উত্তর কোরিয়া ‘ভয়ংকর’ হবে আবাহনীর জন্য?
উত্তর কোরিয়া সফরকারী ফুটবল দলের জন্য সব সময়ই চ্যালেঞ্জের। সংগৃহীত ছবি এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে আজ উত্তর কোরিয়া পৌঁছার কথা রয়েছে আবাহনী লিমিটেডের। তবে মাঠের খেলার চেয়ে মাঠের বাইরের বিষয়গুলো ভাবনায় ফেলে দিয়েছে বাংলাদেশ প্রতিনিধিদের। এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালের প্রথম লেগে উত্তর কোরিয়ার এপ্রিল টোয়েন্টি ফাইভ ক্লাবকে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশের আবাহনী লিমিটেড। দ্বিতীয় লেগের ম্যাচটি ২৮ আগস্ট পিয়ংইয়ংয়ে। ইতিহাস হাতছানি দিয়ে ডাকছে দেশের অন্যতম জনপ্রিয় এ ক্লাবকে। ন্যূনতম ড্র করলেই ইন্টার জোনাল ফাইনালে নাম লেখাবে তারা। কিন্তু এ ম্যাচটি বড় চ্যালেঞ্জই হয়ে আসছে আকাশি-নীল বাহিনীর জন্য। এপ্রিল টোয়েন্টি ফাইভ শক্তিশালী দল, তারা খেলবে নিজেদের মাঠে—এসব চ্যালেঞ্জ তো থাকছেই। এগুলো মোকাবিলা করার উপায়ও আছে আবাহনীর জানা। কিন্তু উত্তর কোরিয়ার তাদের দেশে খেলতে যাওয়া দলগুলোকে যেভাবে ‘আতিথ্য’ দেয়, সেটিই দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে। বাইরের দুনিয়ার কাছ থেকে নিজেদের সব সময়ই আড়াল করে রাখা এ দেশটিতে খেলতে গিয়ে অতীতে অনেক দলই ভয়ংকর সমস্যার মুখোমুখি হয়েছে। ‘ভয়...