ইউক্রেনের জাহাজ জব্দ রাশিয়ার, উত্তেজনা চরমে
ছবি সংগৃহীত রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের নৌবাহিনীর তিনটি জাহাজ জব্দ করেছে। এছাড়া এতে ইউক্রেনের ৬ জন কর্মকর্তা আহত হয়েছেন। ফলে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। খবর বিবিসির। ইউক্রেনের জাহাজ রাশিয়া সীমান্তে প্রবেশ করায় সংকটের শুরু হয় বলে অভিযোগ রাশিয়ার। তবে দুটি দেশই একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপ করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট পেদ্রো পোরোশেংকো বলেছেন, এর প্রতিক্রিয়ায় তিনি পার্লামেন্টে সোমবার সামরিক আইন জারির ঘোষণার জন্য আহ্বান জানাবেন। এছাড়া তিনি রাশিয়ার এমন আচরণকে উম্মত্ত বলে বর্ণনা করেছেন। ইউক্রেনের কর্মকর্তারা তাদের ৬ জন নাবিকের আহত হওয়ার কথা জানালেও রাশিয়া তাদের এই অভিযোগ মিথ্যা বলে। রাশিয়ার দাবি ইউক্রেনের তিন জন নাবিক আহত হয়েছেন। দুইদেশের মধ্যে বিগত কয়েক মাস ধরেই উত্তেজনা ক্রমশ বাড়ছিল। বিশেষ করে কৃষ্ণ সাগরে এবং ক্রিমিয়ান উপকূলে আজোভ সাগরে। ইত্তেফাক/এসআর