Posts

ভারতীয় বিমান হামলায় নিহত ২০০ জঙ্গি, সামনে এলো নতুন তথ্য

Image
ফাইল ছবি বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর এয়ার স্ট্রাইক নিয়ে সামনে এল নতুন তথ্য। হামলার পর নিহত জঙ্গিদের দেহ বালাকোট থেকে সরিয়ে ফেলেছিল পাকিস্তানি সেনারা। খাইবার-পাখতুনওয়া এবং পাকিস্তানের কিছু আদিবাসী অধ্যুষিত এলাকায় দেহগুলি সরিয়ে ফেলা হয়।  এই দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গিলগিটের এক মানবাধিকার কর্মী। একই সঙ্গে তিনি একটি ভিডিও ট্যুইট করেছেন। ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে বালাকোটে ভারতের এয়ার স্ট্রাইকে অন্তত ২০০ জনের নিহত হওয়ার বিষয়টি স্বীকার করে নিচ্ছে পাকিস্তানি সেনা। গিলগিটের ওই মানবাধিকার কর্মী হাসনান সেরিং ভিডিওটি ট্যুইট করে লিখেছেন, ''বালাকোটে ভারতের এয়ার স্ট্রাইকে ২০০ জনের নিহত হওয়ার খবর স্বীকার করে নিচ্ছেন পাকিস্তানি সেনার কর্মকর্তা। পাকিস্তানের সরকারের পক্ষ নিয়ে তারা শত্রুর বিরুদ্ধে জিহাদ করছিল। তাই ওপরওয়ালার কাছে তারা বিশেষ মর্যাদা পাবে।'' সেরিং জানিয়েছেন, ভিডিওর সত্যতা নিয়ে তার মনে প্রশ্ন রয়েছে। কিন্তু এটা স্পষ্ট যে বালাকোটে কিছু একটা হচ্ছে। আর পাকিস্তান অনেক কিছু লুকিয়ে রাখছে। শেরিংয়ের প্রশ্ন, পাকিস্তান দাবি করছে বালাকোটের জঙ্গলে হামল...

হঠাৎ রাশিয়ার আকাশে মার্কিন সামরিক বিমান

Image
ফাইল ছবি রাশিয়ার আকাশসীমায় মার্কিন বিমান বাহিনীর একটি পর্যবেক্ষণকারী বিমান টহল দিয়েছে। বুধবার রাশিয়ার ‘কমসোমলোস্ক-অন- আমুর’ এলাকার আকাশে ভূপৃষ্ঠ থেকে ১০.৭ কিলোমিটার উচ্চতায় আমেরিকার ‘বোয়িং ওসি-১৩৫বি’ বিমান টহল দেয় বলে রুশ বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে। খবর পার্সটুডে ইউরোপীয় দেশগুলো ১৯৯২ সালে উন্মুক্ত আকাশ বিষয়ক এক চুক্তি স্বাক্ষর করে যাতে পরের বছর আমেরিকা যোগ দেয়। ওই চুক্তির আওতায় মার্কিন সামরিক বিমানটি রাশিয়ার আকাশে উড্ডয়ন করেছে বলে জানানো হয়েছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী নরওয়ে থেকে উড্ডয়ন করে মার্কিন বিমানটি রাশিয়ার আকাশসীমায় প্রবেশ করে। চুক্তি অনুযায়ী, একই সময়ে রাশিয়ার পর্যবেক্ষণকারী সামরিক বিমান বেলজিয়াম, হল্যান্ড ও লুক্সেমবার্গের আকাশে উড্ডয়ন করেছে। ১৯৯২ সালের ২৪ মার্চ ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে উন্মুক্ত আকাশ বিষয়ক চুক্তি সই হয়। চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো পরস্পরের আকাশসীমায় নিরস্ত্র পর্যবেক্ষণ চালাতে এ চুক্তি করে।  আমেরিকা ১৯৯৩ সালে এবং রাশিয়া ২০০১ সালে এই চুক্তির অন্তর্ভুক্ত হয়।বর্তমানে ইউরোপ, আমেরিকা, মধ্য এশিয়া ও ওশেনিয়া'র প্রায় ৫০টি দেশ ...

কংগ্রেস-তৃণমূলের ২ বিধায়ক-সহ আরও কিছু কাউন্সিলর কি বিজেপিতে?

Image
নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে ২০১৬ সালে জিতেছিলেন কংগ্রেসের মধুসূদন ঘোষ। তাঁর প্রয়াণে আসনটি খালি হয়। ওই কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক মঞ্জু বসু উপনির্বাচনে টিকিট পাবেন বলে জল্পনা তৈরি হয়। ফের বিজেপিতে যোগ দিতে চলেছেন কংগ্রেস ও তৃণমূল বিধায়ক? জল্পনা তীব্র। — ফাইল চিত্র। সকালেই যোগ দিয়েছেন  অর্জুন সিংহ । বিকেলে কি আরও ২ বিধায়ক? কংগ্রেসের ১ এবং তৃণমূলের আরও এক বিধায়ক আজ অর্থাৎ বৃহস্পতিবারই বিজেপিতে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। দুই বিধায়কই দিল্লিতে পৌঁছেছেন বলে বিজেপি সূত্রের খবর। তবে বিজেপি নেতৃত্ব এখনও আনুষ্ঠানিক ভাবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি। পাশাপাশি কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতোর দলবদল নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। যদিও প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই দলবদলের জল্পনা উড়িয়ে দিয়েছেন তিনি। কংগ্রেসের যে বিধায়ককে নিয়ে জল্পনা শুরু হয়েছে, তিনি সুদীপ মুখোপাধ্যায়। পুরুলিয়া সদরের কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় বিজেপি যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। তিনি ইতিমধ্যেই দিল্লি পৌঁছেছেন এবং বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁদের বেশ কয়েক দফা বৈঠক হয়ে গিয়েছে বলে খবর।...

‘আপনি যদি এতই উদার, মাসুদকে ভারতের হাতে তুলে দিন’, ইমরানকে কটাক্ষ সুষমার

Image
ইমরান খান ও সুষমা স্বরাজ। ফাইল চিত্র। পুলওয়ামা কাণ্ড-সহ ভারতের বুকে একাধিক নাশকতার মূল কূচক্রী এবং সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে ফেরত পেতে এ বার পাক প্রধানমন্ত্রীর উপর চাপ বাড়াল ভারত। পাক প্রধানমন্ত্রী  ইমরান খানকে  উদ্দেশ্য করে বিদেশমন্ত্রী  সুষমা স্বরাজের  সওয়াল, ‘‘পাক প্রধানমন্ত্রী যদি এতটাই উদার মানুষ হন, তা হলে পুলওয়ামা কাণ্ডে মূল অভিযুক্ত মাসুদ আজহারকে আমাদের হাতে তুলে দিন।’’ একই সঙ্গে পাকিস্তানের প্রতি সুষমার স্পষ্ট বার্তা—সন্ত্রাসে মদত এবং আলোচনা, এই দু’টি প্রক্রিয়া একই সঙ্গে চলতে পারে না। পুলওয়ামা কাণ্ড পরবর্তী সময়ে আন্তর্জাতিক দুনিয়ার কাছে নিজের শান্তিকামী ভাবমূর্তি তুলে ধরতে চেষ্টা করছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের হাতে বন্দি ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানকে মুক্তির ঘোষণা করার পর থেকেই তাঁকে ‘শান্তির দূত’ হিসেবে তুলে ধরতে চাইছে পাক সংবাদমাধ্যম। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একাংশও সেই সুরে সুর মিলিয়েছে। ভারতের সঙ্গে শান্তি তৈরির জন্য আলোচনা চেয়েও তিনি আবেদন জানাচ্ছেন বারবার। পুলওয়ামা কাণ্ডের পরও তিনি দাবি ...

আফগানিস্তানে ২৪ ঘণ্টায় ৩১ তালেবান নিহত

Image
ফাইল ছবি আফগানিস্তানে তালেবানবিরোধী এক সামরিক অভিযানে অন্তত ৩১ তালেবান সদস্য নিহত হয়েছেন। সামরিক বাহিনীর ২৪ ঘণ্টার অভিযানে এসময় আরো অনেকে আহত হয়েছেন।  বুধবার দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান। তবে এখন পর্যন্ত সরকারি বাহিনীর অভিযানের বিষয়ে কোনো মন্তব্য করেনি তালেবান। দেশটির উত্তর কুন্দুজপ্রদেশের খানাবাদ জেলায় জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালালে আট তালেবান নিহত ও তিনজন আহত হন বলে জানান জেলার গভর্নর হায়াতুল্লাহ আমিরি। সারাদিন পশ্চিম ফারাহপ্রদেশে এই অভিযানে গ্রুপ কমান্ডার মোল্লা হেলালসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। এ ছাড়া দেশটির সামরিক বাহিনীর অভিযানে দক্ষিণ কান্দাহারপ্রদেশে আরো সাত জঙ্গি নিহত ও ১৫ জন আহত হয়েছেন বলে জানান সেনাবাহিনীর মুখপাত্র সাদিক এইসা। এ অভিযানে দক্ষিণ হেলমান্দপ্রদেশের নহর-ই-সারজ জেলায় স্থল ও বিমান হামলায় ১১ জন জঙ্গি নিহত, চারজন আহত হয়েছেন। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

চীনের বাধায় সন্ত্রাসী তালিকায় পড়লেন না জইশের আজহার

Image
জইশ-ই মোহাম্মদ নেতা মাসুদ আজহার। ছবি-সংগৃহীত পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের মৌলবাদী সংগঠন জইশ-ই মোহাম্মদ নেতা মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসী ঘোষণা করে নিষেধাজ্ঞার প্রস্তাব ভেস্তে গেছে। বুধবার রাতে চীনের ভেটোতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আটকে গেছে প্রস্তাবটি। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেনসহ নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলো ভারতের পাশে দাঁড়ালেও চীনের প্রাচীরে আটকে যায় সেই উদ্যোগ। এতে হতাশা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। মাসুদ আজহারকে নিষিদ্ধ তালিকায় আনার এই চেষ্টা প্রথম নয়। গত এক দশকে ভারত সরকার এ বিষয়ে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর কাছে বারবার দ্বারস্থ হয়েছে। প্রত্যেক বারই হোঁচট খেতে হচ্ছে বেইজিংয়ের আপত্তিতে। পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় ভারতের নিরাপত্তা বাহিনীর প্রায় অর্ধশত সদস্য নিহত হওয়ার পর ফের সক্রিয় হয় দেশটি। ভারতের অনুরোধে মাসুদের উপর নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্র উঠে পড়ে লেগেছিল। সেই সঙ্গে সক্রিয় হয়েছিল পশ্চিমা বিশ্বের অন্য দেশগুলোও। আরও পড়ুন:  রূপগঞ্জে এক ‘ছাত্রলীগ’ নেতাকে কুপিয়ে হত্যা ত...

সকল ৭৩৭ ম্যাক্স বিমান সরিয়ে নেবে বোয়িং

Image
বোয়িং অফিস। ছবি: সংগৃহীত গত পাঁচ মাসে পর পর দুইটি দুর্ঘটনার পর নিজেদের অত্যাধুনিক বিমান ৭৩৭ ম্যাক্সকে গ্রাউন্ডেড করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। গত বছরের অক্টোবর এবং গত রবিবার একই মডেলের দুইটি বিমান দুর্ঘটনার পর একে একে বিশ্বের ৪২টি দেশ গ্রাউন্ডেড করে এই বিমান। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ঘোষণার পর নিজেদের এই মডেলের বিমান গ্রাউন্ডেড করলো বোয়িং। খবর বিবিসি। এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার প্রশাসন বোয়িং ৭৩৭ ম্যাক্স জেটকে 'গ্রাউন্ডেড' রাখার নির্দেশ দিয়েছেন। ইথিপিয়ার বিধ্বস্তের ঘটনায় বিস্তারিত তদন্তের আগ পর্যন্ত তার প্রশাসনের এই নির্দেশ বহাল থাকবে। দুর্ঘটনার পরেও ৭৩৭ ম্যাক্স মডেলের বিমানটি উড়ানে বহাল রাখার সিদ্ধান্ত জানালেও যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পরেই নিজেদের মোট ৩৭১টি ৭৩৭ ম্যাক্স বিমানকে গ্রাউন্ডেড ঘোষণা করে বোয়িং। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন জানায়, 'বিমান দুর্ঘটোনার তদন্তে উদ্ধারকৃত নতুন প্রমাণের পাশাপাশি, স্যাটেলাইট ডেটার উপর ভিত্তি করেই এই মডেলের বিমানকে সাময়িক গ্রাউন্ডেড করার ...