Posts

ভারত পরমাণু বোমা ছুড়ে পাকিস্তানকে নিশ্চিহ্ন করে দিতে পারে'

Image
ভারতের পরমাণু বোমা (ফাইল ছবি) ''পাকিস্তান যদি একটি পারমাণবিক বোমা দিয়ে ভারতের ওপর আক্রমণ করে, তাহলে ভারত পাল্টা অন্তত ২০টি পারমাণবিক বোমা নিক্ষেপ করে পাকিস্তানকে নিশ্চিহ্ন করে দিতে পারে।'' কোনো ভারতীয় নেতা বা প্রতিরক্ষা বিশেষজ্ঞ নন, এমনই আশঙ্কার কথা জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। পাকিস্তানের জনপ্রিয় দৈনিক ডনের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার জেরে নয়াদিল্লি-ইসলামাবাদ তুমুল উত্তেজনার পরিপ্রেক্ষিতে গত শুক্রবার আবুধাবিতে এক সংবাদ সম্মেলনে তিনি এমন অশঙ্কার কথা জানান। পাকিস্তানের সাবেক এই সেনা প্রধান আরও বলেন, "ভারত এবং পাকিস্তানের সম্পর্ক আবার বিপদজনক জায়গায় পৌঁছে গেছে। কোনো পারমাণবিক আক্রমণ হবে না। আমরা (পাকিস্তান) যদি ভারতকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে আক্রমণ করি, তাহলে পাল্টা একই ধরনের ২০টি বোমার সাহায্যে পাকিস্তানকেই ধ্বংস করে দিতে পারে ভারত। তাই আমাদের উচিত ৫০টি বোমা নিয়ে হামলা করা। সেটা করলে ভারত ২০টি বোমা নিয়ে হামলা করতে পারবে না। আমরা কি ৫০টি বোমা নিয়ে হামলা করতে প্রস্তুত"? ...

আর্জেন্টিনায় 'রহস্যময়' প্রাণীর সন্ধান

Image
সংগৃহীত ছবি আর্জেন্টিনায় রহস্যময় এক প্রাণীর সন্ধান পওয়া গেছে। প্রথমে সেটিকে সাপ ভেবে ভুল করেছিলেন মারিয়া জুলিয়া কান্দোত্তি। কিন্তু পরে প্রাণীটিকে খুঁটিয়ে দেখে তিনি বুঝতে পারেন, এমন জীব তিনি কখনও দেখেননি। সঙ্গে সঙ্গে তার ছবি তোলেন মারিয়া। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনার উত্তর-পূর্বাঞ্চলের সান্তা ফে প্রদেশের সান জেভিয়ার শহরের কাছেই। মারিয়া জুলিয়া কান্দোত্তি নামের ওই কৃষক ধানক্ষেতে কাজ করতে গিয়ে প্রাণীটির দেখা পান। সাপের মতো চেহারার ওই প্রাণীটির চমড়া অস্বাভাবিক রকমের কোঁচকানো। তার উপরে তার দাঁতগুলো মানুষের দাঁতের মতো।  মারিয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিকটবর্তী নদী থেকে প্রাণীটি ধানক্ষেতে চলে এসেছিল। ফেসবুকে তিনি জানান, সেটি যে ঠিক কী, তা তাঁরা জানেন না। তবে প্রাণীটিকে দেখে তাঁদের রীতিমতো ভয় করছিল, সে কথা তিনি তাঁর পোস্টে লিখেছেন। পরে বিশেষজ্ঞরা মারিয়ার পোস্টটি দেখে জানান, প্রাণীটি সাপ নয়। এটি এক রকমের মাছ। এটির নাম সাউথ আমেরিকান লাংফিশ। এর বৈজ্ঞানিক নাম ‘এপিডোসাইরেন প্যারাডক্সা’। এই মাছ সরাসরি বাতাস ...

ছিনতাইয়ের চেষ্টা; বিমান থেকে যেভাবে বের হন যাত্রীরা (ভিডিও)

Image
রবিবার বিকেল থেকে আলোচনায় ছিল দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ছিনতাইয়ের ঘটনা। ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ বিজি-১৪৭ দুর্বৃত্তরা ছিনতাইয়ের চেষ্টা করায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে। এরপর সন্দেহভাজ ছিনতাইকারীকে বিমানের ভেতরে রেখে কর্ডন করে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় কমান্ডো অভিযানের পর চট্টগ্রাম শাহ আমানত (রা.) আন্তর্জাতিক বিমান বন্দরে বাংলাদেশ বিমানের ‘ময়ুরপঙ্খী’র মুক্ত হয় জিম্মিদশা থেকে। মাত্র ৮ মিনিটের কমান্ডো অভিযানে প্রায় চার ঘণ্টার শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটে। কমান্ডো অভিযানে নিহত হন ‘মাহাদী’ নামে এক ছিনতাইকারী। এদিকে অভিযানের আগে বিমানের জরুরি অবতরণের পর বিমানের যাত্রীদের মধ্যে কয়েকজনকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিমানটির ডানা দিয়ে নামতে দেখা যায়। এসময় ওই আতঙ্কিত যাত্রীদের বিমানের ডানা থেকে লাফিয়ে নিচে নামতে দেখা যায়। আর এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোযাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দেখুন সেই ভিডিওটি- বিডি প্রতিদিন/হিমেল

পাকিস্তানের প্রধানমন্ত্রী 'হিজড়া' : রামদেব

Image
ইমরান খান-রামদেব পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হিজড়া বলে আক্রমণ করেছেন ভারতীয় যোগগুরু রামদেব। সোমবার নয়াদিল্লিতে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। পাকিস্তানে যোগ শেখানোর প্রস্তাব এলে কী করবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রামদেব পাকিস্তান সম্পর্কে তার চিন্তা-ভাবনা সরাসরি তুলে ধরেন।  তিনি স্পষ্টভাবে জানান, পাকিস্তানের জনসাধারণের সঙ্গে ভারতের কোনও শত্রুতা নেই। ভারতের শত্রুতা রয়েছে আইএসআই, মাসুদ আজহার, হাফিজ সইদ, সন্ত্রাসবাদীদের সঙ্গে। ইমরান খানের মতো হিজড়েদের সঙ্গে শত্রুতা রয়েছে। তার এই বক্তব্য নিয়ে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, ইমরান শক্তিহীন ব্যক্তি তাই তার সম্পর্কে এই ধরনের কথা বলাই যায়। তার মধ্যে আত্মসম্মান থাকলে এই ধরনের ঘটনা ঘটত না বলেও মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় সন্ত্রাসী হামলায় ৪০ জনের বেশি সিআরপিএফ জওয়ান নিহত হয়। জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ এই ঘটনার দায় স্বীকার করার পরই ভারত জঙ্গি হামলার ইস্যুতে পাকিস্তানের ওপর দায় চাপায়। যদিও ইমরান খানসহ পাকিস্তান এই হামলার দায় অস্বীকার করেছে। ভারত ক...

ইসলামত্যাগী দুই সৌদি বোনকে নিয়ে বিশ্ব মিডিয়ায় তোলপাড়

Image
সৌদিতে নারীদের কোন স্বাধীনতা নেই বলে জানিয়েছে দুই ইসলামত্যাগী বোন। ছবি: সংগৃহীত। কয়েক সপ্তাহ আগে সৌদি থেকে পালানো ধর্মত্যাগী কিশোরী মোহাম্মদ আলকুনকে নিয়ে বিশ্ব মিডিয়ায় সরগম ছিল। তার এক মাস পেরোতে না পেরোতে বিশ্ব মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন সৌদি থেকে পালানো দুই বোন। নিরাপত্তার কারণে দুই বোনের ছদ্মনাম রিম রাওয়ান হিসেবে প্রকাশ করেছে আন্তর্জাতিক মিডিয়াগুলো। ওই দুই বোনের একজনের বয়স ১৮ আরেক জনের ২০ বছর। সিএনএন তাদের সম্পাদকীয় পাতায় কয়েক পৃষ্ঠা জুড়ে ওই দুই বোনের খবর প্রকাশ করে। সিএনএনকে ওই দুই বোন জানায়, দেশে থাকতে তাদের পরিবার তাদের ওপর অনেক নির্যাতন করত। তাদের পরিবারের সব কথা বাধ্য হয়ে মেনে চলতে হত। ওই দুই বোন সিএনএনকে আরো জানায়, সৌদি আরবে নারীদের কোন স্বাধীনতা নেই। নারীদের সঙ্গে দাসীর মত আচরণ করা হয়।মেয়েরা সেখানে পুরুষের ভোগের বস্তু। এজন্য ওই দুই বোন তাদের ইসলাম ধর্ম ত্যাগ করেছে। এছাড়া সৌদিতে তাদের নিয়ে গেলে মৃত্যুদণ্ড দেয়া হবে বলে জানান। এছাড়া আরেক বার্তা সংস্থা গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ওই দুই বোন গত বছরের সেপ্টেম্বরে পরিবারের সঙ্গে ছুটিতে শ্রীলঙ্কা যায়। সেখ...

ভারতের কাছে শান্তি স্থাপনের সুযোগ চাইল পাকিস্তান

Image
জম্মু ও কাশ্মীরের পুলওয়ামাতে হামলায় ভারতের ৪০ জনের বেশি আধা সামরিক সেনা নিহত হন। ছবি: সংগৃহীত। কাশ্মীরের পুলওয়ামায় হামলার জেরে এইমুহূর্তে প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দুই দেশটির অনেকে আশঙ্কা করছেন যেকোন মুহূর্তে বাধতে পারে যুদ্ধ। তবে রবিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের কাছে শান্তি স্থাপনের সুযোগ চাইলেন। খবর এনডিটিভির। শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে ভারতের প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘পুলওয়ামায় জঙ্গি হামলার অভিযোগ যাদের বিরুদ্ধে, পারলে তাদের শাস্তি দিন’। তারই প্রেক্ষিতে রবিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী জবাব দেন। তিনি বলেন, শান্তি স্থাপনের সুযোগ দিন। এনিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী দপ্তর একটি বিবৃতি জারি করেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। তাতে লেখা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী এখনও নিজের বক্তব্যে অনড়। দিল্লি যদি পুলওয়ামার সঙ্গে পাকিস্তানের যোগ প্রমাণ করতে পারে তাহলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে ইসলামাবাদ। শনিবার রাজস্থানের টঙ্কে একটি সভায় ভাষণ দিতে গিয়ে গত বছর ইমরান খান প...

পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধই একমাত্র সমাধান, চান সার্জিক্যাল স্ট্রাইকও

Image
জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর সদস্যদের টহল। ছবি: রয়টার্স কাশ্মীরে পুলওয়ামা জঙ্গি হামলার প্রতিকার হিসেবে ভারতের কী কী পদক্ষেপ নেওয়া উচিত, এ জন্য যৌথভাবে এক জরিপ চালিয়েছে ইন্ডিয়া টুডে-এক্সিস মাই ইন্ডিয়া। জরিপে অংশ নিয়ে বেশির ভাগ উত্তরদাতা বলেছেন, কঠোরভাবে সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধই একমাত্র সমাধান। আবার অনেকে যুদ্ধের বদলে সার্জিক্যাল স্ট্রাইক বা সীমান্ত পেরিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংসের পক্ষেই। কেউ কেউ তো আবার অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনের ভাগ্য যেভাবে নির্ধারণ হয়েছিল, ঠিক তেমনটাই চান জয়শ-ই-মুহাম্মদের প্রধান মাসুদ আজহারের বেলায়। আবার কেউ কেউ চান পাকিস্তানকে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করে ফেলা। ১৪ ফেব্রুয়ারি ভারতের জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় আধা সামরিক বাহিনীর ৪০ জন জওয়ানের মৃত্যু হয়। এরপরই দেশটির ২৯টি রাজ্যে জরিপ চালায় এক্সিস মাই ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডের পলিটিক্যাল স্টোক এক্সচেঞ্জ (পিএসই)। সেই জরিপে এসব চাওয়া অংশগ্রহণকারীদের। ২০-২২ ফেব্রুয়ারিতে চালানো জরিপে অংশ নেন ১২ হাজার ৮১৫ জন। জঙ্গি হামলার পরই ভারতের করণীয় হিসেবে পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ...