Posts

ট্যাংক চালাচ্ছেন মোদি!(ভিডিও)

Image
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাংক চালাতে দেখা যাচ্ছে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাংক চালাতে দেখা যাচ্ছে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দেখা যাচ্ছে, একটি ট্যাংকের ভেতরে প্রবেশ করে কারো সাহায্য ছাড়াই সেটি চালাচ্ছেন তিনি। কিন্তু বাস্তবে এটি ‘হোয়িতজার’ নামে চালকবিহীন একটি সামরিক যান। শনিবার গুজরাটে নিজে নিজেই চলতে এবং শত্রুর লক্ষ্যবস্তুতে গোলা নিক্ষেপে সক্ষম ‘হোয়িতজার’ যানের উদ্বোধন করেন মোদি। এ যানটি ভবিষ্যতে ভারতেই তৈরি হবে বলে ঘোষণা দেয়া হয়েছে ওই অনুষ্ঠানে। জানা গেছে, দক্ষিণ কোরীয় কোম্পানি হানহোয়ার সঙ্গে প্রযুক্তি হস্তান্তরের চুক্তি করেছে ভারত। সেই প্রযুক্তির সহায়তায় ভারতের মাটিতেই তৈরি করা হচ্ছে অত্যাধুনিক সমরাস্ত্র। অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সেন উপস্থিত ছিলেন। আরও পড়ুনঃ  একটি বার্গারের জন্য লাইনে দাঁড়িয়ে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিটি ইত্তেফাক/টিএস

যুক্তরাষ্ট্র অকূলে ভাসাল কুর্দিদের!

Image
২০১৬ সালের আগস্টে সিরিয়ার কামিশলি শহরে কুর্দি নারী যোদ্ধা ১৮ বছরের আসিয়া রামাজান আন্তার আইএসের হামলায় নিহত হন। ছবি: টুইটার সিরিয়ার কোবানি এলাকার একটি কবরস্থান। মাহমুদ রাসুলের কবরের পাশে দাঁড়িয়ে ছিলেন শোকার্ত কয়েকজন। মা নাজমা কবরের পাশে আহাজারি করছিলেন। চুমু খাচ্ছিলেন কবরের শিয়রে সাঁটানো ছেলের ছবিতে। বিলাপ করে তিনি বলে যাচ্ছিলেন, ‘ওঠো বাবা, ওঠো।’ পরিবারের অন্য সদস্যরা মা নাজমাকে মাটি থেকে তুলে নেওয়ার চেষ্টা করছিলেন। কোবানির এই কবরস্থান এমন প্রিয়জন হারানো মানুষের আহাজারিতে ভারী হয়ে থাকে। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে লড়াইয়ে নিহত মানুষের সমাধি এখানে। নিহত ব্যক্তিদের স্মরণ করতে প্রতি শুক্রবার স্বজনেরা আসেন কবরস্থানটিতে। সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, সিরিয়ার উত্তরাঞ্চলের কোবানি শহরে আইএসের বিরুদ্ধে যুদ্ধে আট হাজার সিরীয় কুর্দি নিহত হয়েছেন। আইএসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী ও অপরিবর্তিত মিত্র এই কুর্দিরা। আইএস পরাজয়ের প্রায় দ্বারপ্রান্তে। তবে পূর্ব দিকে ইরাক সীমান্তে এখনো এই যুদ্ধ চলছে। তবে খুব শিগগির এই কুর্দিদের একাই এই লড়াই চালাতে হবে। কারণ, সিরিয়া থেক...

মাঝ আকাশে দুই সুখোই বিমানের সংঘর্ষ

Image
রাশিয়ার পূর্ব দিকের তাতার স্ট্রেট এলাকার আকাশে শুক্রবার দুটি সুখোই সু-৩৪ ফাইটার বম্বার মুখোমুখি চলে আসে। মাঝ আকাশেই দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলেই অনুমান করা হচ্ছে। সূত্রের খবর, শুক্রবার এই ঘটনা ঘটেছে রাশিয়ার আকাশে। আচমকা রাডারের স্ক্রিন থেকে উধাও হয়ে যায় দুটি যুদ্ধবিমান। এরপর দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলেই অনুমান করা হচ্ছে। দুই বিমানে থাকা ক্রুদের কী অবস্থা তা এখনো স্পষ্ট নয়। যদিও প্রাথমিকভাবে জানা যাচ্ছে, একজন একটি বিমানের ক্রু বেরিয়ে এসেছেন। দ্বিতীয় বিমান বেসে ফিরে গেছে। এদিন হারবা এয়ারফিল্ড থেকে রুটিন মাফিক বিমান ওড়াচ্ছিল দুটি সুখোই। ইঞ্জিন বিকল হয়ে যাওয়াতেই এই ঘটনা ঘটে বলে জানা গেছে। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়া ও কুর্দিদের

Image
সিরিয়া সীমান্তে তুরস্কের সামরিক বহর তুরস্কের অধীনে সিরিয়া সীমান্তে ‘নিরাপত্তা অঞ্চল’ প্রতিষ্ঠার বিষয়ে আমেরিকা যে প্রস্তাব দিয়েছে সিরিয়ার কুর্দি গেরিলারা ও রাশিয়া তা প্রত্যাখ্যান করেছে। সিরিয়ার কুর্দি গেরিলারা এতদিন মার্কিন সমর্থন পেয়ে এসেছে। তারা বলছে, এর মাধ্যমে সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন হবে। কুর্দি রাজনীতিক ও ডেমোক্র্যাটিক সোসাইটি মুভমেন্টের কো-চেয়ারপারসন আলদার খলিল বুধবার বলেন, কুর্দিরা শুধুমাত্র সীমান্তে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত মেনে নেবে, আর কিছু নয়। অন্যদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, এ সমস্যার সবচেয়ে ভালো সমাধান হচ্ছে- এলাকাটি সিরিয়া সরকারের অধীনে আনা। গতকাল তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব অনুসারে উত্তর সিরিয়াজুড়ে তুরস্ক নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠা করবে। তার একদিন আগে তিনি ট্রাম্পের সঙ্গে ফোনে আলাপ করেন। ফোনালাপকে এরদোগান পুরোপুরি ইতিবাচক বলে মন্তব্য করেছেন। বিডি প্রতিদিন/১৬ জানুয়ারি ২০১৯/আরাফাত

কানাডায় এসেও হত্যার হুমকি পাচ্ছেন ধর্মত্যাগী সৌদি কিশোরী

Image
কানাডায় এসে নতুন করে জন্ম হল বলে উল্লেখ করেছেন বাড়ি থেকে পালিয়ে আসা ধর্মত্যাগী সৌদি কিশোরী রাহাফ। ছবি: সংগৃহীত। কানাডায় এসেও একাধিক হত্যার হুমকি পাচ্ছেন ধর্মত্যাগী সৌদি কিশোরী রাহাফ মোহাম্মদ। এমন তথ্য জানিয়েছে রাহাফকে আশ্রয় দেওয়া কানাডার শরণার্থী সংস্থাটি। তবে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, এজন্য রাহাফের ভয়ের কিছু নেই। রাহাফের নিরাপত্তার জন্য ইতিমধ্যে একজন বডিগার্ড নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক মঙ্গলবার জানায়, রাহাফ একা নয়, রাহাফের জন্য আমরা পাশে আছি এবং রাহাফ ইতিমধ্যে স্বাভাবিক জীবনযাবন শুরু করেছে। এছাড়া মঙ্গলবার টরেন্টোতে রাহাফ এক সংবাদ সম্মেলনে জানান, তিনি তার নিজের নাম পরিবর্তন করেছেন। তিনি তার পূরো নাম রাহাফ মোহাম্মদ আল-কুনুন থেকে আল-কুনুন বাদ দিয়েছেন। উল্লেখ্য,গত সপ্তাহে সৌদি আরব থেকে পালিয়ে থাইল্যান্ড চলে আসেন রাহাফ। সেখান থেকে অস্ট্রেলিয়ার যাওয়ার পথে থাইল্যান্ড তাকে আঁটকে দেয়। ব্যাংকক থেকে রাহাফকে সৌদি আরবে ফেরত পাঠাতে চেয়েছিলো থাই কর্তৃপক্ষ। পরে বিমানবন্দরে নিজেকে অবরুদ্ধ করে রাখলে বিশ্ব গণমাধ্যমে শিরোনাম হন এই কিশোরী। এরপর কানাডা সরকা...

কর্ণাটকে টলমলে সরকার

Image
কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী কিছুটা বিপাকে পড়তে যাচ্ছেন। ফাইল ছবি কর্ণাটকে কংগ্রেস ও জনতা দলের জোট সরকারের অস্তিত্ব টলমলে। সরকারকে সমর্থন জানানো দুই স্বতন্ত্র বিধায়ক সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন। চেষ্টা চলছে আরও অন্তত ১০ থেকে ১২ জনকে বের করার। রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্মনিরপেক্ষ জনতা দলের (জেডিএস) এইচ ডি কুমারস্বামীর বাবা সাবেক প্রধানমন্ত্রী দেবেগৌড়া বলেছেন, বিজেপি চেষ্টার অন্ত রাখছে না। সরকার বাঁচাতে এখন ঈশ্বরই ভরসা। যে দুই স্বতন্ত্র বিধায়ক সমর্থন তুলে নিয়েছেন তাঁরা হলেন এইচ নাগেশ ও আর শঙ্কর। তাঁরা সমর্থন প্রত্যাহার করায় ২২৪ সদস্যের বিধানসভায় জোট সরকারের বিধায়ক সংখ্যা ১১৬। আরও ৪ জন সমর্থন তুললে জোট সরকার গরিষ্ঠতা হারাবে। রাজ্য কংগ্রেসের নেতা ও মন্ত্রী ডি কে শিবকুমার জানিয়েছেন, দলের কয়েকজন বিধায়ককে মুম্বাইয়ের হোটেলে বিজেপি আটকে রেখেছে। বিজেপি নেতারা পাল্টা বলছেন, মুখ্যমন্ত্রী কুমারস্বামী দল ভাঙানোর খেলায় নেমেছেন। বাধ্য হয়ে বিজেপি তাদের বিধায়কদের রাজ্য থেকে সরিয়ে দিয়েছে। বিজেপির বিধায়কেরা দল বেঁধে ঘাঁটি গেড়েছেন দিল্লির পাশে হরিয়ানার গুরুগ্রামের এক রিসোর্টে। কুমা...

এক ঝলক (১৫ জানুয়ারি ২০১৯)

Image
শীতের সকালে চালের নিচে এসে বসেছে জোড়া চড়ুই। বোয়ালখালী, দীঘিনালা, খাগড়াছড়ি, ১৫ জানুয়ারি। ছবি: পলাশ বড়ুয়া