রেকর্ড গড়লো বাংলাদেশ
ছবি: সংগৃহীত রেকর্ড সংগ্রহের একটি ইনিংস উপহার দিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাফল্যের ধারাবাহিকতায় এই রেকর্ড গড়ে টাইগাররা। আর সেটা হচ্ছে আগে ব্যাট করে টি-টোয়েন্টিতে সবোর্চ্চ রানের রেকর্ড। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ৪ উইকেটে ২১১ রান করে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে যেকোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে এটিই সর্বোচ্চ দলগত সংগ্রহ। এর আগে মিরপুরে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ২০৪ রান। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড হচ্ছে এই বছরই শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে লঙ্কানদের বিপক্ষে। সেবার ২১৪ রান তাড়ায় ২১৫ রান করে ম্যাচ জিতে যায় বাংলাদেশ। আরো পড়ুন: নারী-পুরুষ একসঙ্গে খাওয়া নাজায়েজ, দেওবন্দের ফতোয়া ইত্তেফাক/জেডএইচ