Posts

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গ্রেপ্তার

Image
আসিফ আলী জারদারি পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দেশটির রাজধানী ইসলামাবাদে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) একটি দল। সঙ্গে ছিলেন পুলিশ বাহিনীর সদস্যরাও। পাকিস্তানের ডন অনলাইনের খবরে বলা হয়, আসিফ জারদারিকে ভুয়া ব্যাংক হিসাবের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়, ভুয়া এসব ব্যাংক হিসাব থেকে শত শত কোটি রুপি বিদেশে পাচার করার অভিযোগ রয়েছে। এর আগে জারদারি এই মামলায় হাইকোর্টের কাছে আগাম জামিন আবেদন করেন। ইসলামাবাদ হাইকোর্ট সেই আবেদন নাকচ করে দেন। আদালতের এই সিদ্ধান্তের কয়েক ঘণ্টা পরই গ্রেপ্তার করা হয় জারদারিকে। আসিফ জারদারি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান। পিপিপি দেশটির বর্তমান পার্লামেন্টের তৃতীয় বৃহত্তম দল। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন জারদারি। তিনি পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী। এদিকে আসিফ জারদারিকে গ্রেপ্তারের পর তাঁকে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর কার্যালয়ে নেওয়া হচ্ছে। গ্রেপ্তারের ঘটনায় বিক্ষো...

হংকংয়ে লাখো মানুষের বিক্ষোভ আমলে নিচ্ছে না চীনপন্থীরা

Image
হংকংয়ের বেইজিংপন্থী নেতা প্রধান নির্বাহী ক্যারি ল্যাম। ফাইল ছবি। হংকংয়ের বেইজিংপন্থী নেতা বলেছেন, প্রত্যার্পণ বিল বাতিলের কোন পরিকল্পনা তার নেই। বিলটি নিয়ে ব্যাপক বিক্ষোভের একদিন পর সোমবার তিনি এ কথা বলেন। প্রধান নির্বাহী ক্যারি ল্যাম সাংবাদিকদের আরো বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ আইন যা বিচারকে সমুন্নত করবে এবং একইসঙ্গে হংকং আন্তঃসীমান্ত অপরাধ বিষয়ে তার দায়দায়িত্ব পূরণ করতে পারবে। নগর সরকার পার্লামেন্টের মাধ্যমে যে প্রত্যার্পণ বিল পাশ করার উদ্যোগ নিয়েছে তাতে হংকং মূল ভূখন্ড চীনসহ অন্যান্য দেশে সেদেশের অপরাধীদের ফেরত পাঠাতে পারবে। বিলটির বিরুদ্ধে রোববার সর্বস্তরের লাখ লাখ লোক রাস্তায় নেমে আসে। তাদের আশংকা এ কারণে হংকংয়ের আভ্যন্তরীণ বিচার ব্যবস্থায় চীনের প্রভাব বেড়ে যাবে। ১৯৯৭ সালে হংকংকে চীনের কাছে হস্তান্তরের পর এটিই সবচেয়ে বড়ো বিক্ষোভ। আর একে ল্যামের জন্যে বড়ো ধরণের রাজনৈতিক সংকট হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিন্তু বিক্ষোভের প্রেক্ষাপটে তার প্রথম মন্তব্য হলো বর্তমান এই আইন পরিবর্তনের কোন পরিকল্পনা তার নেই। ব্যাপক এই জনবিক্ষোভ উপেক্ষা করার কথা অস্বীকার করে ল্যাম বলেন, হং...

দুবাইয়ের ভারতীয়র হাতে ৫৫ দেশের দু’হাজার রকমের মুদ্রা

Image
চোখে পড়ার মতো বা একটু আলাদা কোনও  কয়েন  বা নোট পেলে আপনিও হয়তো জমিয়ে রাখেন, কিন্তু তা বলে সেই সংগ্রহ ২ হাজারে পৌঁছতে সত্যিই সাধনার প্রয়োজন। আর সেটাই করে দেখিয়েছেন পুরুষোত্তম মুখি। শুরুটা হয়েছিল ১২ বছর বয়সে, এখন তিনি ৮৫।  দুবাই য়ে অনাবাসী ভারতীয় পুরুষোত্তম মুখির সংগ্রহে এখন রয়েছে দু’হাজার রকমের কয়েন। এছাড়াও রয়েছে বিভিন্ন দেশের, বিভিন্ন সময়কার নোট। দুবাইয়ে সুগন্ধি ও কাপড়ের দোকানের মালিক মুখি ৫৫টি দেশ ঘুরেছেন। ১৯৪০ থেকে তিনি ইউরোপিয় বিভিন্ন দেশের কয়েন ওব্রটিশ শাসনকালে ভারতীয় মুদ্রাও সংগ্রহ শুরু করেন পুরুষোত্তম। ১৯৭৮ সালে ভারত থেকে দুবাই চলে যান। সেখানে গিয়েও তাঁর সংগ্রহ বাড়াতে থাকেন। পুরুষোত্তমের কাছে ১৯৬০ সাল থেকে বাহারিনে ও ১৯০০ গোড়ার দিক থেকে ভারতীয় সব নোট রয়েছে। এমনকি তাঁর কাছে আরব আমির শাহি ও পাকিস্তানের প্রথম দিককার অনেক নোটও রয়েছে। আরও পড়ুন :  মুখ খুলে কয়েন খেয়ে নিচ্ছে ‘অদ্ভুত’, ইন্টারনেটে ভাইরাল টাকার ব্যাগ আরও পড়ুন :  লন্ডনে হবে বিশ্বের প্রথম ‘৩৬০ ডিগ্রি সুইমিং পুল’ আরও পড়ুন :  পশু-পাখি ছাড়া থ্রি-ডি হলোগ...

নিখোঁজ বিমানের খোঁজে পুরস্কার ঘোষণা ভারতের

Image
বিমানবাহিনীর নিখোঁজ বিমানের সন্ধান পেতে পাঁচ লাখ রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে ভারত। ছবি: সংগৃহীত ভারতের বিমানবাহিনী নিখোঁজ বিমানের সন্ধান পেতে পুরস্কারের ঘোষণা করেছে। গতকাল শনিবার এ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। পাঁচ দিন আগে ১৩ জন যাত্রীকে নিয়ে মাঝ আকাশে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় ভারতের এএন-৩২ মডেলের বিমানটি। বিমান খুঁজে পেতে তল্লাশি অভিযানে নামানো হয় সুখোই বিমানকেও। কিন্তু না পেয়ে অবশেষে পুরস্কারের ঘোষণা দিল দেশটির বিমানবাহিনী। এনডিটিভির খবরে বলা হয়েছে, গতকাল ভারতের বিমানবাহিনী ঘোষণা দেয়, নিখোঁজ বিমানটির (এএন-৩২) খোঁজ কোনো ব্যক্তি দিতে পারলে পাঁচ লাখ রুপি পুরস্কার দেওয়া হবে। বিমানের বিষয়ে কোনোও তথ্য থাকলে যোগাযোগের জন্য টেলিফোন ও মোবাইল নম্বর দিয়েছে বিমান বাহিনী। টেলিফোন নম্বর হলো ০৩৭৮-৩২২২১৬৪। এ ছাড়া মোবাইল নম্বরগুলো হলো ৯৪৩৬৪৯৯৪৭৭, ৯৪০২০৭৭২৬৭ অথবা ৯৪০২১৩২৪৭৭। গত সোমবার ৮ জন বিমানসেনাসহ ১৩ জন যাত্রী নিয়ে আসামের জোরহাট থেকে চীন সীমান্তলাগোয়া মেনচুকা ল্যান্ডিং গ্রাউন্ডের উদ্দেশে রওনা দেয় ‘অ্যান্টোনভ এএন-৩২’ বিমানটি। আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে...

লোকসভায় ৬১০ দল একটি আসনেও জেতেনি

Image
ভারতে এবারের ৫৪২টি আসনে অনুষ্ঠিত হওয়া লোকসভা নির্বাচনে ৬১০টি রাজনৈতিক দল একটি আসনেও জিততে পারেনি। ভারতে ছয়টি জাতীয় দল রয়েছে। আর বিভিন্ন রাজ্য এবং স্থানীয় ছোটখাটো দল মিলিয়ে ২ হাজার ২৯৩টি রাজনৈতিক দল রয়েছে। নির্বাচন কমিশনের স্বীকৃত ছয়টি জাতীয় রাজনৈতিক দল হচ্ছে বিজেপি, কংগ্রেস, সিপিআই, সিপিআই (এম), বহুজন সমাজ পার্টি ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি)। এ দলগুলো এবার লোকসভা নির্বাচনে ৩৭৫টি আসনে জয়ী হয়। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই সংখ্যা ছিল ৩৪২। ওই বছর অংশ নিয়েছিল ৪৬৪টি দল। এর মধ্যে ৩৮টি দল লোকসভায় আসন পেয়েছিল। আর ৬ হাজার ৪০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছিল। আর এবার লোকসভায় আসন পেয়েছে ৩৭টি দল। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এবার লোকসভা নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ৬১০টি রাজনৈতিক দল একটি আসনেও জিততে পারেনি। আবার এই ৬১০টি দলের মধ্যে ৫৩০টি দল ভোট পায়নি। তাদের ভোটপ্রাপ্তির হার শূন্য। ৮০টি দল পেয়েছে ১ শতাংশ বা তার কম ভোট। ১৩টি উল্লেখযোগ্য দল জিতেছে মাত্র একটি করে আসনে। সেই দলগুলো হলো আম আদমি পার্টি, অল ঝাড়খন্ড স্টুডেন্টস ইউনিয়ন পার্টি, এআইএডিএমকে, অল ইন্ডিয়া ইউনাইটেড ডেম...

বিলুপ্তির পথে এম্পেরর পেঙ্গুইনের আবাসস্থল

Image
পেঙ্গুইন দক্ষিণ মেরুর বিভিন্ন অঞ্চলকে পেঙ্গুইনের জন্য নিরাপদ আবাসস্থল মনে করা হলেও সাম্প্রতিক দশকগুলোতে উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে এর বসতি। আবাসস্থল নষ্ট হয়ে যাওয়ায় কমছে পেঙ্গুইনের সংখ্যাও। সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, পেঙ্গুইনের দ্বিতীয় বৃহত্তম প্রজাতি এম্পেরর পেঙ্গুইনের একটি গুরুত্বপূর্ণ বসতি বিলুপ্তির পথে। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের (বিএএস) ওই প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে এম্পেরর পেঙ্গুইনের গুরুত্বপূর্ণ বসতি হেলি বে কলোনি ধ্বংসের দ্বারপ্রান্তে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে অ্যান্টার্কটিকার ওয়েডেল সাগরে ভয়াবহ ঝড়ের কারণে বিপুলসংখ্যক পেঙ্গুইনের মৃত্যু হয়। ওয়েডেল সাগরের হেলি বে কলোনি এম্পেরর পেঙ্গুইনের উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বসতি। এখানে এখন আর আগের মতো পেঙ্গুইনের আনাগোনা চোখে পড়ে না। ২০১৬ সালের ঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল পেঙ্গুইনের এই বসতিটি। গত তিন বছরেও সেই ঘাটতি পূরণ হয়নি। বরং ২০১৬ সালের ওই ভয়াবহ ঝড়ের পর ২০১৭ এবং ২০১৮ সালেও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় পেঙ্গুইনদের এই বসতিটি। পরপর তিন বছর ধরে ঝড়ের কারণে জন্ম নেওয়া পেঙ্গুইনশাবকের...

অবশেষে মেক্সিকোকে বশে আনলো ট্রাম্প!

Image
ছবি: সংগৃহীত। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে নতি স্বীকার করলো মেক্সিকো! মেক্সিকো থেকে আসা সকল পণ্যের ওপর শুল্কারোপ করা হবে বলে ট্রাম্পের ঘোষণার পর যুক্তরাষ্ট্র অভিমুখে আসা শরণার্থীর স্রোত ঠেকাতে মেক্সিকো ‘অভূতপূর্ব পদক্ষেপ’ নিতে রাজি হয়েছে। ট্রাম্পের টুইটের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন। ট্রাম্প শুক্রবার এক টুইটে বলেন, আমি আপনাদের আনন্দের সঙ্গে জানাতে চাই যুক্তরাষ্ট্র মেক্সিকোর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছে। সেইসঙ্গে 'অনির্দিষ্ট' সময়ের জন্য মেক্সিকো পণ্যের ওপর শুল্কারোপ প্রত্যাহারের ঘোষণাও দেয়া হয়েছে ট্রাম্পের পক্ষ থেকে। মেক্সিকোর পররাষ্ট্র সচিব এ চুক্তি সম্পর্কে টুইটারে নিশ্চিত করেছেন। তবে এ চুক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। গত মাসে ট্রাম্প ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, আগামী ১০ জুন থেকে মেক্সিকো থেকে আমাদের দেশে আসা সকল পণ্যের ওপর ৫ শতাংশ শুল্ক কার্যকর হবে এবং অবৈধ অভিবাসন সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ধীরে ধীরে তা (শুল্কারোপ) বাড়তে থাকবে। আরো পড়ুন:  হুয়াওয়ের সঙ্গে চুক্তি করল রাশিয়ান টেলিকম কোম্পানি বিবিসির...