Posts

ইতালিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

Image
রোমের কেন্দ্রস্থল ভিত্তরিও পার্কে স্থাপিত অস্থায়ী শহিদ মিনারে রাষ্ট্রদূতের পুষ্পস্তবক অর্পণ। ছবি: ইত্তেফাক রোমস্থ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে যথাযথ ভাবগাম্ভীর্য ও বিনম্র শ্রদ্ধায় 'মহান শহীদ দিবস' ও 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০১৯' পালিত হয়েছে । এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে রোমের কেন্দ্রস্থল ভিত্তরিও পার্কে স্থাপিত অস্থায়ী শহিদ মিনারে রাষ্ট্রদূত পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরই বাঙালিদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীগণ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তীব্র শীত উপেক্ষা করে অনুষ্ঠানে ৩০টির বেশি সংগঠনের সহস্রাধিক প্রবাসী বাংলাদেশি স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেছেন। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় 'একুশের কালজয়ী গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি' গাওয়ার মধ্যে দিয়ে ২০ ফেব্রুয়ারির রাত ১০ টায় অনুষ্ঠান শুরু হয়। এছাড়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত মর্মস্পর্শী দেশাত্ববোধক গানও পরিবেশন করা হয়। এর পর দূতাবাসের কর্মকর্তাবৃন্দ...

আগুনে পুড়ল রাসুর স্বপ্ন

Image
ইমতিয়াজ আহমেদ রাসু আর মাত্র কিছুদিন। এর পরই চিকিৎসক হয়ে পরিবারের স্বপ্ন পূরণ করতে পারতেন পাবনার বেড়া উপজেলার ইমতিয়াজ আহমেদ রাসু। কিন্তু ঢাকার চকবাজারের আগুন সেই স্বপ্ন নিভিয়ে দিয়েছে। রাসুর পরিবারে এখন শুধুই মাতম। উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে নতুনভারেঙ্গা ইউনিয়নের সোনাপদ্মা গ্রামে রাসুর বাড়ি। বাবা নজরুল ইসলাম নতুনভারেঙ্গা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। চিকিৎসক করার স্বপ্ন নিয়ে ঢাকার একটি প্রাইভেট ডেন্টাল কলেজে ছেলেকে ভর্তি করিয়েছিলেন তিনি। ওই কলেজে শেষ বর্ষে পড়তেন রাসু। পাশাপাশি চকবাজারের একটি ডেন্টাল ক্লিনিকে প্র্যাকটিসও করতেন। আর কিছুদিন পরেই পুরোপুরি চিকিৎসক হতেন রাসু। চকবাজারের আগুন লাগার সময় রাসু ডেন্টাল ক্লিনিকে ছিলেন। আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হয় তাঁর। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাতেই শনাক্ত শেষে রাসুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আজ শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে নিজ গ্রামে তাঁকে দাফন করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, রাসুরা দুই ভাই, তিন বোন। বড় দুই বোনের বিয়ে হয়েছে। ছোট ভাই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছোট বোন উচ্চমাধ্যমিক শ্রেণির ছা...

কাশ্মীরে জঙ্গি হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ দেশ

Image
ফাইল ছবি কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সিআরপিএফ সেনাদের উপর জঙ্গি হামলার ঘটনায় এবার ভারতের পাশে দাড়িয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কড়া ভাষায় এই হামলার নিন্দা করে বিবৃতি প্রকাশ করা হয়েছে তাদের পক্ষ থেকে। বিবৃতিতে একমত হয়েছে চীনসহ নিরাপত্তা পারিষদের ১৫টি স্থায়ী এবং অস্থায়ী সদস্য দেশ।  যার ফলে না চাইতেও এবার পুলওয়ামা হামলায় পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীর নিন্দায় বাধ্য হল বেইজিং। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবারুদ্দিন টুইট করে ওই বিবৃতিটি পোস্ট করেছেন। সেই সঙ্গে তিনি লিখেছেন, ‘‌এই প্রথম জাতিসংঘে বেশ কয়েকটি নতুন পদক্ষেপ করা হল। জটিল কূটনৈতিক পরিস্থিতিতে দেরিতে হলেও ভাল সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’‌ এদিকে জানা গিয়েছে, পুলওয়ামা হামলার পরই নিরাপত্তা পরিষদ এই বিবৃতি প্রকাশ করত। কিন্তু বিগত ৬ দিন ধরে চীন এই বিবৃতির বিরোধীতা করেছিল। বেইজিংয়ের দাবি ছিল, বিবৃতিতে জৈশ-ই-মোহম্মদ জঙ্গি গোষ্ঠীর নাম থাকবে না। এবং জম্মু-কাশ্মীরের ক্ষেত্রে ‘‌ভারত অধিকৃত জম্মু-কাশ্মীর’‌ লিখতে হবে। যদিও শেষপর্যন্ত চীনের এই দাবি আর মান্যতা পায়নি। রাজনৈতিক মহলের মতে, কূটনৈতিক দিক থেকে ভারত...

সংকট কাটাতে চীন সফরে সৌদি যুবরাজ

Image
ফাইল ছবি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর কূটনৈতিক সংকটে পড়ে সৌদি আরব। সেই সংকট কাটিয়ে উঠতে দক্ষিণ এশিয়ার দুই দেশ পাকিস্তান ও ভারত সফরের পর এবার চীন গেলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দু'দিনের চীন সফরে গতকাল বৃহস্পতিবার বেইজিংয়ে পা রাখেন তিনি। এ সফরে সৌদি যুবরাজের সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের কথা রয়েছে। একই সঙ্গে বৈঠকের আলোচ্যসূচিতে বেইজিংয়ের উচ্চাভিলাষী বেল্ট অ্যান্ড রোড ইনেশিয়েটিভ থাকবে বলে জানা গেছে। এছাড়া দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর দিকেও নজর দেয়া হবে বলে জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।    এর আগে ২০১৭ সালে সৌদি বাদশাহ সালমান চীন সফর করেন। ওই সফরের সময়ে দুই দেশের মধ্যে ৬৫ বিলিয়ন ডলারের চুক্তি সই হয়েছিল। খাশোগি হত্যাকাণ্ডের পর মিত্রদের সঙ্গে এখনও যে সৌদি আরবের সম্পর্ক রয়েছে, তা দেখাতেই সৌদি যুবরাজের এশিয়ায় সফর বলে মনে করছেন কূটনৈতিক মহল। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

স্কুটার থেকে হাতির পালের সামনে ছিটকে পড়া শিশুকে বাঁচালো অন্য হাতি

Image
ছবি: সংগৃহীত জঙ্গলের ভেতরের মন্দিরে পুজো দিয়ে বৃহস্পতিবার লাটাগুড়িতে বাড়ি ফিরছিলেন ঘোষ পরিবার। আচমকা হাতির দলের সামনে তাদের স্কুটার থেকে ছিটকে পড়ে যায় চার বছরের কন্যা। সকলকে চমকে দিয়ে এক হাতিই দলের অন্যান্যদের কাছ থেকে শিশুটিকে রক্ষা করে আড়াল করে রাখে। ভারতের গরুমারা অরণ্যের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে এই ঘটনাটি ঘটে। এই জাতীয় সড়ক জঙ্গলটিকে দুভাগে ভাগ করে। পুজো দিয়ে স্কুটারে করেই বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী নিতু ঘোষ, তার স্ত্রী তিতলি ও মেয়ে অহনা। হঠাত তারা দেখেন একদল হাতি রাস্তা পার করছে। তারা থেমে যান, হাতির দল পেরিয়ে গেলে রাস্তা পার করতে যান। তারা বুঝতে পারেননি আরেকটি দল রয়েছে হাতির। নিতু ঘোষ স্কুটার নিয়ে রওনা দিতে না দিতেই ওই হাতির দলটিও রাস্তায় এসে পড়ে, স্কুটারটি পড়ে হাতির দলের মাঝে। আকস্মিক ব্রেক কষায় ছিটকে পড়েন তিনজনই। এরপরেই হাতির পাল থেকে বেরিয়ে আসে এক সদস্য, চার বছরের অহনা যেখানে পড়েছিল সেখানেই দুই পা দিয়ে আড়াল করে দাঁড়ায়। দলের অন্যান্য সদস্যরা পেরিয়ে যায় নির্বিঘ্নে। এর আগে বেশ কয়েকটি ঘটনায় হাতিদের আক্রমনে প্রাণ হারিয়েছেন বহু পর্যটক। আরো পড়ুন:  চাকরি দেওয়ার না...

ভারতে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি!

Image
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীত সফরে এসে ভারতে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনার কথা জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এশিয়া সফরের দ্বিতীয় দেশ হিসেবে ভারত সফরে আসেন সৌদি যুবরাজ। সফরকালে বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে যুবরাজ প্রযুক্তি ও অন্যান্য ছোট ছোট কোম্পানি খাতে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের কথা জানান। আর এই বিনিয়োগের মাধ্যমে ভারত-সৌদি সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করেন তিনি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, 'আমরা আশা করছি ভারতের বিভিন্ন খাতে সৌদির সঙ্গে যে বিনিয়োগের সম্ভাবনা দেখা যাচ্ছে তাতে করে আগামী দুই বছরের মধ্যে তা ১০ হাজার কোটি ছাড়িয়ে যেতে পারে। দুই দেশের সরকারের পক্ষ থেকে এসব বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগানোর চেষ্টা করা হবে। এটি উভয়ের জন্যই সুখবর বয়ে আনবে বলে আমি আশা করি'। তবে বিশেষজ্ঞদের মতে, সৌদি যুবরাজের এই ঘোষণা অপ্রত্যাশিত নয়। তেল-গ্যাসের চাহিদা বৃদ্ধির হারের দিক থেকে ভারত এখন বিশ্বের প্রথম অবস্থানে রয়েছে। এমনকি সম্প্রতি চীনকেও ছাড়ি...

শালবন বৌদ্ধবিহার

Image
কুমিল্লার লালমাই-ময়নামতি প্রত্নস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনার একটি শালবন বৌদ্ধবিহার। এটি বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। এতে সপ্তম থেকে দ্বাদশ শতকের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। কোটবাড়ী, কুমিল্লা, ১৬ ফেব্রুয়ারি। ছবি: এমদাদুল হক ধারণা করা হয়, খ্রিষ্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেব বংশের চতুর্থ রাজা শ্রীভবদেব এই বৌদ্ধবিহার নির্মাণ করেন। কোটবাড়ী, কুমিল্লা, ১৬ ফেব্রুয়ারি। ছবি: এমদাদুল হক শালবন বিহারের ছয়টি নির্মাণ ও পুনর্নির্মাণ পর্বের কথা জানা যায়। খ্রিষ্টীয় অষ্টম শতাব্দীর মধ্যে তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয় এবং বিহারটির সার্বিক সংস্কার হয় বলে অনুমান করা হয়। চতুর্থ ও পঞ্চম পর্যায়ের নির্মাণকাজ ও সংস্কারকাজ সম্পন্ন হয় নবম-দশম শতাব্দীতে। কোটবাড়ী, কুমিল্লা, ১৬ ফেব্রুয়ারি। ছবি: এমদাদুল হক বিহারে সর্বমোট ১৫৫টি কক্ষ আছে। কক্ষের সামনে ৮.৫ ফুট চওড়া টানা বারান্দা ও তার শেষ প্রান্তে রয়েছে অনুচ্চ দেয়াল। কোটবাড়ী, কুমিল্লা, ১৬ ফেব্রুয়ারি। ছবি: এমদাদুল হক বিহার অঙ্গনের ঠিক মাঝখানে ...