Posts

প্লেনের টয়লেটে গোপন ক্যামেরা, পাইলটের বিরুদ্ধে বিমানবালার মামলা

Image
প্লেনের টয়লেটে গোপন ক্যামেরা রাখার অভিযোগে দুই পাইলট এবং ওই এয়ারলাইন্সের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন রিনি স্টেইনাকের নামে ওই প্লেনেরই এক বিমানবালা। আজ সোমবার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। সংবাদমাধ্যমের খবরে মামলা সূত্রে বলা হয়, রিনি স্টেইনাকের ২০১৭ সাল মার্কিন সাউথ-ওয়েস্ট এলারলাইন্সের বিমানবালা ছিলেন। প্লেনের প্রধান পাইলট টেরি গ্রাহাম একদিন ফ্লাইট চলাকালীন তাকে ককপিটে ডাকেন। তিনি গেলে টয়লেটে যাবেন বলে তাকে কিছুক্ষণ এখানে বসতে বলে পাইলট। কারণ ওই এয়ারলাইন্সের নিয়মানুযায়ী ফ্লাইট চলাকালীন ককপিটে দুই জন কর্মকর্তা থাকতে হবে। পরে তিনি ককপিটে বসেন। তার সঙ্গে ছিলেন সহকারী পাইলট রিয়ান রাসেল। ককপিটে থাকাকালীন হঠাৎই স্টেইনাকের খেয়াল করেন একটি আই-প্যাড, যেখানে টয়লেটের চিত্র লাইভ দেখা যাচ্ছে। তখনই তিনি টের পান টয়লেটে গোপন ক্যামেরা রাখা আছে। বিষয়টি তখন তিনি ককপিটে থাকা সহকারী পাইলট রাসেলকে জানান। তখন সহকারী পাইলট রাসেল তাকে ব্যাপারটি গোপন করতে বলে। স্টেইনাকেরকে সে জানায়, নিরাপত্তার জন্যই নাকি টয়লেটে গোপন ক্যামেরা লাগানো হয়েছে। এ ঘটনায় ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের অ্য...

চিলির প্রেসিডেন্টের পদত্যাগ চেয়ে ১০ লাখ মানুষের মিছিল

Image
চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরার পদত্যাগের দাবিতে প্রায় ১০ লাখ মানুষ দেশটি রাজধানী সান্তিয়াগোতে বিক্ষোভে অংশ নেয়। ছবি: এএফপি চিলির রাজধানী সান্তিয়োগেতে প্রায় ১০ লাখ মানুষ প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরার পদত্যাগ এবং অর্থনৈতিক সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করেছে। মিছিলে অংশগ্রহণকারীরা শহরের কয়েক মাইলজুড়ে হাঁড়ি পিটিয়ে ও পতাকা নিয়ে সংস্কারের দাবিতে মিছিল করে। বিবিসি ও বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এটিকে চিলির জন্য একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছেন সান্তিয়াগোর গভর্নর কার্লা রুবিলার। তিনি বলেন, ১০ লাখ মানুষ রাজধানীতে প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার ৫ শতাংশ। টুইটার বার্তায় তিনি বলেন, ‘আন্দোলনকারীরা একটি নতুন চিলি গড়ার স্বপ্নের প্রতিনিধিত্ব করছে।’ প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা বলেন, সরকার এই বার্তা শুনেছে। এক টুইটার বার্তায় তিনি বলেন, ‘আমরা সবাই বদলে গেছি। আজকের আনন্দময় এবং শান্তিপূর্ণ মিছিলে জনগণের “ঐক্যবদ্ধ চিলি” গড়ার দাবি ভবিষ্যতের জন্য আশার পথ উন্মুক্ত করেছে।’ আন্দোলনকারীরা রাজধানী ছাড়াও চিলির বড় শহরগুলো...

আফগানিস্তানে যৌথ বিমান হামলায় ৮০ তালেবান নিহত

Image
ছবি-সংগৃহীত আফগানিস্তানের কান্দাহার ও ফারিয়াব প্রদেশে যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তান বাহিনীর হামলায় তালেবানের অন্তত ৮০ জন নিহত হয়েছে। খবর আনাদোলু এজেন্সি। ফারিয়াব প্রদেশের পুলিশ প্রধান আব্দুল কারিম জানিয়েছেন, ২৪ ঘণ্টায় ওই দুই প্রদেশে আফগান ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানে তারা নিহত হয়। আরো পড়ুন:  মার্কিন সেনাদের গুলিতে নয় তিন সন্তানসহ আত্মঘাতী আইএসপ্রধান বাগদাদি অন্যদিকে কান্দাহারে যুক্তরাষ্ট্রের একটি গাড়ি বহর গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তালেবান। তবে এ বিষয়ে মার্কিন বাহিনী কোনো মন্তব্য করেনি। ইত্তেফাক/এসআর

নভেম্বরে শুরু হবে টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল

Image
টেকনাফে বৈরী আবহাওয়া ও বর্ষাকালের কারণে দীর্ঘ ছয়মাসের বেশি বন্ধ থাকার পর নভেম্বরের প্রথম দিন থেকেই সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে। সূত্রে জানা যায়, টেকনাফ দমদমিয়া জেটিঘাট থেকে বিআইডব্লিউটিএ’র অনুমতি নিয়ে কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, বে-ক্রুজ, এমবি দি আটলান্টিক ক্রুজ, গ্রীন লাইন, এমবি পারিজাত, এলসিটি কাজল, দোয়েল পাখি ও ফারহান ক্রুজ জাহাজ পর্যটকদের নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে।  প্রতি বছর অক্টোবর কিংবা নভেম্বর থেকে সমুদ্র পাড়ি দিয়ে সেন্টমার্টিনে বেড়াতে যান অসংখ্য পর্যটক।তারা থাকেন দ্বীপের প্রায় ১০০টি হোটেল-মোটেল ও কটেজে। হোটেল-মোটেল ও কটেজগুলোতে শেষ মুহুর্তে চলছে ধোয়া মুছার কাজ। বিআইডব্লিউটিএ'র টেকনাফ অঞ্চলের পরিদর্শক (পরিবহন) মোহাম্মদ হোসেন জানান, জাহাজ কর্তৃপক্ষ যাতে কোনো ধরনের অতিরিক্ত যাত্রী পরিবহন না করে এবং ভাড়ার তালিকা টাঙানোর নির্দেশ দেয়া হয়েছে। এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল হাসান জানান, সমুদ্র উত্তাল হয়ে পড়ায় স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসনের নিষেধ থাকার কারণে এতদিন জাহাজ...

বিষধর সাপ দিয়ে ঝিনাইদহে জমজমাট ঝাঁপান খেলা

Image
বিষধর সাপকে বশে আনা মানুষের কাছে চিরকালই আকর্ষণীয়। তারপরও যদি একের পর এক প্রদর্শন করা হয় বিষধর সাপের নানা কৌশল, তাহলে তো কথাই নেই! এমনই এক ঝাঁপান খেলা অনুষ্ঠিত হয়ে গেল ঝিনাইদহের সদর উপজেলার বাদামতলা বাজারে।  রবিবার পড়ন্ত বিকালে সদর উপজেলার বাদাম তলা বাজারে এ খেলার আয়োজন করে বাজার কমিটি। আর এ আয়োজন দেখতে ভিড় জমায় হাজারও মানুষ। পুরাহাটি বাদাম তলা বাজার কমিটির সভাপতি মো. শওকত আলী জানান, মানুষকে আনন্দ দেয়াই সাপুড়েদের মূল উদ্দেশ্যে। তাই চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী এ খেলা ধরে রাখতেই প্রতি বছর সাপ আর সাঁপুড়ের এই মনোমুগ্ধকর খেলার আয়োজন করি। খেলায় সকলকে পেছনে ফেলে প্রথম হয় জেলার শৈলকুপা উপজেলার ভাটই এলাকার সোহেল সাপুড়ে। বিডি  প্রতিদিন/ এ  মজুমদার

২০২০ সালেও সরকারি ছুটি ২২ দিন

Image
সংগৃহীত ছবি চলতি বছরের মতো আগামী ২০২০ সালেও সাধারণ ও নির্বাহী আদেশে ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৮ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ‘২০২০ খ্রিস্টাব্দের ছুটির তালিকা’ অনুমোদন দেয়া হয়।   বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, ‘জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসে ১৪ দিন সাধারণ ছুটি থাকবে। সাধারণ ছুটির মধ্যে ৩ দিন সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার) পড়েছে। এছাড়া বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসে ৮ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।’ বিডি-প্রতিদিন/মাহবুব

এমপি হওয়ার পথে ব্রিটিশ বাঙ্গালী আফসানা

Image
আফসানা বেগম বাঙালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের পপলার এন্ড লাইম হাউজ সংসদীয় আসনে আগামী সংসদ নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হচ্ছেন আফসানা বেগম।  রবিবার পপলার এবং লাইম হাউজ আসনের লেবার পার্টির সদস্যরা ভোটের মাধ্যমে আফসানা বেগমকে দলীয় প্রার্থী নির্বাচিত করেন। এই আসনের বর্তমান এমপি জিম পিটজ পেট্রিক। ২০১০ সাল থেকে পপলার এন্ড লাইন হাউজ আসনে লেবার দলীয় এমপি তিনি। এর আগে ১৯৯৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি পপলার এন্ড কেনিংটাউন আসনের এমপি ছিলেন। ২০১০ সালে পপলার এন্ড কেনিংটাউন সংসদীয় আসনের নাম পরির্বতন করা হয় পপলার এন্ড লাইম হাউজ। বর্ষীয়ান এমপি জিম ২০১৫ সালের নির্বাচনের পরপরই আর এমপি প্রার্থী হবেন না বলে ঘোষণা দিয়েছিলেন। তবে ২০১৬ সালের ইইউ রেফারেন্ডামের পর সাবেক প্রধানমন্ত্রী থেরিসা মে’র স্ন্যাপ জেনারেল ইলেকশনে লেবার দলীয় প্রার্থী হিসেবে পুনরায় এমপি নির্বাচিত হন। সাবেক ফায়ার ফাইটার এমপি জিম স্কটল্যান্ডের গ্লাসগোতে জন্মগ্রহন করেন। তিনি পার্লামেন্টে প্রধানমন্ত্রী বরিস জনসনের ব্রেক্সিট বিলের পক্ষ ভোট দিয়েছেন। আগামী পার্লামেন্ট নির্বাচনে পপলার এন্ড লাইম হাউজে লেবার পার্টি...