Posts

অবশেষে বন্ধ হচ্ছে প্যারিসের নগ্ন রেস্তোরাঁ

Image
২০১৭ সালে প্যারিসে প্রথম নগ্ন রেস্তোরাঁটি চালু হয়। ছবি: সংগৃহীত। অবশেষে বন্ধ হতে চলেছে প্যারিসের প্রথম একটি নগ্ন রেস্তোরাঁ। রেস্তোরাঁটি ২০১৭ সালে প্যারিসে চালু হয়েছিল। যথেষ্ট গ্রাহক না হওয়াতেই রেস্তোরাঁটি বন্ধ হচ্ছে বলে জানিয়েছে ওই রেস্তোরাঁর কর্তৃপক্ষ। ওই রেস্তোরাঁয় শর্ত ছিল গ্রাহকদের পোশাক ও ফোন বাইরে জমা রেখে রেস্তোরাঁর প্রবেশ করতে হবে। নগ্ন হয়ে খাবার খেতে হবে রেস্তোরাঁয়। এছাড়া বাইরের মানুষদের নজর থেকে বাঁচাতে রেস্তোরাঁ জুড়ে ছিল বড় বড় পর্দা। কিন্তু রেস্তোরাঁটি প্যারিস জুড়ে আলোড়ন সৃষ্টি করলেও ক্রেতাদের টানতে পারেনি। রেস্তোরাঁর মালিক মাইক ও স্টিফানি সাডা রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ার খবরের সত্যতা জানিয়েছে। তারা জানায়, আগামী ফেব্রুয়ারি মাস থেকেই বন্ধ হবে তাদের নগ্ন রেস্তোরাঁ। আরো পড়ুন:  ভারত-পাকিস্তান যুদ্ধ বাধলে তা হবে আত্মহত্যার শামিল: ইমরান খান ওই রেস্তোরাঁর মালিক আরো জানান, এখন আমরা শুধু রেস্তোরাঁর সুখ স্মৃতিগুলো মনে রাখবো, যারা এই রেস্তোরাঁয় অনেক ভাল মুহূর্ত পাড় করেছেন। অনেকে এই নগ্ন রেস্তোরাঁর বিরুদ্ধে কড়া সমালোচনা করেন বলে জানা যায়। ইত্তেফাক/এসআর ...

ভারত-পাকিস্তান যুদ্ধ বাধলে তা হবে আত্মহত্যার শামিল: ইমরান খান

Image
দুই দেশের শান্তি স্থাপন প্রসঙ্গে ভারতকে দুষেছেন ইমরান খান। ছবি: সংগৃহীত। পাকিস্তান-ভারতের যুদ্ধ বাধলে তা ‘আত্মহত্যার শামিল’ হবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন পাক-প্রধানমন্ত্রী ইমরান খান। সেই সঙ্গে ইমরান দুই দেশের শান্তি স্থাপন প্রসঙ্গে দুষেছেন ভারতকে। মঙ্গলবার তুরস্কের একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দুই দেশের মধ্যে যুদ্ধ-প্রসঙ্গের পাশাপাশি উঠে আসে কাশ্মীসহ গুরুত্বপূর্ণ কিছু ইস্যু। ইমরান খান বলেন, 'পাকিস্তানের ক্ষমতায় এসে প্রথমেই শান্তি প্রস্তাব দেওয়া হয়েছিল ভারতকে। বলা হয়েছিল, শান্তি প্রতিষ্ঠায় ভারত এক পা ফেললে পাকিস্তান দুই পা এগিয়ে দেবে। কিন্তু আমাদের সেই প্রস্তাবে এখনও সাড়া দেয়নি ভারত।' সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে কিংবা যুদ্ধ বাধলে তার পরিণতি হবে ভয়ঙ্কর। দুটি দেশই পরমাণু শক্তিধর। সেক্ষেত্রে যুদ্ধ হলে তা হবে ‘আত্মহত্যার শামিল’। চরম ক্ষতির মুখোমুখি হবে দুটি দেশই।' এই ভয়ঙ্কর পরিণতি ঠেকাতে ইমরান চান, দুইদেশের দ্বান্দ্বিক ইস্যুগুলো আলোচনার টেবিলে আসুক। তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর শীর্ষনেতার কথায়, ‘ভারতের সঙ্গে ...

জেলিফিশের হামলা

Image
ফাইল ছবি সমুদ্রসৈকতে জেলিফিশের হামলায় আক্রান্ত কয়েক হাজার মানুষ। অস্ট্রেলিয়ার ক্যুইন্সল্যান্ডে ঘটনাটি ঘটেছে। জানা যায়, গত সপ্তাহের শেষে পর্যটকসহ প্রায় ২,৬০০ জন স্থানীয় বাসিন্দা ব্লুবোটল জেলিফিশে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা সকলেই হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, জেলিফিশের হুঁলে অনেকে আহত হয়েছেন ঠিকই। কিন্তু এই ঘটনায় এখনও পর্যন্ত কারও এখনও মৃত্যু হয়নি। কিন্তু সমুদ্রসৈকতে কেন এত জেলিফিশের আনাগোনা ? আবহাওয়াবিদরা জানিয়েছেন, গভীর সমুদ্র উত্তাল হয়ে গেছে। যার জেরে সমুদ্রের গভীর থেকে সৈকতে বেরিয়ে আসছে জেলিফিশ। ক্যুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট এবং সানসাইন কোস্ট এলাকায় জেলিফিশের হামলা ছিল সবথেকে বেশি।  ১৫ সেমি বড় হুঁলের কামড়ে আক্রান্ত হাজারও মানুষ। বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ তাফসীর

মহড়ার জন্য দ্বীপ কিনছে জাপান

Image
মা র্কিন বিমানবাহী রণতরীর সঙ্গে মহড়া চালানোর জন্য একটি দ্বীপ কেনার সিদ্ধান্ত নিয়েছে জাপান। এ বাবদ জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ১৪ কোটি ৭০ লাখ ডলার সমপরিমাণ অর্থ বরাদ্দ করেছে। ম্যাজে নামে পরিচিত দ্বীপটি রাজধানী টোকিও থেকে ১২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের কাগোশিমা অঞ্চলে অবস্থিত। জাপানের একটি বেসরকারি কোম্পানি বর্তমানে এর মালিক এবং মার্চ মাসের শেষ নাগাদ এর মালিকানা জাপানের সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হবে। এ সংক্রান্ত প্রাথমিক চুক্তি আগামী কয়েক দিনের মধ্যেই সই করার কথা রয়েছে। হোনশু দ্বীপে অবস্থিত মার্কিন পরিচালিত ইওয়াকিউনি বিমান ঘাঁটি থেকে এ দ্বীপ মাত্র ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত। এর আগে এ ঘাঁটিতে মার্কিন ৬০টি বিমানবাহী রণতরি মোতায়েন ছিল। বিডি প্রতিদিন/০৯ জানুয়ারি ২০১৯/আরাফাত

কী আছে সৌদি তরুণী কুনুনের কপালে?

Image
বিমানবন্দরের হোটেলকক্ষ ছেড়েেছেন সৌদি তরুণী রাহাফ মোহাম্মেদ আল-কুনুন। মৃত্যুভয়ে ঘর ছেড়ে পালিয়েছিলেন সৌদি তরুণী রাহাফ মোহাম্মেদ আল-কুনুন (১৮)। এরপর থাইল্যান্ডের বিমানবন্দরে হোটেলকক্ষে নিজেকে আটকে রেখে সোশ্যাল মিডিয়ায় তাঁকে ফেরত না পাঠানোর আবেদন জানান। শেষ পর্যন্ত সাময়িক আশ্রয় জুটেছে থাইল্যান্ডে। তাঁকে ব্যাংকক নেওয়া হয়েছে। সৌদি থেকে ডেকে আনা হচ্ছে তাঁর বাবা ও ভাইকে। থাইল্যান্ডের অভিবাসন বিভাগের প্রধান সৌদি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। কী আছে কুনুনের কপালে? সিবিএস নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, কুনুনের পরিবার থেকে দূরে গিয়ে শরণার্থী হিসেবে আশ্রয় চাওয়ার বিষয়ে কোনো বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে সৌদি দূতাবাস। রয়টার্সের খবরে জানানো হয়, কুয়েত থেকে আসার পর গত শনিবার থেকে হোটেলকক্ষে নিজেকে আটকে রেখেছিলেন কুনুন। তাঁকে ফিরতে বাধ্য করলে খুন হয়ে যেতে হবে বলে অভিযোগ করেন। কুনুন সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি পোস্ট করে সবার নজর কাড়েন। একদিকে থাই কর্তৃপক্ষ তাঁকে ফেরত পাঠাতে বদ্ধপরিকর ছিল। পরে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নাড়া দেয়। গতকাল সোমবার জাতিসংঘের শরণার্থী সংস্থার সঙ্গে ক...

বিশেষ ট্রেনে কিমের চীন ত্যাগ

Image
কিম জন উন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে মঙ্গলবার সস্ত্রীক বেইজিং যান। ছবি: সংগৃহীত। উত্তর কোরিয়ার নেতা কিম জন উন ব্যবহৃত একটি বিশেষ ট্রেন বুধবার বেইজিং ত্যাগ করেছে। কিমের বেইজিং সফর শেষ হওয়ার পর তাকে নিয়ে ট্রেনটি দেশের উদ্দেশে রওনা হয়। চীনে কিমের এটি চতুর্থ সফর ছিল। খবর এএফপি’র। এএফপি’র সাংবাদিকরা বেইজিংয়ের কেন্দ্রস্থলের একটি স্টেশন থেকে সবুজ রঙের এ ট্রেন বেরিয়ে যেতে দেখেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার প্রত্যাশিত সম্মেলনের আগে চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করতে কিমের বেইজিং সফরের একদিন পর ট্রেনটি ওই স্টেশন ত্যাগ করলো। আরো পড়ুন:  এবার জরুরি অবস্থার কথা এড়িয়ে গেলেন ট্রাম্প গত মঙ্গলবার সকালে অঘোষিত এ সফরে আকস্মিক বেইজিং রেলস্টেশনে পৌঁছান কিম। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ এই তথ্য জানায়। ইত্তেফাক/এসআর

অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেবে ভারত

Image
আসামের নাগরিকত্ব বিলের বিরুদ্ধে বিক্ষোভ। ছবি: বিবিসি বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তানের অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতে ভারতের পার্লামেন্টে গতকাল একটি বিল পাস হয়েছে। আজ বুধবার সেটি রাজ্যসভায় পাস হলে বাংলাদেশ থেকে যেসব হিন্দু ২০১৪ সাল পর্যন্ত মূলত আসাম এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে চলে এসেছেন তারা ভারতের নাগরিকত্ব পাওয়ার অধিকারী হবেন। অমুসলিম শরণার্থীদের তালিকায় আছে হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি, শিখ এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। বিলটি আইনে পরিণত হলে প্রতিবেশী দেশগুলিতে ধর্মীয় হিংসার শিকার হয়ে কেউ ভারতে থাকার আবেদন করলে মিলবে নাগরিকত্ব। আরো পড়ুন:  শরণার্থী নারীদের নিয়ে মালালার নতুন বই বিলটি পাস হওয়ার সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় সরকারের বিরোধিতা শুরু করেছে উত্তর-পূর্ব ভারতের রাজনৈতিক দলগুলো। সোমবার এই ‘বিতর্কিত’ বিল নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের সমালোচনায় এনডিএ ছাড়ে আসামের রাজনৈতিক দল আসাম গণ পরিষদ (অগপ)।-বিবিসি। ইত্তেফাক/মোস্তাফিজ