বিশ্বনেতাদের উপস্থিতিতে জাপানে সম্রাটের অভিষেক
জাপানের নতুন সম্রাট নারুহিতো। ছবি: এএফপি জাপানের সম্রাট নারুহিতো গত মে মাসের শুরুতে সিংহাসনে আরোহণ করলেও, তাঁর আনুষ্ঠানিক অভিষেক এখনো হয়নি। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী মঙ্গলবার (২২ অক্টোবর) বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং অন্যান্য প্রতিনিধিদের উপস্থিতিতে স্মারক এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্রাটের আনুষ্ঠানিক সিংহাসন আরোহণ পর্বের প্রথম অংশটি শেষ হবে। জাপানি ভাষায় ‘সোকুই নো রেই’ নামে পরিচিত এই অনুষ্ঠানটি জাপানে নতুন সম্রাটের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের সঙ্গে সম্পর্কিত। দূর অতীতকাল থেকেই জাঁকজমকের সঙ্গে এটি অনুষ্ঠিত হয়ে আসছে। এবার বিশ্বের ১৯০টির মতো দেশের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। বিদেশি অতিথিদের অনেকেই এরই মধ্যে টোকিও এসে পৌঁছেছেন। অন্যরা সোমবার টোকিও পৌঁছাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। মূল অনুষ্ঠান টোকিওর কেন্দ্রস্থলে অবস্থিত সম্রাটের প্রাসাদে অনুষ্ঠিত হবে। সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকো পূর্ণাঙ্গ রাজকীয় সাজপোশাক পরিধান করে সেখানে অপেক্ষমাণ অতিথিদের সামনে উপস্থিত হবেন। শুরুতে সম্রাট নিজেকে সিংহাসনের উত্তরাধিকারী ঘোষণা কর...