Posts

রেকর্ড গড়লো বাংলাদেশ

Image
ছবি: সংগৃহীত রেকর্ড সংগ্রহের একটি ইনিংস উপহার দিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাফল্যের ধারাবাহিকতায় এই রেকর্ড গড়ে টাইগাররা। আর সেটা হচ্ছে আগে ব্যাট করে টি-টোয়েন্টিতে সবোর্চ্চ রানের রেকর্ড। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ৪ উইকেটে ২১১ রান করে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে যেকোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে এটিই সর্বোচ্চ দলগত সংগ্রহ। ​ এর আগে মিরপুরে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ২০৪ রান। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড হচ্ছে এই বছরই শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে লঙ্কানদের বিপক্ষে। সেবার ২১৪ রান তাড়ায় ২১৫ রান করে ম্যাচ জিতে যায় বাংলাদেশ। আরো পড়ুন:  নারী-পুরুষ একসঙ্গে খাওয়া নাজায়েজ, দেওবন্দের ফতোয়া ইত্তেফাক/জেডএইচ

ভিসা আইন ভাঙার অভিযোগ ৬০ চিনা প্রযুক্তিবিদকে দেশে ফেরাল ভারত

Image
যৌথ শিল্প উদ্যোগে মোবাইল ফোন নির্মাতা একটি ভারতীয় সংস্থার জন্য কাজ করতে এসে হেনস্থার শিকার হতে হল ৬০ জন চিনা প্রযুক্তিবিদকে। তাঁদের বক্তব্য না শুনে, ভিসা আইন ভাঙার অভিযোগ এনে যত তাড়াতাড়ি সম্ভব ভারত থেকে পাততাড়ি গুটিয়ে বেজিংয়ে ফিরে যেতে বলা হল ওই চিনা প্রযুক্তিবিদদের। তাঁদের ‘ভারত ছাড়ো’ নোটিস ধরিয়েছে মুম্বইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস’ (এফআরআরও)। ওই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে মুম্বই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ভারতীয় সংস্থাটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর  ‘মেক ইন ইন্ডিয়া’  কর্মসূচির পালে হাওয়া লাগাতেই ভারতীয় সংস্থা ‘প্যাসিফিক সাইবার টেকনোলজি (পিসিটি)’ যৌথ উদ্যোগে নেমেছে একটি চিনা তথ্যপ্রযুক্তি সংস্থার সঙ্গে। ওই চিনা সংস্থাটি ভারতীয় সংস্থার বানানো পণ্যের ক্রেতা ও সরবরাহকারীও। তারই অঙ্গ হিসেবে দমন ও সিলভাসায় ভারতীয় সংস্থাটির দু’টি কারখানায় প্রযুক্তিগত কাজকর্মের জন্য এসেছিলেন ওই চিনা নাগরিকরা। দু’টি কারখানাই কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রকের বিভিন্ন প্রকল্পে আর্থিক সহায়তা পায়। সেই দু’টি কারখানায় কাজের জন্য চিনা নাগরিকদের সর্বাধি...

জাতিসংঘ মানবাধিকার পুরস্কারে ভূষিত আসমা জাহাঙ্গীর

Image
আসমা জাহাঙ্গীর পাকিস্তানের প্রয়াত আইনজীবী ও স্পষ্টবাদী মানবাধিকারকর্মী আসমা জাহাঙ্গীর ‘জাতিসংঘ মানবাধিকার পুরস্কার ২০১৮ ’-এ ভূষিত হয়েছেন। তাঁর মেয়ে মুনিজে জাহাঙ্গীর মায়ের পক্ষে সম্মানজনক এই পুরস্কার গ্রহণ করেন। মানবাধিকারের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। আসমা জাহাঙ্গীর ছাড়া আরও তিনজন এ বছর পুরস্কারটি পেয়েছেন। প্রয়াত মায়ের তরফে পুরস্কারটি গ্রহণ করে মুনিজে জাহাঙ্গীর এটি পাকিস্তানের নারী সমাজ ও তাদের সাহসিকতার প্রতি উৎসর্গ করেন। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারজয়ী অন্যরা হলেন তানজানিয়ার নারী মানবাধিকারকর্মী রেবেকা গিউমি, ব্রাজিলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানবাধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত জোনিয়া ওয়াপিচানা ও আয়ারল্যান্ডের মানবাধিকার সংগঠন ফ্রন্ট লাইন ডেফেন্ডার্স। নিউজ ইন্টারন্যাশনালের খবরে বলা হয়, এর আগে সম্মানজনক এই পুরস্কার যাঁরা পেয়েছেন তাঁদের মধ্যে কয়েকজন হলেন ইলিনর রুজভেল্ট, মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলা, জিমি কার্টার ও মালালা ইউসুফজাই। জাতিসংঘ ম...

পাখায় প্যান্ট জড়িয়ে হেলিকপ্টার বিধ্বস্ত!

Image
নিউজিল্যান্ডে অক্টোবর মাসের ঘটা ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনার কারণ হিসেবে পাখায় প্যান্ট জড়িয়ে যাওয়ার কথা বলছেন তদন্তকারীরা। ছবি: স্টাফ। নিউজিল্যান্ডে অক্টোবর মাসের ঘটা ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনার কারণ হিসেবে পাখায় প্যান্ট জড়িয়ে যাওয়ার কথা বলছেন তদন্তকারীরা। বৃহস্পতিবার কর্মকর্তারা জানান, কেবিন থেকে উড়ে আসা প্যান্ট হেলিকপ্টারের পাখায় জড়িয়ে গেলে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। সড়ক দুর্ঘটনা তদন্ত কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাউথ আইল্যান্ডের পর্যটন নগরী ওয়ানাকার কাছে ওই দুর্ঘটনায় তিন জন প্রাণ হারিয়েছে। কমিশন জানায়, কেবিন থেকে উড়ে আসা এক জোড়া প্যান্ট হেলিকপ্টারের পাখায় জড়িয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। গত ১৮ অক্টোবর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে পাইলট নিক ওয়ালিস ও সংরক্ষণ বিভাগের দুই কর্মী নিহত হয়। ওই ঘটনার মাত্র কয়েক মাস আগে পাইলটের ভাই ম্যাট ওয়ালিস ওই এলাকায়ই হেলিকপ্টার চালানোর সময় নিহত হন। আরও পড়ুনঃ  সিইসি আমার অস্তিত্বে আঘাত এনেছেন: মাহবুব তালুকদার বৃহস্পতিবার কমিশন ওই দুর্ঘটনার ওপরও প্রতিবেদন প্রকাশ করে। এতেও দেখা গেছে মাঝ আকাশে হেলিকপ্টারের প্রধান প্রপেলার বিকল হয়ে পড়ায় এই দু...

সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের ঘোষণায় মিত্ররা হতাশ

Image
ফাইল ছবি যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে সকল সৈন্য প্রত্যাহারে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় হতাশ যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো। তার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করছে তারা। এমনকি সমালোচনা আছে তার দল রিপাবলিকানদের মধ্যেও। জঙ্গি গ্রুপ ইসলামিক স্টেট (আইএস) পরাজিত হওয়ায় বুধবার সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন ঘোষণায় ক্ষমতাসীন রিপাবলিকানরা পুনরায় আইএস এর উত্থানের আশঙ্কা করেছে। যুক্তরাষ্ট্রের সৈন্যরা বর্তমানে সিরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলে জিহাদি গ্রুপগুলোর সঙ্গে লড়াই করছে। ট্রাম্পের সমর্থক রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এই সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করেছেন। এমন সিদ্ধান্তকে তিনি ‘ওবামার মতোই ভুল’ বলে অভিহিত করেন। আর্মড সার্ভিস কমিটিতে থাকা সিনেটর গ্রাহাম বলেন, সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের পরিণতি হবে ভয়াবহ। এমন সিদ্ধান্তে ওই অঞ্চলে রাশিয়া ও ইরানের প্রভাব বৃদ্ধি পাবে বলেও হুশিয়ার করেন তিনি। এক বিবৃতিতে গ্রাহাম বলেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের ঘোষণা হবে আইএস, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও রাশিয়ার জন্য বড় বিজয়্। আইএ...

রথযাত্রা করতে পারবে বিজেপি, চাপে মমতা

Image
রথযাত্রা। ছবি: এনডিটিভি রথযাত্রা মামলায় জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী বিজেপিকে রথযাত্রার অনুমতি দেন। তবে রথযাত্রার আয়োজক বিজেপিকে শর্ত দিয়েছেন আদালত। শর্তে বলা হয়, এক জেলা থেকে অন্য জেলায় রথযাত্রা ঢোকার ১২ ঘণ্টা আগে সংশ্লিষ্ট জেলার পুলিশ প্রশাসনকে জানাতে হবে। কোনও ক্ষয়ক্ষতি হলে সমানভাবে দায়ী থাকবে বিজেপি। সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয়, সেদিকেও নজর রাখতে হবে রথযাত্রার আয়োজকদের। রথযাত্রা করতে হবে শান্তিপূর্ণভাবে। এছাড়া, বিজেপিকে নজর রাখতে হবে যেন যানবাহন চলাচলে কোনও ব্যাঘাত না ঘটে। কোথাও যদি কোনও ব্যক্তির বা সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়, তার জন্য দায়ী থাকবে বিজেপি। আরো পড়ুন:  ‘মি টু’ ঝড় তুলে দেশ ছাড়ছেন তনুশ্রী এদিকে রাজ্য সরকারকেও নির্দেশনা দিয়েছেন আদালত। বলা হয়েছে, রথযাত্রায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এ জন্য মোতায়েন রাখতে হবে পর্যাপ্ত পুলিশ। অশান্তি হলে আয়োজকদের মতো প্রশাসনকেও দায়িত্ব নিতে হবে। গত রবিবার বিজেপিকে চিঠি দিয়ে রাজ্য সরকার জানিয়ে দিয়েছিল, রথযাত্রার অনুমতি দেওয়া হচ্ছে না...

প্রেমের টানে পাকিস্তানে ভারতীয় যুবক, অতঃপর...

Image
সংগৃহীত ছবি ঘটনার সূত্রপাত ২০১০ সালে। মুম্বাইয়ের হামিদ আনসারির সঙ্গে ফেসবুকে পরিচয়ের পর প্রেম হয়েছিল এক পাকিস্তানি তরুণীর। তবে নিয়তির ফেরে প্রেমের পথে হাঁটতে গিয়ে হামিদের জীবন থেকে হারিয়ে গেছে ছয়টি বছর। অনলাইনে প্রারম্ভিক প্রেম পর্বের পর যখন তাদের দেখা করা একান্ত জরুরি হয়ে পড়ে, তখনই ঘটে বিপত্তি। আফগান সীমান্তে হামিদকে নকল পরিচয়পত্রের মাশুল গুনতে হয় পাকিস্তান পুলিশের কাছে ধরা দিয়ে।    এরপরের ঘটনাটা বেদনাবিধুর; পেশোয়ারের জেলের অন্ধকারে ২০১২ সালের ১৫ ডিসেম্বর থেকে ২০১৮ এর ১৫ ডিসেম্বর পর্যন্ত কারাবাস মেনে নিতে হয়েছে হামিদকে। কেটে গিয়েছে ছয়টি বছর। সাতাশ বছর বয়সে পাকিস্তানে ঢুকেছিলেন আর বের হলেন ৩৩-এ। নকল পরিচয়পত্র বানিয়ে সীমান্ত পার হওয়ার খেসারত দিতে হয়েছে তাকে। তবে অনেক দেরি হলেও এতদিন বাদে শেষ হল মাশুল গোনার পালা। এবার ঘরে ফিরলেন তিনি।   হামিদের ভালোবাসার মেয়েটি থাকতেন আফগান সীমান্তের খুব কাছাকাছি খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট শহরে। ২০১২ সালের শেষদিকে মেয়েটি হামিদকে জানান যে, তার বিয়ে হয়ে যাচ্ছে। এদিকে প্রেমের ব্যাপারটিও জানাজানি হয়ে যায় এলাকায়। আরেক সম...