Posts

সেই কিশোর মুর্তাজার মৃত্যুদণ্ড বাতিল করছে সৌদি!

Image
সেই কিশোর মুর্তাজার মৃত্যুদণ্ড বাতিল করছে সৌদি! মুর্তাজা কুরেইরিস। ছবি: সংগৃহীত। ১০ বছর বয়সে সরকারবিরোধী স্লোগান দেয়ার অভিযোগে ১৩ বছর বয়সে আটক মুর্তাজা কুরেইরিসকে দেয়া মৃত্যুদণ্ড বাতিল করছে সৌদি আরব। সেইসঙ্গে মুর্তাজাকে ২০২২ সালে মুক্তি দেয়া হতে পারে বলে শনিবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সৌদি কর্মকর্তা জানান, মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে না মুর্তজাকে। তবে এনিয়ে সৌদি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়া হয়নি। সিএনএনের পতিবেদনে বলা হয়, ২০১১ সালে ইসলামি গণজাগরণের উত্তাল সময়ে সৌদি রাজতন্ত্রের নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে এবং গণতন্ত্র দাবিতে সেসময় দেশজুড়ে যে গণবিক্ষোভের সূচনা হয়েছিল, তার অংশ হিসেবেই মুর্তাজা কুরেইরিস তার বন্ধু-বান্ধবদের নিয়ে সাইকেল রাইডে নেমেছিল। এই অল্পবয়সী বালকদের জড়ো হওয়ার বিষয়টি সেসময় ‘পর্যবেক্ষণ’ করে সৌদি সরকার। ওই বিক্ষোভে অংশ নেওয়ার কারণে তিন বছর পর মুর্তাজাকে ১৩ বছর বয়সে গ্রেফতার করে রাজতন্ত্রের বাহিনী। পরিবারের সঙ্গে প্রতিবেশী দেশ বাহরাইনে চলে যাওয়ার সময় সীমান্তে তাকে গ্রেফতার করা হয়। সৌদি আরবের ই...

গায়ে হলুদে বাবাকে জড়িয়ে কেঁদে ফেললেন নুসরত!

Image
বাবার সঙ্গে নুসরত। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া। আর দিন কয়েক পরেই নিখিল জৈনকে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী তথা সদ্য নির্বাচিত তৃণমূল সাংসদ  নুসরত জাহান । শুক্রবার তাঁর কলকাতার বাড়িতে ছিল গায়ে হলুদের অনুষ্ঠান। সে অনুষ্ঠানেই বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন নুসরত। সদ্য সোশ্যাল মিডিয়ায় সে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে নুসরত লিখেছেন, ‘মনুষ্যত্ব তোমার কাছ থেকে শিখেছি। আমার আনন্দের জন্য সব দায়িত্ব নিয়েছ। তোমার মতাদর্শকে কখনও অসম্মান করব না। তোমাকে ভালবাসি বাবা। আমি চাই সব মেয়েরাই তোমার মতো বাবাকে পান। হ্যাপি ফাদার্স ডে।’ গালে, কপালে হলু। লাল ওড়নায় জরির ফুল। মানানসই লাল পোশাক। বেল ফুলের মালা, সোনার গয়নায় গায়ে হলুদের অনুষ্ঠানে সেজেছিলেন নুসরত। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর প্রিয় বন্ধু মিমি চক্রবর্তী। বুধবার নুসরতকে আইবুড়োভাতও খাইয়েছিলেন তিনি। দেখুন, বিনোদনের নানা কুইজ আগামী ১৯ জুন তুরস্কের বোদরুমে বিয়ে করছেন নুসরত জাহান এবং নিখিল জৈন। হবু বর-কনে সেখানে যাচ্ছেন ১৫ জুন রাতে। বিয়ের আগে নানা অনুষ্ঠানের আয়োজন হয়েছে বোদরুমে। ১৭ তারিখে ই...

দক্ষিণ–পূর্ব এশিয়ায় প্লাস্টিকের বিকল্প কলাপাতা

Image
ভিয়েতনামে কলাপাতায় মুড়িয়ে বিক্রি করা হচ্ছে সবজি। ছবি: সংগৃহীত। বাজারে প্লাস্টিকের ব্যাগের বদলে যদি কলাপাতায় মোড়ানো জিনিস পান, কেমন লাগবে? আমাদের গ্রামগঞ্জে কলাপাতার এমন ব্যবহার এখনো দেখা যায়। পলিথিন আর প্লাস্টিকের দাপটে কলাপাতার ব্যবহার এখন বিস্মৃত প্রায়। তবে এশিয়াজুড়ে বিভিন্ন সুপারমার্কেটে প্রাকৃতিক উপাদান কলাপাতার ব্যবহার বাড়তে দেখা যাচ্ছে। বিশেষ করে থাইল্যান্ড ও ভিয়েতনামের সুপারমার্কেটগুলোয় এখন কলাপাতার ব্যবহার ব্যাপকভাবে চোখে পড়ে। প্লাস্টিকের ব্যবহার কমাতেই এমন উদ্যোগ নিয়েছে সেখানকার অভিজাত বিপণিকেন্দ্রগুলো। পরিবেশবিষয়ক এক গবেষণায় দেখা গেছে, সারা বিশ্বে আশঙ্কাজনক হারে বেড়ে গেছে প্লাস্টিকজনিত দূষণ। অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে প্রতি সপ্তাহে একজন মানুষকে হজম করতে হচ্ছে ৫ গ্রাম পরিমাণ প্লাস্টিক! সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিনের খাবার ও বিভিন্ন পানীয়তে প্লাস্টিকের ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যাচ্ছে। গবেষকেরা বলছেন, এটি বৈশ্বিক সমস্যায় রূপ নিচ্ছে। ২০০০ সাল থেকে পুরো বিশ্বে যে পরিমাণ প্লাস্টিক উৎপাদিত হচ্ছে, তা বিগত বছরগুলোর মোট পরিমাণের সমান। এর এক-তৃতীয়াংশ পরিমাণ সরাসরি প্...

আকাশসীমা বন্ধের মেয়াদ আরও বাড়ালো পাকিস্তান

Image
প্রতীকী ছবি। কিছুতেই উত্তেজনা কমছে না ভারত ও পাকিস্তানের মধ্যে। পুলওয়ামা ও বালাকোট হামলার পর সীমান্তে সেনা জমায়েত বাড়িয়েছে দুই পড়শি দেশ। এমন পরিস্থিতিতে সীমান্ত-ঘেঁষা পাকিস্তানি আকাশসীমা এখনও উন্মুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, ২৮ জুন পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকবে। অর্থাত্ আরও এক দফায় পাক আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়ল। গেল ২৬ ফেব্রুয়ারি বালাকোট এয়ার স্ট্রাইকের পর নিজেদের আকাশসীমার সব রুট বন্ধ করে দেয় পাকিস্তান। তারপর থেকে এখনও বন্ধ পাকিস্তানের অধিকাংশ এয়ার রুট। মোট ১১টি রুটের মধ্যে ৯টি রুট এখনও বন্ধ। মাত্র ২টি রুট খোলা রয়েছে। দুটি রুটই দক্ষিণ পাকিস্তানের মধ্যে দিয়ে গিয়েছে। এই দু’টি ছাড়া অন্য সব রুটে বাণিজ্যিক বিমান চলাচল এখনও বন্ধ। উল্লেখ্য, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দেওয়ার জন্য পাকিস্তানের উপর দিয়ে কিরঘিজিস্তানের রাজধানী বিশকেক যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেইমতো পাকিস্তানের কাছে আবেদনও জানিয়েছিল ভারত। ‘নৈতিক দায়বদ্ধতা’ থেকে তা মেনে নেওয়ার কথা ঘোষণা কর...

পশ্চিমবঙ্গে চিকিৎসা ধর্মঘট অব্যাহত, মমতার প্রস্তাবে ‘না’

Image
চিকিত্সায় গাফিলতির অভিযোগে রোগীর আত্মীয়দের হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন ও আন্দোলন করছে পশ্চিমবঙ্গের ডাক্তাররা। ছবি: এনডিটিভি। পশ্চিমবঙ্গে জুনিয়র চিকিৎসকদের ধর্মঘটের বিষয়ে আলোচনা করতে শুক্রবার রাতে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মুখ্যমন্ত্রীর কার্যালয় ‘নবান্নে’ ডেকে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু বৈঠকের আহ্বানে সাড়া দেননি চিকিৎসকরা। গতকাল মুখ্যমন্ত্রী যা বলেছেন, সে জন্য তাঁর শর্তহীন ক্ষমাপ্রার্থনার দাবিতে অনড় চিকিৎসকরা এবং ধর্মঘট প্রত্যাহারের জন্য প্রশাসনের কাছে ছয়টি শর্তও জানিয়েছেন তাঁরা। এনডিটিভি। গত সোমবার কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজে চিকিত্সায় গাফিলতির অভিযোগে জুনিয়র ডাক্তারদের হয়রানি করেন রোগীর আত্মীয়রা। এতে এক জুনিয়র ডাক্তার মাথায় গুরুতর আঘাত পান। এরপর থেকেই কর্মবিরতি শুরু হয়। রাজ্য জুড়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ৩০০ জনেরও বেশি সিনিয়র চিকিৎসক আজ পদত্যাগ করেছেন এবং আন্দোলনকারীদের সঙ্গেই জুড়েছেন। শুক্রবার সন্ধ্যায় কিছু সিনিয়র ডাক্তারের সঙ্গে বৈঠক করে পরদিন আলোচনার জন্য আন্দোলনকারীদের আমন্ত্রণ জানান মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তারা প্রস্তাব প্রত্যা...

সৌদি আরবে চালু হচ্ছে ‘নাইট ক্লাব’

Image
সৌদি আরবের জেদ্দা শহরে চালু হবে ‘নাইট ক্লাব’। তবে এটা হবে ‘হালাল নাইট’ ক্লাব। এখানকার সব খাবার হালাল হবে। ছবি: টুইটার নিজের খোলস থেকে আস্তে আস্তে বের হয়ে আসছে সৌদি আরব। নারীদের গাড়ি চালানো, মাঠে বসে খেলা দেখা ও সিনেমা হল চালুর অনুমতির পর এবার ‘নাইট ক্লাব’ চালু করতে যাচ্ছে সৌদি আরব। গতকাল বুধবার সৌদি রাজপরিবারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। নাইট ক্লাবটি চালু করা হবে জেদ্দা শহরে। তবে এটা অন্য নাইট ক্লাবের মতো এটা হবে না। এটা হবে ‘হালাল নাইট’ ক্লাব। এখানকার সব খাবার হালাল হবে। দুবাই ও বৈরুতের বিখ্যাত ব্র্যান্ড নাইটক্লাব হোয়াইটের কার্যক্রম শুরু হতে যাচ্ছে সৌদি আরবের জেদ্দায়। এতে থাকবে বিলাসবহুল ক্যাফে এবং লাউঞ্জ। হালাল নাইটক্লাবে ওয়াটারফ্রন্ট থাকবে, এর সঙ্গে থাকবে বিশ্বের খ্যাতনামা মিউজিক গ্রুপের পরিবেশনা। ইলেকট্রনিক ডান্স মিউজিক, বাণিজ্যিক মিউজিক, হিপহপ মিউজিক উপভোগ করা যাবে হালাল নাইট ক্লাবে। এ নাইটক্লাবের লাউঞ্জের একটি অংশে থাকবে নাচের ফ্লোর। নারী-পুরুষ সবার জন্য এ ফ্লোর উন্মুক্ত থাকবে। হোয়াইটের সব ধরনের সুযোগ-সুবিধাই এখানে পাওয়া যাবে। তবে এই নাইটক্লাবে মদজাতীয় পানীয় পাওয়া...

ওমান উপসাগরে হামলায় বাড়লো তেলের দাম

Image
ইরানের উপকূলে ওমান উপসাগরে তেলের ট্যাঙ্কারের উপরে আক্রমণ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। ইরানের উপকূলে ওমান উপসাগরে দু'টি তেলের ট্যাঙ্কারের উপরে আক্রমণ করে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ওই দুই ট্যাঙ্কারে হামলার পর নাবিকদের নিরাপদে ইরানের উপকূলে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এএফপি। এই দুর্ঘটনার জেরে বিশ্ববাজারে তেলের দাম আকস্মিক বেড়ে গেছে। বিশ্বব্যাপী ওই হামলার খবর প্রকাশ্যে আসার পরই তেলের দাম চার শতাংশ বেড়ে যায়। এক ব্যারেল তেলের দাম তিন শতাংশ বেড়ে গিয়ে দাঁড়ায় ৬১.৭৪ ডলার এ। গত সপ্তাহ কয়েকের মধ্যে ইরানের উপকূলে এই ধরনের দু'টি বড় ধরনের ঘটনা ঘটল। যার ফলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা আরো বেড়েছে। এসব ঘটনার জন্য যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করে থাকে। ইরানের সরকারি সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল ৮.৫০-এ হামলার সময় নরওয়ের ফ্রন্ট অলটেয়ার দক্ষিণ ইরানের বন্দর-ই জসকের থেকে ২৫ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। ওই জাহাজ ইথানল নিয়ে কাতার থেকে তাইওয়ানের দিকে যাচ্ছিল। সংস্থার বিবৃতিতে বলা হয়, ‘‘জাহাজে আগুন লাগার পর থেকে ২৩ জন নাবিক জলে ঝাঁপ দেন। পার্শ্ববর্তী এ...