যুক্তরাষ্ট্রকে নাক না গলাতে হংকংয়ের হুশিয়ারি
হংকংয়ে যুক্তরাষ্ট্রের পতাকাসহ বিক্ষোভ। ছবি-সংগৃহীত হংকংয়ে চলমান গণতন্ত্রপন্থি আন্দোলনের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে নাক না গলাতে হুঁশিয়ারি দিয়েছে হংকং সরকার। সম্প্রতি 'হংকং হিউম্যান রাইটস এন্ড ডেমোক্রেসি অ্যাক্ট' শিরোনামে প্রকাশিত যুক্তরাষ্ট্রের বিল উত্থাপনকে কেন্দ্র করে আজ সোমবার এভাবেই ক্ষোভ প্রকাশ করেছে দেশটির সরকার। খবর এপি’র। হংকং সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলা হয়, ভিনদেশী আইনপ্রণেতাদের হংকং এর অভ্যন্তরীণ বিষয়ে কোনরূপ হস্তক্ষেপ করা উচিৎ নয়। গত সপ্তাহেই হংকং সরকার প্রবল গণআন্দলনের মুখে প্রত্যার্পণ বিল তুলে নেয়। কিন্তু সরাসরি নির্বাচন ও পুলিশের নিপীড়নের সুষ্ঠু তদন্তের দাবিতে এখনও মাঠে আছে গণতন্ত্রপন্থীরা। এদিকে আজ সোমবার হংকং এর হাজারো স্কুল শিক্ষার্থী সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চেয়ে রাস্তায় মানববন্ধন করে। তারা ট্রাম্পের প্রতি হংকং এর পাশে দাঁড়ানোর আহবান করেন। একইসাথে তারা মার্কিন কংগ্রেসের প্রতি হংকং ও চীনের এর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপসংক্রান্ত বিল পাশের অনুরোধ জানান। আরও পড়ুন : বাংলাদেশকে হারিয়ে অস্ট্রেলিয়ার ...