Posts

উত্তেজনা বাড়িয়ে আরও ভয়ঙ্কর হচ্ছে ইরান

Image
বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে ক্ষমতাধর দেশগুলো নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে মরিয়া। আর তারই জের ধরে সম্প্রতি ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ জানিয়েছেন, ইরান তাদের আকাশে ক্ষেপণাস্ত্র ও গোলাগুলির বিচরণ আরও বাড়াবে। এ ব্যাপারে আজিজ মঙ্গলবার এক সাক্ষাৎকারে বলেন, 'আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় কর্মসূচি হচ্ছে ক্ষেপণাস্ত্র ও গোলাগুলির পাল্লা বাড়ানো। আর সেটা করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আমাদের দেশের বিমান বাহিনীকেও অনেক শক্তিশালী করে তুলতে চাই।' এ সময় তিনি আরও বলেন, 'ইরান আরও দীর্ঘ পাল্লার ও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরি করবে। এছাড়া জঙ্গিবিমানের জন্য রাডার সিস্টেমকেও শক্তিশালী করার কর্মসূচি রয়েছে যাতে তারা দ্রুত এবং আরও নিখুঁতভাবে শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।' আজিজ দাবি করেন, ইরানের যে বিশাল ক্ষেপণাস্ত্র শক্তি এবং দেশের প্রতিরক্ষা শিল্প ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা সারা বিশ্বের মাত্র কয়েকটি দেশের হাতে রয়েছে। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

বাঁধাকপি কিনতে গিয়ে লটারির টিকিট, তারপর...

Image
বাঁধাকপি কিনতে গিয়ে লটারির টিকিটও কিনেছিলেন ভ্যানেসা ওয়ার্ড। সেই টিকিটে ২ লাখ ২৫ হাজার ডলার বা ১ কোটি ৮০ লাখ টাকারও বেশি জিতে নিয়েছেন ভ্যানেসা। ছবি: সংগৃহীত বাবা বলেছিলেন বাঁধাকপি কিনে আনতে। তাই শুনে বাড়ি ফেরার পথে ভ্যানেসা ওয়ার্ড গিয়েছিলেন দোকানে। বাঁধাকপি কেনার সঙ্গে সঙ্গে একটি লটারির টিকিটও কিনে ফেলেন তিনি। আর তাতেই কেল্লাফতে! লটারিতে ২ লাখ ২৫ হাজার ডলার বা ১ কোটি ৮০ লাখ টাকারও বেশি জিতে নিয়েছেন ভ্যানেসা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে এই ঘটনা ঘটেছে। ভার্জিনিয়া লটারির একটি টিকিট কিনেছিলেন ভ্যানেসা। বাসায় ফেরার পর ওই লটারির কার্ড স্ক্র্যাচ করে দেখতে পান, ১ থেকে ৫ লাখ ডলার জেতার সম্ভাবনা আছে তাঁর। পরে চূড়ান্ত ফলাফলে ভ্যানেসা জেতেন ২ লাখ ২৫ হাজার ডলার। বাংলাদেশি টাকায় এটি দাঁড়ায় ১ কোটি ৮০ লাখ টাকারও বেশি। মেরিল্যান্ডের টেম্পল হিলসে বাস করেন ভ্যানেসা। লটারিতে অর্থ জেতার পর ভ্যানেসা ওয়ার্ড বলেছেন, এটি অবসর সময়ের জন্য সঞ্চয় করবেন তিনি। এই অর্থ দিয়ে ডিজনি ওয়ার্ল্ডেও বেড়াতে যেতে পারেন ভ্যানেসা। তবে মেরিল্যান্ডে অধিবাসীদের মধ্যে আগে...

ফ্লিনের কারাদণ্ড সুপারিশ করেননি মার্কিন স্পেশাল কাউন্সিল মুলার

Image
মাইকেল ফ্লিন। ছবি: সংগৃহীত। ফ্লিনের কারাদণ্ড সুপারিশ করেননি মার্কিন স্পেশাল কাউন্সিল রবার্ট মুলার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা মুলার এ সংক্রান্ত তদন্ত কাজে আন্তরিকভাবে সহযোগিতা করার কারণে মাইকেল ফ্লিনের বিরুদ্ধে কোন কারাদণ্ড সুপারিশ করেননি। ফ্লিন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। খবর এএফপি’র। আদালতের এক প্রতিবেদনে মুলার বলেন, ফ্লি তার ও অন্যান্য ফেডারেল অপরাধ তদন্তে অত্যন্ত আন্তরিকভাবে সহযোগিতা করেন। এসব ঘটনা তদন্তে তাকে ১৯ বার জিজ্ঞাসাবাদ করা হয়। ২০১৬ সালের নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের জয়লাভের কয়েক সপ্তাহ পর রাশিয়ার সাথে তার যোগাযোগের ব্যাপারে মিথ্যা বলার কথা তিনি গত বছর স্বীকার করেন। আরো পড়ুন:  ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরো বাড়বে: ইরান​ ফ্লিনের আসন্ন সাজার বিষয়ে ওয়াশিংটনের ফেডারেল আদালতকে দেয়া স্মারকলিপিতে মুলার আরো বলেন, তার ‘মারাত্মক’ অপরাধ সত্ত্বেও তিন তারকা বিশিষ্ট অবসরপ্রাপ্ত এ জেনারলে ও পেন্টাগনের সাবেক গোয়েন্দা প্রধান সামরিক ও সরকারি সার্ভিসের অনেক ভাল রেকর্ড র...

ভিকারুননিসার অধ্যক্ষসহ ৩ শিক্ষক বরখাস্ত, এমপিও বাতিল

Image
শিক্ষা ভিকারুননিসায় বিক্ষোভ। ছবি: ইত্তেফাক র্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌসসহ তিন শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে তাদের এমপিও বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করাসহ আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার শিক্ষামন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। অভিযুক্তরা হলেন- ভিকারুননিসার অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রতিষ্ঠানটির বেইলি রোড শাখার সহকারী প্রধান শিক্ষক জিনাত আরা এবং ক্লাস টিচার হাসনা হেনা। শিক্ষামন্ত্রী জানান, অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এই তিন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। আরো পড়ুন: অরিত্রীর আত্মহত্যা: অধ্যক্ষসহ তিনজনের বিরুদ্ধে মামলা এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রেক্ষাপটে ভিকারুননিসার সব শাখার ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল শ্রেণির ক্লাস-পরীক্ষা পরবর্তী নির্দেশ না...

ইসরায়েলে নয়’শ বছরের পুরনো স্বর্ণমুদ্রার সন্ধান

Image
ইসরায়েলের সমুদ্রবর্তী প্রাচীন শহর কেসৈরিয়ায় একটি পাত্রের ভেতরে প্রায় ২৪ টি মুদ্রার সন্ধান পেয়েছেন একদল প্রত্নতাত্ত্বিক। প্রত্নতাত্ত্বিকরা ধারণা করছেন এই মুদ্রা গুলো প্রায় নয়’শ বছরের পুরনো। স্বর্ণমুদ্রা রাখার এই পাত্রটি ছিল ব্রোঞ্জ আর পাথর দিয়ে মোড়ানো। মুদ্রার পাশাপাশি সেখানে একটি সোনার দুলও পাওয়া যায়। খনন দলের পরিচালক ড পিটার ও মোহাম্মদ হাতার বলেন, ধারণা করা হচ্ছে এই স্বর্ণগুলোর মালিক এবং তার পরিবারকে সেই যুদ্ধে ভয়াবহ পরিণতি বরণ করতে হয়েছিল। অথবা তাদেরকে জোর করে দাস বানানো হয়েছিল। তাই তাদের পক্ষে আর সম্পদ উদ্ধার সম্ভব হয় নি। গবেষকরা অনুমান করছেন, স্বর্ণমুদ্রাগুলোর মালিক ১১০১ সালের ভয়াবহ ক্রুসেডের সময় নিহত হন। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থানগুলো খননকালে এটি আবিষ্কৃত হয়। এই আবিস্কারকে কেসৈরিয়ার ইতিহাস ঐতিহ্যের এক নীরব সাক্ষী বলে মনে করেন সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ। ক্রুসেড যুদ্ধের সময় শহরটির যে কি ভয়াবহ ঝড় বয়ে গেছে-সেটিই যেন মনে করিয়ে দিচ্ছে এ আবিষ্কার। লিখিত দলিল অনুসারে কেসৈরিয়া শহরটি বাল্ডউইন আর্মির আক্রমণের শিকার হয়। তারা ১১০০ থেকে ১১১৮ সাল ...

ইরানের ক্ষেপণাস্ত্র ইস্যুতে জাতিসংঘের জরুরি বৈঠক

Image
ইরান তাদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানায়। ছবি: সংগৃহীত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মঙ্গলবার রুদ্ধদ্বার বৈঠকে বসতে যাচ্ছে। ইরান মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর ফ্রান্স ও ব্রিটেনের অনুরোধে এ বৈঠক ডাকা হয়। দেশ দু’টি এ ঘটনায় তেহরানকে অভিযুক্ত করেছে। খবর এএফপি’র। এদিকে যুক্তরাষ্ট্র জানায়, ২০১৫ সালে করা ইরানের পরমাণু চুক্তি অনুযায়ী শনিবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছিল জাতিসংঘ প্রস্তাবের সরাসরি লঙ্ঘন। উল্লেখ্য, ইরান পরমাণু চুক্তি থেকে ওয়াশিংটন তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে। জাতিসংঘের ওই প্রস্তাবে পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম এমন কোন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো থেকে ইরানকে বিরত থাকতে বলা হয়েছে। আরো পড়ুন:  ৭ বছরের শিশুর ইউটিউব থেকে আয় শত কোটি টাকা ফ্রান্স জানায়, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছিল উদ্বেগজনক। পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে ‘উস্কানি ও অস্থিতিশীলতামূলক’ কর্মকান্ড হিসেবে অভিহিত করেছে। আর এটি ইরান চুক্তি বিষয়ে করা জাতিসংঘ প্রস্তাবের পরিপন্থী কাজ। এদিকে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জার্মি হান্ট এ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘উস্কানিমূলক’ হিসেবে ...

বুশের কফিনের সামনে কুকুরের ভালোবাসা

Image
সংগৃহীত ছবি ৯৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন দেশটির ৪১তম প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ। সাবেক মার্কিন প্রেসিডেন্টের মুখপাত্রের দেয়া একটি ছবিতে দেখা যাচ্ছে একটি কুকুর পতাকা ঢাকা জর্জ বুশ সিনিয়রের কফিনের সামনে শুয়ে আছে। এভাবেই হয়তো শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছিলো বুশের সঙ্গে থাকা কুকুরটি।  মুখপাত্র জিম ম্যাগার্থ রোববার সুল্লি নামের হলুদ রঙের ল্যাব্রাডোর শিকারী কুকুরটির ছবি দিয়ে টুইটে লিখেছেন, মিশন সম্পন্ন #রিমেমবারিং৪১। গত শুক্রবার হিউস্টনে নিজের বাড়িতে ৯৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন দেশটির ৪১তম প্রেসিডেন্ট। বৃহস্পতিবার টেক্সাসে শেষকৃত্য হওয়ার আগে হিউসস্টন এবং ওয়াশিংটনে বেশ কিছু বেশ কিছু জনসাধারণের জন্য এবং ব্যক্তিগত আয়োজনে তার প্রতি সম্মান প্রদর্শন করা হবে। জুন মাসে আমেরিকার ভেটডগস নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান থেকে সুল্লিকে নেন বুশ। সাবেক প্রেসিডেন্টের পারকিনসন’স রোগের একটি ধরনে আক্রান্ত ছিলেন। সুল্লি দরজা খুলতে পারতো, কিছু জিনিস তুলতে পারতো এবং সাহায্যের জন্য কাউকে ডাকতে পারতো। হিউস্টনের কিটিআরকে-টিভির একটি রিপোর্ট বলছে সুল্লি আবার নিউইয়র্কে আমেরিকার ভেটডগসে ...