Posts

ইসরায়েলের কাছ থেকে ৮০০০ মিসাইল কিনছে ভারত

Image
ইসরায়েলের এক সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ৮০০০ স্পাইক অ্যান্টি-ট্যাংক মিসাইল কিনতে চলেছে ভারত। ওই রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলের কাছ থেকে ওই মিসাইল কিনছে ভারত। ইতিমধ্যে দুই দেশের মধ্যে এই সংক্রান্ত চুক্তি হয়েছে বলে জানা যাচ্ছে। ভারতের সঙ্গে ইসরায়েলের মিসাইল কেনার ৫৫০ মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে। তবে এই রিপোর্ট সম্পর্কে কোনও মন্তব্য করেননি ইসরায়েলের বিদেশমন্ত্রক। ‘আরুৎজ শেভা’ নামে ওই সংবাদপত্রের দাবি, ইসরায়েল ভারতে প্রত্যেক বছর প্রচুর পরিমাণ অস্ত্র রফতানি করে। প্রতি বছর প্রায় ১০০ কোটি ডলারের অস্ত্র আসে ভারতে। গত বছরের এপ্রিলে দুই দেশ ২০০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর করে। যার মধ্যে রয়েছে সার্ফেস-টু-এয়ার মিসাইল, লঞ্চার ও কমিউনিকেশন টেকনোলজি। ইসরায়েলের সেনাবাহিনী এই স্পাইক মিসাইল ব্যবহার করে। এগুলো ভূমি, আকাশ ও সমুদ্র থেকে উৎক্ষেপণ করা সম্ভব। ৩০ কিলোমিটার দূরে গিয়ে আঘাত করতে পারে এই মিসাইল। এছাড়া ভারত ও ইসরায়েল যৌথ উদ্যোগে একটি লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল তৈরি করছে, যা দুই দেশের নৌ-বাহিনী ব্যবহার করবে। পাকিস্তানের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ভারত ও ইসরায়েলের ...

আসামে ৩৩৫ বিদেশি জামিনে মুক্তি পাবেন

Image
ভারতের সুপ্রিম কোর্টের সবুজ সংকেত মেলার পর ভারতের আসাম রাজ্যের ছয়টি বন্দিশিবিরে (ডিটেনশন ক্যাম্প) আটক থাকা ৩৩৫ জন বিদেশিকে জামিনে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আসাম সরকার। গত মঙ্গলবার আসাম সরকার এ বিষয়ে একটি গেজেট প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, যেসব বিদেশি বন্দী তিন বছরের বেশি বন্দিশিবিরে রয়েছেন, তাঁদের জামিন দেওয়া হবে। তবে তা হবে শর্ত সাপেক্ষে। শর্ত অনুযায়ী, জামিনে মুক্ত বন্দীদের দুই ভারতীয় জামিনদারের এক লাখ রুপির বন্ডের পরিপ্রেক্ষিতে জামিন দেওয়া হবে। মুক্তির আগে অবশ্য তাঁদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হবে। নির্দিষ্ট ঠিকানা দিয়ে তাঁদের সেই ঠিকানায় থাকতে হবে। প্রতি সপ্তাহে তাঁদের ফরেনার্স ট্রাইব্যুনালের নির্দিষ্ট থানায় হাজিরা দিতে হবে। ঠিকানা বদল হলে তা সঙ্গে সঙ্গে জানাতে হবে। নির্দিষ্ট এলাকার পুলিশ সুপার ত্রৈমাসিক প্রতিবেদন দেবেন ফরেনার্স ট্রাইব্যুনালে। আসাম নাগরিক অধিকার রক্ষা কমিটির মহাসচিব সাধন পুরকায়স্থ বলেন, বন্দিশিবিরে পাঁচ বছরের বেশি সময় ধরে আটক থাকা বন্দীরাও রয়েছেন। তবে জামিনের শর্ত দিয়ে মানবাধিকার রক্ষা করা যাবে না। বন্দীদের অবিলম্বে বিনা শর্তে মুক্তি দিতে হ...

ভারতে ট্রাফিক আইন ভাঙলে মোটা জরিমানা

Image
ভারতে ট্রাফিক আইন ভঙ্গ করলে ব্যাপক জরিমানাসহ কঠিন শাস্তির বিধান রেখে বিল পাস প্রস্তাব করা হয়েছে। গতকাল বুধবার রাজ্য সভায় এ বিল অনুমোদন পাওয়ায় এটা এখন আইনে রূপ নেওয়ার অপেক্ষায়। ভারতের সড়ক ও পরিবহনমন্ত্রী নিতিন গড়করি বলেছেন, মোটর ভেহিক্যালস সংশোধনী বিলটি আইন হিসেবে পাস হলে মানুষের মনে ট্রাফিক আইন ভাঙার ভয় সৃষ্টি করবে। আইন ভাঙার বিষয়টি ইন্টেলিজেন্ট ট্রাফিক সিস্টেম মনিটর করবে। নিউজ ১৮–এর প্রতিবেদনে জানানো হয়, বিল পাস হওয়ার ফলে বদলে যাচ্ছে ভারতের ট্রাফিক আইনসংক্রান্ত একাধিক নিয়ম। ৩১ জুলাই সংসদে পাস হয়েছে মোটর ভেহিক্যালস সংশোধনী বিল, ২০১৯। এই আইন প্রযোজ্য হওয়ার পর থেকে ট্রাফিক আইন লঙ্ঘনে করলে বর্ধিত হারে জরিমানাও দিতে হবে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, যদি ট্রাফিক আইন ভেঙে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার, ট্রাফিক লাইট না মেনে গাড়ি চালিয়ে দেওয়া বা লেন না মেনে গাড়ি চালালে তা বিপজ্জনক গাড়ি চালানো হিসেবে গণ্য করা হবে। বিপজ্জনকভাবে গাড়ি চালালে পাঁচ হাজার রুপি জরিমানা হতে পারে। আগে জরিমানা ছিল এক হাজার রুপি। মত্ত অবস্থায় গাড়ি চালালে জরিমানা হবে ১০ হাজার রুপি। সাধারণ ট্রাফিক আইন...

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল

Image
ছবি : সংগৃহীত পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে (বাদ মাগরিব) বায়তুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় ১৪৪০ হিজরি সনের যিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ইসলামিক ফাউন্ডেশন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায় সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র যিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর : ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭, ৯৫৫৯৪৯৩ ও ফ্যাক্স নম্বর ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। ইত্তেফাক/এএম

ফের জোড়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উ. কোরিয়ার

Image
ছবি: সংগৃহীত। আবারো দু’টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পূর্ব উপকূলে এগুলো উৎক্ষেপণ করা হয়। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে বুধবার সকালে দেশটির পূর্বাঞ্চলীয় ‘ওনস্যান’ এলাকা থেকে ক্ষেপণাস্ত্র দু’টি উৎক্ষেপণ করা হয়। এর আগে উত্তর কোরিয়া গত ২৫ জুলাই একই ধরনের দু’টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। জানা যায়, উত্তর কোরিয়া বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ৬ মিনিট ও ৫টা ২৭ মিনিটে ওনস্যান বন্দরের কালমা এলাকা থেকে দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। দু’টি ক্ষেপণাস্ত্রই ৩০ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় উঠে ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে অবতরণ করে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জিয়ং কেয়ং-ডু বলেন, আজকের ক্ষেপণাস্ত্র এর আগেরগুলোর চেয়ে ভিন্ন মডেলের। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এ পরীক্ষার ফলে জাপানের নিরাপত্তায় কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি। গত সপ্তাহে ক্ষেপণাস্ত্র দুটি পরীক্ষার পর উত্তর কোরিয়া জানায়, দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ...

রাশিয়া থেকে চীন আট মিনিটে

Image
রাশিয়া–চীনের সীমান্তের মধ্যকার ক্যাবল কার। ছবি: সিএনএন রাশিয়া ও চীনের মধ্যে যাতায়াতে একটি কেব্‌ল কার তৈরি হচ্ছে শিগগিরই। এর নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, এই কেব্‌ল কারে করে মাত্র আট মিনিটেই রাশিয়া থেকে চীন যাতায়াত করা যাবে। এটিই হতে যাচ্ছে বিশ্বের একাধিক দেশের মধ্যে চলাচলকারী প্রথম আন্তসীমান্ত কেব্‌ল কার। এই কেব্‌ল কারটি রাশিয়ার দক্ষিণ–পূর্বাঞ্চলীয় ব্লাগোভেশচেনস্ক ও চীনের উত্তর–পূর্বাঞ্চলীয় হেইহে শহরের মধ্যে চলাচল করবে। দুই শহরের মধ্যে দূরত্ব প্রায় সাড়ে তিন কিলোমিটার। ভ্রমণের সময় কেব্‌ল কারের যাত্রীরা উপভোগ করতে পারবেন পাহাড় ও নদীর অপরূপ সৌন্দর্য। কেব্‌ল কারটি আমুর নদীর ওপর দিয়ে যাত্রীদের পাখির চোখে দেখার স্বাদ দেবে দুটি দেশের সৌন্দর্য। রাশিয়া-চীন সীমান্তের ওই নদীটি শীতের সময় বরফে ঢাকা থাকে। যা এক অপরূপ দৃশ্য সৃষ্টি করে। যাত্রার সময় আট মিনিট বলা হলেও কেব্‌ল কারটি মাত্র সাড়ে তিন মিনিটেই এক শহর থেকে আরেক শহরে পৌঁছাবে। বাকি সময় ব্যয় হবে কারে ওঠা–নামাসহ আনুষঙ্গিক অন্যান্য কাজে। একেকটি কেব্‌ল কারে একসঙ্গে ৬০ জন পর্যন্ত চড়তে পারবেন। এর বাইরেও ব্যাগপত্র-লাগেজ নেওয়ার ব্যবস্থা থাকবে।...

কলকাতা মাতাল বাংলাদেশি বধূর খাবার

Image
বাংলাদেশের ১৫টি জেলার ঐতিহ্যবাহী খাবার নিয়ে ‘পদ্মাপারের পাকঘর’ আয়োজন আজ শেষ হচ্ছে। ছবি: সংগৃহীত মাছ, মাংস, বিরিয়ানি, নিরামিষসহ নানান ঐতিহ্যবাহী পদে কলকাতা মাতাল বাংলাদেশি খাবার। বাংলাদেশি এক বধূ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উপকরণ নিয়ে কলকাতায় করেছেন এই রান্নার আয়োজন। বাংলাদেশের ১৫টি জেলার ঐতিহ্যবাহী খাবার নিয়ে কলকাতায় শুরু হয় ‘পদ্মাপারের পাকঘর’ নামের আয়োজনটি। ১৩ দিনের এই আয়োজন আজ বুধবার রাতে শেষ হচ্ছে। ১৯ জুলাই কলকাতার অভিজাত হোটেল দ্য অ্যাস্টরে এ আয়োজন শুরু হয়। বাংলাদেশের নানান ধরনের খাবার নিয়ে এই ‘পদ্মাপারের পাকঘর’ খুলেছিলেন বাংলাদেশের বধূ রাঁধুনি নয়না আফরোজ। নয়নার বাড়ি এখন বাংলাদেশে হলেও তিনি ছিলেন কলকাতার মেয়ে। এক বাংলাদেশিকে বিয়ে করে হয়ে যান বাংলাদেশের বধূ। ১৩ দিনব্যাপী চলা এই পাকঘরে রান্না হয়েছে বাংলাদেশের ১৫টি জেলার নানান ঐতিহ্যবাহী খাবার। একেবারে জিবে জল আনা খাবার। মাছ–মাংস ছাড়াও আয়োজন ছিল নিরামিষ, নানান ফলমূলের নানান পদ। বৈচিত্র্যময় বিরিয়ানি থেকে মাছ ও মাংসের নানান পদ। ইলিশ তো ছিলই। মাছ–মাংসের পদেরও শেষ ছিল না এই পাকঘরে! কলকাতার লোকজন এই খাবার খেয়ে দারুণ অভিভূত। প্রতিদিন কলকা...