Posts

সাংবাদিক হত্যায়ও দোষী বিতর্কিত ধর্মগুরু রামরহিম

Image
সাংবাদিক হত্যায় দোষী রামরহিম বাবা। ছবি: সংগৃহীত ২০০২ সালে ভারতে সাংবাদিক রাম চন্দ্র ছত্রপতিকে প্রকাশ্য গুলি করে হত্যা মামলায় বিতর্কিত ধর্মগুরু রামরহিম বাবাসহ চার অভিযুক্ত দোষী প্রামাণিত হলেন ভারতের পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালতে। টাইমস অব ইন্ডিয়া জানায়, ২০০৬ সালে রাম রহিমের গাড়ির চালকের স্বীকারোক্তিতে ‌'খুনে' রামরহিমের জড়িত থাকার প্রমাণ মিলেছে। এ ঘটনায় বৃহস্পতিবার পঞ্চকুলায় সিটি কর্পোরেশনের ডিসিপি কমল দীপ গোয়ে ১৪৪ ধারা জারি করেন। রোহতকের সুনারিয়া জেলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ২০০২ সালের ২৪ অক্টোবর 'পুরা সাচ' পত্রিকার সাংবাদিক রামচন্দ্রকে প্রকাশ্যে গুলি করে করে কুলদীপ ও নির্মল নামের দুইজন দুর্বৃত্ত। চিকিৎসাধীন অবস্থায় ২১ নভেম্বর দিল্লির হাসপাতালে মৃত্যু হয় রামচন্দ্রের। মামলা দায়েরর সময় রামরহিমের নাম ছিল না এফআইআরে। ২০০৩ সালে তদন্ত শুরু করে সিবিআই। ২০০৬ সালে স্বঘোষিত ধর্মগুরু খট্টা সিংয়ের তথ্যের ভিত্তিতে রাম রহিমের নাম অন্তর্ভুক্ত করা হয় অভিযুক্তের তালিকায়। তদন্ত শেষে ২০০৭ সালে চার্জশিট দেয় সিবিআই। দুর্বৃত্তের গুলিতে নিহত 'পুরা সাচ...

‘উ. কোরিয়ায় নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র’

Image
ত্রাণ গ্রুপের প্রত্যাশা উ. কোরিয়ায় নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করবে বলে ত্রাণ গ্রুপ বৃস্পতিবার আশাবাদ ব্যক্ত করেছে। ওয়াশিংটন ও উত্তর কোরিয়ার মধ্যে উষ্ণ সম্পর্কের প্রেক্ষাপটে গ্রুপটি এ আশা প্রকাশ করে। খবর এএফপি’র। উত্তর কোরিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি স্টিফান বিগুন বুধবার ওয়াশিংটনে ত্রাণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। ত্রাণ সংস্থাগুলো কর্তৃত্ববাদী এ দেশে ত্রাণ সামগ্রী বিতরণে দীর্ঘসূত্রিতা বা বাধার মুখে পড়ছে। আরো পড়ুন:  মিয়ানমারে রয়টার্সের দুই সাংবাদিকের আপিল খারিজ​ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার পারমাণবিক ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রশ্নে দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। ইত্তেফাক/এসআর

উত্তর কোরিয়া সফরে আগ্রহী চীনের প্রেসিডেন্ট

Image
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কিম জং উন। ছবি: সংগৃহীত উত্তর কোরিয়া সফরে যেতে নিজের আগ্রহের কথা ঘোষণা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এই তথ্য দিয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বেইজিং সফরের প্রতি ইঙ্গিত করে বার্তা সংস্থাটি বলছে, এই সফরে কিম জং-উন দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপনে চীনা প্রেসিডেন্টকে উত্তর কোরিয়া সফরে আমন্ত্রণ জানান। আমন্ত্রণ গ্রহণ করেছেন শি জিন পিং। আরো পড়ুন:  ভিনগ্রহীরা সঙ্কেত পাঠাচ্ছে পৃথিবীতে! গত বছরও উত্তর কোরিয়ার গণমাধ্যমে চীনা প্রেসিডেন্টের পিয়ংইয়ং সফর নিয়ে খবর প্রকাশিত হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত তা আর হয়নি। তবে এবার যদি শি জিনপিং এই সফরে যান তা হবে প্রথম কোনো চীনা প্রেসিডেন্টের পিয়ংইয়ং সফর। গত সোমবার থেকে বুধবার পর্যন্ত তিনদিন বেইজিং সফর করেন কিম জং-উন। কোরীয় উপদ্বীপের পরিবর্তিত পরিস্থিতিতে গত ১০ মাসে এই নিয়ে চতুর্থবার চীন সফর করলেন উত্তর কোরিয়ার এই নেতা। ইত্তেফাক/জেডএইচ

সিরিয়া থেকে প্রতিটি ইরানি সেনাকে তাড়াবে যুক্তরাষ্ট্র: পম্পেও

Image
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সিরিয়া থেকে সব ইরানি সেনা তাড়ানোর অঙ্গীকার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা পিছু ধাওয়া করে সিরিয়া থেকে ‘প্রতিটি ইরানি সেনাকে’ হটিয়ে দেবে। একটি সেনাও আর অবশিষ্ট থাকবে না। সিরিয়ায় ইরান এবং তাদের প্রক্সি যারা দিচ্ছে তারা বিতাড়িত না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে যুক্তরাষ্ট্র পুনর্গঠনের জন্য কোনো সাহায্য দেবে না। আরো পড়ুন:  মার্চে ধাপে ধাপে উপজেলা পরিষদে ভোট গতকাল মিশরের রাজধানী কায়রো সফরকালে পম্পেও এসব কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার তিন সপ্তাহ পর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৯ দিনের সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইত্তেফাক/আরকেজি

তিন বছরে ১০ লাখের বেশি অভিবাসী নেবে কানাডা

Image
এবার কিন্তু সেটা পূরণ হতে পারে। কানাডায় বাস করার বা কাজ করার স্বপ্ন দেখছেন? কারণ কানাডার সরকার নতুন পরিকল্পনা ঘোষণা করেছে যে তারা পরবর্তী তিন বছরে ১০ লাখেরও বেশি অভিবাসী গ্রহণ করবে। অভিবাসন সংসদে ২০১৮ সালের বাৎসরিক রিপোর্টে দেশটির অভিবাসন মন্ত্রী অহমেদ হুসেন এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ২০১৯ থেকে ২০২১ সালে নতুন স্থায়ী বাসিন্দা হিসেবে ১০ লাখ ৮০ হাজার জনকে গ্রহণ করবে কানাডা। যেটা ২০২১ সালের পরের দিকে হবে ৩ লাখ ৭০ হাজার জন। নিজেও একজন সোমালি শরণার্থী হিসেবে কানাডায় এসেছিলেন হুসেন। রিপোর্ট উপস্থাপন করে তিনি বলেন, অভিবাসী ও তাদের বংশধরেরা অগণিত অবদান রেখে চলেছে এই দেশে, এবং আমাদের ভবিষ্যৎ সফলতা নির্ভর করবে তাদের ক্রমাগত স্বাগত জানানো ও ভালোভাবে অন্তর্ভূক্তির মধ্যে। রিপোর্ট অনুযায়ী, কানাডায় বসবাসকারী পাঁচজনের একজন দেশটির বাইরে জন্মগ্রহণ করেছে। আর ১৯৯০ সাল থেকে ৬০ লাখেরও বেশি মানুষ কানাডায় অভিবাসী হয়েছে। কানাডার অর্থনীতিকে শক্তিশালী করার জন্য অভিবাসনই মূল চাবিকাঠি। বেশিরভাগই তরুণ অভিবাসী নেওয়ার ফলে তারা বয়স্ক লোকেদের চ্যালেঞ্জটাও মোকাবেলা করতে পারছে। রিপোর্টে আরো বলা হয়েছ...

পাকিস্তানকে শব্দের চেয়ে ৩ গুণ গতিশীল মিসাইল দিচ্ছে চীন

Image
ফাইল ছবি শব্দের চেয়ে তিন গুণ বেশি গতিসম্পন্ন জাহাজধ্বংসকারী চীনা মিসাইল পাচ্ছে পাকিস্তানের নৌবাহিনী। সিএম-৩০২ নামের ওই মিসাইল ছাড়া পাক নৌসেনার জন্য আরও চারটি চীনা অস্ত্র তৈরি হচ্ছে সাংঘাইয়ের হুডং-ঝংহুয়া জাহাজঘাঁটিতে।  লক্ষ্য ধ্বংস করার জন্য সুপারসোনিক গতি সম্পন্ন সিএম-৩০২ মিসাইল হাতে পেলে পাক নৌবাহিনী অনেকটাই ক্ষমতাশালী হয়ে যাবে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।  জানা গেছে, গোটা প্রক্রিয়ার উপর নজর রাখছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রালয়ের শীর্ষ কর্মকর্তারা। তবে যেহেতু পাক নৌসেনার দূরের লক্ষ্যভেদকারী সেন্সর নেই তাই ওই চীনা মিসাইল হাতে পেলেও তা তৎক্ষণাৎ ভারতের পক্ষে ক্ষতিকারক হয়ে যাবে না, মনে করছেন তারা। বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ তাফসীর

নতুন ভিনগ্রহের সন্ধান মিলতে পারে পানিও

Image
ছবি: ইন্টারনেট এই বিশ্বব্রহ্মাণ্ডে পৃথিবী ছাড়া অন্য কোথাও প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা তা নিয়ে মানুষের মধ্যে রয়েছে ব্যাপক কৌতূহল। শত শত বছর ধরে মানুষ এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে। এখন পর্যন্ত তেমন কোনো প্রমাণ না পেলেও বিজ্ঞানীরা বিশ্বাস করেন, যেসব গ্রহে পানির অস্তিত্ব রয়েছে সেখানে প্রাণীর অস্তিত্ব মেলার সম্ভাবনা অনেক বেশি। এবার তেমনই একটি ভিন গ্রহের সন্ধান পেয়েছেন নাসার বিজ্ঞানীরা যেখানে প্রাণের হদিস মেলার সম্ভাবনা প্রবল। সিয়াটলে আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ২৩৩তম বৈঠকে জানানো হয়েছে, নাসার কেপলার টেলিস্কোপের পাঠানো তথ্যাদিই ওই ভিন গ্রহটির খোঁজ দিয়েছে। ভিন গ্রহটির নাম দেওয়া হয়েছে, ‘কে-২-২৮৮বিবি’। গ্রহটি পৃথিবীর আকারের দ্বিগুণ। গবেষণাপত্রটি শিগগিরই প্রকাশিত হবে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল’-এ। নাসার বিজ্ঞানীরা জানান, গ্রহটি আমাদের থেকে ২২৬ আলোকবর্ষ দূরে ‘টরাস’ নক্ষত্রপুঞ্জে অবস্থান করছে। এই নক্ষত্রটি আমাদের সূর্যের চেয়ে আকারে অনেক ছোট, অনেক হাল্কা আর প্রায় ‘টিমটিম’ করে জ্বলছে। আর এই নক্ষত্রকে ৩১.৩ পার্থিব দিনে একবার প্রদক্ষিণ করছে গ্...