Posts

৫০ কেজি সোনায় সাজানো প্রতিমা

Image
কলকাতার শিয়ালদহের কাছে লেবুতলা বা সন্তোষ মিত্র স্কয়ারে দুর্গাপ্রতিমা সাজানো হয়েছে ৫০ কেজি সোনা দিয়ে। ভারত, ৫ অক্টোবর। ছবি: ভাস্কর মুখার্জি জনপ্লাবনে ভাসছে কলকাতা। আজ দুর্গাপূজার মহাসপ্তমী। সকাল থেকে কলকাতার মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড়। কলকাতায় এবার ২ হাজার ৬০০টি সর্বজনীন পূজা হচ্ছে। এর মধ্যে ১৮০টি বড় বাজেটের পূজা। মূলত ওই সব পূজার মণ্ডপ এবং দুর্গাপ্রতিমা দেখতে মানুষের লাইন মণ্ডপে মণ্ডপে। তবে সবচেয়ে বড় আকর্ষণ ৫০ কেজি সোনা দিয়ে সাজানো সন্তোষ মিত্র স্কয়ারের সর্বজনীন পূজামণ্ডপের প্রতিমা। আজ শনিবার সকালে কলকাতার বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টিপাত হলেও তা উপেক্ষা করেই মানুষ ছুটছে মণ্ডপে। কেউ ছাতা মাথায়, কেউবা বৃষ্টিতে ভিজেও নামী মণ্ডপ এবং দুর্গাপ্রতিমা দর্শনে মেতে উঠেছে। এবারের দুর্গাপূজার সবচেয়ে বড় আকর্ষণ কলকাতার শিয়ালদহের কাছে লেবুতলা বা সন্তোষ মিত্র স্কয়ারের সর্বজনীন পূজা। এখানে দুর্গাপ্রতিমা সাজানো হয়েছে সোনা দিয়ে। শুধু দুর্গা নয়, অসুর এবং সিংহও সাজানো হয়েছে সোনার পাত দিয়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, এতে ৫০ কেজি সোনা ব্যবহৃত হয়েছে। আর এই সোনার মূল্য ২০ কোটি রুপি। এবারের কলকাতার বড় বাজেটের পূজার মধ...

মার্কিন প্রেসিডেন্টের মতোই মোদির সুরক্ষায় বিমানে থাকবে ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থা

Image
মার্কিন প্রেসিডেন্টের এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজের মতোই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুরক্ষায় বিশেষ এই বিমান কেনা হচ্ছে। ছবি: টুইটার মার্কিন প্রেসিডেন্টের এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজের মতোই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুরক্ষায় বিশেষ বিমান কেনা হচ্ছে। এই বিশেষ বিমানে থাকবে ক্ষেপণাস্ত্র প্রতিরোধক সুরক্ষা ব্যবস্থা। বিমানের নাম দেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়া ওয়ান। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২০ সালের জুন মাসেই নরেন্দ্র মোদির বহন তালিকায় যুক্ত হচ্ছে এই বিশেষ বিমান। বোয়িং ৭৭৭ বিমানটি তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে। মার্কিন প্রেসিডেন্টের এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজের মতোই বিমানটি তৈরি করা হয়েছে। ভারতের জন্য তৈরি অত্যাধুনিক এই বিমানের নাম দেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়া ওয়ান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়া এই বিমানে চলাচলের সুবিধা পাবেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, মোদির জন্য আনা এই বিশেষ বিমান ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত একটানা উড়তে সক্ষম। যাত্রাপথের মাঝে কোনো জ্বালানি ভরত...

ভোমরা স্থলবন্দরে প্রবেশ করেছে ২ হাজার ২শ’ মেট্রিকটন ভারতীয় পেঁয়াজ

Image
আমদানিকৃত পেঁয়াজের ট্রাক। ছবি: সংগৃহীত আমদানিকৃত ২ হাজার ২শ’ মেট্রিকটন ভারতীয় পেঁয়াজ অবশেষে প্রবেশ করেছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভোমরা বন্দরে প্রবেশ করে এই আমদানিকৃত পেঁয়াজ। গত এক সপ্তাহ আগে লোড করা এসব পেঁয়াজের ইতিমধ্যে ১০ থেকে ২০ শতাংশ পচে গেছে। তবে, রবিবার ভোমরা বন্দরে পেঁয়াজের পাইকারি বিক্রয় মূল্য কেজি প্রতি ৫২ টাকা হওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এর আগে, গত ৩০ সেপ্টেম্বর ভারত সরকার হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। ফলে এলসি করা বিপুল সংখ্যক পেঁয়াজ ভারতের ঘোজাডাঙ্গায় আটকে থাকে। এরপর বাংলাদেশ ও ভারত উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি সাপেক্ষে শনিবার অন্যান্য স্থলবন্দর বন্ধ থাকার পরও বিশেষ প্রক্রিয়ায় ১শ’ ৮ ট্রাক পেঁয়াজ আমদানি করা হয় ভোমরা বন্দরে। তবে, আমদানিকৃত এসব পেঁয়াজের ১০ থেকে ২০ ভাগ পচে নষ্ট হওয়ায় হতাশ হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। ভোমরা স্থল বন্দরের ব্যবসায়ী মইনুল ইসলাম জানান, কেজি প্রতি ৭২ টাকা মূল্যে পেঁয়াজ আমদানি করে তা বিক্রি করতে হচ্ছে ৫২ টাকায়। কেজিতেই লোকসান গুনতে হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা...

যে কোনো সময় নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢুকবে হাজারো পাকিস্তানি

Image
দলে দলে হাজার হাজার পাকিস্তানি এগিয়ে চলেছে নিয়ন্ত্রণরেখার (লাইন অব কন্ট্রোল) দিকে। তারা সবাই আজাদ-কাশ্মীরের বাসিন্দা। ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদে রাস্তায় নেমেছে তারা। ভারতীয় গণমাধ্যমের দাবি, জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের(জেকেএলএফ) উস্কানিতে সবাই জড়ো হতে চলেছে সীমান্তের ওপারে নিয়ন্ত্রণরেখার কাছে। প্রতিবাদকারীরা যে কোনো সময় নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে শ্রীনগরে ঢুকবে বলে আশঙ্কা করছে ভারত। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী। যদিও শনিবার কাশ্মীরিদের নিয়ন্ত্রণরেখা অতিক্রম না করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেই সঙ্গে বিক্ষোভকারীদের সাবধান করে তিনি জানান, ভারত কিন্তু এই ‘শান্তিপূর্ণ’ মিছিলে হামলা চালাতে পারে। তাই যারা সেখানে জড়ো হতে চলেছেন তারা নিয়ন্ত্রণরেখা অতিক্রম করবেন না। মিছিলে অংশগ্রহণকারী অধিকাংশ কমবয়সী যুবক। যদিও বিক্ষোভকারী দলে কিছু নারীও রয়েছেন। শনিবার তারা পায়ে হেটে গারহি দুপাট্টা এসে পৌঁছায়। সকলেই জেকেএলএফের সদস্য। সংগঠনের তরফে দাবি করা হয়েছে, মুজফফরবাদে পৌঁছনোর সময় সংখ্যাটা ৩০০০ কাছাকাছি চলে যাবে...

তৃতীয় দফায় ভারতে গেল আরও ৪৫ টন ইলিশ

Image
ফাইল ছবি তৃতীয় দফায় আরও ৪৫ টন ইলিশ ভারতে রফতানি করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ১০টি ট্রাকে করে এ ইলিশ রফতানি করা হয়। এ নিয়ে ৩ দফায় ১২৬ টন ইলিশ রফতানি করা হলো ভারতে। আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি জানিয়েছেন, বাকি ৩৭৪ টন ইলিশ আগামী ১০ অক্টোবরের মধ্যে রফতানি করা হবে। উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রফতানির অনুমোদন দেয় বাংলাদেশ সরকার। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

রংপুরে উপনির্বাচনে সাদ এরশাদ বিজয়ী

Image
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি একেবারে কম হলেও নিজ পুত্র রাহগির আল মাহি এরশাদ (সাদ এরশাদ) ৫৮ হাজার ৮৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি জাতীয় পার্টি ও মহাজোটের প্রার্থী ছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিএনপির রিটা রহমান। তিনি পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট। এই নির্বাচনে মাত্র ২২ দশমিক ৮৬  ভাগ ভোট পড়েছে। এদিকে বিএনপি প্রার্থী ভোট টেম্পারিং করার অভিযোগ তুলেছেন। তিনি এই ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ তোলেন। বলেন, পরিকল্পিতভাবে আমাকে হারানো হয়েছে। অন্যদিকে পিতা মরহুম এরশাদ ও রংপুরবাসীকে বিজয় উৎসর্গ করেছেন সাদ। রংপুর-৩ শূন্য আসনে উপনির্বাচন নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন জানান, মহাজোট মনোনীত প্রার্থী রাহগির আলমাহি এরশাদ (সাদ এরশাদ) ৫৮ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রিটা রহমান পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট। এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা  হোসেন মকবুল শাহরিয়ার আসিফ মোটরগাড়ি প্রতীক নিয়ে ১৪ হাজা...

সোনিয়া গান্ধীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক

Image
ভারতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  রবিবার দুপুরে দিল্লির তাজমহল হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়ছে বার্তা সংস্থা এএনআই।  এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে, ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ইন্ডিয়া ইকোনোমিক সামিটে যোগ দিতে গত বৃহস্পতিবার চারদিনের সফরে ভারত সফরে যান প্রধানমন্ত্রী। পরে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বিডি-প্রতিদিন/মাহবুব