Posts

হরমুজ প্রণালি থেকে ব্রিটিশ ট্যাংকার জব্দ করেছে ইরান

Image
স্টেনা ইমপেরো। ছবি: বিবিসির সৌজন্যে উপসাগরীয় এলাকায় হরমুজ প্রণালি থেকে ইরান স্টেনা ইমপেরো নামের ব্রিটিশ পতাকাবাহী ট্যাংকার জব্দ করেছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট হুমকি দিয়েছেন, ইরান ট্যাংকারটিকে মুক্ত করে না দিলে এর ‘পরিণতি গুরুতর’ হবে। আজ শনিবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, সবশেষ এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি এখন যুক্তরাজ্যের সঙ্গেও ইরানের চরম উত্তেজনা বিরাজ করছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানান, স্টেনা ইমপেরো ট্যাংকারটিকে সাগরে চারটি যান ও আকাশে হেলিকপ্টার ঘিরে রেখেছে।  ট্যাংকার কর্তৃপক্ষ জানায়, যানটিতে ২৩ জন ক্রু আছেন, এখন সেটি উত্তরে ইরানের দিকে রয়েছে। তারা ট্যাংকারের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছে না। তবে তেলবাহী ট্যাংকার মেসডারের গ্লাসগো (স্কটল্যান্ডের) ভিত্তিক অপারেটর নরবাল্ক শিপিং জানিয়েছে, সশস্ত্র রক্ষীরা ট্যাংকারটি আটকের পর তারা স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেলে ট্যাংকারের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপন করতে পেরেছে। ক্রুরা নিরাপদে আছেন। এ ঘটনার ব্যাপারে আলোচনার জন্য যুক্তরাজ্যের হোয়াইট হলে গতকাল স...

ড্রোনসহ সামরিক শক্তি জোরদার করছে হামাস : ইসরায়েল

Image
হামাস যোদ্ধা ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের সম্ভাব্য আকস্মিক হামলা মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলের সাবেক সেনা কর্মকর্তা ও সামরিক বিশ্লেষক ইউরি বেন মেনাখাম।  তিনি আরও বলেন, ফিলিস্তিন এ লক্ষ্যে ড্রোনসহ সামরিক শক্তি বাড়াচ্ছে। কিছু দিন আগে হামাস আগ্রাসন মোকাবেলায় গুরুত্বপূর্ণ মহড়া চালিয়েছে বলেও জানান তিনি। ইউরি বেন মেনাখাম দাবি করেছেন, হামাস আশঙ্কা করছে ইসরায়েল গাজায় হঠাৎ করে হামলা চালাতে পারে এবং আকস্মিক অভিযান চালিয়ে তাদের নেতা ও সামরিক কমান্ডারদের হত্যার চেষ্টা চালাতে পারে। হামাস সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি দৈনিক ইয়াদিউত অহোরনোত জানিয়েছে, সম্প্রতি হামাস ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক গোয়েন্দা তথ্য জানতে পেরেছে।  পত্রিকাটি আরও লিখেছে, হামাস নতুন কৌশলে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে। তারা হিব্রু ভাষায় পারদর্শী ব্যক্তিদেরকে নিয়োগ দিচ্ছে যারা ইসরায়েলি সেনাদের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক তৈরি করে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে।  বিডি-প্রতিদিন/বাজিত হোস...

ইরানের প্রতিরক্ষা শক্তি সবার জন্য রেড লাইন’

Image
ইরানের প্রতিরক্ষা শক্তি আলোচনার কোনো বিষয় নয় বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানির চিফ অব স্টাফ মাহমুদ বায়েজি।  এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের একটি বক্তব্যের ভুল ব্যাখ্যার প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। বুধবার মাহমুদ বায়েজি বলেছেন, "ইরানের প্রতিরক্ষা শক্তি সবার জন্য রেড লাইন। কোনো পরিস্থিতিতেই এ ক্ষেত্রে কারো সঙ্গে কোনো আলোচনা করা হবে না। এ বিষয়ে আমরা এর আগে আমাদের অবস্থান স্পষ্ট করেছি। বার্তা সংস্থা এপি এক খবরে বলেছে, “সম্প্রতি ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আমেরিকার এনবিসি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকা যদি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করতে চায় তাহলে আঞ্চলিক দেশগুলোর কাছে ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে। এর অর্থ হচ্ছে-কোনো এক পয়েন্টে ইরান ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত। পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফের বক্তব্যের ভুল ব্যাখ্যা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার দাবি করেন যে, "প্রথমবারের মতো ইরানিরা বলছে যে তারা ক্ষেপণাস্ত...

কূটনীতিক হত্যায় প্রতিশোধের হুমকি তুরস্কের, শোক প্রকাশ ইরানের

Image
ইরাকের এরবিল শহরের একটি রেস্টুরেন্টে তুরস্কের একজন কূটনীতিক ও একজন কনস্যুলেট কর্মীকে গুলি করে হত্যার প্রতিশোধের হুমকি দিয়েছেন তুর্কি সরকার। দেশটি এরই মধ্যে সম্ভাব্য  হামলাকারীদের চিহ্নিত ও পাকড়াও করতে প্রচেষ্টা শুরু করেছে।  তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, এ হামলায় জড়িতদের উপযুক্ত শাস্তি দেয়া হবে। এদিকে, তুর্কি কূটনীতিক নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এক বিবৃতিতে আরও বলেছেন, এ হামলার ঘটনা আবারো প্রমাণ করেছে সন্ত্রাসবাদকে পরাভূত করতে আন্তর্জাতিক সমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি।  অন্যদিকে, ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ আস-সাহাফ তুর্কি কূটনীতিকের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেছেন, অপরাধীদের ধরতে সবগুলো নিরাপত্তা বাহিনীকে কাজে লাগিয়েছে বাগদাদ। প্রসঙ্গত, এরবিল হচ্ছে তুরস্কের সীমান্তবর্তী ইরাকের স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী শহর। তুর্কি সরকার তুরস্ক ও ইরাকে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সেনা অভিযান পরিচালনা করে...

তুরস্ককে ‘জঙ্গি বিমান’ দেবে না যুক্তরাষ্ট্র

Image
ছবি: সংগৃহীত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন মার্কিন প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গি বিমান তুরুস্ককে আর দেয়া হবে না। প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প সাংবাদিকদেরকে তার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জানিয়েছেন, আগামী বছরের এপ্রিলের মধ্যেই তার দেশে রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ পুরোপুরি মোতায়েন করা হবে। ওয়াশিংটনও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তুরস্ক যদি এস-৪০০ মোতায়েন করে তাহলে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। গত সপ্তাহেই এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কয়েকটি চালান রাশিয়া থেকে সামরিক বিমানে করে তুরস্কে পৌঁছায়। তুরস্ক যখন এই অস্ত্র কেনার জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করে তখন থেকেই আপত্তি জানিয়ে আসছিল ওয়াশিংটন। মার্কিন প্রশাসন বলছে, তুরস্ক একইসঙ্গে রুশ এস-৪০০ ক্ষেপণাস্ত্র এবং এফ-৩৫ জঙ্গি বিমান রাখতে পারে না। আরও পড়ুন:   প্রেমের টানে আমেরিকান নারী এখন লক্ষ্মীপুরে তুরস্কের কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ না করার ঘোষণা দিয়ে এই পরিস্থিতির জন্য ওবামা প্রশাসনকে দায়ী ক...

বছরের শেষ চন্দ্রগ্রহণ আজ

Image
বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে আজ বুধবার। এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং আফ্রিকার বিভিন্ন অংশ থেকে এই গ্রহণ দেখা যাবে। এই চন্দ্রগ্রহণের দৃশ্য রোবোটিক টেলিস্কোপ সার্ভিস 'স্লোহ'-এর মাধ্যমে অনলাইনে লাইভও দেখা যাবে।  বুধবার পূর্ণিমার চাঁদে পড়বে পৃথিবীর ছায়া। আকাশে মেঘ না থাকলে প্রত্যক্ষ করা যাবে এই গ্রহণ। ১৪৯ বছর আগে শেষ বার গ্রহণ দেখা গিয়েছিল পূর্ণিমার চাঁদে। ১৭ জুলাই রাত ১২টা ১৩ মিনিট নাগাদ গ্রহণ লাগবে চাঁদে। গ্রহণ সর্বোচ্চ মাত্রায় পৌঁছবে রাত ৩টার দিকে। ভোর ৪টা ২৯ মিনিটে আংশিক গ্রহণ কেটে যাবে এবং দেখা যাবে উপচ্ছায়া গ্রহণ। হালকা ছায়া থাকবে চাঁদের গায়ে। ৫টা ৪৭ মিনিট নাগাদ শেষ হবে গ্রহণ। প্রায় ৫ ঘন্টা ৩৪ মিনিট চলবে এই চন্দ্রগ্রহণ। এর মধ্যে ২ ঘন্টা ৫৮ মিনিট হবে আংশিক চন্দ্রগ্রহণ। বিডি প্রতিদিন/ফারজানা

অবশেষে সেই হাফিজ সাঈদ গ্রেফতার

Image
ভারতের মুম্বাই হামলার মূল হোতা হিসেবে অভিযুক্ত পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত দল জামাত উদ দাওয়া (জেইউডি) এর প্রধান হাফিজ সাঈদকে অবশেষে গ্রেফতার করা হয়েছে।  মঙ্গলবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা থেকে তাকে আটক করে দেশটির কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। খবর দ্য ডনের। এর আগে, গত ৩ জুলাই জামাত উদ দাওয়া (জেইউডি) এর প্রধান হাফিজ সাঈদ ও তার দলের শীর্ষ ১২ নেতার বিরুদ্ধে দুই ডজন মামলা হয়েছে। অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থ বিনিয়োগের অভিযোগে দেশটির সন্ত্রাসবিরোধী আইন ১৯৯৭-এর অধীনে এই মামলাগুলো দায়ের করা হয়। সে সময় পাকিস্তানের সন্ত্রাস মোকাবিলা বিভাগ জানায়, জামাত-উদ-দাওয়া প্রধানের বিরুদ্ধে ২৩টি এবং ১২ ঘনিষ্ঠের বিরুদ্ধে পাঁচটি ট্রাস্টকে সন্ত্রাসে অর্থ জোগাতে তহবিল বাড়ানোয় মামলা দায়ের করা হয়েছে। পাকিস্তানের পাঁচটি শহরে এসব মামলা দায়ের করা হয়েছে। বিডি-প্রতিদিন/মাহবুব