Posts

সিরিয়ানীতি নিয়ে তোপের মুখে ট্রাম্প

Image
পাঁচ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও গতকাল শুক্রবার সীমান্ত শহর রাস আল-আইনের কাছে গোলাগুলির ঘটনা ঘটে। ছবি: এএফপি সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেলের তোপের মুখে পড়েছেন। ‘ওয়াশিংটন পোস্ট’-এ এক মতামত নিবন্ধে ট্রাম্পের নিজ দল রিপাবলিকানের সিনেটর মিচ ম্যাককনেল সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারে ট্রাম্পের ঘোষণার কঠোর সমালোচনা করেছেন। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ ও সিরিয়ায় তুরস্কের হামলা—এ দুটো মিলে ‘কৌশলগত দুঃস্বপ্ন’ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন তিনি। গত বুধবার ট্রাম্প তুর্কি-সিরিয়া সীমান্ত পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য ‘কৌশলগতভাবে অসাধারণ’ বলে মন্তব্য করেছিলেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ‘সীমান্তে তাদের (তুর্কি-কুর্দি) সমস্যা রয়েছে। ওটা আমাদের সীমান্ত নয়। এ জন্য আমাদের প্রাণ হারানো উচিত নয়।’ আজ শনিবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, রিপাবলিকান পার্টির সবচেয়ে জ্যেষ্ঠ সিনেটরদের একজন ম্যাককনেল ট্রাম্পের নীতির সমালোচনা করে বলেছেন, মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা ছিল ‘গুরুতর কৌশলগত ভুল’। স...

পাসপোর্ট কেন শুধু চার রঙেরই

Image
বিশ্বের বিভিন্ন দেশে চার রঙের পাসপোর্ট দেখতে পাওয়া যায়। ছবি: রয়টার্স ফাইল ছবি বিশ্বজুড়ে ভ্রমণপিপাসু লোকজন নিশ্চয়ই বিভিন্ন দেশের পাসপোর্ট দেখেছেন বহুবার। লাল, কালো, নীল ও সবুজ—মূলত এই চার রঙের পাসপোর্টই দেখা যায় বিশ্বের বিভিন্ন দেশে। কিন্তু এই চার রং ছাড়া অন্য কোনো রঙের পাসপোর্ট দেখা যায় না কেন? ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, পাসপোর্টের রঙের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিধিনিষেধ নেই। তবু দেশগুলো পাসপোর্টের রং হিসেবে এই চারটির বাইরে অন্য কোনো রং সাধারণত ব্যবহার করে না। এর কারণ হিসেবে বেশির ভাগ দেশের দাবি, এই চার রঙের পাসপোর্ট দেখতে সবচেয়ে বেশি ‘অফিশিয়াল’ লাগে। আরেকটি কারণ হলো, এই চার রঙের পাসপোর্টের ওপর ধুলা কম জমে, ব্যবহারের ফলে রং মুছে যায় কম। পাসপোর্টের রং বাছাইয়ের ক্ষেত্রে দেশগুলোর সংস্কৃতিও একটি বড় নিয়ামক হিসেবে কাজ করে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইসলামি দেশগুলো সাধারণত বিশেষ ধর্মীয় তাৎপর্যের কারণে সবুজ রঙের পাসপোর্ট বানিয়ে থাকে। আবার ইউরোপীয় দেশগুলো সাধারণত বারগেন্ডি (লালের একটি শেড) রঙের পাসপোর্ট ব্যবহার করে থাকে। তবে রঙের ব্যাপারে বাধ্যবাধকতা না থাকলেও...

পাকিস্তান চার মাস সময় পেল প্রমাণের

Image
ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের প্রেসিডেন্ট জিয়াংমিন লুই। ছবি: রয়টার্স পাকিস্তানকে আপাতত ধূসর তালিকাতেই রেখেছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদে অর্থ জোগানদাতাদের পর্যবেক্ষক সংস্থা ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)। তবে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সন্ত্রাসবাদে অর্থায়ন এবং অর্থ পাচার বন্ধ না করলে দেশটিকে কালো তালিকাভুক্ত করা হবে বলে হুঁশিয়ার করেছে সংস্থাটি। এই চার মাসের মধ্য তাদের প্রমাণ করতে হবে, তারা সন্ত্রাসবাদে অর্থ জোগাচ্ছে না এবং অর্থ পাচারও করছে না। গত বছরের জুনে প্যারিসভিত্তিক নজরদারি সংস্থাটি পাকিস্তানকে গ্রে তালিকাভুক্ত করেছিল। সে সময় ২০১৯ সালের অক্টোবর মাসের মধ্যে দেশটিকে কিছু কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়। অবস্থান বদলে উল্লেখযোগ্য উন্নতি করতে না পারলে ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে কালো তালিকাভুক্ত করার হুমকি দেওয়া হয় তাদের। এফএটিএফের প্রেসিডেন্ট জিয়াংমিন লুই বলেন, ফেব্রুয়ারির মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করা হবে। জিয়াংমিন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘পাকিস্তান যথেষ্ট ইতিবাচক ভূমিকা রাখতে পারেনি।’ টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জান...

২৭ বছরের মধ্যে চীনের জিডিপি প্রবৃদ্ধি সর্বনিম্ন

Image
ভবিষ্যতে চীনের অর্থনীতি চাপের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ছবি: এএফপি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে চীনের অর্থনীতিতে। পরিসংখ্যান বলছে, চলতি বছরের তৃতীয় ভাগে চীনের জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬ শতাংশে, গত ২৭ বছরের মধ্যে যা সর্বনিম্ন। ভবিষ্যতে চীনের অর্থনীতি চাপের মুখে পড়তে পারে, এমন সতর্কবার্তাও দিয়েছেন বিশেষজ্ঞরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে চীনের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৬ শতাংশ। এর আগের তিন মাসে (এপ্রিল-জুন) এই প্রবৃদ্ধি ছিল ৬.২ শতাংশ। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) এই তথ্য-উপাত্ত জানিয়েছে। এদিকে ‘সুপারপাওয়ার’ চীনের অর্থনীতির এমন অবস্থায় পুরো বিশ্ব অর্থনীতিতেই উদ্বেগ দেখা দিয়েছে। অর্থনীতিকে চাঙা করতে চীনের সরকার নতুন উদ্যোগ হাতে নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এএফপির বিশ্লেষণে দেখা গেছে, ১৯৯২ সালের পর চীনের প্রবৃদ্ধি কখনো এত নিচে নামেনি। তবে ২৭ বছরের মধ্যে সর্বনিম্ন হলেও চীন সরকারের প্রত্যাশিত জিডিপির মধ্যেই আছে এই জিডিপি। ২০১৯ সালের জন্য চীন সরকারের প্রত্য...

নতুন মুখ আসবে: ওবায়দুল কাদের

Image
ফাইল ছবি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নতুন সম্মেলন মানেই নতুন মুখ। আর আওয়ামী লীগের সম্মেলনের ব্যাপারে কোনো আপস নেই। যথাসময়ে সম্মেলন হয়, এবারও যথাসময়ে সম্মেলন অনুষ্ঠিত হবে।’ নভেম্বরে অনুষ্ঠিতব্য যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে সামনে রেখে আজ শনিবার নারায়ণগঞ্জের মেঘনা ঘাট এলাকায় সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, প্রবীণ-তরুণ-অভিজ্ঞদের সমন্বয় ঘটিয়ে আমরা দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। এখানে পরিবর্তন হবে, নতুন মুখ আসবে। ইত্তেফাক/এএম

১৩ বছরের কিশোরের ওপর নির্ভর করছে জাপানের রাজতন্ত্রের ভবিষ্যৎ!

Image
জাপানের প্রথা অনুযায়ী কেবল রাজপরিবারের পুরুষ সদস্যরাই সিংহাসনে বসার অধিকারী। সেদেশের প্রধানমন্ত্রী শিনজো আবে চান না এই নিয়ম বদলে যাক। কিন্তু ১৯৬৫ সালের পর থেকে জাপানের রাজবংশে কোনও ছেলে জন্মায়নি। রক্ষণশীলরা রীতিমতো চিন্তায় পড়েছিলেন, কীভাবে দেশের প্রাচীন প্রথা রক্ষা করা যাবে। নারুহিতোর বিয়ে হওয়ার আট বছর পর তার স্ত্রী কন্যাসন্তানের জন্ম দেন। আর তাই জাপানের রাজতন্ত্রের ভবিষ্যৎ এখন নির্ভর করছে ১৩ বছরের কিশোর হিসাহিতোর ওপরে। চাচার পরে ভাতিজা। চলতি বছরেই জাপানের সম্রাট হয়েছেন প্রিন্স নারুহিতো। এরপরে সম্রাট হবে কনিষ্ঠতম রাজকুমার হিসাহিতো। গত আগস্টে সে গিয়েছিল ভুটান সফরে। হবু সম্রাটকে আন্তর্জাতিক মহলে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই ওই সফর।  সে এখন সম্রাট হওয়ার প্রস্তুতি নিচ্ছে। জাপানি ঐতিহ্য মেনে ‘হাকামা’ কিমানো পরা অভ্যাস করছে। শিখছে তীর ছুঁড়ে লক্ষ্যভেদ করা।  নারুহিতোর বয়স এখন ৫৯। তার বাবা সম্রাট আকিহিতো সিংহাসন ত্যাগ করার পর গত ১ মে তিনি সম্রাট হন। আগামী ২২ অক্টোবর তিনি আন্তর্জাতিক মহলের কাছে সম্রাট হওয়ার কথা ঘোষণা করবেন। পুরনো প্রথা অনুযায়ী নারুহিতোর ভাই আকিশিন...

লেবাননে সরকার পতনের ডাক, সঙ্কট সমাধানে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

Image
লেবানন সরকারের নতুন করে কর আরোপের পরিকল্পনা ঘিরে দেশটির জনগণ রাস্তায় নেমে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছে। এদিকে অর্থনৈতিক সঙ্কট সমাধানে জোট সরকারের অংশীদারদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরি। তিনি চলমান এ সঙ্কটের জন্য জোটের অংশীদারদেরই দায়ী করেছেন। জাতির উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় হারিরি বলেন, আমি আমার অংশীদারদের ৭২ ঘণ্টা সময় দিচ্ছি, যাতে একটা সমাধান বেরিয়ে আসে, সে সমাধান জনগণ ও আন্তর্জাতিক অংশীদাররা মেনে নেবে। তবে হারিরি যখন বক্তব্য দিচ্ছিলেন তখন জনতা রাজধানীর বৈরুতে জাতীয় পতাকা নাড়িয়ে বর্তমান সরকারের পদত্যাগ দাবি করেছেন সে সরকারের নেতৃত্ব দিচ্ছেন হারিরি, প্রেসিডেন্ট মিশেল ওন, স্পিকার নাবিহ ও পররাষ্ট্রমন্ত্রী জিবরান বাসিল। সূত্র: আল জাজিরা বিডি প্রতিদিন/ফারজানা