শাহ আমানতে ১৩০ পিস স্বর্ণবারসহ আটক ১
ফাইল ছবি। চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫ কেজি ওজনের ১৩০ পিস স্বর্ণবার জব্দসহ একজন আটক করেছে কাস্টমস। জব্দ করা স্বর্ণবারের মূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে এ স্বর্ণবার জব্দ করা হয়। বিমানবন্দর ব্যবস্থাপক উইং কমান্ডার সরোয়ার ই জামান ইত্তেফাককে জানান, সকাল সোয়া ৮টার দিকে শারজা থেকে এয়ার এরাবিয়ার একটি বিমান চট্টগ্রাম শাহআমানত বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সন্দেহভাজন যাত্রী জয়নাল আবেদীনকে কাস্টমসের সদস্যরা তল্লাশি চালায়। এক পর্যায়ে ব্যাটারি চার্জারের মধ্যে লুকিয়ে থাকা ১৩০ পিস স্বর্ণবার পাওয়া যায়। আরও পড়ুন: তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে, দুই রোহিঙ্গাসহ নিহত ৪ তিনি আরও জানান, জব্দ করা স্বর্ণবারের ওজন ১৫ কেজি ১৬৩ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা।আটক জয়নালকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। ইত্তেফাক/এমআরএম