Posts

আরও ১২ বছর ক্ষমতায় থাকছেন জেনারেল সিসি!

Image
মিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসিকে আরও ১২ বছর ক্ষমতায় রাখার জন্য দেশের সংবিধান সংশোধনের প্রস্তাব করেছেন তার অনুগত সংসদ সদস্যরা। সংবিধান সংশোধনের প্রস্তাবটি চূড়ান্তভাবে পাস হলে জেনারেল সিসি ক্ষমতার দ্বিতীয় মেয়াদ শেষ করার পরও ২০৩৪ সাল পর্যন্ত তিনি মিশরের প্রেসিডেন্ট থাকবেন। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ শেষ হবে ২০২২ সালে। ২০১৩ সালে সামরিক ক্যু’র মাধ্যমে নির্বাচিত প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর জেনারেল সিসি ২০১৪ সালে রাষ্ট্রীয় ক্ষমতায় বসেন। সাম্প্রতিক মাসগুলোতে জল্পনা-কল্পনা চলছিল যে, জেনারেল সিসির সমর্থকরা তাকে ক্ষমতায় রাখার জন সংবিধান পরিবর্তন করতে পারে। সেই ব্যবস্থা বাস্তবে রূপ দিতে রোববার সংসদে সংবিধান সংশোধনের খসড়া প্রস্তাব তোলা হয়। প্রস্তাব পাসের পর গণভোটের আয়োজন করা হবে। বিশ্লেষকদের অনেকেই মনে করেন, সংবিধান সংশোধনের জন্য যে গণভোটের আয়োজন করা হবে তা নিতান্তই লোক দেখানো বিষয়। মিশরের বর্তমান সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের মেয়াদ চার বছর; এখন তা বাড়িয়ে ছয় বছর করা হচ্ছে। বিডি প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত

অবস্থান ধর্মঘট ‘ধর্না’ প্রত্যাহার করলেন মমতা

Image
কলকাতায় কেন্দ্রীয় তদন্ত সংস্থার অ্যাকশনের প্রতিবাদে শুরু করা অবস্থান ধর্মঘট ‘ধর্না’য় বক্তব্য রাখছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস। কলকাতায় কেন্দ্রীয় তদন্ত সংস্থার অ্যাকশনের প্রতিবাদে শুরু করা অবস্থান ধর্মঘট ‘ধর্না’ তিন দিনের মাথায় প্রত্যাহার করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না বলে ভারতীয় সুপ্রিমকোর্ট আদেশ দেয়ার পর এ সিদ্ধান্ত নিলেন মমতা। খবর এনডিটিভির। এর আগে কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে এখনই গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দেয় ভারতের সুপ্রিম কোর্ট। তবে কলকাতার পুলিশকে তদন্তে সহযোগিতার নির্দেশ দেয়া হয়। রায়ে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন ‘যদি প্রমাণ করতে পারেন, রাজীব কুমার নথি লোপাট করেছেন বা এক বারও সে কথা ভেবেছেন, তা হলে এমন শিক্ষা দেব যে তাকে অনুতাপ করতে হবে।’ সেই রায়কে স্বাগত জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই রায় গণতন্ত্রের জয়’। আরও পড়ুনঃ  পরকীয়ার অভিযোগ এনে স্ত্রীর বিরুদ্ধে মামলা রবিবার সন্ধ্যায় কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমা...

গুয়াইদোকে সমর্থন দিল লিমা গ্রুপ

Image
ভেনেজুয়েলার স্বঘোষিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোকে সমর্থন দিতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ ও কানাডা। এক বিবৃতিতে অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটিতে কোনো ধরনের বলপ্রয়োগ ছাড়াই ক্ষমতা পরিবর্তনের এবং জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা দিতে লিমা গ্রুপভুক্ত ১৪টি দেশের মধ্যে ১১টি দেশ আহ্বান জানিয়েছে। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ভেনেজুয়েলায় অর্থনৈতিক সংকটের কারণে কয়েক বছর ধরে ক্রমেই অজনপ্রিয় হয়ে উঠেছেন সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট মাদুরো। এ পরিস্থিতিতে গত ২৩ জানুয়ারি কারাকাসে বিরোধীদের বিক্ষোভ চলাকালে প্রেসিডেন্ট মাদুরোকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে গুয়াইদো নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন। এরই মধ্যে তিনি যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি ক্ষমতাধর রাষ্ট্রের কাছ থেকে সমর্থন পেয়েছেন। তবে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বলেছেন তিনি দেশটির বৈধ নেতা। মাদুরোর পেছনে রয়েছে চীন ও রাশিয়ার সমর্থন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, দেশটির গভীর রাজনৈতিক সংকট গৃহযুদ্ধ বাধিয়ে দিতে পারে। গত মাসে মাদুরো বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে দ্বিতীয় দফায় ক্ষমতা ...

চীনের ওপর নতুন শুল্কে ক্ষতি হবে পূর্ব এশিয়ার: আঙ্কটাড

Image
যুক্তরাষ্ট্র যদি আবার চীনা পণ্য আমদানিতে শুল্ক আরোপ করে, তবে এর ব্যাপক প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতিতে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে এশীয় দেশগুলো। পূর্ব এশিয়ার দেশগুলোর রপ্তানি কমবে প্রায় ১৬০ বিলিয়ন ডলার। গতকাল সোমবার জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ১ মার্চের মধ্যে যদি যুক্তরাষ্ট্র ও চীন আলোচনার মাধ্যমে কোনো সুষ্ঠু সমাধানে যেতে না পারে, তাহলে চীনা পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র, যা বিশ্ব অর্থনীতির জন্য কখনো ভালো হবে না। প্রতিবেদনে জানানো হয়, দুই দেশের এই সংরক্ষণনীতির প্রভাবে মার্কিন ও চীনা কোম্পানিগুলো খুব বেশি উপকৃত হবে না। চীনের ২৫০ বিলিয়ন ডলার রপ্তানিতে শুল্ক বসিয়েছে যুক্তরাষ্ট্র। এর ৮২ শতাংশই অন্য দেশের কোম্পানি আমদানি করে, ১২ শতাংশ চীনা কোম্পানি আমদানি করে এবং ৬ শতাংশ যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো আমদানি করে। একইভাবে চীনে যুক্তরাষ্ট্রের ৮৫ বিলিয়ন ডলার রপ্তানিতে শুল্ক আরোপ হয়েছে। যার ৮৫ শতাংশই অন্য দেশ আমদানি করে, ১০ শতাংশ করে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো এবং মাত্র ৫ শতাংশ চীনা কোম্পানি আমদানি করে। আ...

আল-কায়েদাকে অস্ত্র সরবরাহ করছে সৌদি আরব

Image
অস্ত্রধারী আল-কায়দা সদস্য। ছবি: সংগৃহীত ইয়ামেনে সক্রিয় থাকা সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা ও সালাফিকে অস্ত্রের যোগান দিচ্ছে সৌদি আরব। সোমবার (৪ ফেব্রুয়ারি) মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানায়। সিএনএনের ওই প্রতিবেদনে স্থানীয় কমান্ডারদের বরাত দিয়ে বলা হয়, সন্ত্রাসী সংগঠন আল-কায়দাকে পক্ষে রাখতেই তাদের মার্কিন অস্ত্র সরবরাহ করছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। এর ফলে সৌদি পক্ষের অস্ত্রধারী সন্ত্রাসী সংগঠনটির শক্তি ক্রমশ বেড়েই চলছে। এছাড়াও ইয়ামেনের হুথি বিদ্রোহীরাও ইতিমধ্যে বেশ কিছু মার্কিন অস্ত্র দখল করেছে। আর এই সম্পর্কিত বেশ কিছু সংবেদনশীল তথ্যও পাঠিয়েছে তেহরানের কাছে। আরও পড়ুন:   লেবাননের স্বাস্থ্যমন্ত্রণালয়ের দায়িত্ব পেল হিজবুল্লাহ সিএনএনের ওই প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি সফরে আসেন। এ সময় সৌদি সরকারের সঙ্গে ১১ হাজার কোটি মার্কিন ডলারের অস্ত্র চুক্তি করেছিলেন তিনি। তবে সম্প্রতি সৌদি আরব সেই চুক্তির বিভিন্ন শর্ত লঙ্ঘন করেছে। এমনকি সৌদি রাজপরিবারের ওপরেও নিয়ন্ত্রণ হারিয়েছে ট্রাম্প ইত্তেফাক/জেড...

মিজোরাম ও মণিপুরে ভারতবিদ্বেষী সমাবেশ

Image
নাগরিকত্ব সংশোধন বিল প্রত্যাহারের দাবিতে ভারতবিরোধী পোস্টার। ছবি: ইনসাইডএনইয়ের সৌজন্যে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে ভারতের মিজোরাম ও মণিপুরে ভারতবিরোধী বিক্ষোভ সমাবেশ হয়েছে। প্রতিবাদ সমাবেশে ভারতকে ফিরে যেতে বলা হয় এবং চীনকে স্বাগত জানানো হয়। গতকাল সোমবার ‘গো ব্যাক ইন্ডিয়া, ওয়েলকাম চায়না’, ‘হ্যালো চায়না, বাই বাই ইন্ডিয়া’ ইত্যাদি স্লোগান দেন বিক্ষোভকারীরা। প্রথমে উত্তর-পূর্বাঞ্চলের মিজোরাম এবং পরে মণিপুরে এ বিক্ষোভ প্রদর্শন করা হয়। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে গোটা উত্তর–পূর্ব ভারতেই অশান্তির আগুন জ্বলছে। বিলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে শরণার্থী হয়ে ভারতে আসা অমুসলিমদের শর্ত সাপেক্ষে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু বিজেপি বাদে ভারতের প্রায় সব দলই এই বিলের বিরোধী। গতকাল গুয়াহাটিতে বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব জানান, সংসদের চলতি অধিবেশনেই নাগরিকত্ব সংশোধনী বিল আনতে বদ্ধপরিকর বিজেপি। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে উত্তর-পূর্ব ভারতজুড়ে রাজনৈতিক ও আইনি লড়াই চলছে। বিল বাতিলের দাবিতে গতকাল দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন বিলবিরোধী ...

গিনিতে স্বর্ণের খনি ধসে নিহত ১৭

Image
ফাইল ছবি গিনির উত্তর-পূর্বাঞ্চলে একটি স্বর্ণের খনি ধসে ১৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এখনো অনেকে নিখোঁজ থাকায় নিহতদের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।  পশ্চিম আফ্রিকার এই দেশটিতে গত রোববার (২ ফেব্রুয়ারি) সিগুইরি শহর থেকে ৩৫ কিলোমিটার দূরের উপশহর নরাসোবার ওই খনিতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের কর্মকর্তা লেফটেন্যান্ট মার্কাস বঙ্গৌরা বলেন, যেহেতু স্থানীয়রা বলছে এখনও অনেকে নিখোঁজ রয়েছে, তাই নিহতদের সংখ্যা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। খনির কর্মীরা বলেন, আমরা বহুদিন ধরে এই খনিতে কাজ করছি। দুর্ঘটনার কোনো ঝুঁকি আমাদের চোখে পড়েনি। কিন্তু আকস্মিক এ দুর্ঘটনা সবাইকে হতবাক করে দিয়েছে। খনিজসম্পদে সমৃদ্ধ গিনিতে প্রায়ই অবৈধভাবে খনি খুঁড়তে গিয়ে এমন দুর্ঘটনা ঘটে। বিশেষ করে বর্ষাকালে সেখানে কাজ করা খুব বিপদজ্জনক। গিনিতে স্বর্ণ, হীরা, বক্সাইট (অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক) এবং লৌহসম্পদের বিশাল ভাণ্ডার রয়েছে।  বিডি-প্রতিদিন/বাজিত হোসেন