Posts

ফেসবুকে পরিচয়ে প্রেম-বিয়ে, অতঃপর প্রাণই গেল যুবকের

Image
আশা আক্তার এক বছর আগে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে চার মাস আগে বিয়ে হয় ব্রাহ্মণবাড়িয়ার ছেলে শামীমের সঙ্গে বগুড়ার মেয়ে আশা আক্তারের। শামীমকে বগুড়াতে স্থায়ী করার জন্য এনজিও থেকে ঋণ নিয়ে একটি ইজিবাইকও কিনে দেন আশা আক্তার। কিন্তু বিয়ের পর আশা আক্তার জানতে পারেন, শামীম আগেও বিয়ে করেছেন এবং তার দুইটি বাচ্চা আছে। এরই মধ্যে শামীম আশা আক্তারকে না বলে চট্টগ্রাম চলে আসায় ক্ষোভ আরও বেড়ে যায়। এরপরই খুনের পরিকল্পনা করে আশা আক্তার।  শামীম খুন হওয়ার পাঁচ দিনের মধ্যে আশা আক্তারকে বগুড়া থেকে গ্রেফতার করে চট্টগ্রাম নিয়ে এসে এমনই চাঞ্চল্যকার তথ্য জানিয়েছেন সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) কুসুম দেওয়ান। বুধবার দামপাড়া পুলিশ লাইন্সে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শামীম ফোনে আশা আক্তারকে চট্টগ্রাম চলে আসার জন্য বললে তিনি রাজি হয়ে যান। পরে শামীম গিয়ে আশা আক্তারকে নিয়ে আসেন এবং ভাড়া বাসায় উঠেন। গত ১৬ ফেব্রুয়ারি শামীমের সঙ্গে প্রথম চট্টগ্রামে আসেন আশা আক্তার। এবং সেদিনই শামীমকে ঘুমের মধ্যে খুন করে বগুড়া পালিয়ে যান। হত্যাকাণ্ডে ব্যবহার করা ছুরিটি বগুড়া থেকে কিনে নিয়ে এসেছিলেন আশা আক্তার।...

দ্বিতীয় দিনেও তোড়জোড় নেই মনোনয়নপত্র নেওয়ার

Image
ছবি- জয়ীতা রায় দ্বিতীয় দিনের মতো চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ । তবে ক্যাম্পাসে ক্রিয়াশীল প্রধান ছাত্রসংগঠনগুলোর কেউই মনোনয়নপত্র না নেওয়ায় তোড়জোড় লক্ষ্য করা যায়নি। মঙ্গলবার থেকে শুরু হয় মনোনয়নপত্র বিতরণ। আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। আজ বুধবার দুপুর পর্যন্ত হাজী মুহাম্মদ মুহসীন হল, এফ. রহমান হল এবং বেগম রোকেয়া হল থেকে মাত্র ১টি করে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলগুলোতেও এ বিষয়ে একই ধরনের খবর পাওয়া গেছে। এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন জানান, বিতরণ শুরু হলেও আগেই তা নেবেন না তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে, ছাত্রদল নির্দিষ্ট কোন দিন জানায়নি। আর ছয় দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। বামপন্থি ছাত্রসংগঠনগুলোও তাদের নিজেদের মধ্যে আলোচনা শেষে মনোনয়নপত্র নেওয়ার কথা জ...

নাগরিকত্ব হারাচ্ছেন আইএসের শামীমা, আলোচনায় বাংলাদেশ

Image
আইএসে উদ্বুদ্ধ হয়ে চার বছর আগে যুক্তরাজ্য ছাড়েন শামীমা বেগম। ছবি: বিবিসির সৌজন্যে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগমের ব্রিটিশ নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হচ্ছে। তবে সন্তানকে নিয়ে যুক্তরাজ্যে ফেরার আকুতি জানিয়ে যাচ্ছেন শামীমা। এদিকে শামীমার নাগরিকত্ব কেড়ে নেওয়ার সঙ্গে উঠে আসছে বাংলাদেশ প্রসঙ্গ। বলা হচ্ছে, মা-বাবা সূত্রে তিনি বাংলাদেশের নাগরিক। যদিও শামীমা দাবি করেছেন, তিনি বাংলাদেশে কখনো ছিলেন না। আজ বুধবার বিবিসি অনলাইনের খবরে বলা হয়, হোয়াইট হল জানিয়েছে যে ১৯ বছর বয়সী শামীমা এখন অন্য দেশের নাগরিকত্ব পাওয়ার উপযোগী। এ অবস্থায় তাঁর ব্রিটিশ নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া সম্ভব। তবে শামীমার পরিবারের আইনজীবী তাসনিম আকুঞ্জে বলেছেন, ব্রিটিশ সরকারের এমন সিদ্ধান্ত তাঁদের ‘হতাশ’ করেছে। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে ‘সব আইনি পথ’ খতিয়ে দেখছেন তাঁরা। শামীমা বেগম ২০১৫ সালে পূর্ব লন্ডন ছেড়ে আইএসে যোগ দেন। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৫ বছর। গত সপ্তাহে তাঁকে সিরিয়ার একটি শরণার্থীশিবিরে পাওয়া যায়। তিন দিন আগে তিনি একটি ছেলেসন্তানের জন্ম দেন। শামীমা বেগমের পরিব...

‘কলকাতায় কাশ্মীরিরা নিরাপদ ও সুরক্ষিত’

Image
অনুজ শর্মা ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নতুন পুলিশ কমিশনার অনুজ শর্মা বলেছেন, ‘কলকাতায় বসবাসরত কাশ্মীরিরা সুরক্ষিত আছেন। তাঁরা নিরাপদে আছেন। এই শহরে কাশ্মীরিদের ওপর কারও হুমকি বরদাশত করবে না পুলিশ।’ কলকাতার পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিয়ে গতকাল মঙ্গলবার এ কথা বলেছেন তিনি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় ১৪ ফেব্রুয়ারি জঙ্গি হামলায় ভারতীয় আধা সামরিক বাহিনীর ৪০ সদস্যের মৃত্যু হয়। এ হামলার পর গোটা ভারতে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো শুরু করে একটি গোষ্ঠী। এতে সন্ত্রস্ত হয়ে পড়ে কাশ্মীরিরা। একপর্যায়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত এক কাশ্মীরি চিকিৎসকের বাসভবনে কিছু যুবক গিয়ে ভয় দেখান। তাঁকে কলকাতা ছেড়ে চলে যেতে বলেন। তাঁর মেয়েদেরও খুন করার হুমকি দেন তাঁরা। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ কমিশনার বলেন, ওই চিকিৎসকের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হুমকিদাতাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই চিকিৎসক একজন খ্যাতনামা হৃদ্‌রোগ বিশেষজ্ঞ। তাঁর বাড়ি কাশ্মীরের শ্রীনগরে। অনুপ শর্মা কলকাতায় থাকা কাশ্মীরিদের অভয় দিয়ে বলেন, নগরের কাশ্মীরি অধ্যুষিত এলাকায় পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। এখানে আর সব...

সৌদি যুবরাজকে বুকে জড়িয়ে ধরলেন মোদি

Image
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: রয়টার্স এক দিনের সফরে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখন ভারতে। আজ বুধবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান সৌদি যুবরাজ। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি । উড়োজাহাজ থেকে নামতেই মোহাম্মদ বিন সালমানকে নিজের চওড়া বুকে জড়িয়ে ধরেন মোদি। ভারতের প্রধানমন্ত্রীর পিঠ চাপড়ে দেন সৌদি যুবরাজ। এক টুইট বার্তায় মোদি বলেন, ‘সৌদি যুবরাজকে আনন্দের সঙ্গে স্বাগত জানিয়েছি আমরা।’ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক টুইটে বলা হয়, দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু হলো। প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রী মোদি নিজে বিমানবন্দরে হাজির হয়ে সৌদি যুবরাজকে অভ্যর্থনা জানান। এটিই যুবরাজের প্রথম ভারত সফর। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে যুবরাজের বৈঠকে বাণিজ্য থেকে শুরু করে প্রতিরক্ষা, নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী অভিযান ও নবায়নযোগ্য জ্বালানির ব্যাপারে আলোচ...

মোদি আমার বড় ভাই', প্রশংসায় পঞ্চমুখ যুবরাজ সালমান

Image
দু'দিনের সফরে ভারতে পৌঁছেছেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। রাষ্ট্রপতি ভবনে উপস্থিত যুবরাজ সালমান  ভারতের সঙ্গে সৌদি আরবের বন্ধুত্ব সম্পর্কে জানান, এই বন্ধুত্ব তাদের ডিএনএ-তে রয়েছে এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেন।  তিনি বলেন, মোদি তার বড় ভাই এবং তিনি তার ছোট ভাই। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এদিকে সৌদি যুবরাজকে স্বাগত জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, তার এই সফর দুই দেশের সম্পর্ক আরও প্রগাঢ় করবে বলেই মনে করেন তিনি। তিনি এক টুইট বার্তায় বলেন, ভারত সৌদি যুবরাজকে স্বাগত জানিয়েছেন। এই সফরে দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে সাহায্য করবে। বিডি প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত

ইমরানে যুক্তি খারিজ করল ভারত

Image
ইমরান খান। ছবি: রয়টার্স ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামার সহিংসতা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বয়ান সরাসরি খারিজ করে দিল ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, বিশ্বকে বিভ্রান্ত না করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর উচিত সেই দেশের জমি ব্যবহার করে যারা সন্ত্রাস ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ব্যবস্থা নেওয়া। ইমরানের সমালোচনা করে বিবৃতিতে বলা হয়েছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই সন্ত্রাসী আক্রমণ ও তার মোকাবিলার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের আসন্ন নির্বাচনকে জড়িয়ে দিয়েছেন। এই মিথ্যাচার ভারত পুরোপুরিভাবে খারিজ করছে। ভারতীয় গণতন্ত্র গোটা বিশ্বের কাছে একটা মডেল। দুর্ভাগ্য যে পাকিস্তান তা কোনো দিনই বুঝতে পারবে না। অতীতে ভারত একাধিকবার সন্ত্রাস ও সন্ত্রাসীদের যোগসাজশের প্রমাণ পাকিস্তানকে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও পাকিস্তান কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। ইমরান খানের প্রস্তাব, ভারত প্রমাণ দিলে তাঁর সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে ও তদন্ত করবে। এই প্রস্তাবকে ভারত ‘খোঁড়া যুক্তি’ বলে অভিহিত করে বলেছে, সন্ত্রাসবাদী হাফিজ সঈদের সঙ্গে ...