Posts

ফুঁ দিয়ে কণা ওড়াচ্ছে, মেঘ দিয়ে মুখ ঢাকছে বেন্নু! দেখল নাসার যান

Image
গ্রহাণু ‘বেন্নু’। ছবি- নাসা কাউকেই তার মুখ দেখাতে চায় না  ‘ বেন্নু ’ । পাছে চট করে কেউ দেখে না ফেলে তাকে, তাই মেঘ দিয়ে তার মুখ ঢেকে রাখে বেন্নু। পৃথিবীর খুব কাছাকাছি থাকা একটি গ্রহাণু বা অ্যাস্টারয়েড। আগামী ২০০ বছরের মধ্যে এই বেন্নুরই আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে পৃথিবীর বুকে। তার মাটি তুলে আনবে বলে, নাসা ওই ‘ঘাতক’ গ্রহাণুর মুলুকে পাঠিয়েছিল একটি মহাকাশযান। ‘ওসিরিস-রেক্স’। সেই মহাকাশযানই জানাতে পেরেছে বেন্নুর এই ‘মুখরক্ষা’র কৌশল।  নাসার মহাকাশযান জানিয়েছে, ফুঁ দিয়ে তার পিঠ থেকে ছোট ছোট কণাদের মহাকাশে উড়িয়ে দিচ্ছে বিশাল ওই গ্রহাণু বা অ্যাস্টারয়েড। আর সেই উড়ে যাওয়া কণারা তৈরি করছে ঘন মেঘ। সেই মেঘেই নিজের মুখ ঢাকছে গ্রহাণু ‘বেন্নু’। কেন গ্রহাণু বেন্নুতে অভিযান, দেখুন ভিডিয়ো অতীতে যে অনেক বড় বড় ধাক্কা সামলাতে হয়েছে তাকে, বিশাল বিশাল উল্কা যে তার পিঠে আছড়ে পড়ছে বহু বার, ওসিরিস-রেক্স জানিয়েছে, বেন্নু আজও তার ‘স্মৃতিচিহ্ন’ বয়ে চলেছে। অসম্ভব রুখুসুখু বেন্নুর গোটা পিঠ। এতটাই উঁচু-নিচু, এতটাই আঁকাবাঁকা, এতটাই উথালপাতাল তার বুকে যে তার মাটি তুলে আন...

প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব

Image
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসেদের (ডাকসু) আজীবন সদস্য করার প্রস্তাব করা হয়েছে। ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক শাহরিমা তানজিনা অর্ণি শনিবার ডাকসুর প্রথম কার্যকরী সভায় প্রস্তাবটি উত্থাপন করলে তাতে আপত্তি জানান ডাকসুর ভিপি নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। এই দুজন ছাড়া ডাকসুর বাকি সদস্যরা এ প্রস্তাবে সমর্থন দেন। প্রস্তাবে আপত্তি জানিয়ে নুরুল হক নুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সম্মানিত ব্যক্তি। এই বিতর্কিত নির্বাচনের মাধ্যমে যে ডাকসু, সেখানে তার মতো সম্মানিত ব্যক্তিকে সদস্য করা ঠিক হবে না। তার কথার সঙ্গে একমত প্রকাশ করেন সমাজসেবা সম্পাদকও। এ বিষয়ে জিএস গোলাম রাব্বানী বলেন, যেখানে অধিকাংশ সদস্য মত দিয়েছেন সেখানে একজনের আপত্তি গ্রহণযোগ্য নয়। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

নির্বাচনে দেব আর ভারতীর লড়াই

Image
দেব জমে উঠেছে  পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন । নির্বাচনী ময়দানে প্রার্থীরা নেমে পড়েছেন। জয় নিয়ে বিভিন্ন দলের প্রার্থীদের মধ্যে চলছে পাল্টাপাল্টি চ্যালেঞ্জের লড়াই। পশ্চিমবঙ্গে এবার  তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  ৪২ জন প্রার্থীর মধ্যে পাঁচজন তারকা প্রার্থী দাঁড় করিয়েছেন। তাঁরা হলেন দেব, শতাব্দী রায়, মুনমুন সেন, মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। তৃণমূল এই পাঁচ আসনে জয় নিয়ে নিশ্চিত। তবে সাধারণ মানুষের মধ্যে সংশয় রয়েছে। তাঁরা মনে করছেন, ২০১৪ সালে তারকা প্রার্থীরা যেভাবে সহজ জয় পেয়েছিলেন, এবার তা নাও হতে পারে। তারকা প্রার্থীরা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতা বলেছেন, ভোটাররা তারকা প্রার্থীদের কথা শুনবেন। কিন্তু ভোট দেবেন বিজেপিকে। তাঁরা জানেন, দিল্লিতে সরকার গড়তে হলে চাই বিজেপিকে। কংগ্রেস অত দূর যেতে পারবে না। আর তৃণমূলের তো কথাই নেই। তারা তো পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ। তৃণমূলের এই তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলা সিনেমার নায়ক দেব। আসল নাম দীপক অধিকারী। তিনি ২০১৪ সালে প্রথম লোকসভা নির্বাচনে অংশ নেন। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল আসন থেক...

ওবায়দুল কাদের সুস্থ আছেন: চিকিৎসক

Image
ওবায়দুল কাদের। ছবি: বাসস সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন। তাঁর এন্ডো ট্রাকিয়াল টিউব খুলে ফেলা হয়েছে এবং আস্তে আস্তে ঘুমের ওষুধ কমিয়ে আনা হচ্ছে। সিঙ্গাপুরে অবস্থানরত ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক এবং নিওরোলজিস্ট অধ্যাপক ডা. আবু নাসার রিজভী শনিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) মেডিকেল বোর্ডকে উদ্ধৃত করে পরিবারের সদস্য ও অন্যদের এ তথ্য জানান।  টিউব খোলার পর ডা. রিজভীর সঙ্গে ওবায়দুল কাদেরের কথা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।  বুধবার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে।  এ সময় হাসপাতালের লবিতে ওবায়দুল কাদেরের সহধর্মিণী ইসরাতুন্নেসা কাদের, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, ছোট ভাই আবদুল কাদের মীর্জাসহ তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

কিমকে ‘ব্যাপক পছন্দ’ ট্রাম্পের, তাই নিষেধাজ্ঞা প্রত্যাহার!

Image
গত বছর ট্রাম্প বলেছেন, কিমের প্রেমে পড়েছেন তিনি। ছবি: সংগৃহীত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার ওপর আন্তর্জাতিক চাপ জোরদারে তার নিজ দেশের অর্থ বিভাগের আরোপ করা নিষেধাজ্ঞা শুক্রবার আকস্মিক বাতিলের ঘোষণা দিয়েছেন। খবর এএফপি’র। টুইটারে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ‘মার্কিন অর্থ বিভাগের আজকের ঘোষণায় বলা হয় যে অতিরিক্ত কঠোর নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার ওপর ইতিমধ্যে বিদ্যমান নিষেধাজ্ঞাগুলোর সাথে যুক্ত করা হবে। এসব অতিরিক্ত নিষেধাজ্ঞা আমি আজ প্রত্যাহার করে নেয়ার নির্দেশ দিয়েছি।’ তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, প্রেসিডেন্টের টুইটার বার্তায় ভবিষ্যতের যে অবরোধের কথা বলা হয়েছে তা এষনও ঘোষিত হয়নি। আগামী কয়েকদিনের মধ্যে তা ঘোষিত হওয়ার কথা রয়েছে। প্রেসিডেন্টের নারী মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে পছন্দ করেন এবং তিনি মনে করছেন না যে এসব অবরোধের দরকার আছে। আরো পড়ুন:  ‘ইসলাম গ্রহণ করবেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট’ এছাড়া গত বছর ট্রাম্প বলেছেন, কিমের প্রেমে পড়েছেন তিনি। ইত্...

সন্ত্রাস ও হিংসা মোকাবেলায় একসঙ্গে কাজ করতে পাকিস্তানকে আহ্বান মোদির

Image
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: সংগৃহীত পাকিস্তানের গণতান্ত্রিক দিবস বা জাতীয় দিবস উপলক্ষ্যে প্রতিবেশী পাকিস্তানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির শুভেচ্ছা গ্রহণ করে তাকে ধন্যবাদও জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার (২৩ মার্চ) এক রকম কূটনৈতিক শিষ্টাচার মেনে পাকিস্তানকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি। পাকিস্তানের গণতান্ত্রিক দিবসে সন্ত্রাসবাদ ও হিংসা মোকাবেলায় দুই দেশের সকলকে একসঙ্গে কাজ করার আহ্বানের পাশাপাশি এক টুইটার বার্তায় মোদি লেখেন, 'পাকিস্তানের জাতীয় দিবসে সকল পাক নাগরিককে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উপমহাদেশের মানুষের এই মুহূর্তে উচিত গণতন্ত্র বাঁচাতে এবং শান্তি ও উন্নতির জন্য হাতে হাত মিলিয়ে কাজ করা'। একই সঙ্গে সন্ত্রাস ও হিংসা মোকাবিলায় এ অঞ্চলের সবাইকে একসঙ্গে কাজ করার বার্তাও দেন মোদি। আরও পড়ুন:   ওবায়দুল কাদের শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ এদিকে মোদির পাঠানো শুভেচ্ছার জবাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। অপর একটি টুইট বার্তায় তিনি তা...

মোদি বড়লোক ও চোরদের চৌকিদার: রাহুল

Image
ভারতের কংগ্রেস দলীয় সভাপতি রাহুল গান্ধী। ফাইল ছবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষদের নয় বরং অনিল আম্বানি-নীরব মোদীর মতো মতো ধনী, দুর্নীতিবাজ, ও চোরদের চৌকিদার। এমন মন্তব্য করেছেন ভারতের কংগ্রেস দলীয় সভাপতি রাহুল গান্ধী। পশ্চিমবঙ্গের মালদহে লোকসভা নির্বাচন সামনে রেখে আয়োজিত জনসভায় এই কথা বলেন তিনি। উল্লেখ্য লোকসভা নির্বাচনে জিততে চৌকিদার ক্যাম্পেইন শুরু করেছেন বিজেপি। রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী সারা দিন মিথ্যা কথা বলেন। প্রথমে বললেন আমি চৌকিদার, প্রধানমন্ত্রী নই। এখন বলছেন দেশের সবাই চৌকিদার। মোদীজি, সবার বাড়িতে চৌকিদার থাকে না। আপনি অনীল আম্বানি, মেহুল চোকসি আর নীরব মোদীর মতো বড়লোক ও চোরদের চৌকিদার। দেশ ভক্তির কথা বলেন আর ভারতের ৩০ হাজার কোটি টাকা অনীল আম্বানিদের টাকা পাইয়ে দেন।’ রাহুল সমালোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। বলেন, ‘মমতাজি বাংলায় কর্মসংস্থানের ব্যবস্থা করেননি। কৃষকদের জন্য কিছু করেননি। একজন ব্যক্তির জন্য সরকার পরিচালিত হয়। আর অন্যদিকে প্রধানমন্ত্রী আচমকা একদিন রাতে ভাবলেন তাঁর ৫০০ এবং হাজার টাকার নোট পছন্দ নয়। তাই বাতিল ক...