Posts

পর্যটনশিল্প বিকাশে চীনা কায়দা

Image
বিখ্যাত পর্যটন স্থান চীনের মহাপ্রাচীর। ছবি: এএফপি পর্যটন শিল্প বিকাশে নানামুখী উদ্যোগ নিয়েছে চীন। বেশ কয়েক বছর ধরে বিভিন্নভাবে দেশি-বিদেশ পর্যটক টানার চেষ্টা করছে দেশটি। তার ফলও পেয়েছে। ২০১২ সাল থেকে বিশ্বে পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে নিজেকে তুলে ধরতে পেরেছে চীন। গত বছর প্রায় ১৫ কোটি বিদেশি পর্যটক চীনে ঘুরে গেছেন। তার আগের বছর পর্যটকেরা চীন সফরে ব্যয় করেছেন ২৫ হাজার কোটি ডলারের ওপরে। যা বিশ্ব পর্যটকদের একই সময়ে প্রায় আমেরিকা ভ্রমণে ব্যয়ের সমান। চীনা কর্মকর্তারা মনে করেন, প্রচারণা ও প্রভাবিত করেই পর্যটক টানতে হবে। আর এ জন্য পর্যটন স্থানগুলো ব্যাপকভাবে অবকাঠামোগত উন্নয়নের কাজ চলছে। মূলত বিদেশি পর্যটকদের আরও বেশি করে আকৃষ্ট করতে এই কায়দা নিয়েছে চীন। সম্প্রতি নিজেদের প্রতিটি খাত ধরে ধরে উন্নয়নে মনোযোগ দিয়েছে বিশ্বের অন্যতম অর্থনৈতিক পরাক্রমশালী দেশটি। যুক্তরাজ্যের সাপ্তাহিক প্রকাশনা টাইমস হায়ার এডুকেশন সাময়িকীর জরিপে বিশ্বের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চীনের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম না থাকায় কর্তৃপক্ষকে ভাবিয়ে তুলেছে। ফলে শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটিয়ে শীর্ষস্থান দখ...

'পাকিস্তানের মাটিতে কোনো জঙ্গিগোষ্ঠী থাকবে না'

Image
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তানের মাটিতে থেকে কোনো জঙ্গিগোষ্ঠী তাদের কার্যক্রম পরিচালনা এবং বিদেশে হামলা চালাতে পারবে না। বর্হিবিশ্বে হামলা চালানো কোনো সন্ত্রাসী দলকে পাকিস্তানের মাটিতে থাকতে দেওয়া হবে না। শুক্রবার (০৮ মার্চ) দক্ষিণ পাকিস্তানে আয়োজিত জনসভায় এ ঘোষণা দেন ইমরান খান। খবর হিন্দুস্তান টাইমস'র। এর আগে বৃহস্পতিবার (০৭ মার্চ) থেকে পাকিস্তানে ইসলামী বিদ্রোহীদের বিভিন্ন সংগঠনের বিরুদ্ধে অভিযান চালিয়ে, সেগুলো নিজেদের নিয়ন্ত্রণে আনতে শুরু করে দেশটির সরকার। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের হামলার পর আন্তর্জাতিকভাবে চাপের মুখে রয়েছে পাকিস্তান। এরই জেরে দেশটিতে বিদ্রোহীদের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালানো হচ্ছে। বিডি প্রতিদিন/হিমেল

আঘাত হানলো পাখির ঝাঁক, ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত

Image
শুক্রবার বিকালে ভারতের রাজস্থান রাজ্যের বিকেনার জেলার পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় বিধ্বস্ত হওয়ার পর মিগ-২১ এর ধ্বংসাবশেষ। ছবি: কলকাতা ২৪/৭। পাকিস্তান সীমান্তে আবারো ভারতীয় যুদ্ধবিমান মিগ-২১ বিধ্বস্তের ঘটনা ঘটেছে। প্যারাসুটের মাধ্যমে বেঁচে আসা পাইলট জানিয়েছেন, হঠাৎ এক ঝাঁক পাখি ঘিরে ধরে বিমানটিকে। কয়েকটি ইঞ্জিনে ঢুকে পড়ার পর গোলমাল শুরু হয়, কোন মতে প্যারাসুট নিয়ে বের হতে সক্ষম হন তিনি। খবর ভারতীয় সংবাদ মাধ্যমের। এনডিটিভি জানিয়েছে, শুক্রবার বিকালে রাজস্থান রাজ্যের বিকেনার জেলায় পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে। সম্প্রতি মিগ-২১ দিয়েই পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে হামলা চালিয়েছিলেন ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান। ভারতের বিমান বাহিনীর মুখপাত্র বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জেনেছি রাজস্থানে পাখির কারণে বিমানটির ইঞ্জিনে কারিগরি সমস্যা দেখা দেয়। বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত জানতে বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে তদন্ত করা হবে।’ বিকেনার জেলার পুলিশ সুপার প্রদীপর মোহন শর্মা বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কারও নিহত হওয়ার খবর পাওয়...

চলমান উত্তেজনায় ভারতকে পরমাণু ডুবোজাহাজ দিচ্ছে রাশিয়া

Image
সংগৃহীত ছবি চলমান উত্তেজনার মধ্যেই রাশিয়ার কাছ থেকে পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজ ইজারা নেয়ার চুক্তি করেছে ভারত। তিন বিলিয়ন ডলারের এ চুক্তি অনুযায়ী ভারতকে ১০ বছরের জন্য পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজ ইজারা দেবে রাশিয়া। খবর পার্সটুডে পাক-ভারত চলমান উত্তেজনার মধ্যে এ ঘোষণা দেয়া হলো। পরমাণু শক্তিধর দেশ দু’টি ফেব্রুয়ারি ২৭ তারিখে আকাশে যুদ্ধে জড়িয়ে পড়েছিল। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরে আকাশে এ যুদ্ধে মিগ-২১সহ দু’টি বিমান ভারত হারিয়েছে।  এ ছাড়া, মিগ-২১’র উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে পাকিস্তান আটক করেছিল। অবশ্য, শুভেচ্ছা নিদর্শন স্বরূপ তাকে ৬০ ঘণ্টার কম সময়ের মধ্যে মুক্তি দেয় পাকিস্তান।   আক্রমণের কাজে ব্যবহারে-সক্ষম আকুলা শ্রেণির পরমাণু ডুবোজাহাজকে ভারত চক্র-৩ হিসেবে নামকরণ করবে। ২০২৫ সালের মধ্যে চক্র-৩’কে ভারতের কাছে হস্তান্তর করা হবে। দামসহ অন্যান্য বিষয়ে কয়েক মাসব্যাপী নানামুখী আলোচনার পর দুই দেশের মধ্যে এ চুক্তি সই করা হয়। সরকারি পর্যায়ে এ চুক্তি হয়েছে ৭ মার্চ। অবশ্য, চুক্তির বিষয়ে কোনো কথা বলতে অস্বীকার করেছেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ...

আন্তর্জাতিক নারী দিবস আজ

Image
 ‘প্রগতিকে দাও গতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বব্যাপী আজ ৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। ১৯৭৫ সাল থেকে প্রতি বছর সারা বিশ্বে এই দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়। নারীদের ওপর হওয়া বৈষম্য, নির্যাতনের বিরুদ্ধে করা প্রতিবাদে নারীদের জাগ্রত করাই নারী দিবস পালনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। নারী দিবসের রঙ নির্ধারিত হয়েছে বেগুনি এবং সাদা, যা নারীর প্রতীক। বেগুনি রঙ নির্দেশ করে সুবিচার ও মর্যাদা, যা দৃঢ়ভাবে নারীর সমতায়ন। ১৯৮৩ সালে পুলিৎজার পুরস্কারজয়ী মার্কিন কৃষ্ণাঙ্গ লেখক এবং নারীবাদী অ্যালিস ওয়াকারের প্রশংসিত উপন্যাস ‘দ্য কালার পারপল’ বইটি এই রঙ নির্ধারণে অনুপ্রেরণা জোগায়। এ বইতে তিনি নারীদের অধিকারের কথা তুলে ধরেছেন । ধারণা করা হয়, সেখান থেকেই নারীবাদী আন্দোলনের সঙ্গে জুড়ে গেছে বেগুনি-সাদা রঙ। এ নারী দিবস পালনের পটভূমি হচ্ছে এই দিনে আমেরিকায় ঘটে যাওয়া এক আন্দোলন। ১৮৫৭ সালের ৮ মার্চ নিউইয়র্কের সুতা কারখানায় কর্মরত নারীশ্রমিকরা সড়কে আন্দোলনে নামতে বাধ্য হন । সেদিন বেতন বৈষম্য, নির্দিষ্ট কর্মঘন্টা আর কাজের বৈরি পরিবেশের বিরুদ্ধে প্...

প্রিন্ট করুন printer উত্তেজনার মধ্যেই যুদ্ধের প্রস্তুতি পাকিস্তান-ভারতের!

Image
সংগৃহীত ছবি পাকিস্তান এবং ভারত উভয়ই বলেছে, পরস্পরের পক্ষ থেকে চালানো যে কোনো আগ্রাসন মোকাবেলার জন্য তারা চরম প্রস্তুতি বজায় রেখেছে। পাকিস্তান এবং ভারতের মধ্যে চলমান উত্তেজনা কমানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায় যখন কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে তখন উভয় দেশ এ বক্তব্য দিল। খবর পার্সটুডে ভারতীয় বিমান বাহিনী বা আইএএফের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানি যে কোনো আগ্রাসন শনাক্ত করা এবং  ঠেকিয়ে দেয়ার জন্য আকাশে কঠোর নজর রাখা হয়েছে।  পাকিস্তান তার আকাশসীমা ওমান, ইরান, আফগানিস্তান এবং চীনের জন্য খুলে দিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে আরো বলা হয়, পাক-ভারত আকাশ সীমান্তে ঢোকার এবং বের হওয়ার ১১টি স্থান এখনো ভারতের জন্য খুলে দেয়া হয় নি। এদিকে, কিছুদিন আগেই পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন,  যে কোনো আগ্রাসন বা হঠকারীর মুখে দেশটিকে রক্ষার লক্ষ্যে পাক সেনাবাহিনী দৃঢ় প্রতিশ্রুতিবন্ধ। পাক বাহিনীকে যে কোনো হুমকি মোকাবেলায় অব্যাহত ভাবে সতর্ক এবং প্রস্তুত থাকারও নির্দেশ দেন তিনি। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

কাশ্মীরের স্বাধীনতাকামী নেতাকে কারাগারে নিল ভারত

Image
কাশ্মীরের একজন স্বাধীনতাপন্থী নেতাকে জননিরাপত্তা আইনে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে ভারত। আইন অনুযায়ী, তাকে কোনো ধরনের বিচার ছাড়াই সর্বোচ্চ ২ বছর পর্যন্ত আটকে রাখা যাবে।  খবর আল-জাজিরার। আটক ওই স্বাধীনতাপন্থী নেতার নাম ইয়াসিন মালিক। তিনি জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্ট বা জেকেএলএফ-এর প্রধান। গ্রেফতারের পর তাকে কোট বালওয়াল জেলে পাঠানো হয়েছে। এটি জম্মু শহরে অবস্থিত। এর আগে গত ২২ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করা হয়।  স্থানীয় আরও ১৬০ স্বাধীনতাকামীর সঙ্গে তাকেও একটি থানায় এতদিন আটকে রাখা হয়েছিল। কাশ্মীরের পুলওয়ামাতে জঙ্গি হামলায় কমপক্ষে ৪০ ভারতীয় আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হওয়ার প্রেক্ষিতেই ব্যাপক এই ধরপাকর শুরু করে দেশটির নিরাপত্তাকর্মীরা। ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে জামায়াতে ইসলামি। গ্রেফতার করা হয়েছে এর কমপক্ষে ৩০০ সদস্যকে।  আল-জাজিরাকে শীর্ষ এক জেকেএলএফ নেতা বলেন, এ সরকার দমনপীড়নের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। কেউ কথা বললেই তাকে গ্রেফতার করা হচ্ছে। বিডি প্রতিদিন/কালাম