লোকসভা নির্বাচন আসতেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে রং বদল শুরু
রাজনৈতিক নেতাদের মধ্যে দলবদলের ঘটনা নতুন কিছু নয়। সারা বছর ধরেই তারা এটা করে থাকেন। কিন্তু নির্বাচনের আগে তা আরও প্রকট হয়ে ওঠে। সামনেই ভারতে লোকসভা নির্বাচন, ইতিমধ্যেই নির্বাচনের তফসিলও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর তারপরই রাজনৈতিক নেতাদের দল-বদলের পালা শুরু হয়েছে। পুরোনো দলের তরফে লোকসভার প্রার্থী হওয়ার টিকিট না পেয়ে ‘নীল-সাদা-সবুজ-হলুদ’ (তৃণমূল কংগ্রেসের পতাকার রং) এর মোহ কাটিয়ে কেউ যাচ্ছেন বিজেপি শিবিরের দিকে। কেউ আবার ‘লাল’ (সিপিআইএম-এর পতাকার রং) কিংবা ‘হাত’ চিহ্নের (জাতীয় কংগ্রেস) বদলে নীল-সাদা-সবুজ-হলুদের দিকে ঝুঁকেছেন। তবে দলবদলের এই খেলায় এখনও পর্যন্ত অ্যাডভানটেজ বিজেপি ও তৃণমূল। বছর দুই আগে পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় দলবদলের নজির ছিলেন মুকুল রায়। তৃণমূলের নাম্বার টু-মুকুল যোগ দিয়েছিলেন বিজেপি শিবিরে। আর এরপর থেকেই তার হাত ধরে বহু তৃণমূল কর্মী নাম লিখিয়েছিলেন পদ্ম শিবিরে। সাম্প্রতি কালে বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূলের দুই সাংসদ- অনুপম হাজরা (বোলপুর কেন্দ্র) ও সৌমিত্র খাঁ (বিষ্ণুপুর)। চলতি সপ্তাহেই পদ্ম শিবিরে যোগ দেন তৃণমূলের আরও হেভিওয়েট নেতা-ভাটপাড়ার বিধায়ক...