Posts

লক্ষ্য বেঁধে মুদ্রা তৈরি টাঁকশালে

Image
নোটবন্দির পরে নগদের চাহিদা সামাল দিতে টাঁকশালগুলিতে মুদ্রা তৈরি হয়েছিল বিপুল সংখ্যায়। মাঝে কিছু দিন আবার তা বন্ধ ছিল জোগান উপচে পড়ার কারণে। তার পরে ফের তা চালু হলেও চলছিল গতানুগতিক। কিন্তু এখন মূলত গ্রাম এবং ছোট শহরে খুচরোর চাহিদা সামাল দিতে রীতিমতো লক্ষ্য বেঁধে মুদ্রা তৈরির ফরমান এসেছে টাঁকশালগুলিতে। সংশ্লিষ্ট সূত্রের খবর, কলকাতার আলিপুর ও দেশের অন্য তিন টাঁকশালে আগামী ছ’মাসের জন্য মুদ্রা সংখ্যার লক্ষ্য বেঁধে দিয়েছে কেন্দ্র। কর্মীদের জন্য বাড়ছে কাজের সময়। কলকাতা টাঁকশালের কর্মী ইউনিয়নগুলির দাবি, দেশের বিভিন্ন ছোট শহর ও গ্রামে (বিশেষত দক্ষিণ ভারতে) খুচরোর আকাল দেখা দেওয়াতেই এই তোড়জোর। রিজার্ভ ব্যাঙ্ক টাঁকশালে মজুত খুচরো নিয়মিত তুলে নিচ্ছে বলেও তাদের দাবি।  সূত্রের খবর, রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে কথা বলে তাদের প্রয়োজন জেনেই অর্থ মন্ত্রকের অধীনস্থ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন উৎপাদনের লক্ষ্যমাত্রা বেঁধেছে। কর্মীদের জন্য বলা হয়েছে ওভারটাইম ও বাড়তি আর্থিক সুবিধার কথাও। আইএনটিইউসি সমর্থিত ক্যালকাটা মিন্ট এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক বিশ্বনা...

মহাকাশের ‘দিগন্ত’ ছুঁয়ে খেতাব বাঙালির

Image
পদার্থবিজ্ঞানে ‘নয়া দিগন্ত’ ছুঁলেন বাঙালি বিজ্ঞানী। ‘ক্যালিফর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি’ (ক্যালটেক)-এর গবেষক রানা অধিকারী। ‘নিউ হরাইজনস ইন ফিজিক্স’ খেতাব এ বার তাঁর। রানার সঙ্গেই ‘ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি’ (এমআইটি)-এর অন্য দুই বিজ্ঞানী লিজ়া বারসোট্টি এবং ম্যাথিউ ইভানস-ও পদার্থবিজ্ঞানে এই সম্মান পেয়েছেন এ বছর। পুরস্কারমূল্যের ৩০ লক্ষ ডলার ভাগ হয়ে যাবে তিন জনের মধ্যে।  জীবনবিজ্ঞান, পদার্থবিদ্যা ও অঙ্ক, এই তিনটি বিভাগে ‘নিউ হরাইজ়ন’ পুরস্কার দেওয়া হয়। খুব অল্প বয়সে বিজ্ঞানে যাঁরা নজর কেড়েছেন, কিংবা নজির গড়েছেন, এ সম্মান তাঁদের জন্য। ‘লেজ়ার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল-ওয়েভ অবজ়ারভেটরি’ (এলআইজিও)-এর বিজ্ঞানীদলের অন্যতম সদস্য রানা। এই দলটিই ২০১৫ সালে প্রথম ‘গ্র্যাভিটেশনাল ওয়েভস’ বা ‘মাধ্যাকর্ষণ স্রোত’ লক্ষ্য করেন। বিজ্ঞানীদের ব্যাখ্যায়, পুকুরে ঢিল ছুড়লে যেমন ছোট-ছোট স্রোত খেলে যায়, ঠিক তেমনই দু’টি ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের সংঘর্ষে মাধ্যাকর্ষণ স্রোত তৈরি হয়। এলআইজিও লক্ষ করেছে, অন্যান্য মহাজাগতিক ঘটনাতেও এ ধরনের স্রোত তৈরি হয়। যেমন, দু’টি নিউট্রন নক্ষত্রের সংঘর...

বেগ কমলেও কাটেনি ব্রহ্মপুত্রে প্রলয়ের আশঙ্কা

Image
টানেলের জল ছাড়লে প্লাবিত হতে পারে ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। ছবি: সংগৃহীত। আতঙ্কিত অরুণাচল ও অসমবাসীকে খানিক স্বস্তি দিয়ে টুটিং থেকে পাসিঘাট পর্যন্ত সিয়াং নদীর জলতল বৃদ্ধির হার কমতে শুরু করেছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই স্বস্তি সাময়িক। কারণ তিব্বতে ইয়ারলুং সাংপোর গতিপথ ধসে বন্ধ। জলের চাপে সেই ধস ভেঙে গেলেই বিপুল জলরাশি অরুণাচল-অসমে আছড়ে পড়তে পারে।  গত কাল চিনের তরফে ভারতকে জানানো হয়েছিল, ১৭ অক্টোবর সকালে তিব্বতের মিলিন এলাকার জিয়ালা গ্রামে পাহাড় ধসে ইয়ারলুং সাংপোর গতিপথ বন্ধ হয়ে গিয়েছে। ফলে প্রাকৃতিক বাঁধের ওপাশে নদীর জল আবদ্ধ হয়ে কৃত্রিম হ্রদের সৃষ্টি হয়েছে। গত কাল বিকেল থেকে বাড়তে থাকা জল ধসের বাঁধ উপছে প্রতি সেকেণ্ডে ১৮ হাজার কিউবিক মিটার হারে নীচের দিকে নামছে।  অরুণাচলের টুটিং এলাকায় ভারতে ঢুকে ইয়ারলুং সাংপো নদীর নাম বদলে হয়ে যায় সিয়াং। সিয়াংয়ের সঙ্গে পরে লোহিত, রঙানদী ও অন্য নদীর জল মিশে অসমের ধেমাজি পার করে ব্রহ্মপুত্র নদ হিসেবে প্রবাহিত হয়। সেকারণেই  ইয়ারলুং সাংপোয় জলোচ্ছ্বাস হওয়ায় অরুণাচলের টুটিং থেকে পাসিঘাট হয়ে অসম...

সিরিয়ায় শিশুসহ ৬ নারী জিম্মিকে মুক্তি দিয়েছে আইএস

Image
সিরিয়ায় মুক্তিপণ ও বন্দি বিনিময়ের মাধ্যমে ২৭ ড্রুজ জিম্মির মধ্যে শিশুসহ ছয় নারীকে মুক্তি দিয়েছে ইসলামিক স্টেট গ্রুপ। সিরিয়ার সুইদা প্রদেশে গত জুলাইয়ে ভয়াবহ হামলা চালানোর সময় তারা এদেরকে জিম্মি করে। শনিবার পর্যবেক্ষণ গ্রুপ একথা জানায়। মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপের পরিচালক রামি আবদেল রাহমান বলেন, ‘গতরাতে সুইদা প্রদেশ থেকে দুই নারী ও চার শিশুকে মুক্তি দেয়া হয়েছে।’ তিনি আরো বলেন, ইসলামিক স্টেট গ্রুপের ৬০ কারাবন্দীর মুক্তি এবং ২ কোটি ৭০ লাখ ডলারের মুক্তিপণের বিনিময়ে সকল ড্রুজ জিম্মিকে মুক্তি দিতে সিরীয় সরকারের সাথে করা একটি চুক্তির অংশ হিসেবে প্রথম ধাপে এদের মুক্তি দেয়া হলো। গত জুলাই মাসে সিরিয়ার ড্রুজ কমিউনিটির লোকজনের ওপর ভয়াবহ হামলা চলাকালে সুইদা থেকে প্রায় ৩০ জনকে অপহরণ করে এ জিহাদি গ্রুপ। আর এদের অধিকাংশ নারী ও শিশু।-এএফপি। ইত্তেফাক/মোস্তাফিজ

আলজেরিয়ায় কর্মক্ষেত্রে নেকাব নিষিদ্ধ

Image
আলজেরিয়ায় কর্মক্ষেত্রে নারীদের নেকাব ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার উত্তর আফ্রিকার এই মুসলিম দেশটির সরকার এই নির্দেশ জারি করে। কর্তৃপক্ষ জানায়, শনাক্তকরণের কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর আল-আরাবিয়ার। ‘কর্মচারীদের কর্তব্য ও সরকারি কর্মকর্তাদের পোশাক রীতি’ শিরোনামে সরকার এক বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয়, কর্মক্ষেত্রে নারীদের নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকতে বাধ্যতামূলক হওয়ার কথা বলা হয়েছে। সেখানে পোশাকের ব্যাপারে কঠোর কিছু নিয়ম নিয়েও বিভিন্ন নির্দেশ লিপিবদ্ধ করা হয়েছে। এছাড়া যে ধরনের পোশাক পরে সরকারি চাকরি বাধাগ্রস্ত তা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। তবে সরকারের এমন সিদ্ধান্তে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন নেকাব কীভাবে নারীদের কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। বিডি প্রতিদিন/২০ অক্টোবর ২০১৮/হিমেল

চট্টগ্রামে পৌঁছেছে আইয়ুব বাচ্চুর মরদেহ

Image
কিংবদন্তি সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ চট্টগ্রামে পৌঁছেছে।  আজ সকাল ১১টার দিকে ইউএস বাংলার একটি ফ্লাইটে তার মরদেহ বন্দর নগরী চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায়। এরপর সেখান থেকে মরদেহবাহী গাড়িটি মাদারবাড়ির উদ্দেশে রওয়ানা দেয়।  বিকালে বাদ আসর জামিয়াতুল সালাহ মাঠে সবশেষ তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।  এর আগে সকাল ৭টা ৫০ মিনিটে তার মরদেহ বহনকারী এ্যাম্বুলেন্স স্কয়ার হাসপাতাল থেকে শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। সকাল ১০টার মরদেহ বহনকারী ইউএস বাংলার একটি বিমান ঢাকা ত্যাগ করে। বিডি প্রতিদিন/২০ অক্টোবর ২০১৮/হিমেল

তিব্বতে বিশাল ধসে আটকে গেল ব্রহ্মপুত্র, ভারতকে সতর্ক করল চিন

Image
                               ধস নেমে এরকমই হ্রদ তৈরি হয়েছে। তিব্বতে নদী পথ জুড়ে বিশাল পাহাড়ি ধস। আর তার জেরেই আচমকা হড়পা বানে ভেসে যেতে পারে অরুণাচল প্রদেশের একটি বিস্তীর্ণ এলাকা। চিনের সেন্ট্রাল ওয়াটার কমিশনের কাছ থেকে এই ধসের খবর পাওয়ার পরই সতর্কতা জারি করল অরুণাচল প্রদেশের পূর্ব সিয়াং জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে খবর, অরুণাচল প্রদেশের আপার সিয়াং এবং পূর্ব সিয়াং জেলার মধ্যে দিয়ে প্রবাহিত সিয়াং নদীর জলস্তর গত কয়েক দিনে দু’মিটারেরও বেশি কমে গিয়েছে। আপার সিয়াং-এর জেলাশাসক ডুলি কামডুক বলেন, ‘‘টুটিং-এর কাছে জলস্তর ২ মিটারের বেশি নেমে যায়। তখনই আমরা সন্দেহ করেছিলাম, নদীর উজান পথে কোথাও বাধার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার চিনের সেন্ট্রাল ওয়াটার কমিশনের কাছ থেকে রিপোর্ট এসেছে, ধসে নদীর গতিপথ আটকে গিয়েছে।’’ চিনের পাঠানো ওই রিপোর্টে বলা হয়েছে, তিব্বতে ইয়ারলুং সাংপো নদীর গতিপথ বিশাল পাহাড়ি ধসে আটকে গিয়েছে। তার ফলে আচমকা তৈরি হয়ে গিয়েছে বিশাল এক হ্রদ। প্রায় ১৩০ ফুট উঁচু হয়ে জল জমে ...