Posts

ভয়াবহ হারিকেনে পরিণত হচ্ছে হামবার্তো

Image
হারিকেন হামবার্তো আরও ঘনিভূত হয়ে মঙ্গলবার বড় ধরনের ৩ মাত্রার ভয়াবহ ঝড়ে রূপ নিচ্ছে। এটি বারমুডার কাছ দিয়ে অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে ভয়াবহ জলোচ্ছ্বাস এবং প্রবল বৃষ্টিপাতের হুমকি রয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র এ কথা জানায়। খবর এএফপি’র। মিয়ামিভিত্তিক এনএইচসি জানায়, ‘হারিকেনটি বুধবার রাত নাগাদ বারমুডায় আঘাত হেনে বৃহস্পতিবার সকাল পর্যন্ত স্থায়ী হতে পারে।’ কেন্দ্রটি আরও জানায়, হারিকেনটির তীব্রতার মাত্রা কিছুটা ওঠা-নামা করতে পারে। তবে বৃহস্পতিবার দিনব্যাপী হামবার্তো ভয়াবহ হারিকেনরূপে তাণ্ডব চালাবে। স্থানীয় সময় রাত ৮টার দিকে ঝড়টির সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১১৫ মাইল (১৮৫ কিলোমিটার) এবং এটি পূর্ব-উত্তরপূর্ব দিকে ঘণ্টায় ১২ মাইল বেগে অগ্রসর হচ্ছে। বিডি প্রতিদিন/এনায়েত করিম

প্র তিদিন উন্নতমানের ৬ ড্রোন তৈরি করছে ইয়েমেন

Image
ইয়েমেনের সশস্ত্র বাহিনী প্রতিদিন ৬টি উন্নত ড্রোন তৈরি করছে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। তিনি বলেছেন, ইয়েমেনিরা নিজেরাই এসব ড্রোন তৈরি করছে এবং এসব ড্রোনে এমন সব উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যা রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে সহযোগিতা করছে।  ইয়েমেন যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে হামলা অব্যাহত রাখলে সৌদি আরবের মতো আমিরাতের বিভিন্ন স্থাপনাতেও মামলা করা হবে।  বিডি প্রতিদিন/হিমেল

ক্রিকেট দুনিয়ার ধনী কোচরা

Image
খেলাধুলায় কোচের গুরুত্ব নিয়ে প্রশ্ন চলে না। ক্রিকেটে কোচের গুরুত্ব হয়তো ফুটবলের মতো না, কিন্তু তারপরও কোচ ছাড়া কোনো দলের চলে না। আন্তর্জাতিক ক্রিকেটে খেলোয়াড়দের কৌশলগত দিক ছাড়াও মানসিক ব্যাপারেও পরিচর্যা করতে হয় কোচদের। দলের পারফরম্যান্সের ওপর নির্ভর করে তাঁদের চুক্তির মেয়াদ। পারিশ্রমিকও পেয়ে থাকেন অতীত সাফল্য এবং কৌশলজ্ঞানের ওপর ভিত্তি করে। সংবাদমাধ্যমগুলোর হিসেব অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটে মুহূর্তে সবচেয়ে বেশি বেতন পাওয়া ১০ কোচ কারা? রবি শাস্ত্রী ক্রিকেট দুনিয়ার সবচেয়ে ধনী কোচ। ছবি: এএফপি রবি শাস্ত্রী (ভারতের কোচ) ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) বলা হয় বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। আর তাই জাতীয় কোচকে তারা আকর্ষণীয় বেতন দেবে, সেটিই স্বাভাবিক। বর্তমান কোচ রবি শাস্ত্রীর বেতনের অঙ্কটা বাকি সব কোচদের জন্য সত্যিই লোভনীয়। বছরে ১.৩৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ৪৪ লাখ ৩৭ হাজার টাকা) বেতন পেয়ে থাকেন শাস্ত্রী। জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর ধারাভাষ্য দিয়ে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন শাস্ত্রী। ভারতীয় দলে টিম ডিরেক্টরের পদ সামলানোর পাশাপাশি এবার দ্বিতীয় মেয়াদে কোচের...

মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মমতা

Image
ছবি: সংগৃহীত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজ মঙ্গলবার ৬৯ তম জন্মদিনে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে আগামীকাল দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। টুইট বার্তায় মমতা বলেছেন, নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা। মোদির কট্টর সমালোচক হলেও জন্মদিনে শুভেচ্ছা জানালেন মমতা। গতকাল সোমবার ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, বুধবার বিকাল সাড়ে ৪টায় মমতা ব্যানার্জির জন্য সময় বরাদ্দ করা হয়েছে। সূত্রের বৈঠকে খবর, প্রশাসনিক বিষয়ের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন দাবি-দাওয়া এবং প্রকল্পগুলোর বরাদ্দ নিয়ে আলোচনা হবে। এনআরসি নিয়ে কড়া অবস্থান নিয়েছেন মমতা। আসামে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পর শুধু রাজনৈতিক বিরোধিতা নয়, পথে নেমে প্রতিবাদ করেছেন। কলকাতায় মিছিল করে হুঁশিয়ারি দিয়েছেন, একজনের গায়েও হাত দিতে দেবেন না তিনি। বৈঠকে এনআরসির বিষয়টিও উঠবে। থাকছে ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সংযুক্তিকরণ এবং এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণের বিষয়টিও। অক্টোবর মাসে ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।...

ইসরায়েলে নির্বাচন আজ, কী আছে নেতানিয়াহুর ভাগ্যে?

Image
ইসরায়েলে পাঁচ মাসের মধ্যে দ্বিতীয়বার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলবার। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ আরব বিশ্বের ভাগ্য অনেকটাই নির্ভর করছে এ নির্বাচনের ওপর।  খবর জেরুজালেম পোস্ট ও দ্যা গার্ডিয়ানের। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সবশেষ জরিপ অনুসারে এবারের নির্বাচনেও নেতানিয়াহুর জয়ের সম্ভাবনা রয়েছে। তবে, সাবেক প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডো লিবারম্যানের সঙ্গ ছাড়া সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া তার জন্য বেশ কঠিন হবে। গত ৯ এপ্রিল নির্বাচনের পর নেতানিয়াহুর সরকারে থাকতে অস্বীকৃতি জানান ক্ষমতাসীন জোটের এ শরিক। ইসরায়েলের সরকার গঠনে দীর্ঘদিন ধরেই তুরুপের তাস অ্যাভিগডো লিবারম্যান। এবারের নির্বাচনেও যদি দেখা যায় সরকার গঠনে তাকে দরকার হচ্ছে নেতানিয়াহুর, তখনই আসল নাটক শুরু হবে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকেরা।   সবশেষ জনমত জরিপে বলা হচ্ছে, এবারের নির্বাচনে নেসেটের (ইসরায়েলি সংসদ) ১২০টি আসনের মধ্যে নেতানিয়াহুর দল পাবে ৫৮টি। লিবারম্যানের ‘ইসরায়েল বেইতেনু’ পাবে আটটি, যা গত এপ্রিলের নির্বাচনের চেয়ে অন্তত তিনটি বেশি। অপরদিকে, বেনি গ্যান্টজের ...

সৌদি তেলক্ষেত্রে হামলার জবাব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত সৌদি আরবের তেল স্থাপনায় ‘নজিরবিহীন’ হামলার জবাব দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে সোমবার এ কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এ হামলায় ইরানের হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। খবর এএফপি’র। ট্রাম্প বলেন, সপ্তাহান্তে এ ড্রোন হামলার পর তিনি তাদের প্রধান মিত্র দেশ সৌদি আরবকে এ ব্যাপারে সহায়তা করতে প্রস্তুত রয়েছেন। তবে এ হামলায় কারা জড়িত তা ‘নিশ্চিত’ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মার্কিন নেতা সাংবাদিকদের বলেন, ‘আমাদের হাতে অনেক বিকল্প রয়েছে। এ ব্যাপারে তাড়াহুড়া করে কোন জবাব দেয়া যাবে না। এটা নিয়ে প্রথমে মিত্রদের সাথে আলোচনা করতে হবে।’ তিনি বলেন, ‘আমি নতুন করে সংঘাতে জড়াতে চাই না। তবে আপনাদের এ ব্যাপারে কিছু একটা করতে হবে। কেননা, এটি ছিল অত্যন্ত বড় একটি হামলার ঘটনা।’ ট্রাম্প বলেন, ‘অবশ্যই এতে ইরানের হাত থাকার সম্ভাবনাই প্রবল।’ ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক ইস্পার আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টিকারী শক্তি হিসেবে...

১৪ ছক্কায় সেঞ্চুরি, ৫৬ বলে ১২৭ রানের টর্নেডো ইনিংস মানজির

Image
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে স্কটল্যান্ড-নেদারল্যান্ডসের ম্যাচে এক রকম রানের বন্যা বইয়ে গেছে। ৪০ ওভার মিলিয়ে হয়েছে ৪৪৬ রান। আগে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড ৩ উইকেটে তুলেছিল ২৫২ রান। যা টি-টোয়েন্টিতে তাদের সর্বোচ্চ, সব মিলিয়ে ষষ্ঠ সর্বোচ্চ। জবাবে নেদারল্যান্ডস ৭ উইকেটে করেছে ১৯৪ রান। ৫৮ রানের জয় পেয়েছে স্কটল্যান্ড। স্কটল্যান্ডের আড়াইশ ছাড়ানো সংগ্রহে বড় অবদান মানজির। মাত্র ৫৬ বলে ১২৭ রানের টর্নেডো ইনিংস খেলেছেন বাঁহাতি ওপেনার। ৫০ বলে ৮৯ রান করেছেন অধিনায়ক কাইল কোয়েতজার। উদ্বোধনী জুটিতে এই দুজন তোলেন ২০০ রান, যা টি-টোয়েন্টিতে যেকোনও উইকেট জুটিতে তৃতীয় সর্বোচ্চ। মানজি সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ৪১ বলে, যা টি-টোয়েন্টিতে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। আর ইনিংসটিতে ৫টি চারের পাশাপাশি তিনি ছক্কা হাঁকিয়েছেন ১৪টি। এই ফরম্যাটে এক ইনিংসে তার চেয়ে বেশি ছক্কা আছে শুধু আফগানিস্তানের হযরতউল্লাহ জাজাইয়ের (১৬)। নেদারল্যান্ডসের ম্যাক্স ও’ডাউডের প্রথম ওভারে ৪ ছক্কা ও ২ চারে মানজি তোলেন ৩২ রান। টি-টোয়েন্টিতে এক ওভারে তার চেয়ে বেশি রান নিয়েছেন শুধু ভরতের যুবরাজ সিং (৩৬)। ১৫ ওভারে বিনা উইকেটে...