Posts

লোকসভা নির্বাচন আসতেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে রং বদল শুরু

Image
রাজনৈতিক নেতাদের মধ্যে দলবদলের ঘটনা নতুন কিছু নয়। সারা বছর ধরেই তারা এটা করে থাকেন। কিন্তু নির্বাচনের আগে তা আরও প্রকট হয়ে ওঠে। সামনেই ভারতে লোকসভা নির্বাচন, ইতিমধ্যেই নির্বাচনের তফসিলও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর তারপরই রাজনৈতিক নেতাদের দল-বদলের পালা শুরু হয়েছে। পুরোনো দলের তরফে লোকসভার প্রার্থী হওয়ার টিকিট না পেয়ে ‘নীল-সাদা-সবুজ-হলুদ’ (তৃণমূল কংগ্রেসের পতাকার রং) এর মোহ কাটিয়ে কেউ যাচ্ছেন বিজেপি শিবিরের দিকে। কেউ আবার ‘লাল’ (সিপিআইএম-এর পতাকার রং) কিংবা ‘হাত’ চিহ্নের (জাতীয় কংগ্রেস) বদলে নীল-সাদা-সবুজ-হলুদের দিকে ঝুঁকেছেন।  তবে দলবদলের এই খেলায় এখনও পর্যন্ত অ্যাডভানটেজ বিজেপি ও তৃণমূল। বছর দুই আগে পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় দলবদলের নজির ছিলেন মুকুল রায়। তৃণমূলের নাম্বার টু-মুকুল যোগ দিয়েছিলেন বিজেপি শিবিরে। আর এরপর থেকেই তার হাত ধরে বহু তৃণমূল কর্মী নাম লিখিয়েছিলেন পদ্ম শিবিরে। সাম্প্রতি কালে বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূলের দুই সাংসদ- অনুপম হাজরা (বোলপুর কেন্দ্র) ও সৌমিত্র খাঁ (বিষ্ণুপুর)। চলতি সপ্তাহেই পদ্ম শিবিরে যোগ দেন তৃণমূলের আরও হেভিওয়েট নেতা-ভাটপাড়ার বিধায়ক...

জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু

Image
আজ শনিবার থেকে শুরু হচ্ছে ‘জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ’।  ‘কোনো জাল ফেলবো না, জাটকা ইলিশ ধরবো না’ -এই স্লোগানে দেশের ইলিশ অধ্যুষিত ৩৬টি জেলায় পালিত হবে ‘জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ’। সপ্তাহব্যাপী এ কর্মসূচি চলবে আগামী ২২ মার্চ পর্যন্ত।  জাটকা সংরক্ষণ সপ্তাহ পালনের আওতাভুক্ত জেলাগুলো হলো- ঢাকা, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, গোপালগঞ্জ, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নাটোর, জামালপুর, পাবনা, কুড়িগ্রাম ও গাইবান্ধা। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

২য় কাঁচপুর সেতু ও ভুলতা ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Image
ফাইল ছবি দ্বিতীয় কাঁচপুর সেতু, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় চারলেন ফ্লাইওভার এবং লতিফপুর রেলওয়ে ওভারপাস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের জন্য সবার কাছে দোয়া চেয়ে শেখ হাসিনা বলেন, ওবায়দুল কাদেরের জন্য দোয়া করবেন, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে এসে পুরো উদ্যোমে কাজ করতে পারেন। জানা গেছে, বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে নির্মিত ৩৯৭ দশমিক ৩ মিটার দৈর্ঘ্যের চারলেন বিশিষ্ট দ্বিতীয় কাঁচপুর সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৯৫০ কোটি টাকা। আগের কাঁচপুর সেতুর সমান উচ্চতায় এই সেতু নির্মাণে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। বাংলাদেশে এই প্রথম এ প্রযুক্তি ব্যবহার করে সেতুটি নির্মাণ করা হয়েছে। আগের কাঁচপুর সেতু পুর্নর্বাসনের ফলে এর আয়ুষ্কাল নির্ধারিত ৫০ বছর মেয়াদের সঙ্গে আরো ৪০ বছর বৃদ্ধি পেয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় চারলেন বিশিষ্ট ফ্লাইওভার নির্মাণে ব্যয় হয়েছে ৩৫৩ দশমিক...

'কাদের সুস্থ হয়ে ফিরলে তাকে নিয়ে ব্রিজটি দেখতে যাবো'

Image
সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের জন্য সবার কাছে দোয়া চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওবায়দুল কাদেরের জন্য দোয়া করবেন, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে এসে পুরো উদ্যোমে কাজ করতে পারেন। তিনি বলেন, দ্বিতীয় কাঁচপুর সেতু নিয়ে আমাদের মন্ত্রী ওবায়দুল কাদেরের অনেক আগ্রহ ছিল। কথা ছিল সেখানে গিয়ে আমি ব্রিজটি উদ্বোধন করবো। কিন্তু দুর্ভাগ্য ওবায়দুল কাদের হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওবায়দুল কাদের ফিরে এলে তাকে নিয়ে ব্রিজ পরিদর্শনে যাবো। আজ শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় কাঁচপুর সেতু, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় চারলেন ফ্লাইওভার এবং লতিফপুর রেলওয়ে ওভারপাস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় শেখ হাসিনা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া পালন করি সেখানে আমাদের ক্রিকেটাররা নামাজ পড়তে গিয়েছিল। সেখানে একজন আহত মহিলা তাদের মসজিদে যেতে মানা করেছিল। তাদের (ক্রিকেটার) জীবন বেঁচে যায়। প্রধানমন্ত্রী জানান, আগামীতে নিরাপত্তার বিষয়টি ভালোভাবে যাচাই করে ক্রিকেট টিম পাঠানো হবে।  বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

নাটোরে মানসিক ভারসাম্যহীন ভাবীকে দেবরের নির্যাতনের অভিযোগ

Image
বাড়ির দরজা খুলে না দেওয়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে লোহার রড দিয়ে নির্যাতন করে গুরুতর জখমের অভিযোগ পাওয়া গেছে এক যুবকের বিরুদ্ধে। ওই যুবক সম্পর্কে ওই নারীর দেবর। জানা গেছে, হাতে-পায়ে এবং দু’চোখে রক্তাক্ত অবস্থায় স্বামীর সাথে চিকিৎসা নিতে নাটোরের বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন ওই গৃহবধু। নির্যাতনের শিকার গৃহবধুর নাম বাসরী সাহা। তিনি বাগাতিপাড়া উপজেলার পার্শ্ববর্তী লালপুরের চংধুপইল বাজার এলাকার গীরী ধারা সাহার স্ত্রী। বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে কথা হয় বাসরী সাহার সাথে। নির্যাতনের শিকার হওয়ার ভয়াবহ বর্ণনা দেন বাসরী সাহা। তিনি জানান, তিনি মানসিক সমস্যায় পঙ্গু হয়ে গেছেন। মাঝে মধ্যে এ রকম সমস্যা হলে তিনি অদ্ভূত আচরণ করেন। শুক্রবার সকালে স্বামীর সাথে বাইরে যাওয়ার কথা ছিল। কিন্তু না নিয়ে যাওয়ায় বাড়ির দরজা বন্ধ করে ভেতরে ছিলেন। এসময় তার দেবর মনোজ সাহা দরজা খুলতে বললেও তিনি খুলেননি। স্বামী না আসা পর্যন্ত খুলবেন না জানালে ঘরের জানালা ভেঙে তার দেবর ঘরে ঢুকে তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। চোখের মধ্যে হাত ঢুকিয়ে চোখ নষ্ট করার চেষ্টা করা হয়েছে। এসময় ত...

বাসে তুলে দেয়ার কথা বলে মা-মেয়েকে গণধর্ষণ, গ্রেফতার ২

Image
নরসিংদী জেলার শিবপুর উপজেলায় মহাসড়কে বিকল হয়ে যাওয়া বাস থেকে মা ও মেয়েকে ফুসলিয়ে অন্য বাসে তুলে দেয়ার কথা বলে আটকে রেখে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়।  গ্রেফতারকৃতরা হলেন- শিবপুরের সৃষ্টিঘর এলাকার আনোয়ার হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও আব্দুল বারেকের ছেলে শফিক (২৫)।    পুলিশ ও নির্যাতিতদের স্বজনরা জানায়, শুক্রবার বিকালে ঢাকা থেকে বাসে করে ধর্ষণের শিকার মা ও মেয়ে হবিগঞ্জ যাচ্ছিলেন। সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিঘর বাসস্ট্যান্ডের অদূরে বাসটি বিকল হয়ে যায়। এসময় গ্রেফতার দেলোয়ার ও শফিক মা ও মেয়েকে অন্য বাসে তুলে দেয়ার কথা বলে স্থানীয় একটি জুট মিলের পরিত্যক্ত কক্ষে নিয়ে যায়। সেখানে আলাদা দুটি কক্ষে আটকে রেখে মা ও মেয়েকে পালাক্রমে ধর্ষণ করে তারা। এসময় মা ও মেয়ের চিৎকারে আসামিরা পালিয়ে যায়। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নির্যাতনের শিকার মা বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত দু...

এ বার মঙ্গলে ওড়ানো হবে হেলিকপ্টার!

Image
এ বার হেলিকপ্টার, ‘লাল গ্রহ’ মঙ্গলেও। ছবি- নাসা ভাবুন, যেখানে এতটাই পাতলা বায়ুমণ্ডল যে তা প্রায় নেই বললেই চলে, সেই মুলুকে এ বার বাতাসের চেয়ে ভারী একটা হেলিকপ্টার উড়বে! ঘুরবে। তার মাথার দু’জোড়া পাখা ঘুরবে বনবন করে। এখানে নয়, ওখানে নয়। সেই হেলিকপ্টার উড়বে এ বার এই সৌরমণ্ডলের আরও একটি গ্রহে।  মঙ্গলে । পৃথিবীর পিঠে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, তার ১ লক্ষ ফুট উপরে বায়ুমণ্ডল যতটা পাতলা হয়ে গিয়েছে, লাল গ্রহ মঙ্গলে তেমনই বায়ুমণ্ডলে মাত্র ১৫ ফুট উপর দিয়ে উড়ে যাবে সেই হেলিকপ্টার। মনে করিয়ে দেবে আমাদের গ্রহে প্রথম উড়ানের জন্মদাতা দুই রাইট ভাইয়ের কথা। কল্পবিজ্ঞানের গল্প নয়, নয় কোনও মহাকাব্যেরও কাহিনী। আগামী বছরেই ‘লাল গ্রহে’ ওই হেলিকপ্টার পাঠাচ্ছে নাসা। যার মাথায় বনবন করে ঘুরবে দু’জোড়া রোটর ব্লেড। পাখা। লম্বায় যেগুলি চার ফুটের। মিনিটে প্রায় আড়াই হাজার বার পাক মারতে পারে ওই হেলিকপ্টারের পাখাগুলি। পৃথিবীতে হেলিকপ্টারের মাথায় থাকা রোটর ব্লেড বা পাখাগুলি যে গতিবেগে ঘোরে, তার ১০ গুণ গতিবেগে। হেলিকপ্টারের মাথায় থাকবে সৌর প্যানেল। সূর্যালোক টেনে নিয়ে যা হে...