Posts

যুক্তরাষ্ট্রকে নাক না গলাতে হংকংয়ের হুশিয়ারি

Image
হংকংয়ে যুক্তরাষ্ট্রের পতাকাসহ বিক্ষোভ। ছবি-সংগৃহীত হংকংয়ে চলমান গণতন্ত্রপন্থি আন্দোলনের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে নাক না গলাতে হুঁশিয়ারি দিয়েছে হংকং সরকার। সম্প্রতি 'হংকং হিউম্যান রাইটস এন্ড ডেমোক্রেসি অ্যাক্ট' শিরোনামে প্রকাশিত যুক্তরাষ্ট্রের বিল উত্থাপনকে কেন্দ্র করে আজ সোমবার এভাবেই ক্ষোভ প্রকাশ করেছে দেশটির সরকার। খবর এপি’র। হংকং সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলা হয়, ভিনদেশী আইনপ্রণেতাদের হংকং এর অভ্যন্তরীণ বিষয়ে কোনরূপ হস্তক্ষেপ করা উচিৎ নয়। গত সপ্তাহেই হংকং সরকার প্রবল গণআন্দলনের মুখে প্রত্যার্পণ বিল তুলে নেয়। কিন্তু সরাসরি নির্বাচন ও পুলিশের নিপীড়নের সুষ্ঠু তদন্তের দাবিতে এখনও মাঠে আছে গণতন্ত্রপন্থীরা। এদিকে আজ সোমবার হংকং এর হাজারো স্কুল শিক্ষার্থী সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চেয়ে রাস্তায় মানববন্ধন করে। তারা ট্রাম্পের প্রতি হংকং এর পাশে দাঁড়ানোর আহবান করেন। একইসাথে তারা মার্কিন কংগ্রেসের প্রতি হংকং ও চীনের এর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপসংক্রান্ত বিল পাশের অনুরোধ জানান। আরও পড়ুন :  বাংলাদেশকে হারিয়ে অস্ট্রেলিয়ার ...

আবারও ইসরায়েলি সামরিক ড্রোন ভূপাতিত করলো হিজবুল্লাহ

Image
ফাইল ছবি আকাশসীমা লঙ্ঘন করায় ইসরায়েলের আরও একটি পাইলটবিহীন বিমান বা সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলের রামিয়াহ সীমান্ত এলাকায় হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা বাহিনী ড্রোনটি গুলি করে ভূপাতিত করে। হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, ভূপাতিত হওয়া ড্রোনটির ধ্বংসাবশেষ বর্তমানে হিজবুল্লাহর কাছে রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার করলেও হিজবুল্লাহর হামলায় তা ঘটেছে, এমন দাবি অস্বীকার করেছে। তারা জানায়, নিয়মিত মহড়ার অংশ হিসেবে উড্ডয়নকালে লেবানন সীমান্তের ভেতর ছোট একটি ড্রোন ভূপাতিত হয়। এর আগে, গত মাসের শেষের দিকে রাজধানী বৈরুতের ‘ধাহয়িয়েহ’ এলাকার আকাশে উড়তে থাকা  ইসরায়েলের দু’টি ড্রোন ভূপাতিত করে হিজবুল্লাহ। বিডি-প্রতিদিন/মাহবুব

অক্ষয়ের স্ত্রীর চরিত্রে বিশ্বসুন্দরী মানুষী

Image
অ্যাকশন হিরো হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন বলিউডের খিলাড়ি খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। তারপর কমেডি। এর বাইরে কখনো ‘প্যাডম্যান’, কখনো বা ‘রুস্তম’ হয়ে ভারতবাসীকে দেশপ্রেমের জোয়ারে ভাসিয়েছেন। তবে তিন দশকের কেরিয়ারে ইতিহাসনির্ভর চরিত্রে খুব বেশি দেখা যায়নি অক্ষয় কুমারকে। যশ রাজ ফিল্মসের ব্যানারে এবার সেই গুরুদায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন অভিনেতা। খুব শিগগির যোদ্ধা রাজা পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে দেখা যাবে তাকে। সোমবার অক্ষয়ের জন্মদিনে তার ভক্তদের জন্য এমন ঘোষণাই দিয়েছে প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস। খিলাড়ির নতুন এ ছবিটি পরিচালনা করবেন ডক্টর চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। সেখানে থাকবে ভরপুর অ্যাকশন। এমনিতেই অ্যাকশনে অক্ষয় সিদ্ধহস্ত। ছবি সম্পর্কে আরও একটি চমকপ্রদ তথ্য হচ্ছে, এখানে পৃথ্বীরাজের ভূমিকায় অভিনয় করা অক্ষয়ের স্ত্রী সংযুক্তার চরিত্রে থাকবেন ২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড’ বিজয়ী মানুষী চিল্লার। অক্ষয়ের বিপরীতেই বলিউডে অভিষেক হচ্ছে তার। ছবির বড় একটা অংশ জুড়ে থাকবে পৃথ্বীরাজ ও সংযুক্তার প্রেমের কাহিনি। এছাড়া ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র মহম্মদ ঘোরীর ভূমিকায় থাকবেন মানব ভিজ। এই অভিন...

বিশাল শোডাউন নিয়ে মনোনয়ন দাখিল করলেন এরশাদ পুত্র সাদ

Image
এরশাদ পুত্র সাদ রংপুর-৩ সদর আসনে উপ-নির্বাচনে লড়তে বিশাল শোডাউন ও জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করলেন রাহগীর আল মাহী সাদ এরশাদ।  সোমবার বেলা ২ টা ৪৫ মিনিটে তিনি রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন।  সকাল থেকেই নির্বাচন অফিসের আশেপাশে ভিড় জমান জাতীয় পার্টির নেতাকর্মীরা। বেলা পৌনে ৩ টায় বিশাল শোডাউন নিয়ে সাদ এরশাদ নির্বাচন অফিসে আসেন। এ সময় তার সাথে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। তিনি অফিসে প্রবেশ করলেও নির্বাচন কর্মকর্তার রুমে যাননি। নিচের একটি রুমে অপেক্ষা করেন।  জেলা জাতীয় পার্টিও যুগ্ম সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম শাফী, সাংগঠনিক সম্পাদক মুনশি আব্দুল বারী, জেলা ছাত্রসমাজের আহ্বায়ক আশরাফুল হক জবা, যুগ্ম আহ্বায়ক সোবহান মজিদ বিদ্যুৎ, যুব সংহতির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান নাজিম, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি শামীম সিদ্দিকিকে নিয়ে সাদ এরশাদ রিটার্নিং কর্মকর্তার কাছে তার মনোনয়ন পত্র দাখিল করেন।  এর আগে তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে এসে পল্লী নিবাসে ...

চাকরিজীবী থেকে সফল উদ্যোক্তা

Image
বাবা বলেছিলেন, তুমি যা হতে চাও, তা–ই হও। নিজে হতে চেয়েছিলেন প্রকৌশলী। যদিও তা আর হওয়া হয়নি।  ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন পদার্থবিদ্যায়। গণিতের যন্ত্রণায় মাঝপথে ছেড়ে দিয়ে ভর্তি হলেন করাচিতে একটি ইনস্টিটিউটের লোকপ্রশাসন বিভাগে। বিদেশি এক প্রতিষ্ঠান বাংলাদেশ ছেড়ে যাওয়ার সুবাদে নাম লেখালেন উদ্যোক্তার তালিকায়। এরপর রচিত হলো এসিআইয়ের রূপকথা; যেটি এখন বাংলাদেশের শিল্প খাতের একটি অনন্য ব্র্যান্ড, মানুষের আস্থার নাম, কর্মীদের ভালোবাসার নাম।  গল্পটি এম আনিস উদ দৌলার, এসিআইয়ের চেয়ারম্যান। এ দেশের কয়েকজন সফল উদ্যোক্তার তালিকা করলে আনিস উদ দৌলার নামটি রাখতেই হবে। অনেক ক্ষেত্রে তিনি আবার অনন্য। দেশের যে কয়েকজন উদ্যোক্তা ব্যবসাপ্রতিষ্ঠানকে ব্যক্তিনির্ভর না রেখে করপোরেটে রূপ দিয়েছেন, দেশীয় প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা নিশ্চিত করেছেন, সুপরিচিত দেশীয় ব্র্যান্ড তৈরি করেছেন, তাঁদের মধ্যে একজন আনিস উদ দৌলা।  আনিস উদ দৌলার এসিআই এখন বছরে সাড়ে ৭ হাজার কোটি টাকা লেনদেন বা টার্নওভারের ব্যবসায়ী গোষ্ঠী। এর অধীনে কোম্পানি আছে প্রায় ২৫টি। ওষুধ, কৃষি, অটোমোবাইল, ভোগ্য...

বিরোধীদলীয় নেতা রওশন, উপনেতা জিএম কাদের

Image
জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদকে একাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং দলটির চেয়ারম্যান জিএম কাদেরকে উপনেতা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।  এর আগে, অনেকের নাটকীয়তার পর রবিবার সন্ধ্যায় রওশন এরশাদকে নেতা ও জিএম কাদেরকে বিরোধী দলীয় উপনেতা করার জন্য পার্টির চেয়ারম্যান স্বাক্ষরিত চিঠিতে স্পিকারকে অনুরোধ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সংসদের সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত সংসদীয় দলের নেতা বেগম রওশন এরশাদকে (ময়মনসিংহ-৪) জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি (২) (১) (ট) অনুযায়ী বিরোধী দলের নেতা এবং বিরোধীদলীয় নেতা এবং এক উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) অধ্যাদেশ, ১৯৭৯ মোতাবেক লালমনিরহাট-৩ থেকে নির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি দিলেন। বিডি-প্রতিদিন/মাহবুব

আরও এক তেলবাহী জাহাজ আটক করল ইরান

Image
ফাইল ছবি ইরান থেকে দুই লাখ ৮৪ হাজার লিটার ডিজেল পাচারের সময় উপসাগরীয় অঞ্চল থেকে ১২ ক্রুসহ আরও একটি জাহাজ আটক করেছে দেশটির ইসলামি রেভ্যুলেশন গার্ড বাহিনী (আইআরজিসি)।  শনিবার দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ইসনা এ তথ্য জানায়। আটক ব্যক্তিরা সবাই ফিলিপাইনের নাগরিক। এসব জ্বালানি পাচার হয়ে উপসাগরীয় কোনো দেশে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।  বিপুল পরিমাণ রাষ্ট্রীয় ভর্তুকি ও দেশীয় মুদ্রার দরপতনের ফলে ইরান থেকে খুবই শস্তায় জ্বালানি সংগ্রহ করা যায়। এরই সুযোগে নেয় চোরাকারবারীরা। প্রায়ই স্থল বা জলপথে ইরান থেকে জ্বালানি পাচার হয়ে প্রতিবেশী দেশগুলোতে যায়। এটি ঠেকাতে সব সময় সতর্ক তেহরান। এর জেরে প্রায়ই বিভিন্ন জাহাজ ও নৌকা আটক করে তারা।  এর আগে ৭ লাখ লিটার জ্বালানি পাচারকালে সাত ক্রুসহ আরেকটি বিদেশি জাহাজ আটক করে ইরান। তারও আগে জুলাই মাসে ১০ লাখ লিটার জ্বালানি পাচারকালে হরমুজ প্রণালী থেকে আরেকটি জাহাজ আটক করা হয়।  বিডি-প্রতিদিন/বাজিত হোসেন