Posts

ভারতীয় উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Image
নয়াদিল্লীর হোটেল তাজ প্যালেসে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বাসস প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের বিশেষ করে ভারতের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে বিনিয়োগের জন্য সবচেয়ে উদার পরিবেশ বিরাজ করছে। বৃহস্পতিবার নয়াদিল্লীর হোটেল তাজ প্যালেসে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ইন্ডিয়া ইকোনোমিক সামিটে বাংলাদেশের উপর কৌশলগত আলোচনাকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ প্রধানমন্ত্রী বলেন, ‘এটা বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী বিশেষ করে ভারতীয় বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের শিক্ষা, হাল্কা প্রকৌশল শিল্প, ইলেক্ট্রনিক্স শিল্প, অটোমোটিভ শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পের মতো ক্ষেত্রগুলোতে বিনিয়োগ করার সময়।’ তিনি আরো বলেন, ‘আজ দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি স্বাধীন ও উদার বিনিয়োগের পরিবেশ বিরাজ করছে। বিনিয়োগ বান্ধব বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগকারীদের জন্য আইনি সুরক্ষা, উদার রাজস্ব ব্যবস্থা, মেশিনপত্র আমদানির ক্ষেত্রে বিশেষ ছাড়, আনরেস্ট্রিকটেড এক্সিট পলিসি, সম্পূর্ণ বিনিয়োগ ও পুঁজি নিয়ে চলে যাবার সুব...

উত্তেজনার মধ্যেই ভারতকে শক্তিশালী ট্যাংক কিলার দিল ইসরায়েল

Image
কাশ্মীর ইস্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে। আর এই উত্তেজনার মধ্যেই পাকিস্তানের দিক থেকে শত্রুদের ট্যাংক মোকাবিলায় এবার নয়া অস্ত্র হাতে পেল ভারতীয় সেনাবাহিনী। এই মুহূর্তের প্রয়োজনীয়তা মেটাতে আপাতত সীমিত সংখ্যক ইসরায়েলি স্পাইক অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল (ATGMs) অধিগ্রহণ করল ভারতীয় সেনাবাহিনী। DRDO-র তৈরি দেশীয় প্রযুক্তির মানবচালিত পোর্টেবল ট্যাংক কিলার তৈরি না-হওয়া পর্যন্ত এই অস্ত্রকেই কাজে লাগানো হবে বলে জানা গেছে। একটি সূত্র জানিয়েছে, প্রথম ধাপে ২১০ স্পাইক মিসাইল ও এক ডজন লঞ্চার ১০ দিন আগে ভারতে এসেছে। পাকিস্তানের বিরুদ্ধে চলা চাপা উত্তেজনার মধ্যেই জরুরি ভিত্তিতে এই অস্ত্র ভারতীয় সেনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।  ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে জইশ শিবিরের উপর ভারতীয় মিরাজ ২০০০ ফাইটার জেট অভিযানের পর প্রায় ২৮০ কোটি টাকা দিয়ে এই বিশেষ ক্ষমতাসম্পন্ন ফায়ার অ্যান্ড ফরগেট স্পাইক ATGMs কেনে ভারত। এগুলো ৪ কিমি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ভারতীয় সেনাবাহিনী সূত্র জানিয়েছে, ‘আগামী বছরের মধ্যে DRDO-র তৈরি করা মানব-পোর্টেবল ATGM তৈরি না-হলে...

কাশ্মীর নিয়ে যে প্রশ্ন করায় ক্ষেপে আগুন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

Image
শাহ মাহমুদ কুরেশি জাতিসংঘের মানবাধিকার কমিশনের বৈঠকে ইমরান খানের পাশে নাকি দাঁড়িয়েছে ৫৮টি দেশ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই দাবির ভিত্তিতে এই ৫৮টি দেশের মধ্যে কয়েকটির নাম জানতে চান এক পাকিস্তানি সাংবাদিক। এই প্রশ্নের মুখে পড়েই তেলেবেগুনে জ্বলে ওঠেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। পাকিস্তানের টিভি চ্যানেল এক্সপ্রেস নিউজের একটি টক শো-তে উপস্থিত ছিলেন কুরেশি। সেখানে ইমরান খানের কাশ্মীর ইস্যুতে ৫৮টি দেশকে পাশে পাওয়ার কথা বারবার বলতে থাকেন তিনি। তখন কোন কোন দেশ পাকিস্তানকে সমর্থন করেছে তা জানতে চান সঞ্চালক। প্রশ্ন শুনেই ক্ষেপে ওঠেন কুরেশি। তিনি বলেন, ‘আপনি কার হয়ে কাজ করছেন? পাকিস্তানকে কোন কোন দেশ সমর্থন করছে তা কি আপনি ঠিক করে দেবেন?’ ট্যুইটেও তার কাছে এক ব্যক্তি এই বিষয়ে জানতে চান। তাকে কুরেশি বলেন, ‘আমি এরকম কথা কোথায় লিখেছি আমাকে দেখান। প্রধানমন্ত্রী কী লিখেছেন তা নয়, আমি কোথায় লিখেছি সেটা দেখান।’ কুরেশিকে তার ট্যুইট দেখানোর পরেও তিনি ওই ব্যক্তি কার হয়ে কাজ করছেন, সেই প্রশ্ন করেন। সূত্র: এই সময় বিডি প্রতিদিন/কালাম

সিরিয়ায় সামরিক অভিযানে প্রস্তুত তুরস্ক

Image
সিরিয়ায় সামরিক অভিযানে প্রস্তুত তুরস্ক -  ছবি : সংগৃহীত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উত্তর-পূর্ব সিরিয়ায় একটি ‘নিরাপদ অঞ্চল’ গঠনের চেষ্টা আসলে কোনো সুফল বয়ে আনবে বলে মনে করে না তুরস্ক। তাই সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে দেশটি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মওলুদ কাভুসোগলু এ কথা বলেছেন। আঙ্কারা ও ন্যাটোর মিত্র ওয়াশিংটন সিরিয়ার সীমান্তে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে। ৩০ কিলোমিটার ভেতরে ঢুকে সিরিয়ান কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াকে নিশ্চিহ্ন করতে চায় তুরস্ক, কারণ এটিকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে দেখে দেশটি। তুরস্ক বলেছে যে ২০ লাখেরও বেশি সিরিয়ান শরণার্থী এই এলাকায় বসতি স্থাপন করতে পারে। তবে এই প্রচেষ্টার মাধ্যমে সিরিয়ান শরণার্থীদের বসতি স্থাপনের প্রত্যাশা পূরণ না হলে বা উদ্যোগ স্থগিত হলে একতরফাভাবে সামরিক পদক্ষেপ নেয়ার ব্যাপারে বারবার হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক। সামরিক অভিযানের বিষয়ে প্রত্যক্ষ ইঙ্গিত দিয়ে গত মঙ্গলবার প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যৌথ পদক্ষেপের অগ্রগতিতে ঘাটতির কারণে তুরস্কের একা কাজ না করার কোনো বিকল্প ছিল...

একা হয়ে গেলেন মৌসুমী

Image
একা হয়ে গেলেন মৌসুমী -  ছবি : সংগৃহীত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সামনে রেখে বেশ আয়োজন করেই প্রচারণায় নেমে ছিলেন মৌসুমী। কিন্তু মনোয়নপত্র জমা দেয়ার শেষ পর্যায়ে এসে  একা হয়ে গেলেন তিনি।  এবার মিশা-জায়েদ ও মৌসুমী-তায়েব প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিলো। কিন্তু হঠাৎ করেই ভেস্তে গেছে মৌসুমী-তায়েব প্যানেল। এরপরও মৌসুমী ও ডিএ তায়েব স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলে, শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ডিএ তায়েব! কারণ জানতে ডিএ তায়েবকে একাধিকবার ফোন দেয়া হলেও তাকে পাওয়া যায়নি। এক এক করে প্যানেলের সবাই সরে দাড়ালেও ‘একলা চলো’ নীতিতে অটল থেকে নির্বাচন করছেন মৌসুমী। তিনি আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল থেকে প্যানেলের প্রার্থীদের ফোনে পাচ্ছেন না মৌসুমী। তাদের কেউ কেউ নির্বাচন করবেন না বলে জানিয়ে দিয়েছেন। মনোনয়নপত্র জমা দিতে এসে মৌসুমী বলেন, ‘অনেক সদস্য মিলে একটি চমক জাগানিয়া প্যানেল তৈরি করেছিলাম আমরা। কিন্তু আড়ালে থেকে একটি মহল বাধার দেয়াল তৈরি করেছে। সবাইকে নির্বাচন না করতে প্রভাবিত করেছে। একটা সময় দেখলাম নির্বাচনে ...

পানি ব্যবহারের বিকল্প প্রযুক্তি

Image
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে পানি ব্যবহারের বিভিন্ন প্রযুক্তি প্রদর্শনী। রাজধানীর কুড়িলে আইসিসিবিতে আয়োজিত প্রদর্শনীতে বিশুদ্ধ পানি ও নবায়নযোগ্য শক্তির যন্ত্রপাতি পাওয়া যাচ্ছে। মেলায় বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের কয়েকটি  দেশের প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। গতকাল মেলায় গিয়ে দেখা গেছে, মূলত শিল্প-কারখানা, বাড়িতে নিরাপদ পানি ব্যবহারে আধুনিক প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। শিল্প উদ্যোক্তারাই এখানে এসেছেন বিভিন্ন প্রযুক্তি দেখতে। তারা দেখছেন, কীভাবে পানি দূষণমুক্ত হচ্ছে এবং বাসাবাড়িতে ব্যবহার উপযোগী বৈদ্যুতিক দূষণমুক্ত পানি উৎপাদন মেশিনারিজ। এসব মেশিনারিজ বাজারজাত করাসহ কারখানার জন্য ইটিপি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। প্রদর্শনীর অন্যতম উদ্দেশ্য পানি দূষণ রোধ করে কীভাবে বিশুদ্ধ পানি উৎপাদন করা যায়। দূষণ একটি ভয়াবহ সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে সারা বিশ্বে। এ সংকট থেকে মুক্ত হতে পানি ব্যবহারের টেকসই উপায় এবং সংশ্লিষ্ট বিষয়ের ওপর একাধিক সেমিনার আয়োজন করা হয়েছে। বাসাবাড়িতে দূষণমুক্ত পানি সরবরাহের জন্য পানি উৎপাদনের কারখানা স্থাপন করার প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে এ মেলা...

ল্যাপটপের দাম ৯ কোটি টাকা/১১:৩৮, ০৩ অক্টোবর, ২০১৯

Image
ছবি-সংগৃহীত একটা ল্যাপটপের দাম কত হতে পারে? ৫০ হাজার, ১ লাখ টাকার ল্যাপটপের কথা শুনেছেন। ৫-৬ লাখের ল্যাপটপও মেলে বাজারে। কিন্তু কখনও শুনেছেন একটা ল্যাপটপ বিক্রি হয়েছে ৯ কোটি টাকায়? কেন এত দাম? তার পিছনে রয়েছে ভয়ঙ্কর অথচ চমকপ্রদ কাহিনী। কী সেই কাহিনী জেনে নেয়া যাক। দেখতে আর পাঁচটা সাধারণ ল্যাপটপের মতোই। নিউ ইয়র্কে নিলাম হয় ল্যাপটপটি। দেখতে সাধারণ হলেও এটি কিন্তু সাধারণ নয়। এই ল্যাপটপের জন্য গোটা বিশ্বে প্রায় ৭ লাখ কোটি টাকার ক্ষতি হয়েছে। ভয়ঙ্কর সব ম্যালওয়্যারে ভর্তি এই ল্যাপটপ! শুধু তাই নয়, এই ল্যাপটপে এমন ভাইরাস রয়েছে, যা বিশ্বের ৭৪টি দেশের কম্পিউটার সিস্টেমকে পুরো বিকল করে দিয়েছিল। সাইবার সিকিউরিটি সংস্থা ডিপ ইনস্টিংক্ট-এর সঙ্গে যৌথ ভাবে ভয়ঙ্কর এই ল্যাপটপটি তৈরি করেছেন গুয়ো ডাং। ল্যাপটপটির নাম রাখা হয়েছে ‘পারসিসটেন্স অব কেওস’। ল্যাপটপের মধ্যে ভয়ঙ্কর সব ম্যালওয়্যার ঢুকিয়ে দেয় ডিপ ইনস্টিংক্ট। ল্যাপটপের মধ্যে রয়েছে ক্রাই র‌্যানসমওয়্যার-এর মতো ভয়ঙ্কর ম্যালওয়্যার। ২০১৭ সালে বিশ্বের ১৫০টি দেশে কম্পিউটার সিস্টেমে হামলা চালিয়েছিল এই ভাইরাস। যার জেরে ৪০০ কোটি ডলার ক্ষতি হয়। ...