Posts

জি-৭ সম্মেলন শুরু আজ আশঙ্কা ট্রাম্পকে নিয়ে

Image
ছবি: সংগৃহীত বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সংস্থা গ্রুপ অব সেভেন (জি-৭) এর ৪৫ তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ফ্রান্সের বায়ারিতজ শহরে দুই দিন ব্যাপী সম্মেলন শুরু হচ্ছে আজ শনিবার। সিএনএন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পসহ বিশ্বের নেতৃবৃন্দ ফ্রান্সে গিয়েছেন। এবারের সম্মেলনে বৈষম্য এবং জলবায়ু ইস্যু গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। তবে সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে অস্বস্তি আছে। তিনি সম্মেলনটাকে কোনদিকে নিয়ে যাবেন তা দেখার অপেক্ষায় বিশ্ব। কারণ গত বছর কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলন থেকে আগেভাগেই চলে গিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জি-৭ জোটে রাশিয়াকে ফের অন্তর্ভূক্তির দাবি তুলতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আর এটা হলে মার্কিন মিত্রদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হতে পারে। জি-৭ এর সদস্য দেশগুলো হচ্ছে- যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাজ্য। আরও পড়ুন:  কাশ্মীরে জুম্মার নামাজের পরেই বিক্ষোভ, সংঘর্ষ ইউরোপীয় ইউনিয়নও জি-৭ এ প্রতিনিধিত্ব করে। পূর্বে এটি জি-৮ নামে পরিচিত ছিল। ২০১৪ সালের ক্রিমিয়া সংকটে রাশিয়ার সংশ্লিষ্টতার কারণে জি-৮ থেকে বাদ দেওয়া হয়...

আমাজনের আগুন নেভাতে বিমান ভাড়া করে পানি ঢালছে বলিভিয়া

Image
আগুনে পুড়ছে আমাজন। বনটির প্রায় আট হাজার বর্গকিলোমিটার এলাকা আগুনে পুড়ে গেছে। আগুন নেভাতে বিমান ভাড়া করে পানি ঢালছে বলিভিয়া।   বোয়িংয়ের একটি সুপার ট্যাংকার বিমানের মাধ্যমে শুক্রবার থেকে আমাজনে পানি ঢালতে শুরু করেছে বলিভিয়া সরকার।    বলিভিয়ার ভাইস প্রেসিডেন্ট আলভারো গার্সিয়া বলেছেন, ‘মার্কিন কোম্পানির কাছ থেকে ভাড়া করা একটি বিমানে আমাজনের আগুন নেভানোর চেষ্টা করছি আমরা। সুপার ট্যাংকার ওই বিমানটি ১ লাখ ৫০ হাজার লিটার অর্থাৎ ৪০ হাজার গ্যালন পানি বহনে সক্ষম।’   বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী জাভিয়ের জাবালেতা বলেছেন, ‘সান্তা ক্রুজ প্রদেশের উত্তরাঞ্চলে চারটি আকাশযান ভয়াবহ আগুনে শিকার আমাজনের ছয়টি স্থান চিহ্নিত করে পানি ঢালার কাজ করছে। প্রতিবেশী প্যারাগুয়ে ও ব্রাজিলকে অগ্নিনির্বাপণের জন্য পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে দেশটি।   বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

ছেলেদের পারফিউম ব্যবহার করি: আলিয়া ভাট

Image
আলিয়া ভাট আলিয়া ভাট। এখন যে কজন নায়িকা বলিউডকে শাসন করছেন, তাঁদের একজন। বলিউডের প্রখ্যাত পরিচালক মহেশ ভাট আর অভিনেত্রী সোনি রাজদানের কন্যা প্রতিটি ছবিতে নিজেকে ভাঙছেন আবার গড়ছেন। চলচ্চিত্র, ব্যক্তিগত জীবন, সামাজিক যোগাযোগমাধ্যম, প্রেম, বিয়ে—তিনি যা-ই করেন, অথবা করেন না, তাই-ই খবর হচ্ছে। সম্প্রতি ‘ফিল্মফেয়ার’ আর ‘বিবিসি এশিয়ান নেটওয়ার্ক’কে দেওয়া সাক্ষাৎকারে তাঁর শিল্প ও ব্যক্তিসত্তা নিয়ে কথা বলেছেন। তাঁরই কিছু অংশ দেওয়া হলো এখানে। আপনি নাকি ছেলেদের পারফিউম ব্যবহার করেন? হ্যাঁ। মেয়েদের পারফিউমে কেমন যেন ফলের গন্ধ। ফলের গন্ধ আমার ভালো লাগে না। আমার পছন্দ মসলার গন্ধ। তাই ছেলেদের পারফিউম ব্যবহার করি। অর্জুন কাপুরের পারফিউমের রুচি খুব ভালো। আপনার অপছন্দের সহকর্মী কে? বরুণ ধাওয়ান। ও খুব খুঁতখুঁতে। চরিত্র নিয়ে খুব বেশি নাড়াচাড়া করে। আর সেটা সেটের অন্যদের মধ্যেও ছড়িয়ে দেয়। যেমন আমাদের জীবনের প্রথম শট, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির ‘রাধা’ গানের জন্য সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাওয়ান আর আমাকে একবার ঘুরে হাসতে হবে। এটুকুই। প্র্যাকটিস শট। সেই প্র্যাকটিস শটের জন্যও বরুণ অনেকবার প্র্যাকটিস ক...

যুক্তরাষ্ট্রকে জবাব দিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নির্দেশ দিলেন পুতিন

Image
ছবি: সংগৃহীত যুক্তরাষ্ট্রের ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাব দিতে নিজে দেশের সেনাবাহীনিকেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য প্রস্তুত থাকতে বলেছেন   রাশিয়ার  প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত সোমবার মার্কিন প্রশাসন জানিয়েছে, তারা একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যার পাল্লা ৫০০ কিলোমিটারের (৩১০ মাইল) বেশি। এর আগে গত মাসে আমেরিকা আইএনএফ চুক্তি থেকে বেরিয়ে যায়। এরপর এই প্রথম তারা এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। এর প্রতিক্রিয়ায় ভ্লাদিমির পুতিন জানান, যুক্তরাষ্ট্রের কার্যকলাপে রাশিয়া নিষ্ফলভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, তারা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন ক্ষেপণাস্ত্র স্থাপন করবে। আরো পড়ুন:  রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ আরও কঠোর অবস্থানে যাচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্টে বলেন, ‘আমরা কখনই ধ্বংসাত্মক অস্ত্রের দৌড়ে অংশ নিতে চাইনি। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন দিকে যাচ্ছে। কারণ রাশিয়ার সীমান্তের নিকটবর্তী হওয়ায় এটি আমাদের মূল স্বার্থকে আক্রমণ করে।’ এদিকে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপরাষ্ট্রদূত ...

প্রাথমিক শিক্ষা সমাপনী শুরু ১৭ নভেম্বর

Image
ফাইল ছবি প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা আগামী ১৭ নভেম্বর শুরু হবে। পরীক্ষা শেষ হবে ২৪ নভেম্বর। প্রতিদিন সকাল সাড়ে ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়। গতকাল বৃহস্পতিবার পরীক্ষার এই সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক   শিক্ষা   সমাপনী ১৭ নভেম্বর রবিবার ইংরেজি, ১৮ নভেম্বর সোমবার বাংলা, ১৯ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২০ নভেম্বর বুধবার প্রাথমিক বিজ্ঞান, ২১ নভেম্বর বৃহস্পতিবার ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৪ নভেম্বর রবিবার গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইবতেদায়ী   শিক্ষা   সমাপনী ১৭ নভেম্বর রবিবার অনুষ্ঠিত হবে ইংরেজি, ১৮ নভেম্বর সোমবার বাংলা, ১৯ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২০ নভেম্বর বুধবার আরবি, ২১ নভেম্বর বৃহস্পতিবার কোরআন মজিদ ও তাজবিদ এবং আকাইদ ও ফিকহ এবং ২৪ নভেম্বর রবিবার গণিত পরীক্ষা। নির্ধারিত সময়ের পর বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বেশি বরাদ্দ থাকবে । ইত্তেফাক/ইউবি

শর্তবিহীন ফেরত যাওয়ার মতো একজন রোহিঙ্গাও পাওয়া যায়নি

Image
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন কক্সবাজারের ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম। ছবি: প্রথম আলো বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেওয়া শর্ত পূরণ না হলে তাঁদের একজনও স্বদেশে ফিরতে চান না। আজ বৃহস্পতিবার রোহিঙ্গা প্রত্যাবাসনপ্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শর্তবিহীনভাবে মিয়ানমারের রাখাইনে ফেরত যাওয়ার মতো একজনকেও পাওয়া যায়নি।  এ নিয়ে আজ এক প্রেস ব্রিফিংয়ে কক্সবাজারের ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম বলেন, শর্ত পূরণ না হলে রোহিঙ্গাদের একজনও স্বদেশে ফিরতে চান না।  প্রত্যাবাসনের তৎপরতা শুরু হলে মিয়ানমারে নাগরিকত্ব, স্বাধীনভাবে চলার নিরাপত্তা, ফেলে আসা সম্পত্তি ফেরত ও নিরাপত্তা নজরদারির শর্ত দিয়েছিলেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। কক্সবাজারের টেকনাফের জাদিমোরা শালবাগান রোহিঙ্গা শরণার্থীশিবিরে ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সহকারীর কার্যালয়ের সামনে আজ দুপুর ১২টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোহাম্মদ আবুল কালাম। এ সময় চীনা প্রতিনিধিদলের দুজন সদস্য ও মিয়ানমারের প্রতিনিধিরা ছিলেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজ...

জঙ্গলে পরকীয়াকালে বজ্রপাতে আলিঙ্গনরত যুগলের মৃত্যু

Image
সংগৃহীত ছবি গভীর জঙ্গলে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হতে গিয়ে এক পরকীয়া জুটির মৃত্যু হয়েছে বজ্রপাতে। ভারতের ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে জঙ্গলে এ দুর্ঘটনা ঘটে। তারা প্রায়ই ওই জঙ্গলে যেতেন বলে জানান ওই গ্রামের বাসিন্দারা।  নিহত যুবকের নাম জিতেন সিং (৩৩) এবং যুবতীর নাম কুনকি দোলুই (২৫)। তাদের বাড়ি বেলিয়াবেড়া থানার বনকাটি এবং সোনাপড়া এলাকায়। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে এই পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল বলেও জানায় এলাকাবাসী। নিহত ওই যুগল স্থানীয় একটি ইটভাটায় কাজ করতেন জানিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়, জঙ্গলে লুকিয়ে প্রেম করতে গিয়ে ওই দুই ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে বজ্রপাতে। তারা দু'জনই বিবাহিত ছিলেন। সোমবার বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বেলিয়াবেড়া থানার পুলিশ গোপীবল্লভপুর-২ ব্লকের বিডিও অফিসের পেছনে একটি জঙ্গল থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে। বিডিও অফিসের পেছনে সোনাপড়া নামক একটি এলাকার জঙ্গলে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।  স্থানীয় সূত্র বলছে, বিবাহিত হলেও নিহত এই নারী ও পুরুষের মাঝে পরকীয়া সম্পর্ক ছিল। তারা প্রায়ই এই জঙ্গলে দেখা করতেন। সোমবার বিক...