Posts

চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

Image
ঠাকুরগাঁওয়ে মাম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার এ ঘটনা ঘটে। ক্লিনিক ও রোগীর স্বজনদের সূত্রে জানা গেছে, পঞ্চগড় বোদা উপজেলায় আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী নাজমুন নাহারের গত বৃহস্পতিবার রাতে সিজারিয়ান অপারেশন করেন ডা. হামিদুর রহমান। শুক্রবার সকালে রোগীর অতিরিক্ত রক্ত চাপের ফলে ক্ষতস্থান থেকে রক্ত পড়া শুরু করে। পরিস্থিতির অবনতি ঘটলে ক্লিনিক কর্তৃপক্ষ ও ডা. হামিদুর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। রোগীর স্বজনরা রোগীকে নিয়ে রংপুরে যাওয়ার আগেই মারা যান নাজমুন নাহার।  রোগীর স্বামী আব্দুল্লাহ আল মামুন জানান, ডা. হামিদুর রহমানকে রোগীর সকল সমস্যার কথা বলার পরেও দ্রুত সিজারিয়ান অপারেশন করেন। রক্তক্ষরণ বন্ধ না হলে ক্লিনিক কর্তৃপক্ষ ডাক্তারকে অবহিত করলে রংপুর যাওয়ার পরামর্শ দেন। কিছুক্ষণ পরেই আমার স্ত্রী মৃত্যুর কোলে ঢোলে পড়ে।  হামিদুর রহমানের কাছে রোগীর মৃত্যুর কারণে জানতে চাইলে তিনি জানান, রোগীর রক্তক্ষরণে কথা জানালে দ্রুত রংপুর যাওয়ার পরামর্শ দেন। তাছাড়া ক্লিনিকে আইসিইউি না থ...

রাবণ দহন দেখতে গিয়ে ভারতে ট্রেনে কাটা পড়ে নিহত অর্ধশতাধিক

Image
ভারতে রাবণ দহন দেখতে এসে ট্রেনের নিচে কাটা পড়ে প্রায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে এ ঘটনা ঘটে। তবে মৃতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।  এ ঘটনায় আহত হয়েছে আরও প্রায় অর্ধশতাধিক। হতাহতের মধ্যে অনেক কিশোরও রয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটপূর্ণ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হিন্দু মহাকাব্য রামায়ণে কথিত আছে, দশেরার দিনই যুদ্ধ শেষে রাবণ বধ করেছিলেন রাম। সেই উপলক্ষ্যেই এদিন সারা ভারতেই রাবণের ছবি পোড়ানো হচ্ছে। অমৃতসরের ঝোড়া পাঠক এলাকায় রেল লাইনের ধারেও চলছিল রাবণ পোড়ানোর অনুষ্ঠান। লাইনের ওপর দাঁড়িয়েই সেই অনুষ্ঠান দেখছিলেন কয়েক শতাধিক স্থানীয় বাসিন্দা। আর সে সময়ই আপ ও ডাউন রেল লাইনের ওপর দিয়ে দুরন্ত গতিতে ছুটে যায় হাওড়া-অমৃতসর এক্সপ্রেস ও অমৃতসর-জলন্ধর ডিজেল মাল্টিপল ইউনিট (ডিএমইউ) ট্রেন। সাথে সাথেই ঘটে যায় বড়সড় দুর্ঘটনা। কেউ চলন্ত ট্রেনের তলায় কাটা পড়ে কেউ বা ট্রেনের ধাক্কায় প্রায় ৫০-১০০ মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে।  দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারাই আহত ব্যক্তিদের হাসপাতালে...

গ্রিসে শারদীয় দুর্গাপূজা উদযাপন

Image
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গ্রিসে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে গ্রিসের হিন্দু কমিউনিটি নানা কর্মসূচি গ্রহণ করে। পূজামণ্ডপে পূজারি ও ভক্তরা সমবেত হয়ে ধর্মীয় অর্চনার মধ্য দিয়ে নিজেদের দেশ ও জাতির কল্যাণের জন্য প্রার্থনা করে। গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা সপরিবারে ১৭ অক্টোবর পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত গ্রিসে বসবাসকারী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদেরকে অভিনন্দন জানান। প্রবাসে বসবাস করেও ধর্মীয় এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে আবহমান বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিদেশের মাটিতে তুলে ধরার প্রয়াসকে সাধুবাদ জানান  রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন । বাংলাদেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উল্লেখ করে  রাষ্ট্রদূত  বলেন, বিভিন্ন ধর্মের মানুষের পারস্পারিক সম্প্রীতি এবং উৎসবের আমেজে ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের সংস্কৃতি ধরে রাখার জন্য সবাইকে একযোগে কাজ করে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ ...

সাংবাদিক জামাল খাসোগি ‘হত্যায়’ জড়িত ব্যক্তি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত!/আপডেট: ১৮ অক্টোবর ২০১৮, ২০:৫৯

Image
ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাসোগি নিখোঁজের ঘটনায় জড়িত ১৫ জনের একজন সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তাঁর নাম মেশাল সাদ এম. আল বাস্তানি। ৩১ বছর বয়সী মেশাল বাস্তানি সৌদি বিমান বাহিনীর লেফটেন্যান্ট। রিয়াদে গাড়িচাপায় নিহত না কি তাঁকে হত্যা করা হয়েছে-সে প্রশ্ন তুলেছে তুরস্কের গণমাধ্যম। তুরস্কের সরকার-সমর্থিত দৈনিক ‘ইয়েনি সাফাক’-এর বরাত দিয়ে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। খবরে বলা হয়েছে, মেশাল বাস্তানি সাংবাদিক খাসোগি কাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তাকে সাজানো সড়ক দুর্ঘটনায় হত্যা করে খাসোগি হত্যাকাণ্ড সংক্রান্ত কিছু তথ্য-প্রমাণ মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। তবে ওই ঘাতক দলের অপর ১৪ সদস্যের মুখ চিরতরে বন্ধ রাখতে তাকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছে তুরস্কের সরকার-সমর্থিত দৈনিক ‘ইয়েনি সাফাক’। দৈনিক ইয়ানি সাফাক বলছে, ২ অক্টোবর বিশেষ বিমানে করে যে ১৫ ব্যক্তি সৌদি আরব থেকে ইস্তাম্বুলে উড়ে এসেছিলেন তাদের মধ্যে সাদ আল বাস্তানিও ছিলেন। তবে তিনি কনস্যুলেট ভবনে না গিয়ে মাত্র কয়েক ঘণ্টা ইস্তাম্বুলের উইন্ডহাম গ্র্যান্ড হোটেলে অবস্থান ক...

আজকের ভাগ্যচক্র

Image
আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ দৈত্যকুল গুরু শুক্রাচার্য গ্রহপিতা রবি ও সর্বগ্রাসী গ্রহ রাহুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে সিংহ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। পাওনা টাকা আদায় আটকে থাকা বিল পাস তথা অচল ব্যবসা সচল হয়ে উঠবে। দীর্ঘদিনের ভাঙা প্রেম জোড়া লাগতে পারে। মেষ  [২১ মার্চ-২০ এপ্রিল] বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। যোগ্যকর্ম ও উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের সম্ভাবনা। ডাকযোগে প্রাপ্ত কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজনরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে। প্রেমীযুগল সতর্কতার সঙ্গে চলুন। বৃষ [২১ এপ্রিল-২০ মে] দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণের পথ খুলবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিবাহ বিনিয়োগ শুভ তথা সুদূরপ্রসারী হবে। সম্ভাব্যক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড় তীব্রগতির বাহন এড়িয়ে চলুন। মিথুন [২১ মে-২০ জুন] বিদ্যার্থীদের জন্য সুবর্ণ সুযোগ থাকবে। টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাওয়ায় দিনের শেষে তারল্য সংকটে ...

শ্রীলঙ্কার বিপক্ষে বড় লিডের পথে যুবারা

Image
শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে শুরুটা ভালো করেছে বাংলাদেশ। দুইটি চারদিনের ম্যাচের প্রথমটিতে তৃতীয় দিন পর্যন্ত ম্যাচের চালকের আসনেই রয়েছে তৌহিদ হৃদয়ের দল। ম্যাচের তৃতীয় দিন শেষে বাংলাদেশের যুবারা ৩৯ রানের লিড নেয়। হাতে আছে ৯ উইকেট। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ যুবাদের সংগ্রহ ১ উইকেটে ১৮ রান। এর আগে বাংলাদেশের করা ৩০৯ রানের জবাবে ২৮৮ রানে অল আউট হয় স্বাগতিক শ্রীলঙ্কা। তৃতীয় দিনেই ৯ উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা। করতে পারে ২২৩ রান। ২১ রানের লিড পায় বাংলাদেশ। লঙ্কানদের পক্ষে সোনাল দিনুশা করেন সেঞ্চুরি। ২০২ বল খেলে করেন ১০০ রান। টাইগার যুবাদের পক্ষে ৩টি করে উইকেট নেন অধিনায়ক তৌহিদ হৃদয় ও রাকিবুল হাসান। এছাড়া দুটি করে উইকেট নেন শরীফুল ইসলাম ও শাহীন আলম। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ৯ ওভারে ১৮ রান তুলতেই ওপেনার তানজিদ হাসানের উইকেট হারায়। শেষদিন প্রান্তিক নওরোজ নাবিল ৭ ও মাহমুদুল হাসান জয় ৫ রান নিয়ে ব্যাট করতে নামবেন। বিডি প্রতিদিন/এনায়েত করিম

আকবরের মানহানির মামলা শুনবে আদালত

Image
‘মি টু’ বিতর্কে ভারতের সদ্য ইস্তফা দেওয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের মানহানির মামলা শুনতে রাজি হলো দিল্লির আদালত। দিল্লির মেট্রোপলিটন আদালতে প্রাক্তন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আইনজীবীরা এই মামলা করেন।   বৃহস্পতিবার শুনানির সময় প্রাক্তন এই মন্ত্রী নিজে হাজির ছিলেন না। আগামী ৩১ অক্টোবর সশরীরে হাজির থেকে আকবরকে তাঁর বক্তব্য রেকর্ড করার নির্দেশ দিয়েছে আদালত।   এম জে আকবরের বিরুদ্ধে প্রথম অভিযোগ আনেন প্রিয়া রমানি নামে এক সাংবাদিক। এরপর গত কয়েক দিনে অন্তত ১৯ জন নারী তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন। তবে সেই সময় তিনি বিদেশ সফরে ছিলেন। দেশে ফিরে চাপের মুখে শেষ পর্যন্ত বুধবার তাঁকে ইস্তফা দিতে হয়েছে।—আনন্দবাজার পত্রিকা।   ইত্তেফাক/মোস্তাফিজ