Posts

ধর্ম পরিবর্তন করবেন মায়াবতী

Image
ভারতের বহুজন সমাজ পার্টির (বিএসপি) নেত্রী ও উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী জানিয়েছেন, তিনি সঠিক সময় এলে ধর্ম পরিবর্তন করবেন। গত সোমবার নাগপুরে আয়োজিত একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি উল্লেখ করেন, সঠিক সময় এলেই তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করবেন। সূত্র : এই সময়। মায়াবতী আরও জানান, যেদিন সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাবাসাহেব বি আর আম্বেদকরের (ভারতের সংবিধান প্রণেতা) বড় সংখ্যক অনুগামীরা তার সঙ্গে বৌদ্ধ ধর্ম গ্রহণে রাজি হবেন, সেদিন তিনিও এই ধর্মকে আপন করে নেবেন। জনসভায় উপস্থিত মানুষকে মায়াবতী মনে করিয়ে দেন, ৬৩ বছর আগে ১৯৫৬ সালের ঠিক এই দিনেই নাগপুরে অনুগামীদের সঙ্গে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন বি আর আম্বেদকর। তিনি আরও বলেন, ধর্ম বদলানোর এ সিদ্ধান্ত হঠাৎ করে নেননি আম্বেদকর। হিন্দু হিসেবে বার বার অপমানিত হওয়ার পরই তিনি বলেছিলেন, হিন্দু হিসেবে জন্ম নেওয়া তার হাতে ছিল না, কিন্তু হিন্দু হয়ে তিনি মৃত্যুকে বরণ করবেন না। দলিত সম্প্রদায়ের নেত্রী মায়াবতী বলেন, বি আর আম্বেদকর দেশের সংবিধান শুধু হিন্দুদের জন্য তৈরি করেননি, সব ধর্মের কথা ভেবেই সংবিধান তৈরি হয়েছিল। তিনি এক ...

ভারতীয় বিমানকে ধাওয়া পাকিস্তানের, আফগানিস্তান গিয়ে রক্ষা

Image
১২০ জন যাত্রী নিয়ে নয়াদিল্লি থেকে আফগানিস্তানের রাজধানী কাবুলের উদ্দেশে যাত্রা করেছিল স্পাইসজেটের এক বিমান। যাত্রাপথে মাঝ আকাশে ধাওয়া দেয় পাকিস্তানের বিমানবাহিনী। সেপ্টেম্বরের শেষের দিকে স্পাইসজেটের ওই বিমান ধাওয়ার মুখে পড়ে বলে ভারতীয় কর্তৃপক্ষ স্বীকার করেছে। সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের বরাতে এনডিটিভির খবরে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর ১২০ জন যাত্রী নিয়ে নয়াদিল্লি থেকে কাবুলের উদ্দেশে স্পাইসজেটের একটি বিমান যাত্রা করেছিল। পাকিস্তানের আকাসীমায় ঢুকে পড়ায় মাঝ আকাশেই তাদের পথ রুদ্ধ করে দেশটির বিমানবাহিনী। এরপর বিমানটি পাকিস্তানের আকাশসীমার বাইরে যাওয়া পর্যন্ত তাদের ধাওয়া করা হয়। বৃহস্পতিবার ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসি) একথা জানিয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়। ডিজিসিএ-র তরফে জানানো হয়েছে, অনেকটা সংশয় নিয়েই বোয়িং ৭৩৭ বিমানটি পাকিস্তা‌নের আকাশসীমার মধ্যে ঢুকেছিল। এরপরই পাকিস্তানি বিমান তাদের ধাওয়া দেয়। পাকিস্তান বিমান বাহিনীর এফ-১৬ বিমান ভারতীয় বিমানটিকে নিচু হতে বলে। এসময় স্পাইসজেট বিমানের পাইলট পাক বিমান বাহিনীকে বোঝাতে সক্ষম হয় যে তাদের বিমানটি ‘...

তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের ৫০ পরমাণু বোমা, দুশ্চিন্তায় ট্রাম্প

Image
ফাইল ছবি সম্প্রতি ইরাক ও আফগানিস্তান থেকে শতাধিক ঘাঁটি প্রত্যাহার করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরও বিশ্বের প্রায় ৭০টি দেশে যুক্তরাষ্ট্রের ৮ শতাধিক সামরিক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটির মধ্যে তুরস্কের ইনসিরলিক বিমান ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিটি বিশেষ গুরুত্বপূর্ণ।  কারণ এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ৫০টি পরমাণু বোমা রয়েছে। আর এই ৫০টি মার্কিন পরমাণু বোমা নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সিরিয়ার মানবিজে তুরস্কের কুর্দি বিরোধী অভিযানের ফলে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের বিরোধ প্রকাশ্যে এসেছে। কুর্দিদের দীর্ঘ দিনের বন্ধু মার্কিন প্রশাসন। সে কারণে ডোনাল্ড ট্রাম্প তু্রস্ককে সেখানে অভিযান বন্ধ করতে বললেও তা পাত্তাই দিচ্ছেন না এরদোয়ান। এরই মধ্যে তুরস্কের মাটিতে মোতায়েন যুক্তরাষ্ট্রের ৫০ পরমাণু বোমার কী হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরমাণু বোমাগুলোই এখন ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মূল অনুঘটকের ভূমিকা পালন করছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এখন বোমাগুলো ফিরিয়ে নেয়ার চিন্তা-ভাবনা করছে। কিন্তু পশ্চিমা বিশ্লেষক...

নিজেদের তৈরি সর্বাধুনিক জেট বিমানের উদ্বোধন করল ইরান

Image
নিজ দেশে তৈরি সর্বাধুনিক জেট প্রশিক্ষণ বিমান উদ্বোধন করেছে ইরান। সর্বাধুনিক এই জেট বিমানের নাম দেওয়া হয়েছে 'ইয়াসিন'। বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি এটি উদ্বোধন করেন। ইরানের পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশের নুজেহ বিমান ঘাঁটিতে উদ্বোধন শেষে প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা যে মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ করতে সক্ষম হয়েছি তার প্রমাণ হলো এই 'ইয়াসিন'। ইরানের সামরিক সূত্র জানিয়েছে, ইরানের ইয়াসিন হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির বিমান। এর দৈর্ঘ্য ১২ মিটার, প্রস্থ পাঁচ মিটার এবং ওজন হচ্ছে সাড়ে পাঁচ টন। এটি ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার উচ্চতায় উড়তে পারে। ইরানি বিজ্ঞানীরাই পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে এর নির্মাণ পর্যন্ত সব কাজ সম্পন্ন করেছে এবং বিদেশিদের সহযোগিতা নেয়নি বলে তিনি জানান। সূত্র : পার্সটুডে বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সিরিয়া থেকে বিতাড়িত কুর্দিদের আশ্রয়স্থল ইরাক

Image
ছবি সংগৃহীত । গত চারদিনে প্রায় পাঁচশ সিরীয় কুর্দি ইরাকের কুর্দিস্তানে প্রবেশ করেছে। তুরষ্কের হামলার কারণে তারা সিরিয়া থেকে পালিয়ে ইরাকে আশ্রয় নিয়েছে। ইরাকের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন। সীমান্ত প্রদেশ দুহুকের একজন কর্মকর্তা বলেন, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের ক্যাম্পে এসব শরণার্থীকে নেয়া হয়েছে। এদিকে ইরাকের কুর্দিস্তানে ইতোমধ্যে ১০ লাখেরও বেশি ইরাকি আশ্রয় নিয়ে আছে। এরা ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে ইসলামিক স্টেটের সঙ্গে লড়াইকালে পালিয়ে এসেছিল। আরও পড়ুনঃ   কবর থেকে বেরিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কন্যাশিশু! ওই অঞ্চলে কার্যক্রম চালানো বেসরকারি সংস্থাগুলোর তথ্যমতে, গত ৯ অক্টোবর থেকে সিরিয়ার উত্তরাঞ্চলে তুরষ্কের হামলার পর থেকে তারা সতর্কাবস্থায় ছিল। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন জানিয়েছে, গত শনিবার সন্ধ্যায় ১শ ৮২ জন সিরীয় কুর্দি ইরাকের কুর্দিস্তানে প্রবেশের লক্ষ্যে সীমান্ত অতিক্রম শুরু করেছে। এদিকে সিরিয়ার উত্তরাঞ্চলে বুধবারও কুর্দি বাহিনীর বিরুদ্ধে তুরষ্কের নতুন হামলার খবর পাওয়া গেছে। ইত্তেফাক/এসএইচএম

সাদা ‘পক্ষীরাজে’ চড়ে ভাইরাল কিম জং

Image
তার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। নিউক্লিয়ার মিসাইল চালানোর জন্য বারবারই সংবাদ শিরোনামে উঠে আসেন তিনি। তবে এবার বিষয়টা আভিনব। এবারও তিনি খবরে, কিন্তু কোনো হামলার জন্য নয়। ঘোড়া ছুটিয়ে ছুটে বেড়াচ্ছেন তিনি। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন দেশের বরফ ঢাকা সর্বোচ্চ পর্বত মাউন্ট পিকতুতে ঘোড়া ছুটোচ্ছেন। সাদা ঘোড়াটি যেন পক্ষীরাজ। আর সেই ছবিই একেবারে ভাইরাল। অনেকের মতে, বড় ধরনের কোনো ঘোষণা আসার আগে সাধারণত এমন ঘটতে দেখা যায়। তাছাড়া, পাহাড়টি উত্তর কোরিয়ার পরিচয় তুলে ধরার ক্ষেত্রে এক বিশেষ প্রতীক হিসেবে বিবেচিত। পাহাড়ের ওই অঞ্চলটি কিম জং-উনের বাবার জন্মস্থান হিসেবে খ্যাতি পেয়েছে। বুধবার উত্তর কোরিয়ার সংবাদ সংস্থার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, 'পিকতু পর্বতে ঘোড়ায় চড়ে নেতা কিমের ছুটে চলা কোরিয়া বিপ্লবের ইতিহাসে অনন্য এক গুরুত্ব বহন করে। আস্থার সঙ্গে উত্তর কোরিয়াকে সবচেয়ে শক্তিশালী করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কঠোর সংগ্রামের পথ পাড়ি দেয়ার কথা। আর এ পথে পিকতুর মতো তিনি অবিচলও থাকবেন। ২০১৭ সালে কিম নতুন বছরের ভাষণের কয়েক সপ্তাহ আগে এই পর্বত সফর করেন। সেখানেই তিনি দক্ষিণ কোরিয়ার স...

ঘূর্ণিঝড় : জাপানে রাজকীয় প্যারেড স্থগিত

Image
ফাইল ছবি জাপানে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে প্রায় ৮০ জন নিহত হওয়ার পর দেশটির নতুন সম্রাটের সিংহাসন আরোহণ পালনের প্রধান রাজকীয় (ইমপেরিয়াল) প্যারেড স্থগিত করেছে টোকিও। বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপির। জাপানের জাতীয় সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানায়, সম্রাট নারুহিতোর সিংহাসন আরোহণ উপলক্ষে ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে আগামী ২২ অক্টোবর এ প্যারেড অনুষ্ঠিত হতো। শক্তিশালী ঘূর্ণিঝড়ে হতাহতের কারণে প্যারেড স্থগিত করা হয়েছে। আরো পড়ুন :  ফিলিপাইনে ভূমিকম্পে ৪ জন নিহত প্রসঙ্গত, জাপানে শক্তিশালী ঘূর্ণিঝড় হাগিবিসের আঘাতে কমপক্ষে ৮০ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো অনেকে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাগিবিস ঝড়কে গত ৬০ বছরে জাপানের সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে। ঝড়ের জেরে ভূমিধস ও নদীতে জলোচ্ছ্বাস হয়েছে। ইত্তেফাক/ইউবি