Posts

কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নরওয়ের সাবেক প্রধানমন্ত্রীর

Image
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠায় স্বাধীনতাপন্থী নেতাদের সঙ্গে আকস্মিক বৈঠক করেছেন নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী কুজিয়ল মানগে বন্ডেভিক। কাশ্মীরের রাজধানী শ্রীনগরে গত ২৩ নভেম্বর সায়িদ আলী শাহ গিলানির বাসভবনে স্বাধীনতাপন্থী নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি।  খবর আলজাজিরার। পরে পাকিস্তানশাসিত কাশ্মীরেও বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেছেন দীর্ঘদিন নরওয়ের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা বন্ডেভিক। এর আগে শ্রীলংকায় গৃহযুদ্ধের সময় সরকার ও তামিল যোদ্ধাদের মধ্যকার আলোচনায় মধ্যস্থতা করেছেন বন্ডেভিক। তবে দিল্লির নরওয়ে দূতাবাস দেশটির সাবেক প্রধানমন্ত্রীর বিরোধপূর্ণ কাশ্মীর সফরের বিষয়ে কিছু জানা নেই বলে জানিয়েছে। নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী কুজিয়ল মানগে বন্ডেভিক নরওয়েভিত্তিক ওসলো সেন্টারের নির্বাহী চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি ‘শান্তি ও মানবাধিকার সমুন্নত রাখায়’ কাজ করে থাকে। সম্প্রতি কাশ্মীরের স্বাধীনতাপন্থী সশস্ত্র যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান জোরালো করেছে ভারত। গত এক দশকের মধ্যে চলতি বছরেই সেখানে সর্বোচ্চসংখ্যক স্বাধীনতাকামী নিহত হয়েছেন। এমন প্রেক্ষাপটে শু...

আলিঙ্গন করেছি মাত্র, রাফায়েল চুক্তি নয় : সিধু

Image
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে পাক সেনাপ্রধানকে আলিঙ্গন করে ভারতে প্রবলভাবে সমালোচিত হয়েছিলেন নভজ্যোত সিং সিধু। তাদের এবার জবাব দিলেন পাঞ্জাব মন্ত্রিসভার এই সদস্য। পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে গতকাল মঙ্গলবার সমালোচকদের সিধু খোঁচা দিয়ে বিলেন,‘‘আলিঙ্গন করা পাঞ্জাবীদের রীতি। আর সেই আলিঙ্গনের স্থায়িত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ড। সেটা রাফায়েল চুক্তি ছিল না।’’ রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্য করে পরিণতমস্তিস্কের রাজনীতিবিদের পরিচয় দিয়েছেন সিধু। এক ঢিলে দুই পাখি মারার কায়দায় রাফায়েল ইস্যু খুঁচিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন। আবার কংগ্রেসীদের মধ্যে যারা তার এই পাকিস্তান সফর নিয়ে অসন্তোষ ছিলেন রাফায়েল নিয়ে মন্তব্য করে তাদের অসন্তোষে কিছুটা হলেও পানি ঢেলে দেন। যথারীতি সিধুর মন্তব্যের ক্ষুব্ধ হয় বিজেপি। দলটি ট্যুইট করে জানিয়েছে, কংগ্রেসের মধ্যে উন্মাদ রোগ সংক্রমণের চেহারা নিয়েছে। রাফায়েল নিয়ে রাহুল গান্ধীর মিথ্যাচারকে সিধু বহন করে পাকিস্তান নিয়ে গেছে। সেখানে তিনি বন্ধু খুঁজে পেয়েছেন। কর্তারপুর করিডরের উদ্বোধনে ‘বন্ধু’ ইমরান খানের ডাকে সাড়া দিয়ে ...

যুবরাজ সালমানকে গ্রেফতার করবে আর্জেন্টিনা!

Image
সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে গ্রেফতার করতে আর্জেন্টিনা সরকারের প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)। জি-২০ সম্মেলনে অংশ নিতে সৌদি যুবরাজ চলতি সপ্তাহে আর্জেন্টিনা সফর করবেন বলে কথা রয়েছে। এইচআরডাব্লিউ বলেছে, আর্জেন্টিনার সংবিধান অনুযায়ী দেশটির সরকার এ পদক্ষেপ গ্রহণ করতে পারে। সংস্থাটি বলছে, যুবরাজ বিন সালমান ইয়েমেনে যুদ্ধাপরাধ করেছে এবং তিনি সাংবাদিক জামাল খাশোগি হত্যার সঙ্গে জড়িত। এইচআরডাব্লিউ এ সংক্রান্ত একটি আবেদন আর্জেন্টিনার ফেডারেল প্রসিকিউটরের কাছে জমা দিয়েছে। ওই আবেদনের সঙ্গে তারা ইয়েমেনে সৌদি যুদ্ধাপরাধ ও খাশোগি হত্যাকাণ্ডে যুবরাজের জড়িত থাকা সংক্রান্ত কাগজপত্র জমা দিয়েছে। আর্জেন্টিনার সংবিধানে আন্তর্জাতিকভাবে যুদ্ধাপরাধ ও নির্যাতনের বিচারের ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এ কারণে বিশ্বের যেখানেই এ সংক্রান্ত অপরাধ ঘটুক না কেন এবং যে ব্যক্তিই তা ঘটিয়ে থাকুক না কেন সেই অপরাধের তদন্ত ও বিচারের এখতিয়ার দেশটির বিচার বিভাগের রয়েছে। আর্জেন্টিনার বিচার বিভাগ এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে দেশটির গণমাধ্যম বলছে, মান...

মঙ্গলে পা রেখেছে নাসার রোবট ‘ইনসাইট’

Image
মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল থেকে পৃষ্ঠে অবতরণ করতে মাত্র ৭ মিনিট সময় নেয় ‘ইনসাইট’। ছবি: বিজনেস ইনসাইডার। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নতুন রোবট ‘ইনসাইট’ মঙ্গলের মাটিতে পা রেখেছে। সংস্থাটি জানায়, সোমবার বাংলাদেশ সময় রাত ১টা ৫৩ মিনিটে ইনসাইটের এ রোবটটি মঙ্গলে নামে। এরপরই ছবি ও তথ্য পাঠানো শুরু করে রোবটটি। খবর বিবিসির। বিবিসি জানায়, কম্পনের তথ্য ও তাপমাত্রা থেকে মঙ্গলের অভ্যন্তরীণ কাঠামো বিষয়ে জানতে এ অভিযান চালাচ্ছে নাসা। বায়ুমণ্ডল থেকে পৃষ্ঠে অবতরণ করতে ৭ মিনিট সময় নেয় ‘ইনসাইট’। অবতরণের পরপরই মিশনটির নিয়ন্ত্রণ কক্ষ ক্যালিফোর্নিয়ার জেট প্রোপালশান ল্যাবরেটরির (জেপিএল) বিজ্ঞানীরা উল্লাসে ফেটে পড়েন। আরও পড়ুন:  মৃত্যুর পরও চারপাশের কথা শুনতে পায় মানুষ ইনসাইটের সফল ‘ল্যান্ডিংয়ের’ এ দিনটিকে ‘অভূতপূর্ব’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন নাসার প্রধান প্রশাসক জেমস ব্রিডেনস্টাইন। ফোনে বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইত্তেফাক/টিএস

ইউক্রেনের জাহাজ জব্দ রাশিয়ার, উত্তেজনা চরমে

Image
ছবি সংগৃহীত রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের নৌবাহিনীর তিনটি জাহাজ জব্দ করেছে। এছাড়া এতে ইউক্রেনের ৬ জন কর্মকর্তা আহত হয়েছেন। ফলে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। খবর বিবিসির। ইউক্রেনের জাহাজ রাশিয়া সীমান্তে প্রবেশ করায় সংকটের শুরু হয় বলে অভিযোগ রাশিয়ার। তবে দুটি দেশই একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপ করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট পেদ্রো পোরোশেংকো বলেছেন, এর প্রতিক্রিয়ায় তিনি পার্লামেন্টে সোমবার সামরিক আইন জারির ঘোষণার জন্য আহ্বান জানাবেন। এছাড়া তিনি রাশিয়ার এমন আচরণকে উম্মত্ত বলে বর্ণনা করেছেন। ইউক্রেনের কর্মকর্তারা তাদের ৬ জন নাবিকের আহত হওয়ার কথা জানালেও রাশিয়া তাদের এই অভিযোগ মিথ্যা বলে। রাশিয়ার দাবি ইউক্রেনের তিন জন নাবিক আহত হয়েছেন। দুইদেশের মধ্যে বিগত কয়েক মাস ধরেই উত্তেজনা ক্রমশ বাড়ছিল। বিশেষ করে কৃষ্ণ সাগরে এবং ক্রিমিয়ান উপকূলে আজোভ সাগরে। ইত্তেফাক/এসআর

বিরোধীদের দমনে সৌদিকে তথ্যপ্রযুক্তি দিচ্ছে ইসরাইল

Image
এবার ইসরাইলের কাছ থেকে অস্ত্র কিনছে সৌদি আরব। সরকারবিরোধীদের দমন করতে উন্নতমানের গোয়েন্দা সরঞ্জাম কিনতে এরই মধ্যে ইসরাইলের সাইবার কোম্পানি এনএসও’র সঙ্গে সৌদি কর্মকর্তাদের এ নিয়ে গোপন আলোচনা হয়েছে।  খবর ইসরাইলি দৈনিক হারেৎজের। সৌদি প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সংস্কার কার্যক্রম তুঙ্গে ওঠার কিছু দিন আগে ভিয়েনায় ২০১৭ সালে ওই আলোচনা হয়েছিল। উদ্দেশ্য ছিল-সৌদি সরকারের বিরোধীদের ওপর গোয়েন্দা নজরদারি করা। ওই আলোচনায় অংশ নিয়েছিল সৌদি গোয়েন্দা সংস্থার প্রধানের খুব ঘনিষ্ঠ ব্যক্তি আব্দুল্লাহ আল মালিহি এবং সাবেক গোয়েন্দাপ্রধান তুর্কি আল ফয়সাল, পদস্থ সৌদি কর্মকর্তা নাসের আল কাহতানিসহ এনএসও’র কয়েকজন কর্মকর্তা। ইসরাইলি ওই প্রতিষ্ঠানটি তখন 'পেগাসাস-থ্রি' নামের একটি গোয়েন্দা সরঞ্জাম দেখিয়েছিল, যার সাহায্যে মোবাইল টেলিফোনের ওপর ব্যবহারকারীর অজান্তেই গোয়েন্দাবৃত্তি করা যায়। এ প্রযুক্তির মাধ্যমে মোবাইল ব্যবহারকারীর কথোপকথনের অডিও-ভিডিও সহজেই রেকর্ড করা যায়। কাহতানি তখন ভিয়েনার মোবাইল মার্কেট থেকে একটি আইফোন কিনে পেগাসাসের কার্যক্রম সম্পর্কে নিশ্চিত হয়েছিলেন। বিডি প্রতিদিন/কালাম

তরুণদের মন জয় করতে চায় দলগুলো

Image
এবারে নির্বাচনে তরুণদের কর্মসংস্থানের বিষয়টি বিশেষ স্থান পাবে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে। ছবি: প্রথম আলো একাদশ জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে তরুণ ভোটাররা। রাজনৈতিক দলের নেতারা বলছেন, এবার তরুণদের ভোট সংখ্যায় অনেক। তাঁদের টানতে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে তাঁদের সুবিধার কথা উল্লেখ করবে। এ ছাড়া তাঁদের কর্মসংস্থানের বিষয়টি বিশেষ বিবেচনা পাবে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে। তরুণদের জন্য কেমন হবে নির্বাচনী ইশতেহার—এ নিয়ে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের হালনাগাদ শেষে নতুন ভোটারের সংখ্যা ৪৩ লাখের বেশি। সব মিলিয়ে এবার ভোটার সংখ্যা ১০ কোটি ৪১ লাখের বেশি। এই ভোটারদের প্রায় আড়াই কোটি ভোটারই তরুণ। ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনের সময় ভোটার ছিলেন ৯ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ১৬৭ জন। ২০০৮ সালে ছিলেন ৮ কোটি ১০ লাখ ৮৭ হাজার। অর্থাৎ, গত ১০ বছরে তরুণ ভোটার বেড়েছে ২ কোটি ২৫ লাখ। আগামী নির্বাচনে এঁরাই জয়-পরাজয়ে মুখ্য ভূমিকা রাখবেন। তরুণদের ভোট যাঁরা বেশি পাবেন, তাঁদের ব...