Posts

দেয়াল নির্মাণে কোটি ডলার অনুমোদন পেন্টাগনের

Image
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করতে কোটি ডলার অনুমোদন দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। তবে ডেমোক্রেটরা পেন্টাগনের এই কাজের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সোমবার স্থানীয় সময় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পেন্টাগন। বিবৃতিতে পেন্টাগনের ভারপ্রাপ্ত প্রধান প্যাট্রিক শানাহান বলেছেন, দেয়াল নির্মাণে প্রয়োজনীয় অর্থসংস্থানের অংশ হিসেবে তিনি এক কোটি ডলার অনুমোদন দিয়েছেন। কামস্টমস এবং বর্ডার বাহিনীর সহায়তায় সীমান্তে দেয়াল নির্মাণে কাজ করবে তারা। এই অর্থ দিয়ে আমেরিকা-মেক্সিকো সীমান্তে ৫৭ মাইল বেড়া নির্মাণ করা হবে। এর আগে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করার পরিকল্পনা এগিয়ে নিতে প্রেসিডেন্ট ট্রাম্প তার জরুরি ক্ষমতা ব্যবহার করছেন। এ জন্য তিনি জরুরি অবস্থাও ঘোষণা করেছেন। অবৈধ অভিবাসী ঠেকাতে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বিষয়টি ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি। তবে ট্রাম্পের এই পরিকল্পনা নিয়ে তার নিজ দল রিপাবলিকান ও বিরোধী ডেমোক্রেটিক পার্টির মধ্যেও বিরোধিতা রয়েছে। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

গোলান মালভূমি ছাড়তেই হবে ইসরাইলকে: কাতার

Image
গোলান মালভূমি থেকে ইহুদিবাদী ইসরাইলকে অবশ্যই সরে যেতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলান মালভূমিকে ইহুদিবাদী ইসরাইলের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার পর এক বিবৃতিতে এ কথা বলেছে কাতার। খবর পার্সটুডে সোমবার দেয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরাইল আরব যুদ্ধের সময় গোলান মালভূমিকে দখল করেছে। এটি একটি আরব ভূখণ্ড। আন্তর্জাতিক আইন মেনে ইসরাইলকে ওই ভূখণ্ড থেকে সরে যেতে হবে। এর আগে ইরান ও তুরস্কসহ আরও কয়েকটি দেশ ট্রাম্পের ওই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। এদিকে কানাডা বলেছে, তারা গোলান মালভূমিতে ইসরাইলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেবে না।  ১৯৬৭ সালে ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধের সময় তেল আবিব সিরিয়ার কাছ থেকে কৌশলগত এই এলাকাটি দখল করে নেয়। তবে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল কখনোই এর স্বীকৃতি দেয়নি। দশকের পর দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের দেশগুলো ইসরাইলের এই দখলদারিত্বকে প্রত্যাখ্যান করে আসছিল। কিন্তু ট্রাম্প এবার গোটা বিশ্বকে উপেক্ষা করে দখলীকৃত ওই ভূখণ্ডের ওপর ইহুদিবাদী ইসরাইলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছেন। সোমবার ওয়াশিংটনে ইসরাইলের প্রধানমন্ত্রী...

রাতে যুদ্ধবিরতি, ভোরেই হামলা ইসরাইলের!

Image
মিশরের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস কর্তৃপক্ষ। এই যুদ্ধবিরতি সোমবার রাত থেকে কার্যকর হলেও ভোরে আবার হামাসের স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল।  মঙ্গলবার সকাল থেকেই সীমান্ত এলাকায় সৈন্য জড়ো করতে দেখা গেছে ইসরাইলকে। হামাসের স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করে ইসরায়েলি সৈন্যরা। পরে হামাসও পাল্টা জবাব দেয়। এসব হামলা ও পাল্টা হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামাসের মুখপাত্র ফাওয়াজি বারহুয়াম বলেন, ‘দখলদার ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে মিশরের একটি প্রচেষ্টা সফল হয়েছে।’ তবে, এখন পর্যন্ত এ বিষয়ে ইসরাইল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আগামী ৯ এপ্রিল ইসরাইলের জাতীয় নির্বাচন। এই নির্বাচন ঘিরে প্রচারণার মধ্যেই হঠাৎ করে গাজা উপত্যকায় উত্তেজনা দেখা দেয়। সোমবার ভোরে ইসরাইল গাজা উপত্যকার হামাস নেতাদের বসতি লক্ষ্য করে বিমান হামলা চালায় এবং সেখানে বিপুলসংখ্যক সৈন্য মোতায়েন করে। জবাবে গাজা থেকে ইসরাইলের অভ্যন্তরে একটি রকেট হামলা চালানো হয়। এতে একটি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয় এবং সেখানে থাকা অন্তত ৭ জন আহত হন। এরপরই সন্ধ্য...

অক্ষয়ের পারিশ্রমিক ৯০ কোটি রুপি!

Image
গায়ে আগুন লাগিয়ে ক্যাম্পে হেঁটে সকলকে চমকে দিয়েছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ‘দা এন্ড’ নামের একটি ওয়েব সিরিজের প্রোমোশনের জন্যই এই কাণ্ড ঘটিয়েছিলেন তিনি। তবে চমক দেয়া তথ্য হলো এই ওয়েব সিরিজটি করতে অক্ষয় ৯০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন।  বলিউডের ‘খিলাড়ি’ তার ওয়েব অভিষেক ‘দা এন্ড’-র জন্য ৯০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। ২০২১ পর্যন্ত মোট তিনটা সিজনে আসবে এই সিরিজটি।  অক্ষয় কুমারের ‘কেশরী' মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে রাজত্ব করছে। যে ভাবে ছবিটি এগোচ্ছে, তাতে অনেকের রেকর্ড ভাঙতে পারে বলে মনে করছে অনেকেই। এখনও পর্যন্ত প্রথম দুদিনে ছবিটি প্রায় ৩৮ কোটি রুপির ব্যবসা করেছে।  বিডি প্রতিদিন/২৫ মার্চ ২০১৯/আরাফাত

স্কুল শেষে কবরস্থানে কাজ করে ইয়েমেনি শিশুরা

Image
ফাইল ছবি। নীল রঙের ডোরাকাটা শার্ট পরে খালি পায়ে আহমেদ আল-হামাদি স্কুল থেকে গোরস্থানে কাজ করতে যাচ্ছে। ১৩ বছর বয়সী শিশুটি গোরস্থানের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে। সেখানে কবরগুলো পরস্পরের কাছ ঘেঁষে আছে এবং প্রায় প্রতিদিনই সেখানে থাকে শোকার্ত মানুষের ভিড়। যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে হামাদির মতো অনেক শিশুই স্কুল শেষে গোরস্থানে কাজ করে। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত পরিবারগুলোর শিশুরা বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ এই কাজ করছে। ছোট কাঁধে পানির গ্যালন বহন করে আহমেদ চারাগাছে পানি দেয়। কবরের নামফলক থেকে ধুলো মুছে ফেলার বিনিময়ে মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের কাছ থেকে যা অর্থ পায় তা দিয়ে পরিবারকে সে সহায়তা করে। আহমেদ বলে, ‘আমরা সাধারণত দাফনের জন্য অপেক্ষা করি। দাফন হলে আমাদের আয় হয়। আর যদি কেউ মারা না যায় তবে আমরা গোরস্থানে ঘুরাঘুরি ও খেলাধূলা করি।’ ইয়েমেনের লাখ লাখ শিশুর মতো আহমেদ স্কুলে টিকে থাকার জন্য লড়ে যাচ্ছে। যুদ্ধ, দারিদ্র ও মহামারি আরব বিশ্বের দরিদ্রতম দেশটিতে চরম বিপর্যয় ডেকে এনেছে। প্রেসিডেন্ট আব্দেরাব্বো মানসুর হাদির পক্ষে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেন যুদ্ধে যোগ দিলে পরিস্থিতি প্...

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম ভোট ৫মে

Image
ময়মনসিংহ। ছবি: ইন্টারনেট ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দ্বাদশ সিটি করপোরেশন হিসাবে গেজেট প্রকাশের পাঁচ মাস পর আগামী ৫ মে ভোটগ্রহণের দিন রেখে তফসিল ঘোষণা হয়েছে। সিইসি কে এম নূরুল হুদার সভাপতিত্বে আজ সোমবার নির্বাচন কমিশনের ৪৬তম সভায় এ সিদ্ধান্ত হয়। পরে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। তফসিল অনুযায়ী, মেয়র ও কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নত্র জমার শেষ সময় ৮ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ১০ এপ্রিল ও প্রত্যাহারের শেষ সময় ১৭ এপ্রিল। এই সিটি করপোরেশনের ১৩০টি কেন্দ্রের সবগুলোতেই ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে। আরও পড়ুন:  ইউরোপের বাজার বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ: বাণিজ্য সচিব ইত্তেফাক/এমআই

ইসরায়েলকে রক্ষায় ট্রাম্পকে পাঠিয়েছেন ঈশ্বর: পররাষ্ট্রমন্ত্রী পম্পেও

Image
ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ইরানের হাত থেকে ইসরায়েলকে রক্ষায় ঈশ্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পৃথিবীতে পাঠিয়েছেন। এটা তিনি প্রবলভাবে বিশ্বাসও করেন। গুরুত্বপূর্ণ ইসরায়েল সফরের সময় গত শুক্রবার ক্রিশ্চিয়ান ব্রডকাস্টিং নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বিবিসির খবরে বলা হয়, বিতর্কিত গোলান মালভূমির ওপর ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার সময় এসেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের কয়েক ঘণ্টা পর পম্পেওর পক্ষ থেকে ওই বক্তব্য এল। ট্রাম্প তাঁর বক্তব্যে বলেছিলেন, গোলান মালভূমির স্বীকৃতি দেওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বাচনী ‘উপহার’। ইরানের হাত থেকে ইসরায়েলের জনগণকে রক্ষা করার জন্য কুইন এসথারের মতো প্রেসিডেন্ট ট্রাম্প অবতীর্ণ হবেন কি না, এমন প্রশ্নের জবাবে পম্পেও বলেন, ‘আমি একজন খ্রিষ্টান হিসেবে বলতে পারি, আমি নিশ্চিতভাবে বিশ্বাসও করি, সেটাই ঘটবে। আমি আরও বিশ্বাস করি, ঈশ্বর এখানে রয়েছেন।’ ট্রাম্পের বিষয়ে ঈশ্বরকে টেনে আনা এটাই প্রথম কোনো ঘটনা নয়। গত জানুয়ারিতে এক টিভি চ্যানেলকে হোয়াইট হাউসের প্রেস সেক...