Posts

শ্রীলঙ্কায় ব্যাটিং ভরাডুবি ‘এ’ দলের

Image
আফিফ-সাইফদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপও জেতাতে পারেনি বাংলাদেশ ‘এ’ দলকে। ছবি: বিসিবি বাংলাদেশ দলে খেলার অভিজ্ঞতা আছে একাদশে থাকা আটজনেরই । মোহম্মদ মিঠুন, এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, আরিফুল হকদের নিয়ে গড়া শক্তিশালী এক ব্যাটিং লাইন আপ নিয়ে কলম্বোর পি সারা ওভালে আজ শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ ‘এ’। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা নিজেদের করে নিতে পারেননি মিঠুনরা, হেরেছেন ৭ উইকেটের ব্যবধানে। টস জিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ ‘এ’ শুরুতেই উইকেট হারাতে শুরু করে। ২ রান করে ফেরেন ওপেনার নাইম হাসান। দ্বিতীয় উইকেটে কিছুটা প্রতিরোধ গড়েন নাজমুল শান্ত ও সাইফ হাসান। চামিকার বলে ২৪ রান করা শান্ত বোল্ড হলে ভাঙে দ্বিতীয় উইকেটে যোগ করা ৪৪ রানের জুটি। এরপর বলার মতো আর কোনো জুটি হয়নি। ৩৩.৩ ওভারে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল। ১৪ রানে শেষ ৬ উইকেট হারায় বাংলাদেশ। শ্রীলঙ্কান অধিনায়ক প্রিয়াঞ্জন ৪.৩ ওভারে মাত্র ১০ রান দিয়ে নেন ৪ উইকেট। বাংলাদেশের সর্বোচ্চ ৩২ রান করেন ওপেনার সাইফ হাসান। সহজ লক্ষ্যটা শ্রীলঙ্কা ‘এ’ দল পেরিয়ে যায় ২৫.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে। ...

জগন্নাথে প্রথম বর্ষে ভর্তি: মানবিক শাখার ফল প্রকাশ

Image
জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার মানবিক শাখার (ইউনিট-২) ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমানের কাছে ফলাফল হস্তান্তর করেন মানবিক শাখার ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ফরিদা আক্তার। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওহিদুজ্জামান প্রথম আলোকে জানান, এ বছর মোট ২২ হাজার ৯৫৮ জন পরীক্ষার্থী ৮৫০ টি আসনের বিপরীতে মানবিক শাখায় (ইউনিট-২) লিখিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছিল। এর মধ্যে ২২ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। প্রথমবারের মতো এ বছর সকল পরীক্ষার্থীদের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। মেধা তালিকায় প্রথম ৮৫০ জন পরীক্ষার্থীর পর আসন শূন্য সাপেক্ষে অপেক্ষাকৃত তালিকায় থাকা পরীক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে। রেজিস্ট্রার বলেন, ভর্তি পরীক্ষার ফলাফল এবং ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। ফলাফল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন আতিয়ার রহমান, আইন অনুষদের ডিন খ্রীস্টিন রিচার্ডসন এবং প্রক্টর মোস্তফা কামাল।

সেনা প্রত্যাহার নিয়ে যুক্তরাষ্ট্র-তুরস্ক নতুন উত্তাপ

Image
সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণায় তুর্কি হামলার আতঙ্কে রয়েছে কুর্দিরা। ছবি: এএফপি সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা ঘিরে অঞ্চলটিতে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে। ঘোষণাটি শোনার সঙ্গে সঙ্গে ওই অঞ্চলে সেনা পাঠানোর প্রস্তুতি নিতে শুরু করে তুরস্ক। এ ঘটনায় ট্রাম্প তুরস্ককে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্বেষপূর্ণ সম্পর্ক থাকলেও সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযানের বিরোধিতা করেছে ইরান। বার্তা সংস্থা এএফপি ও বিবিসি অনলাইনের খবরে জানানো, গত রোববার আকস্মিক এক ঘোষণায় ট্রাম্প মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। সিরিয়ায় কুর্দি বাহিনীর পক্ষে অনেক দিন ধরে মার্কিন সেনা মোতায়েন রয়েছে। কুর্দি বাহিনী বরাবরই তুর্কি হামলার হুমকিতে রয়েছে। ট্রাম্প সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর মারমুখী হয়ে ওঠে তুরস্ক। তারা সীমান্তে সেনা পাঠানোর তোড়জোড় শুরু করে। গতকাল মঙ্গলবার সীমান্তে আরও সাঁজোয়া যান পাঠিয়েছে তুরস্ক। সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকে এ নিয়ে উদ্বিগ্ন ট্রাম্প। তিনি এটাও জোর দিয়ে বলছেন যে ওই এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহারে...

ফুটবলের বাধা দূর হলো ইরানি নারীদের

Image
ইরানের নারী ক্রীড়া সাংবাদিক রাহা পূর্বাখশ। ছবি: এএফপি প্রায় চার দশক পর আবার ফুটবল স্টেডিয়ামে প্রবেশাধিকার পেলেন ইরানি নারী দর্শকেরা। শিয়াপন্থী মুসিলম দেশটির পুরুষভিত্তিক বিতর্কিত নীতির বিরোধিতা করে ফিফা ফুটবল থেকে তাঁদের বহিষ্কার করার হুমকি দেয়। এ হুমকির পরিপ্রেক্ষিতে নারীদের জন্য স্টেডিয়াম খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় ইরান। খবর এএফপির। ইরান প্রায় ৪০ বছর ধরে ফুটবল এবং অন্যান্য স্টেডিয়ামে নারী দর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। আলেমদের যুক্তি, নারীদের অবশ্যই পুরুষালি পরিবেশ এবং স্বল্প পোশাক পরা পুরুষদের নজর থেকে দূরে থাকা উচিত। বিশ্ব ফুটবলের পরিচালনা পর্ষদ ফিফা গত মাসে ইরানকে নির্দেশ দিয়েছিল, কোনো বিধিনিষেধ ছাড়াই টিকিটের চাহিদা অনুযায়ী নির্ধারিতসংখ্যক নারীকে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দিতে হবে। ‘ব্লু গার্ল’ নামে পরিচিত এক নারী ভক্ত একটি ম্যাচ দেখতে ছেলেদের পোশাক পরে স্টেডিয়ামে যান। ধরা পড়ার পর জেলে যাওয়ার ভয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়ে মারা যান তিনি। এ ঘটনার পর ফিফার পক্ষ থেকে নির্দেশটি আসে। ফিফা ২০২২ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে অংশ নিতে কাল বৃহস্পতিবার তেহরানের আজাদি ...

জম্মু-কাশ্মীরে আসা ৫৩০০ পরিবারকে আর্থিক সহায়তা দেবে ভারত

Image
প্রকাশ জাভড়েকর পাকিস্তান শাসিত কাশ্মীর (পিওকে) থেকে বাস্তুচ্যুত হয়ে এসে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস শুরু করার পর পরবর্তীতে জম্মু-কাশ্মীরের চলে আসা ৫৩০০ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষনা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।  জম্মু-কাশ্মীরের জন্য ‘প্রাইম মিনিস্টারস ডেভলপমেন্ট প্যাকেজ-২০১৫’-এর অধীন ওই সমস্ত পরিবার পিছু এককালীন সাড়ে ৫ লাখ রুপি করে আর্থিক সাহায্যের ঘোষনা করা হয়েছে। আগামী ২৪ অক্টোবর জম্মু-কাশ্মীরে অনুষ্ঠিতব্য ব্লক ডেভলপমেন্ট কাউন্সিল (বিডিসি) নির্বাচনের ঠিক আগে ভারত সরকারের এই সিদ্ধান্ত।  আজ বুধবার নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ক্যাবিনেট বৈঠকের পরই দিল্লির শাস্ত্রী ভবনে সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় সরকারের তরফে এই ঘোষনা দেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তিনি বলেন, ১৯৪৭ সালে জম্মু-কাশ্মীরে পাকিস্তান আগ্রাসনের পর ৩১,৬১৯ টি পরিবার পিওকে থেকে ভারতের জম্মু-কাশ্মীরে চলে আসেন। এর মধ্যে ২৬৩১৯ টি পরিবার জম্মু-কাশ্মীরে থেকে যান কিন্তু ৫৩০০ টি পরিবার উপত্যকা ছেড়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে দেশের অন্যত্র গিয়ে বসবাস শুরু করেন। ফলে এই মানুষগুলি পূর্...

যে কোন মূহুর্তে সিরিয়ায় ঢুকবে তুরস্কের সেনা সদস্যরা

Image
সিরিয়ায় পশ্চিমা সমর্থিত কুর্দি মিলিশিয়াদের শক্তি খর্ব করতে এক সামরিক অভিযানের লক্ষ্যে সীমান্তে রাতভর বিপুল সংখ্যায় সৈন্য সমাবেশ এবং সাঁজোয়া যান জড়ো করেছে তুরস্ক। তুরস্কের সৈন্যদের সঙ্গে সীমান্তে জড় হয়েছে তাদের সমর্থিত সিরিয়ান আরবদের বিদ্রোহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) কয়েক হাজার মিলিশিয়া। প্রেসিডেন্ট এরদোয়ানের একজন মুখপাত্র ফারহেতিন আলতুন বুধবার বলেছেন, 'তুর্কি নাগরিকদের বিরুদ্ধে বহুদিনের এক হুমকির মোকাবেলায় খুব দ্রুত সীমান্ত অতিক্রম করবে তুরস্কের সৈন্যরা।' তিনি ইঙ্গিত দিয়েছেন, কুর্দি মিলিশিয়াদের সামনে দুটো বিকল্প রয়েছে - হয় তারা দলত্যাগ করতে পারে, আর তা না করলে তাদের শায়েস্তা করা হবে। বৃট্রিশ ‌উত্তর-পূর্ব সিরিয়ায় যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি মিলিশিয়া গোষ্ঠী এসডিএফকে তুরস্ক একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে বিবেচনা করে। তুরস্কের ভয়, এসডিএফ তুরস্কের অভ্যন্তরে তৎপর কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের উস্কানি দিচ্ছে। বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন তুরস্ক ৪৮০ কিলোমিটার সীমান্ত জুড়ে সিরিয়ার অভ্যন্তরে ৩২ কিলোমিটার পর্যন্ত একটি 'সেফ জোন'...

ইরানে আকস্মিক যুদ্ধ মহড়া; শত্রুদের কঠোর জবাবের হুঁশিয়ারি

Image
মহড়ার দৃশ্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী আজ (বুধবার) থেকে পশ্চিম আজারবাইজান প্রদেশের উরুমিয়েতে আকস্মিক সামরিক মহড়া শুরু করেছে। মহড়া উদ্বোধন করেছেন সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল মুসাভি। শত্রুদের কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়ে উন্নত ট্যাংক, কামান ও হেলিকপ্টারসহ বিভিন্ন ধরণের উন্নত অস্ত্র অংশ নিচ্ছে। শত্রুর মোকাবেলায় সেনাবাহিনীর পদাতিক ইউনিটের তাৎক্ষণিক জবাবের বিষয়টি এই মহড়ায় গুরুত্ব পাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে মেজর জেনারেল মুসাভি বলেছেন, ইরানের সেনাবাহিনীর মূল দায়িত্ব হচ্ছে স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা। শত্রুদের জেনে রাখা উচিত ইরানের স্থল ও আকাশ সীমা হচ্ছে সেনাবাহিনীর রেড লাইন। ইরানের ভূখণ্ডে যেকোনো আগ্রাসনের কঠোর ও দাঁতাভাঙা জবাব দেওয়া হবে। আজকের মহড়ায় সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট তাদের সর্বাত্মক প্রস্তুতির বিষয়টি প্রমাণ করেছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটকে গত মধ্যরাতে হঠাৎকরে মহড়ার বিষয়টি অবহিত করা হয়। এরপর স্বল্প সময়ের মধ্যে তারা মহড়াস্থলে পৌঁছে যায় এবং নিজ নিজ দায়িত্ব পালন করতে সক্ষম হয়। হঠাৎ কোনো যুদ্ধ শুরু হলে যাতে কোনো ধরণের ...