Posts

সাব্বির–তাসকিনকে নিয়েই নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ

Image
তাসকিন আহমেদকেও ফিরিয়েছেন নির্বাচকেরা। ছবি: প্রথম আলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রায় শেষ দিকে এসে জাতীয় দলের বন্ধ দরজা খুলল সাব্বির রহমানের জন্য। নিউজিল্যান্ড সফরের জন্য ওয়ানডে দলে ফেরানো হয়েছে সাব্বির রহমানকে। গত সেপ্টেম্বরে শৃঙ্খলাভঙ্গের অপরাধে ছয় মাস আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ সাব্বির গত কয়েক মাসে ঘরোয়া ক্রিকেটে খুব একটা ছন্দে ছিলেন না। কিন্তু বিপিএলে রংপুরের বিপক্ষে ৮৫ রানের ইনিংস খেলেই নিজেকে চিনিয়েছেন নতুন করে। নিষেধাজ্ঞার শাস্তির মেয়াদ কমিয়ে তাঁকে জাতীয় দলে ফেরালেন নির্বাচকেরা। সাব্বিরের মতো তাসকিনও ফিরেছেন জাতীয় দলে। প্রায় ১ বছর ৩ মাস বাইরে থাকার পর নিউজিল্যান্ড সফরের জন্য ওয়ানডে দলে ডাক পেলেন এই পেসার। তাসকিন দেশের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক অঙ্গনে খেলেছেন ২০১৭ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে। টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল গঠন করলেও ১৫জনের নাম ঘোষণা করেছেন নির্বাচকেরা। বাকি একজনের নাম পরে ঘোষণা করা হবে। সেই একটি জায়গায় পেসার খেলানোর সম্ভাবনাই বেশি। এমন ইঙ্গিতই দিয়েছেন নির্বাচকেরা। নিউজিল্যান্ড সফরে গিয়ে আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। ১৩ ফ...

এত বোমার খয়খরচা কই পায় তালেবান?

Image
আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে ওয়ারদাক প্রদেশে গত সোমবার সামরিক বাহিনীর সুরক্ষিত প্রশিক্ষণকেন্দ্রে ভয়াবহ হামলা চালায় তালেবান। ছবি: রয়টার্স আফগান তালেবান তার শক্তির জানান আরেকবার দিল। বিগত কয়েক মাসের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী হামলা চালিয়েছে তারা। লক্ষ্যবস্তু—দেশটির নিরাপত্তা বাহিনী। নিহত শতাধিক। গত সোমবার রাজধানী কাবুলের কাছে ওয়ারদাক প্রদেশে সামরিক বাহিনীর সুরক্ষিত প্রশিক্ষণকেন্দ্রে গাড়িবোমা হামলার পর এলোপাতাড়ি গুলি চালায় তালেবান। এমন সুরক্ষিত স্থানে ভয়াবহ হামলার ব্যাপকতায় চুপসে গেছে দেশটির সরকার। কীভাবে কী হলো, তা নিয়ে সরকার চিন্তিত। সামরিক স্থাপনায় হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর বহু সদস্যের প্রাণ নিয়ে তালেবান যে সক্ষমতা দেখিয়েছে, তা মোটেই বিস্ময়কর নয়। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের হামলার মুখে তালেবানের পতন হলেও তারা নিশ্চিহ্ন হয়নি। বরং সাম্প্রতিক বছরগুলোয় আফগানিস্তানে তালেবানের পুনরুত্থান ঘটেছে। আফগানিস্তানে এখন তালেবানের সংখ্যা প্রায় ৬০ হাজার। দেশটির একটা বড় অংশে তাদের সক্রিয় উপস্থিতি আছে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তারা হুটহাট হামলা চালাচ্ছে। হ...

ওর সামনেই মা–বাবা–বোনকে গুলি করে হত্যা

Image
পুলিশের অভিযানে রক্ষা পাওয়া শিশুদের একজনকে দেখতে হাসপাতালে যান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বাজদার (ডানে)। ছবি: বিবিসির সৌজন্যে ঘটনার পরপর পাকিস্তানের পুলিশ জানিয়েছিল, অভিযানে চার ‘জঙ্গি’ নিহত হয়েছে। তিন জঙ্গি পালিয়ে গেছে। তবে কয়েক ঘণ্টার মধ্যে জানা গেল ঘটনা ছিল ভিন্ন। শিশুসন্তানদের সামনেই বাবা, মা, বোনসহ চারজনকে গুলি করে হত্যা করে পুলিশ। ওই পরিবারের বেঁচে যাওয়া তিন শিশুর মধ্যে নয় বছর বয়সী এক ছেলেশিশুর বয়ানে উঠে এসেছে পুলিশের নির্মমতার চিত্র। ছেলেটির বক্তব্যের ভিডিও এখন ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। পুলিশের এই আচরণে ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। গত শনিবার পাকিস্তানের লাহোরের দক্ষিণ-পশ্চিমে সাহিওয়াল শহরে ঘটনাটি ঘটে। জঙ্গি দমনে উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী দাবি করেছিল, নিহত চারজনের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএসের সম্পৃক্ততা ছিল। অন্য তিন ‘জঙ্গি’ মোটরবাইকে করে পালিয়ে গেছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার প্রত্যক্ষদর্শী নয় বছরের উমায়ের খলিল সাংবাদিকদের বলেছে ভিন্ন গল্প। সে জানিয়েছে, এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে তার পরিবার এক...

The bridges in Vietnam

Image

হামাস শিবিরে ইসরাইলি হামলা, ত্রাণ সরবরাহ বন্ধ

Image
ইসরাইলি বাহিনী মঙ্গলবার রাতে গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। ফিলিস্তিনি এক নাগরিক নিহতের একদিন পর আবারও এ হামলা চালানো হলো।  হামলার কারণে ত্রাণ সরবরাহে আবারও বিঘ্ন সৃষ্টি হয়েছে। খবর এএফপি’র। ইসরাইল ও কট্টরপন্থী ইসলামি সংগঠনের মধ্যে অনানুষ্ঠানিক অস্ত্রবিরতি ঘোষণার সুবাদে তুলনামূলকভাবে কয়েক সপ্তাহ শান্ত থাকার পর এসব ঘটনা উত্তেজনা বাড়ানোরই ইঙ্গিত দিচ্ছে। সংগঠনটি গাজা উপত্যকায় সক্রিয়। ইসরাইল জানান, ইসরাইলি বাহিনী গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাসের দু’টি পর্যবেক্ষণ স্থাপনা লক্ষ্যকরে ট্যাঙ্ক হামলা চালায়। এতে এক হামাস জঙ্গি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, মোহাম্মাদ আল-নাবাহীন (২৪) ট্যাঙ্কের গোলার আঘাতে নিহত হয়। এ সময় আরও চারজন আহত হয়েছে। হামাস জানায়, সে তাদের সশস্ত্র শাখা ইজেদিন আল-কাশেম ব্রিগেডের সদস্য। বিডি প্রতিদিন/এনায়েত করিম

'আমি মারা গেছি', বিমান দুর্ঘটনার আগে আর্জেন্টাইন ফুটবলারের শেষ বার্তা

Image
আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালা। ছবি: সংগৃহীত ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার জন্য পাড়ি জমালেও গন্তব্যে পৌঁছানো হলো না আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালার। সোমবার (২১ জানুয়ারি) ফ্রান্সের নঁতে থেকে কার্ডিফের উদ্দেশ্যে যাত্রা শুরু করা সালার বিমানটি নিখোঁজ হয় ইংলিশ চ্যানেলে। দুর্ঘটনায় পড়ার আগে এই ফুটবলার হোয়াটস অ্যাপের মাধ্যমে তার শেষ অডিও বার্তা প্রকাশ করেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিরর সালার হোয়াটস অ্যাপের মাধ্যমে তার শেষ অডিও বার্তা দেওয়ার খবরটি প্রকাশ করে। অডিও বার্তায় সালা বলেন, 'হ্যালো! ছোট ভাইয়েরা, তোমরা কেমন আছো? আমি মারা গেছি। আমি একটি প্লেনে আছি যেটি ভেঙে পড়ছে বলে মনে হচ্ছে। আমি কার্ডিফ যাচ্ছি। আগামীকাল থেকে শুরু হবে। বিকেলে ট্রেনিং। দেখা যাক কী হয়!' দুর্ঘটনার ঠিক আগে ওই অডিও বার্তায় তিনি আরও বলেন, 'ভাই ও বোনেরা, তোমরা কেমন আছ। সব ঠিক তো? এক-দেড় ঘণ্টার মধ্যে যদি আমার কাছ থেকে কোনো খবর না পাওয়া যায়, আমি জানি না ওরা কাউকে পাঠাবে কিনা আমাকে খোঁজার জন্য। আমাকে হয়তো আর খুঁজে পাবে না তখন। কিন্তু বাবা তুমি জানো... আমি কতটা ভয়ে আছি।’ আরও পড়ুন:   জনগণ এখন আ...

ওয়ানডেতে সেরা পাঁচ দ্রুততম ১০০ উইকেট শিকারি

Image
ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেট শিকারের তালিকায় প্রথমেই আছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। ৪৪টি ম্যাচে ১০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেন তিনি। শততম উইকেটটি পান ২০১৮ সালের ২৫ মার্চ, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারারেতে। এরপর রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। ৫২তম ম্যাচে ১০০টি উইকেট পেয়েছিলেন তিনি। শততম উইকেটটি পান ২০১৬ সালের ২১ অগস্ট, শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোতে। পাকিস্তানের সাকলিন মুস্তাক রয়েছেন এই তালিকার তৃতীয় স্থানে। ৫৩টি ম্যাচ খেলে ১০০টি উইকেট পেয়েছিলেন তিনি। শততম উইকেটটি পান ১৯৯৭ সালের ১২ মে, শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্বালিয়রে। নিউজিল্যান্ডের বোলার শেন বন্ড রয়েছেন চতুর্থ স্থানে। ৫৪টি ম্যাচ খেলে ১০০ উইকেটের পেয়েছিলেন তিনি। শততম উইকেটটি পান ২০০৭ সালের ২৩ জানুয়ারি, ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাডিলেডে। পঞ্চম স্থানে রয়েছেন অস্ট্রেলীয় বোলার ব্রেট লি। ২০০৩ সালের ২৫ জানুয়ারি মেলবোর্নে ইংল্যান্ডের বিরুদ্ধে শততম উইকেটটি পান তিনি। সেটি ছিল তাঁর ৫৫তম ম্যাচ। বিডি প্রতিদিন/ ওয়াসিফ