Posts

আরও এক তেলবাহী জাহাজ আটক করল ইরান

Image
ফাইল ছবি ইরান থেকে দুই লাখ ৮৪ হাজার লিটার ডিজেল পাচারের সময় উপসাগরীয় অঞ্চল থেকে ১২ ক্রুসহ আরও একটি জাহাজ আটক করেছে দেশটির ইসলামি রেভ্যুলেশন গার্ড বাহিনী (আইআরজিসি)।  শনিবার দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ইসনা এ তথ্য জানায়। আটক ব্যক্তিরা সবাই ফিলিপাইনের নাগরিক। এসব জ্বালানি পাচার হয়ে উপসাগরীয় কোনো দেশে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।  বিপুল পরিমাণ রাষ্ট্রীয় ভর্তুকি ও দেশীয় মুদ্রার দরপতনের ফলে ইরান থেকে খুবই শস্তায় জ্বালানি সংগ্রহ করা যায়। এরই সুযোগে নেয় চোরাকারবারীরা। প্রায়ই স্থল বা জলপথে ইরান থেকে জ্বালানি পাচার হয়ে প্রতিবেশী দেশগুলোতে যায়। এটি ঠেকাতে সব সময় সতর্ক তেহরান। এর জেরে প্রায়ই বিভিন্ন জাহাজ ও নৌকা আটক করে তারা।  এর আগে ৭ লাখ লিটার জ্বালানি পাচারকালে সাত ক্রুসহ আরেকটি বিদেশি জাহাজ আটক করে ইরান। তারও আগে জুলাই মাসে ১০ লাখ লিটার জ্বালানি পাচারকালে হরমুজ প্রণালী থেকে আরেকটি জাহাজ আটক করা হয়।  বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

পার্টির জাতীয় সম্মেলন ৩০ নভেম্বর: জি এম কাদের

Image
জি এম কাদের। ফাইল ছবি দলের নেতৃত্ব নিয়ে সদ্য প্রয়াত বড় ভাই এইচ এম এরশাদের স্ত্রী রওশন এরশাদের সঙ্গে দ্বন্দ্ব এখন প্রকাশ্য। এর মধ্যেই আজ শনিবার দলের সম্মেলনের তারিখ ঘোষণা করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি বলেছেন, ‘আগামী ৩০ নভেম্বর জাতীয় পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভায় সর্বসম্মতিক্রমে জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য এয়ার আহমদ সেলিম জাতীয় পার্টিতে যোগ দেন। সেলিমের এই যোগদান উপলক্ষে আয়োজিত সভায় জি এম কাদের এসব কথা বলেন। গেল সপ্তাহে নিজেকে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করার জন্য স্পিকারের কাছে চিঠি দেন জি এম কাদের। এরপরই দলটির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্য হয়ে পড়ে। তাঁর এ সিদ্ধান্তে ক্ষুব্ধ রওশনপন্থীরা স্পিকারকে পাল্টা চিঠি দেন। তাঁদের বক্তব্য, দলের পার্লামেন্টারি পার্টির কোনো বৈঠক ছাড়াই কাদের এ সিদ্ধান্ত নিয়েছেন। গত বৃহস্পতিবার দলটির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ দলের চেয়ারম্যান হ...

আবার কন্যা সন্তানের মা হলেন কণ্ঠশিল্পী সালমা

Image
কন্যা সন্তানের সঙ্গে সালমা খাতুন। ফাইল ছবি আবার কন্যা সন্তানের মা হয়েছেন কণ্ঠশিল্পী সালমা খাতুন। ১ সেপ্টেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি কন্যা সন্তানের জন্ম দেন। ফেসবুকে মেয়ের ছবি পোস্ট করে তিনি এই খবর জানিয়েছেন। সালমা খাতুন বলেন, ‘নতুন এই অতিথির নাম রাখা হয়েছে সাফিয়া নূর। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন।’ গত ৩১ ডিসেম্বর লোকগানের এই শিল্পী পারিবারিকভাবে বিয়ে করেন সানাউল্লাহ নূরে সাগরকে। এটি সালমা ও সানাউল্লাহর দ্বিতীয় বিয়ে। সানাউল্লাহ ঢাকা জজ কোর্টের আইনজীবী। পরে ১৭ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ঘনিষ্ঠ সংবাদকর্মীদের ডেকে সালমা তার দ্বিতীয় বিয়ের বিষয়টি জানান। আরো পড়ুন :  নতুন প্রজন্মকে সৃজনশীল হিসাবে গড়ে তুলতে হবে উল্লেখ্য, ২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেন সালমা। ২০১২ সালে ১ জানুয়ারি তাদের সংসারে কন্যা সন্তান স্নেহার জন্ম হয়। সাংসারিক দ্বন্দ্বের কারণে ২০১৬ সালের ২০ নভেম্বরে তাদের বিচ্ছেদ হয়। ইত্তেফাক/ইউবি

পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন রক্ষায় ৭ দেশের চুক্তি সই

Image
পৃথিবীর ফুসফুস বলে খ্যাত মহাবন আমাজনের আগুন নেভানোসহ বন রক্ষার জন্য একটি চুক্তিতে সই করেছে দক্ষিণ আমেরিকার সাতটি দেশ। কলম্বিয়ার লেটিসিয়া শহরে এক শীর্ষ সম্মেলনের মাধ্যমে চুক্তিতে সই করেন এসব দেশের নেতারা। সাতটি দেশ হলো বলিভিয়া,ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, পেরু ও সুরিনাম। চুক্তিতে দুর্যোগ মোকাবিলা নেটওয়ার্ক এবং স্যাটেলাইট নজরদারির কথা বলা হয়েছে। এসব দেশ নতুন বনায়নের জন্যও কাজ করবে। দেশগুলো আমাজন নদী অববাহিকা রক্ষায় পদক্ষেপ নিতেও সম্মত হয়েছে। সম্মেলনে কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকে বলেছেন, বৈঠকটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ আমাজনের অংশীদারদের মধ্যে সমন্বয় সাধনের ব্যবস্থা করবে। বেশ কিছু দিন ধরে আগুনে পুড়ছে আমাজন। পরিসংখ্যান বলছে,অতীতে কখনো আমাজনে এত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ (ইনপে) জানিয়েছে, চলতি বছরের প্রথম আট মাসে আমাজনে রেকর্ডসংখ্যক আগুন লাগার ঘটনা ঘটেছে। সূত্র : পার্সটুডে। বিডি-প্রতিদিন/শফিক

জাপানে সন্ধান মিলল নতুন প্রজাতির ডাইনোসরের!

Image
সংগৃহীত ছবি এক নতুন প্রজাতির ডাইনোসরের জীবাশ্মের সন্ধান পাওয়া গেল জাপানে। সে দেশে আবিষ্কৃত সবচেয়ে বড় মাপের কঙ্কালের (প্রায় ২৬ ফুট লম্বা) উপর পরীক্ষানিরিক্ষা করে এই নতুন প্রজাতির কথা জানা গেছে। হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল ৭ কোটি ২০ লাখ বছরের পুরানো কয়েকশত হাড়ের উপর গবেষণা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, এই সব হাড় হ্যাড্রোসরিড ডাইনোসরের। এই তৃণভোজী প্রাণীর অস্তিত্ব ছিল ক্রেটাশিয়াস যুগে। ২০১৩ সালে উত্তর জাপানে প্রথম পাওয়া যায় এই প্রাণীর লেজের একাংশ। পরে খনন কাজ চালিয়ে গোটা কঙ্কালটি উদ্ধার করা হয়। গবেষকদের এই দল ডাইনোসরের নামকরণ করেছে কামুইসাউরাস জাপোনিকাস। জাপানি ভাষায় এর অর্থ জাপানিজ ড্রাগন গড। এমনটাই জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। গবেষকদের বিশ্বাস প্রাপ্তবয়স্ক এই ডাইনোসরের বয়স ছিল ৯ বছর। ওজন চার থেকে ৫.৩ টনের আসপাশে হওয়ার সম্ভাবনাই বেশি। এই গবেষণা প্রকাশিত হয়েছে ব্রিটিশ জার্নাল "Scientific Reports"-এ। গবেষকদের দলের প্রধান ইয়োশিতসুগু কোবাইয়াশি জানান, ‘জাপানে নতুন এই ডাইনোসরের সন্ধান পাওয়া মানে জাপান অথবা পূর্ব এশিয়াতেও এই প্রাণীদের আ...

টস করেই রেকর্ডের পাতায় রশিদ খান

Image
আফগানিস্তান লেগ-স্পিনার রশিদ খানের মুকুটে আরও একটি পালক যুক্ত হলো। আজ বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে টস করেই রেকর্ডের পাতায় উঠে গেছেন তিনি। টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক এখন এই আফগান লেগ স্পিনার। বৃহস্পতিবার টেস্ট অধিনায়কত্বে অভিষেকের দিনটিতে রশিদের বয়স ২০ বছর ৩৫০ দিন। সবচেয়ে কম বয়সে টেস্টে নেতৃত্ব দেওয়া আগের ক্রিকেটার ছিলেন টাটেন্ডা টাইবু। ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে হারারে টেস্টে টস করার দিন টাইবুর বয়স ছিল ২০ বছর ৩৫৮ দিন। বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর তিন ফরমেটেই আফগানদের দলনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন রশিদ। ফলে বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্টে আজ অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। টেস্ট রেকর্ড গড়ার দেড় বছর আগে ওয়ানডের সর্বকনিষ্ঠ অধিনায়কের রেকর্ডটিও করে রেখেছেন রশিদ। স্থায়ীভাবে দায়িত্ব পাওয়ার পর এই চট্টগ্রাম টেস্ট দিয়ে শুরু হলো অধিনায়ক হিসেবে তার যাত্রা। তবে এর আগে ভারপ্রাপ্ত দায়িত্বে ৪টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছিলেন এই লেগ স্পিনার। গত বছরের ৪ মার্চ বুলাওয়ায়োতে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে যেদিন নেতৃত্ব দিলে...

৫৯ জেলায় ৪৫ হাজার নদী দখলদার চিহ্নিত

Image
তুরাগ নদের অনেক জায়গায় এভাবে বালু উত্তোলন মেশিন বসিয়ে মাটি ভরাট করছে সংঘবদ্ধ মহল। ছবিটি মিরপুর বেড়িবাঁধ-সংলগ্ন তুরাগ নদ থেকে তোলা —সামসুল হায়দার বাদশা জাতীয় নদী রক্ষা কমিশন ৫৯ জেলায় ৪৫ হাজারেরও বেশি নদী দখলদার ব্যক্তি, রাজনীতিক ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে। হাইকোর্টের আদেশ অনুযায়ী শিগগির এই তালিকা সর্বসাধারণের জন্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি প্রতি জেলায় দখলদারদের নাম-ঠিকানা উম্মুক্ত স্থানে টাঙিয়ে দেওয়া হবে। তবে রাজধানীর চারপাশের নদী দখলদারদের নাম-পরিচয় এখনো চিহ্নিত করা হয়নি বলে জানা গেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী দেশে প্রবহমান নদীর সংখ্যা ৪০৩টি। নদী রক্ষা কমিশন বলছে, প্রায় সব নদীই এখন দখল-দূষণের কবলে। নদী দখলমুক্ত করতে জেলা প্রশাসকদের অধীনে হাতে নেওয়া হচ্ছে এক বছরের ক্র্যাশ প্রোগ্রাম। জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান বলেছেন, কমিশন থেকে সব জেলা প্রশাসককে এ বিষয়ে যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসকরা নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য যন্ত্রপাতি সংগ্রহে আর্থিক বরাদ্দ চেয়ে চিঠি দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগে। সূত্র জা...