অবশেষে বন্ধ হচ্ছে প্যারিসের নগ্ন রেস্তোরাঁ
২০১৭ সালে প্যারিসে প্রথম নগ্ন রেস্তোরাঁটি চালু হয়। ছবি: সংগৃহীত। অবশেষে বন্ধ হতে চলেছে প্যারিসের প্রথম একটি নগ্ন রেস্তোরাঁ। রেস্তোরাঁটি ২০১৭ সালে প্যারিসে চালু হয়েছিল। যথেষ্ট গ্রাহক না হওয়াতেই রেস্তোরাঁটি বন্ধ হচ্ছে বলে জানিয়েছে ওই রেস্তোরাঁর কর্তৃপক্ষ। ওই রেস্তোরাঁয় শর্ত ছিল গ্রাহকদের পোশাক ও ফোন বাইরে জমা রেখে রেস্তোরাঁর প্রবেশ করতে হবে। নগ্ন হয়ে খাবার খেতে হবে রেস্তোরাঁয়। এছাড়া বাইরের মানুষদের নজর থেকে বাঁচাতে রেস্তোরাঁ জুড়ে ছিল বড় বড় পর্দা। কিন্তু রেস্তোরাঁটি প্যারিস জুড়ে আলোড়ন সৃষ্টি করলেও ক্রেতাদের টানতে পারেনি। রেস্তোরাঁর মালিক মাইক ও স্টিফানি সাডা রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ার খবরের সত্যতা জানিয়েছে। তারা জানায়, আগামী ফেব্রুয়ারি মাস থেকেই বন্ধ হবে তাদের নগ্ন রেস্তোরাঁ। আরো পড়ুন: ভারত-পাকিস্তান যুদ্ধ বাধলে তা হবে আত্মহত্যার শামিল: ইমরান খান ওই রেস্তোরাঁর মালিক আরো জানান, এখন আমরা শুধু রেস্তোরাঁর সুখ স্মৃতিগুলো মনে রাখবো, যারা এই রেস্তোরাঁয় অনেক ভাল মুহূর্ত পাড় করেছেন। অনেকে এই নগ্ন রেস্তোরাঁর বিরুদ্ধে কড়া সমালোচনা করেন বলে জানা যায়। ইত্তেফাক/এসআর ...