হবে না পাকিস্তানকে

Image
পাকিস্তানের ভেতরে অবস্থিত শিখ ধর্মাবলম্বীদের একটি পবিত্র তীর্থস্থান দর্শনের জন্য ভারতীয়দের কাছ থেকে মাথাপিছু ২০ মার্কিন ডলার সার্ভিস চার্জ ছাড় দিল ইসলামাবাদ।  চুক্তি মেনে ভারতীয়দের কর্তারপুরে সফর নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করল পাকিস্তান। এছাড়া কর্তারপুরে দরবার সাহিব গুরুদ্বারগামী ভারতীয় তীর্থযাত্রীদের জন্য একাধিক ছাড় ঘোষণা করলেন পাাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার এক টুইটে ইমরান জানান, ভারত থেকে যে শিখরা কর্তারপুরে আসছেন, তাদের দু'টি জিনিসে ছাড় দিচ্ছি। তাদের পাসপোর্ট থাকার প্রয়োজন নেই। শুধু বৈধ পরিচয়পত্র থাকলেই চলবে। তাদের ১০ দিন আগে নাম নথিভুক্ত করারও দরকার নেই। উদ্বোধনের দিন ও গুরুজির ৫৫০তম জন্মবার্ষকীতে তাদের কোনও ফি-ও দিতে হবে না। এর আগে, প্রত্যেক তীর্থযাত্রীপিছু কুড়ি ডলার চার্জ করার সিদ্ধান্ত নিয়ে বিতর্কে পড়ে পাকিস্তান। সাধারণত সার্কভুক্ত দেশের নাগরিকরা এক অন্যের দেশে গেলে কোনও ভিসা ফি নেওয়া হয় না। কিন্তু সেখানে পাকিস্তান ভারতীয় নাগরিকদের এই ফি থেকে রেহাই দিতে রাজি হয়নি তখন। তবে, শুক্রবার ইমরানের টুইটে সেই সিদ্ধান্ত রদ করা হলো। যা নিয়ে উচ্ছ্বাস প্...