Posts

ফেরাউনের মূর্তি বিক্রি হলো ৬০ লাখ ডলারে, মিশরে ক্ষোভ

Image
মিশরের ফারাও (ফেরাউন) রাজা তুতানখামেনের মুখের ওই মূর্তি। ৩ হাজার বছর পুরনো এই মূর্তির নিলাম হয়েছে লন্ডনে। ছবি: সংগৃহীত বাইরে তখন মিশরের পতাকা হাতে নিয়ে তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিবাদীরা। দাবি, নিলামে না তুলে অবিলম্বে মিশরে ফেরানো হোক ফারাও (ফেরাউন) রাজা তুতানখামেনের মুখের ওই মূর্তি। লন্ডনে ক্রিস্টি’জ-এর দপ্তরে অবশ্য তা নিয়ে বিশেষ মাথাব্যথা নেই। নিলাম চলল। এবং শেষমেশ তিন হাজার বছরের পুরোনো ফেরাউন-এর মূর্তি বিক্রি-ও হয়ে গেল ৬০ লক্ষ ডলারে। কোয়ার্টজের তৈরি সে মূর্তিতে তুতানখামেনের এক প্রশান্ত মুখাবয়ব, অনেকটা মিশরীয় দেবতা ‘আমেন’-এর মতো। প্রত্যাশিত ভাবেই ক্রিস্টি’জ ক্রেতার নাম-পরিচয় প্রকাশ করেনি। তবে সেই মূর্তির ছবি গোপন কিছু নয়। সেখানে দেখা যাচ্ছে, মিশরের ‘বয় কিং’ তুতানখামেনের দু’চোখে যেন অপার শান্তি। ঠোঁটে মহাজাগতিক আধ্যাত্মিকতার পরশ। সব মিলিয়ে নিছক ফারাও নন, যেন কোনও প্রশান্ত পুরুষের মুখাবয়ব। এমন নিলাম মেনে নিতে পারেননি লন্ডনে বসবাসকারী মিশরের বাসিন্দারা। তাঁরা স্লোগান দেন, ‘পাচার হওয়া ঐতিহাসিক জিনিস নিলামে তোলা বন্ধ করুন।’ ম্যাগদা সাকর নামে এক বাসিন্দার কথায়, ‘এগুলি মোট...

এ এক ‘বিস্ময়কর ঘটনা’: উত্তর কোরিয়া

Image
আকস্মিক সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার আকস্মিকভাবে এক পাক ঘুরে এলেন উত্তর কোরিয়ায়। দেশটির পারমাণবিক কর্মসূচির ঘোর বিরোধী বলে ট্রাম্প দেশটির চোখের বালি। কিন্তু তাঁর সফরে দেশজুড়ে যে বাহবা পড়ে যায়, এতে কে বলবে ট্রাম্প তাদের শত্রু। ট্রাম্পের এ সফরকে তারা ‘বিস্ময়কর ঘটনা’ বলে অভিহিত করে। আজ সোমবার ওই অভূতপূর্ব বৈঠকের ব্যাপক প্রচার করেছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিসহ (কেসিএনএ) সব মিডিয়া। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, ‘ট্রামের পরামর্শে’ ওই বৈঠক ‘ঐতিহাসিক’ ছিল। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, ৬৬ বছর আগে কোরীয় যুদ্ধের অবসানের দিন, ‘আর্মিস্টিস চুক্তির’ দিন এমন অভূতপূর্ব ঘটনা ঘটেছিল। উত্তর কোরিয়ার শীর্ষ নেতারা ওই দিন ঐতিহাসিক বৈঠক করেছিলেন। এবার দুই কোরিয়ার সীমান্তে পানমুনজমে কিম জং–উনের সঙ্গে ট্রাম্পের ‘হ্যান্ডশেকের’ মাধ্যমে আরেকটি ঐতিহাসিক দিন এল। দুই কোরিয়ার সীমান্তে পানমুনজমের অসামরিকায়িত অঞ্চলে গতকাল রোববার ট্রাম্প-কিম সাক্ষাৎ হয়। উত্তর কোরিয়ায় প্রবেশের পর...

মিষ্টিজাতীয় খাবার শিশুর যে ক্ষতি করে

Image
প্রতিকি ছবি সব বাবা-মা জানেন, বাচ্চারা মিষ্টিজাতীয় খাবার খেতে পছন্দ করে। কিন্তু এই মিষ্টিজাতীয় খাবার খাওয়ার কারণে বাচ্চারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাচ্চাদের স্থূলতা, দাঁত ও চোখের সমস্যার জন্যও অনেক ক্ষেত্রে দায়ী এই মিষ্টিজাতীয় খাবার। যারা বেশি মিষ্টি খায় পরবর্তী জীবনে তাদের টাইপ-টু ডায়াবেটিস, হৃদরোগ, এবং ক্যানসারের ঝুঁকি বেশি থাকে। এ কারণে শিশুদের খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন আনার তাগিদ দিয়েছেন শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সম্প্রতি ব্রিটেনর রয়্যাল কলেজ অব পেডিয়াট্রিকস অ্যান্ড চাইল্ড হেলথের গবেষকরা এক প্রতিবেদনে জানিয়েছেন, বাচ্চাদের খাবারে মিষ্টির পরিমাণ নিয়ন্ত্রণ করা গেলে এবং মিষ্টি খাবারের প্রতি তাদের নির্ভরশীলতা তৈরির আগেই সবজি খাওয়ানো শুরু করা গেলে, তা তাদের সুষম পুষ্টির জোগান দেবে। শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যেসব খাবারে বাড়তি চিনি যোগ করা হয়নি বলে লেবেল লাগানো থাকে, সেসব খাবারও অনেক সময় মধু কিংবা ফলের রসের মাধ্যমে মিষ্টি করা হয়। শিশুদের একটু তেতো খাবার দেওয়ার ব্যাপারেও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শিশুরা...

মুম্বাইয়ে দশকের সর্বোচ্চ বৃষ্টিপাত, নিহত ১৬

Image
মুম্বাইয়ে তীব্র বৃষ্টিপাত সৃষ্ট যানজট। ছবি: সংগৃহীত চলতি দশকের সবচেয়ে ভারী বর্ষণের শিকার হচ্ছে ভারতের মুম্বাই। রবিবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে মুম্বাই ও এর পার্শ্ববর্তী অঞ্চলে ইতিমধ্যে মারা গেছেন ১৬ জন, যার মধ্যে শুধু রবিবার রাতেই মারা গেছেন ১২ জন। টানা দুই দিনের তীব্র বৃষ্টিতে প্লাবিত হয়েছে মুম্বাইয়ের বিভিন্ন অঞ্চল। এ কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ট্রেন ও বিমান যাতায়াত। দেশজুড়ে ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। দেশটির কেন্দ্রীয় রেলওয়ে একটি টুইটে জানায়, 'এটা প্রকৃতির ক্রোধ। এই মুহূর্তে তীব্র বৃষ্টির কারণে কারলা সুবর্বণ অঞ্চলে ট্রেন যোগাযোগ বিপদজনক হয়ে উঠেছে। এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুবর্বণ এক্সপ্রেসের যাত্রা স্থগিত রাখা হলো। অসুবিধার জন্য আমরা গভীরভাবে দুঃখিত।' তারা আরও জানায়, তীব্র বৃষ্টি ও এর কারণে সৃষ্ট বন্যায় রেলওয়ের বিভিন্ন স্থানে আটকে পড়া যাত্রীদের ইতিমধ্যে উদ্ধার করেছে রেলওয়ে প্রটেকশন ফোর্সের সদস্যরা। আরও পড়ুন:   রিফাত হত্যা: প্রধান আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত ...

ফের ট্রাম্পের চিঠি, ‘মুগ্ধ’ কিম

Image
ছবি: সংগৃহীত। আবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ রবিবার জানিয়েছে, কিম ট্রাম্পের কাছ থেকে একটি ‘চমৎকার কন্টেন্টের’ ব্যক্তিগত চিঠি পেয়েছেন। খবর সিএনএনের। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) তাদের প্রতিবেদনে জানায়, চিঠি পড়ে কিম সন্তুষ্টির সঙ্গে বলেছেন চিঠির বিষয়বস্তু চমৎকার। এছাড়া কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, ‘কিম জং উন বলেছেন তিনি চিঠির বিষয় নিয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।’ তবে চিঠির বিষয়বস্তু আসলে কি তার বিস্তারিত কিছু বলা হয়নি। এনিয়ে হোয়াইট হাউস কোন মন্তব্য করতে রাজি হয়নি বলে সিএনএন তাদের প্রতিবেদনে জানায়। আরও পড়ুন:  ইরানের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আসছে: ট্রাম্প এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উত্তর কোরিয়া সফরে বেইজিং-পিয়ংইয়ংয়ের ‘অজেয়, অপরিবর্তনীয়’ বন্ধুত্বের ভূয়সী প্রশংসা করেছেন কিম জং উন। গত বৃহস্পতিবার শি-র সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেন কিম। ২ দিনের সফরে শি উত্তর কোরিয়া যান। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভিয়েতনামে ট্রাম্প-কিম দ্বিতীয় শীর্ষ বৈঠকে ...

ইরানে যুক্তরাষ্ট্রের সাইবার হামলা

Image
ছবি: সংগৃহীত। ইরানের অস্ত্রব্যবস্থার ওপর সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত প্রত্যাহারের পর এ হামলা চালানো হয়েছে বলে এক মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে। খবর বিবিসির। ওয়াশিংটন পোস্ট বলছে, সাইবার হামলায় ইরানি রকেট ও ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণকারী কম্পিউটার ব্যবস্থা অকার্যকর করে দেয়া হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত ও তেলের ট্যাংকারে হামলার জবাবে যুক্তরাষ্ট্র এ সাইবার হামলা চালিয়েছে। ওয়াশিংটন পোস্ট ও সংবাদ সংস্থা এপি বলছে, সাইবার হামলা ইরানের অস্ত্রব্যবস্থা অকার্যকর করে দিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরেই যুক্তরাষ্ট্র ইরানের অস্ত্রব্যবস্থায় সাইবার হামলা চালানোর পরিকল্পনা করেছিল। ইরানের ওপর সাইবার হামলা চালানো নিয়ে কোন মন্তব্য করেনি প্রেসিডেন্ট ট্রাম্প। তবে শুক্রবার তিনি বলেছেন, ইরানে সামরিক হামলা চালালে অন্তত ১৫০ লোক মারা যেত তাই হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। এছাড়া ইরানের ওপর নতুন করে আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে শনিবার ঘোষণ...

হংকংয়ে মহাসড়ক অবরোধ সমাপ্ত ঘোষণা করলো বিক্ষোভকারীরা

Image
হংকংয়ে সরকার বিরোধী বিক্ষোভকারীরা সোমবার সকালে পার্লামেন্টের বাইরের প্রধান সড়কে তাদের অবরোধের সমাপ্তি ঘোষণা করে। হংকংয়ে সরকার বিরোধী বিক্ষোভকারীরা সোমবার সকালে পার্লামেন্টের বাইরের প্রধান একটি সড়কে তাদের অবরোধের সমাপ্তি ঘোষণা করেছে। ফলে ওই রাস্তা দিয়ে ফের যানবাহন চলাচল শুরু করেছে। ঘটনাস্থল থেকে এএফপি’র এক প্রতিবেদক একথা জানিয়েছেন। সড়কটি অবরোধ করে রাখা কয়েকশ’ বিক্ষোভকারীকে পুলিশ সোমবার সকালে রাস্তাটি ছেড়ে দেয়ার অনুরোধ জানালে তারা পুলিশের সাথে কোন ধরনের সংঘর্ষে না জড়িয়ে একেবারে শান্তিপূর্ণভাবে ব্যস্ত সড়কটি ছেড়ে দেয়। সেখানে থাকা বিক্ষোভকারীদের অধিকাংশ পার্শ্ববর্তী একটি পার্কে চলে যায়। দিকে রবিবার চীনপন্থী প্রত্যর্পণ বিল পুরোপুরি বাতিলের দাবিতে হংকংয়ে ২০ লাখ বিক্ষোভকারী রাজপথে নেমেছে বলে জানিয়েছে আয়োজকরা। তবে পুলিশ বলছে বিক্ষোভকারীর সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার। প্রত্যর্পণ বিল পুরোপুরি বাতিল ছাড়াও হংকংয়ের রাস্তায় লাখ লাখ বিক্ষোভকারী হংকংয়ের চীনপন্থি প্রধান নির্বাহী ক্যারি লামের পদত্যাগ দাবি করছে। ইতিমধ্যে বিক্ষোভের মুখে গতকাল জনগণের কাছে ক্ষমা চেয়েছেন প্রধান নির্বাহী লাম।আয়োজকদে...