Posts

নোবেল অর্জনের সুযোগ করে দিয়েছিলেন এরশাদ

Image
সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শোক প্রকাশ করে শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, গ্রামীণ ব্যাংক সৃষ্টি করে বাংলাদেশের জন্য নোবেল অর্জনের সুযোগ করে দিয়েছিলেন এরশাদ। রাজধানীর ইউনূস সেন্টার থেকে পাঠানো এক শোকবার্তায় প্রফেসর ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠায় এরশাদের সমর্থনের কথা স্মরণ করে আরও বলেন, ‘আমি তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি’। ইউনূস বলেন, ‘গরিব মানুষের জন্য একটা ব্যাংক সৃষ্টি করার প্রস্তাব আমি অর্থমন্ত্রীর মাধ্যমে তাঁর (হুসেইন মুহম্মদ এরশাদ) নিকট পেশ করি। অর্থমন্ত্রীর জোরালো সমর্থনে তিনি এই প্রস্তাব গ্রহণ করেন এবং আমার প্রস্তাব অনুসারে একটি আইন প্রণয়ন করে ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক সৃষ্টি করেন। প্রেসিডেন্ট এরশাদ এই সাহসী সিদ্ধান্ত না নিলে পৃথিবীর ইতিহাসে এই অনন্য ব্যাংকটির জন্ম হতো না। প্রেসিডেন্ট এরশাদ গ্রামীণ ব্যাংক নামক একটি অনন্য ব্যাংক তৈরি করার জন্য আইন তৈরি করে দিয়েছেন এবং তাকে নিজস্ব শক্তিতে চলার জন্য তিনি সে আইন সংশোধন করে দিয়ে গেছেন। গ্রামীণ ব্য...

আজ এরশাদের দাফন

Image
আজ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দাফন হবে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে। এর আগে মরহুমের লাশ নিয়ে যাওয়া হবে রংপুরে। এর মধ্যে রংপুরের জাতীয় পার্টির নেতা-কর্মীরা দাবি জানিয়েছেন, লাশ সেখানে দাফন করতে হবে। তবে জাতীয় পার্টি সূত্র জানিয়েছে, রংপুরে জানাজা শেষে লাশ ঢাকায় আনা হবে। এদিকে গতকাল সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার দ্বিতীয় জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। এরপর সাবেক রাষ্ট্রপতির কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন। স্পিকারের পক্ষে সার্জেন্ট অ্যাট আর্মস এবং ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া শ্রদ্ধা নিবেদন করেন বিরোধীদলীয় নেতার কফিনে। এ ছাড়া আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সিনিয়র নেতৃবৃন্দ, জাতীয় পার্টির পক্ষ থেকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় নেতাদের নিয়ে কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। জানাজার আগে দক্ষিণ প্লাজায় মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন আওয়...

ট্রাম্পকে পাল্টা জবাব আলেকজান্দ্রিয়াদের

Image
রশিদা তালিব-ইলান ওমর-আলেকজান্দ্রিয়া ওকাসিয়ো ও আইয়ানা প্রেসলি '‘গোটা বিশ্বের নিরিখে যেখানে সরকার নিকৃষ্টতম, দুর্নীতিগ্রস্ত এবং অদক্ষ... সেই সব দেশ থেকে আসা ‘প্রগতিশীল’ নারীরা... আমেরিকার মতো সেরা এবং শক্তিশালী রাষ্ট্রের নাগরিকদের বোঝাতে এসেছেন, কী ভাবে সরকার চালাতে হবে। তারা যেখান থেকে এসেছেন, সেখানেই ফিরে যাচ্ছেন না কেন! অস্থির, অপরাধপ্রবণ সেই জায়গাগুলো বরং ঠিকঠাক করে আমাদের দেখান না, কী ভাবে কাজটা করতে হবে!' কারও নাম উল্লেখ না করে রবিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে এভাবেই আক্রমণ করেছেন। কাকে উদ্দেশ করে এ সব বললেন ট্রাম্প? বেশির ভাগেরই অনুমান, নিউ ইয়র্কের আলেকজান্দ্রিয়া ওকাসিয়ো কর্তেজ, মিনেসোটার ইলান ওমর, মিশিগানের রশিদা তালিব এবং ম্যাসাচুসেটসের আইয়ানা প্রেসলি- ট্রাম্পের নিশানা মূলত এরাই। মার্কিন কংগ্রেসের চার ডেমোক্র্যাট নারী। এদের তিন জনের জন্ম এবং বড় হয়ে ওঠা আমেরিকাতেই। শুধু ইলান শৈশবে আমেরিকায় এসেছিলেন সোমালিয়া থেকে। আজ এরা সকলেই পাল্টা জবাব দিয়েছেন প্রেসিডেন্টকে।   শুধু তাই নয়, হাউসের স্পিকার ন্যান্সি পেলোসি ট্রাম্পের জাতিবিদ্বেষী মন্তব্...

অন্য দেশে ঢুকে কাজ করতে পারবে এনআইএ

Image
অমিত শাহ ও আসাদউদ্দিন ওয়েইসি। ভারতের লোকসভায় পাশ হয়ে গেল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) সংশোধনী বিল। বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও নিজেদের সংখ্যাগরিষ্ঠতায় বিলটি পাশ করে ক্ষমতাসীন বিজেপি। এ সময় লোকসভায় বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপি সভাপতি অমিত শাহ এবং অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। অমিত শাহকে উদ্দেশ করে ওয়েইসি বলেন, এভাবে ভয় দেখাতে পারবেন না। জবাবে অমিত শাহ বলেন, আপনার মনে ভয় ঢুকে গেলে আমরা কী করতে পারি! ২০০৯ সালে এনআইএ গঠন করার পর তাদের ভূমিকা ছিল সন্ত্রাস দমন তথা তদন্তের মধ্যেই সীমাবদ্ধ। এবার তাতে মানব পাচার, দেশবিরোধী গতিবিধি, জাল নোট, বেআইনি অস্ত্রের নির্মাণ ও কারবার, সাইবার সন্ত্রাস এবং বিস্ফোরক দ্রব্য আইনের আওতায় থাকা অপরাধগুলোও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়া হয়েছে। ফলে বিশেষ আদালত গঠন করে কোনো মামলার শুনানিও করতে পারবে এনআইএ। বিল সংশোধনের ফলে কেবল দেশের ভেতরেই নয়, অন্য দেশে ভারতীয়দের ওপর হামলা হলে, সেখানে গিয়েও তদন্ত করতে পারবে ভারতীয় গোয়েন্দারা। তবে লোকসভায় বিজেপি সংখ্যাগরিষ্ঠ বলে বিলটি পাশ হয়ে গেলেও, রাজ...

ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি চলছে : ইসরায়েল

Image
ইরানের সাথে যুদ্ধ আসন্ন বলে মন্তব্য করেছেন ইসরায়েলের আঞ্চলিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী জাচি হানেজবি। তিনি বলেছেন, আগামী দুই বছরের মধ্যে ইরান ও ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সম্ভাব্য সঙ্ঘাতের জন্য প্রস্তুত হচ্ছে ইসরায়েল। ইসরায়েলি মন্ত্রিসভার এই সদস্য বলেছেন, ইরানের সঙ্গে একটি সামরিক সঙ্ঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি হবে কি-না সেটি সময়ই বলবে। তার দাবি, ইরানের সাথে যুদ্ধের বিষয়টি ইতোমধ্যে প্রক্সি যুদ্ধ থেকে সরাসরি যুদ্ধের দিকে মোড় নিয়েছে। এখন ইরান ও আমাদের (ইসরায়েল) মধ্যে একটি প্রত্যক্ষ অথবা পরোক্ষ যুদ্ধ হবে। এটি এড়ানো অসম্ভব। তবে এই যুদ্ধ হবে ভয়ঙ্কর।   সিরিয়া ইস্যুতে হানেজবি বলেন, সিরিয়ায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অধীনে ১০ হাজার যোদ্ধা লড়াই করছে। ধারণা করা হচ্ছে, সম্প্রতি লেবাননের লড়াইরত গোষ্ঠী হিজবুল্লাহ এক লাখ ৬০ হাজার রকেট সেখানে মজুত করেছে।  যুদ্ধের ব্যাপারে তিনি বলেন, ইসরায়েল যুদ্ধ না করেও তার খেসারত আর দিতে পারবে না, এর অর্থ হচ্ছে সিরিয়ায় ইরানকে তাদের অবস্থান নড়বড়ে করে দেয়ার জন্য একটি সবুজ বার্তা দেয়া। আমরা তাদের অবস্থান ক্ষতিগ্রস্ত করব; ন...

চাকরি পাচ্ছেন ৩৭তম বিসিএসের সবাই

Image
ছবি : সংগৃহীত ৩৭তম বিসিএসে উত্তীর্ণ সবাই সরকারি চাকরির জন্য সুপারিশপ্রাপ্ত হচ্ছেন। রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী এই বিসিএস থেকে চাকরি পাবেন। ক্যাডার, নন-ক্যাডার প্রথম শ্রেণির পর এবার দ্রুত নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির ফল প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ইত্তেফাককে বলেছেন, মোটামুটি ৩৭তম বিসিএসে উত্তীর্ণ সবাই চাকরির জন্য সুপারিশপ্রাপ্ত হবেন। দ্রুত ৩৭তম বিসিএস থেকে উত্তীর্ণদের মধ্যে থেকে দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডারের তালিকা প্রকাশ করা হবে। তিনি আরো বলেন, ‘অল্প সময়ের মধ্যে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের চিন্তা-ভাবনা করছি।’ সেপ্টেম্বরের মধ্যে ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতিও এগিয়ে চলেছে। চারটি বিসিএস ছাড়াও মাধ্যমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য ব্যস্ত সময় পার করছে কমিশন। এদিকে, চলতি মাসের ২৯ জুলাই থেকে শুরু হচ্ছে ৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা। সোমবারই ৩৮ম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সাধারণ ক্যাডারের এই মৌখিক পরীক্ষা চলবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত। এর আগে গত ১...

গাড়ি চুরি করে ৯০০ কিলোমিটার পাড়ি দিল চার শিশু!

Image
এই গাড়ি নিয়েই প্রায় ৯০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের চার শিশু। ছবি: কুইন্সল্যান্ড পুলিশ চারজনেরই বয়স ১০ থেকে ১৪ বছরের মধ্যে। অথচ এই চার শিশু মিলেই চুরি করে ফেলেছে একটি গাড়ি! শুধু তাই নয়, চুরি করা এই গাড়ি নিয়ে তারা পাড়ি দিয়েছে ৯০০ কিলোমিটারের বেশি পথ! অবাক করা এ ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গাড়ি নিয়ে পালানো এই চার শিশুর মধ্যে ছেলে শিশু তিনটি, আরেকটি মেয়েশিশু। রোববার নিউ সাউথ ওয়েলসের গ্র্যাফটন শহর থেকে তাদের উদ্ধার করে পুলিশ। চার শিশুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ, তবে কী অপরাধে তাদের দোষী সাব্যস্ত করা হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, সপ্তাহের শেষভাগে কুইন্সল্যান্ডের গ্রেসমেয়ার শহর থেকে নিজেদেরই এক অভিভাবকের গাড়ি নিয়ে পালিয়ে যায় এই চার শিশু। তারা এক পরিবারের সদস্য নয় বলেও জানিয়েছে পুলিশ। পালানোর আগে এক শিশু পরিবারের উদ্দেশে বিদায়ী বার্তা লিখে রেখে গিয়েছিল, এমনটাও জানিয়েছে পুলিশ। রোববার গ্র্যাফটনের গ্লেন ইনেস এলাকায় গাড়িটিকে দেখতে পেয়ে তাড়া করতে শুরু করে পুলিশ। কিন্তু...