Posts

লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে সেনা মোতায়েন

Image
    লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর এলাকার ওপর দুটি ড্রোন উড়ে যাওয়ার খবরের পর সেখানে সেনা মোতায়েন করেছে কর্তৃপক্ষ। বিমানবন্দরের কার্যক্রম দ্রুত সচলের লক্ষ্যে সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব গ্যাভিন উইলিয়ামসন এই তথ্য নিশ্চিত করেছেন বলে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে। এক টুইট বার্তায় গ্যাভিন উইলিয়ামসন বলেন, ‘বিমানবন্দরে পাঠানো সেনা সদস্যদের বিশেষ ক্ষমতা রয়েছে। আমরা সাধারণত সেনা মোতায়েনের মতো পদক্ষেপ গ্রহণ করি না। কিন্তু গ্যাটউইক বিমানবন্দর কর্তৃপক্ষকে সাহায্য করতে যা করার সব করবে সেনা সদস্যরা। যাতে যত দ্রুত সম্ভব বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু করা যায়।’ এই পরিস্থিতি থেকে বের হতে যুক্তরাজ্য সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা নিজেদের মধ্যে আলাদাভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী থেরেসা মেকে এ বিষয়ে নিয়মিত তথ্য দেওয়া হচ্ছে। থেরেসা মে এর এক মুখপাত্র বিবিসি অনলাইনকে জানান, ‘এটি গুরুতর একটি ঘটনা। এর কারণে যাত্রীদের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ছে। আমাদের উদ্দেশ্য পরিষ্...

সৌরমণ্ডলের রয়েছে আরো এক গ্রহ!

Image
ফাইল ছবি এতদিন মানুষ সৌরজগতের বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এই আটটি গ্রহের কথা জানতো। তবে এবার নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, সৌরমণ্ডলের নাকি আরো একটি গ্রহ রয়েছে! সূর্য থেকে পৃথিবীর দূরত্বের ১২০ গুণ দূরত্বে অবস্থান করছে নতুন এই গ্রহ। এর আগে সৌরমণ্ডলের সূর্য থেকে এত দূরে থাকা কোনো মহাজাগতিক বস্তুর দেখা মেলেনি। নতুন গ্রহটির নাম দেয়া হয়েছে‘২০১৮-ভিজি-১৮’ যার ডাক নাম ‘ফারআউট’। সৌরমণ্ডলের একেবারে শেষ প্রান্তে থাকা ফারআউটের সূর্যকে প্রদক্ষিণ করতে এক হাজার বছর সময় লাগে। সোমবার ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টারের পক্ষ থেকে সৌরজগতের নবম গ্রহ আবিষ্কারের কথা ঘোষণা করা হয়। নতুন এই গ্রহটি আবিষ্কার করেছেন কার্নেগি ইনস্টিটিউশন অব ওয়াশিংটনের জ্যোতির্বিজ্ঞানী স্কট এস শেপার্ড। সহযোগী আবিষ্কারাদের মধ্যে রয়েছেন হাওয়াই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড থোলেন ও নর্দার্ন অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চাদ ক্রজিল্লো। সৌরমণ্ডলের শেষ প্রান্তে একেবারে ‘প্রাচীর’ ঘেঁষে রয়েছে বলেই তার নাম দেওয়া হয়েছে ‘ফারআউট’। সূর্য থেকে যতটা দূরে রয়েছে প্লুটো, ত...

যুক্তরাজ্যে ড্রোনের কারণে শত শত ফ্লাইট বাতিল

Image
ছবি: ইন্টারনেট যুক্তরাজ্যে ড্রোনের কারণে গ্যাটউইক বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেয়া হয়। স্থানীয় সময় বুধবার রাতে বিমানবন্দরটির রানওয়ে বন্ধ হওয়ায় প্রায় ১০ হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন। বন্ধ হয়ে যায় শত শত ফ্লাইট। কর্তৃপক্ষ বলেছে এর সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই। তবে ড্রোনের উড্ডয়ন বন্ধ না হওয়া পর্যন্ত ফ্লাইট স্বাভাবিক হবে না। স্থানীয় সময় রাত ৯টায় হঠাত্ দুটি ড্রোন নজরে আসে বিমানবন্দর কর্তৃপক্ষের। তখন দেখা যায়, রানওয়েটি যেখান থেকে পরিচালনা করা হয় সেই কন্ট্রোল রুমের দিকে আসছে দুটি ড্রোন। এরপরই রানওয়ে বন্ধ করে দেয়া হয়। রানওয়ে খুলে দেয়া হলেও ৪৫ মিনিট পর আবার ড্রোন দুটি নজরে আসলে রানওয়েটি দ্বিতীয়বারের মতো বন্ধ করা হয়। এ সম্পর্কে গ্যাটউইক চিফ অপারেটিং অফিসার ক্রিস উডরফ বলেন, ড্রোনের অপারেটরদের খুঁজছে পুলিশ। তাদের পাওয়া গেলেই সমস্যার সমাধান হবে। -বিবিসি ইত্তেফাক/আরকেজি

রেকর্ড গড়লো বাংলাদেশ

Image
ছবি: সংগৃহীত রেকর্ড সংগ্রহের একটি ইনিংস উপহার দিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাফল্যের ধারাবাহিকতায় এই রেকর্ড গড়ে টাইগাররা। আর সেটা হচ্ছে আগে ব্যাট করে টি-টোয়েন্টিতে সবোর্চ্চ রানের রেকর্ড। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ৪ উইকেটে ২১১ রান করে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে যেকোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে এটিই সর্বোচ্চ দলগত সংগ্রহ। ​ এর আগে মিরপুরে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ২০৪ রান। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড হচ্ছে এই বছরই শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে লঙ্কানদের বিপক্ষে। সেবার ২১৪ রান তাড়ায় ২১৫ রান করে ম্যাচ জিতে যায় বাংলাদেশ। আরো পড়ুন:  নারী-পুরুষ একসঙ্গে খাওয়া নাজায়েজ, দেওবন্দের ফতোয়া ইত্তেফাক/জেডএইচ

ভিসা আইন ভাঙার অভিযোগ ৬০ চিনা প্রযুক্তিবিদকে দেশে ফেরাল ভারত

Image
যৌথ শিল্প উদ্যোগে মোবাইল ফোন নির্মাতা একটি ভারতীয় সংস্থার জন্য কাজ করতে এসে হেনস্থার শিকার হতে হল ৬০ জন চিনা প্রযুক্তিবিদকে। তাঁদের বক্তব্য না শুনে, ভিসা আইন ভাঙার অভিযোগ এনে যত তাড়াতাড়ি সম্ভব ভারত থেকে পাততাড়ি গুটিয়ে বেজিংয়ে ফিরে যেতে বলা হল ওই চিনা প্রযুক্তিবিদদের। তাঁদের ‘ভারত ছাড়ো’ নোটিস ধরিয়েছে মুম্বইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস’ (এফআরআরও)। ওই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে মুম্বই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ভারতীয় সংস্থাটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর  ‘মেক ইন ইন্ডিয়া’  কর্মসূচির পালে হাওয়া লাগাতেই ভারতীয় সংস্থা ‘প্যাসিফিক সাইবার টেকনোলজি (পিসিটি)’ যৌথ উদ্যোগে নেমেছে একটি চিনা তথ্যপ্রযুক্তি সংস্থার সঙ্গে। ওই চিনা সংস্থাটি ভারতীয় সংস্থার বানানো পণ্যের ক্রেতা ও সরবরাহকারীও। তারই অঙ্গ হিসেবে দমন ও সিলভাসায় ভারতীয় সংস্থাটির দু’টি কারখানায় প্রযুক্তিগত কাজকর্মের জন্য এসেছিলেন ওই চিনা নাগরিকরা। দু’টি কারখানাই কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রকের বিভিন্ন প্রকল্পে আর্থিক সহায়তা পায়। সেই দু’টি কারখানায় কাজের জন্য চিনা নাগরিকদের সর্বাধি...

জাতিসংঘ মানবাধিকার পুরস্কারে ভূষিত আসমা জাহাঙ্গীর

Image
আসমা জাহাঙ্গীর পাকিস্তানের প্রয়াত আইনজীবী ও স্পষ্টবাদী মানবাধিকারকর্মী আসমা জাহাঙ্গীর ‘জাতিসংঘ মানবাধিকার পুরস্কার ২০১৮ ’-এ ভূষিত হয়েছেন। তাঁর মেয়ে মুনিজে জাহাঙ্গীর মায়ের পক্ষে সম্মানজনক এই পুরস্কার গ্রহণ করেন। মানবাধিকারের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। আসমা জাহাঙ্গীর ছাড়া আরও তিনজন এ বছর পুরস্কারটি পেয়েছেন। প্রয়াত মায়ের তরফে পুরস্কারটি গ্রহণ করে মুনিজে জাহাঙ্গীর এটি পাকিস্তানের নারী সমাজ ও তাদের সাহসিকতার প্রতি উৎসর্গ করেন। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারজয়ী অন্যরা হলেন তানজানিয়ার নারী মানবাধিকারকর্মী রেবেকা গিউমি, ব্রাজিলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানবাধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত জোনিয়া ওয়াপিচানা ও আয়ারল্যান্ডের মানবাধিকার সংগঠন ফ্রন্ট লাইন ডেফেন্ডার্স। নিউজ ইন্টারন্যাশনালের খবরে বলা হয়, এর আগে সম্মানজনক এই পুরস্কার যাঁরা পেয়েছেন তাঁদের মধ্যে কয়েকজন হলেন ইলিনর রুজভেল্ট, মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলা, জিমি কার্টার ও মালালা ইউসুফজাই। জাতিসংঘ ম...

পাখায় প্যান্ট জড়িয়ে হেলিকপ্টার বিধ্বস্ত!

Image
নিউজিল্যান্ডে অক্টোবর মাসের ঘটা ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনার কারণ হিসেবে পাখায় প্যান্ট জড়িয়ে যাওয়ার কথা বলছেন তদন্তকারীরা। ছবি: স্টাফ। নিউজিল্যান্ডে অক্টোবর মাসের ঘটা ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনার কারণ হিসেবে পাখায় প্যান্ট জড়িয়ে যাওয়ার কথা বলছেন তদন্তকারীরা। বৃহস্পতিবার কর্মকর্তারা জানান, কেবিন থেকে উড়ে আসা প্যান্ট হেলিকপ্টারের পাখায় জড়িয়ে গেলে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। সড়ক দুর্ঘটনা তদন্ত কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাউথ আইল্যান্ডের পর্যটন নগরী ওয়ানাকার কাছে ওই দুর্ঘটনায় তিন জন প্রাণ হারিয়েছে। কমিশন জানায়, কেবিন থেকে উড়ে আসা এক জোড়া প্যান্ট হেলিকপ্টারের পাখায় জড়িয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। গত ১৮ অক্টোবর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে পাইলট নিক ওয়ালিস ও সংরক্ষণ বিভাগের দুই কর্মী নিহত হয়। ওই ঘটনার মাত্র কয়েক মাস আগে পাইলটের ভাই ম্যাট ওয়ালিস ওই এলাকায়ই হেলিকপ্টার চালানোর সময় নিহত হন। আরও পড়ুনঃ  সিইসি আমার অস্তিত্বে আঘাত এনেছেন: মাহবুব তালুকদার বৃহস্পতিবার কমিশন ওই দুর্ঘটনার ওপরও প্রতিবেদন প্রকাশ করে। এতেও দেখা গেছে মাঝ আকাশে হেলিকপ্টারের প্রধান প্রপেলার বিকল হয়ে পড়ায় এই দু...