Posts

কেনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৪২, আহত ১২

Image
কেনিয়ার কেরিকো প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪২ জন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। বুধবার ভোরে প্রদেশের লন্দিয়ানি-মোহোরোনি সড়কে এ ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়। জানা গেছে, একটি বাসে করে ভ্রমণে যাচ্ছিলেন যাত্রীরা। বাসটি লন্দিয়ানি-মোহোরোনি সড়কের নাইরোবি হয়ে কিশুমুর দিকে স্বাভাবিকভাবেই যাচ্ছিলো। এসময় একটি পাহাড়ের উপত্যকায় প্রবেশ করতে গিয়ে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে যাত্রীবাহী এ বাসটি দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই ৪২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে ওই উপত্যকার ট্রাফিক কর্মকর্তা জিরো অ্যারোম বলেন, ভয়াবহ এ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মোহোরোনি হাসপাতালে নেওয়া হয়েছে। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

প্রেমের কলঙ্ক মোচনে মা-মেয়ের আত্মহনন, এলাকায় শোকের ছায়া

Image
প্রেমিকের মায়ের ডাকে তার বাড়িতে যাওয়ায় স্থানীয় বখাটেরা প্রেমিকা ও প্রেমিকের মাকে একঘরে আটকে রাখে। পরে মেয়ের পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে গেলেও এলাকাবাসী তাদের কপালে জুড়ে দেয় নানা কলঙ্ক। কলঙ্ক মোচনে মা-মেয়ে নিজ ঘরে একসাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।  মৃত্যুর আগে স্কুলছাত্রী চিরকুটে লিখে গেছেন 'এমন প্রেম করলাম যার জন্য নিজেকে ও মেয়ের জন্য মাকেও পৃথিবীর মায়া ত্যাগ করতে হল'। আজ বুধবার বিকেল পাঁচটার দিকে সিরাজগঞ্জ পৌরশহরের রেলওকলোনী মহল্লায় এঘটনা ঘটে। নিহতরা হলো- রেলওয়ে কলোনী মহল্লার রিকাচালক আব্দুল মান্নানের স্ত্রী শাহিদা (৪০) খাতুন ও তার মেয়ে রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী মালা খাতুন (১৪)। সংবাদ পেয়ে রাতে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।  স্থানীয় বাসিন্দারা জানান, রেলওয়ে কলোনীর ভাড়াটিয়া বাসিন্দা দুলালের ছেলে মানিকের সাথে স্কুলছাত্রী মালা খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোমবার বিকেলে প্রেমিক মানিক প্রেমিকা মালা খাতুনকে মা তাকে দেখবে বলে তাদের বাড়িতে ডেকে নেয়। এসময় এলাকার কিছু বখাটে ছেলে তাদের তিনজনকে ঘরে আটকে রাখে। পরে মালার বা...

এক হাজার সহকারী শিক্ষক পদে আবেদন আড়াই লাখ

Image
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নন-ক্যাডার সহকারী শিক্ষকের এক হাজার ৩৭৮টি পদের জন্য আবেদন করেছেন দুই লাখ ৪৮ হাজার ৩২২ জন। বুধবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।    গত ৯ সেপ্টেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে পিএসসি। গত ৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়।   সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদটিকে দ্বিতীয় শ্রেণির মর্যাদা দেওয়ার পর প্রথমবারের মতো সরাসরি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।    বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলায় ৩৬৫ জন, ইংরেজিতে ১০৬ জন, গণিতে ২০৫ জন, সামাজিক বিজ্ঞানে ৮৩ জন, ভৌতবিজ্ঞানে ১০ জন, জীববিজ্ঞান ১১৮ জন, ব্যবসায় শিক্ষায় আটজন, ভূগোলে ৫৪ জন, চারুকলায় ৯২ জন, শারীরিক শিক্ষায় ৯৩ জন, ধর্মে ১৭২ জন এবং কৃষি শিক্ষায় ৭২ জন সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে।   এদিকে, ৩৯তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শেষ হবে ২৬ নভেম্বর।    পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ. ই. ম. নেছার উদ্দিন জানান, ১০ অক্টোবর থেকে মৌখিক পরীক...

গুঞ্জন উড়িয়ে দিলেন ইভাঙ্কা

Image
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূতের পদ থেকে পদত্যাগ করেছেন নিকি হ্যালি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিকি হ্যালির স্থলে মেয়ে ইভাঙ্কাকে মনোনয়ন দেবেন এমন গুঞ্জন চাউর হয়েছিল। কিন্তু এক টুইটে সেটি নাকচ করে দিয়েচেন ইভাঙ্কা নিজেই। বুধবার টুইটে ইভাঙ্কা লিখেছেন, হোয়াইট হাউজে বড়মাপের সহকর্মীদের সঙ্গে কাজ করা আমার জন্য সম্মানের। আমি জানি হ্যালির জায়গায় প্রেসিডেন্ট যোগ্য কাউকেই মনোনয়ন দেবেন। তবে সেটা আমি নই। এর আগে নিকি হ্যালির সঙ্গে নিজের ও স্বামী জারেড কুশনারের একটি ছবি পোস্ট করে টুইটারে ইভাঙ্কা লেখেন, জাতিসংঘে তিনি ছিলেন খুবই সাহসী সংস্কারক ও সত্যের প্রতি অবিচল। তার সঙ্গে বন্ধুত্ব করতে পেরে আমি ও জারেড কৃতজ্ঞ- তিনি আমাদের জীবনের সত্যিকারের আশীর্বাদ! বিডি প্রতিদিন/ফারজানা

সমুদ্র বন্দরসমূহে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত

Image
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘তিতলি’ সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এজন্য দেশের সব সমুদ্র বন্দরসমূহকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপিতে জানানো হয়েছে, আজ বুধবার দুপুরে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৭৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘণিভূত হয়ে উত্তর/উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এবং প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর বিক্ষুব্ধ রয়েছে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সকল নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দ...

জাপানের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী!

Image
১৯০টি দেশে ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবে জাপানি পাসপোর্টধারীরা। তাই এই পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে প্রথম স্থান দখল করে নিয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে হেনলি পাসপোর্ট ইনডেক্স এই তথ্য জানায়। মিয়ানমারে চলতি মাসে ভিসা ছাড়া প্রবেশের অনুমতি পায় জাপান। এর মাধ্যমে ১৯০টি দেশে ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবে তারা। শক্তিশালী পাসপোর্টের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। তারা জাপানের চেয়ে মাত্র একটি দেশ পিছিয়ে আছে।  এ বছরের শুরুতে শক্তিশালী পাসপোর্ট তালিকার শীর্ষে ছিল জার্মানি। ভিসা ছাড়া ১৮৮টি দেশে প্রবেশাধিকার ছিল তাদের। কিন্তু বর্তমানে দেশটির অবস্থান তৃতীয়। জার্মানির সাথে একই অবস্থানে রয়েছে ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া। শক্তিশালী পাসপোর্টের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পাসপোর্ট। এই দুটি পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া বিশ্বের ১৮৬টি দেশ ভ্রমণ করা যায়। চলতি বছর নতুন কোনও দেশে ভিসাহীন প্রবেশাধিকার পায়নি তারা। অন্যদিকে সবচেয়ে কম শক্তিশালী পাসপোর্টের তালিকায় রয়েছে আফগানিস্তান ও ইরাক। এ দুটি পাসপোর্ট দিয়ে ৩০টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায়।...

৩০ বছরে ইরাকি জলাভূমি শুকিয়ে মরুভূমি!

Image
ইরাকের এক সময়ের নৈস্বর্গিক জলাভূমি সেন্ট্রাল মার্শ এখন শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। ২০ হাজার বর্গ কিলোমিটারের এ জলাধার এখন শুকিয়ে মাটি ফেটে চৌচির।  এক সময় ইরাকের মোট মাছ সরবরাহের অর্ধেকের বেশি এ জলাশয় থেকে আসত। পরবর্তীতে সাদ্দাম হোসেনের আমলে ১৯৯১ সালে সর্বশেষ এটি খনন করা হয়েছিল। গত ৩০ বছরে জলবায়ুর পরিবর্তনে এ অঞ্চলের তাপমাত্রা ৫ শতাংশ বাড়ায় ধুলিঝড় বেড়েছে। ফলে মরে গেছে মাছ, জলজ প্রাণী। দুই-তিন হাত জায়গা নিয়ে সরু খাল তৈরি হলেও সেখানে পানির স্তরও অনেক কম। বিডি প্রতিদিন/১০ অক্টোবর ২০১৮/হিমেল