Posts

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামি; নিহতের সংখ্যা বেড়ে ৮৩২

Image
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের পালু শহরের কাছে ধারাবাহিক ভূমিকম্প ও সুনামিতে নিহতের সংখ্যা আরও বেড়েছে। নিহতের সংখ্যা কমপক্ষে ৮৩২ বলে রবিবার দুপুরে খবর প্রকাশ করেছে বিবিসি। এতে শত শত মানুষ আহত হয়েছে।  দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতুপু পার্বু নুগ্রুহু বলেছেন, ভূমিকম্প এবং সুনামিকে আক্রান্ত এলাকা প্রাথমিকভাবে যেমনটা ধারণা করা হয়েছিল তার চেয়ে বেশি বিস্তৃত। এ দুর্যোগে ২৪ লাখ লোক ক্ষতিগ্রস্থ হয়েছেন। গৃহহারা হয়েছেন ১৭ হাজার মানুষ। ভূমিকম্পে ধসে পড়া ভবনের নিচে অনেকে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ বরিবার একটি হোটেলের ধ্বংসস্তুপ থেকে ৫০ জনকে বের করে আনা হয়েছে।  ভূমিকম্প ও সুনামির সময় ওই এলাকায় ৭১ জন বিদেশি অবস্থান করছিল। এর মধ্যে মাত্র দু'জনকে উদ্ধার করে জাকার্তায় পাঠানো সম্ভব হয়েছে। বাকিদের সম্পর্কে কোনো তথ্য এখন পর্যন্ত জানা যায়নি।  সুলাওয়েসি দ্বীপের পালু শহরে শুক্রবার দুপুর থেকে ধারাবাহিক ভূমিকম্প আঘাত হানতে থাকে, এরমধ্যে সবচেয়ে বড়টি আঘাত হানে বিকেল ৫টা ২ মিনিটে যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৫। এর ফলে স্থানীয় সময় সন্ধ্যায় পালুসহ দ্বীপের উপকূলবর্ত...

যে ডাকটিকিটে আটকে গেল ভারত-পাকিস্তান বৈঠক

Image
আশার ঝিলিক ছড়িয়েও শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের বহু প্রতীক্ষিত বৈঠক। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এ সপ্তাহে বৈঠকে বসার কথা ছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির। তবে একগুচ্ছ ডাকটিকিটকে কেন্দ্র করে ভেস্তে গেল এই বৈঠক। ২০১৪ সাল থেকে চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশীর মধ্যে এতটা উচ্চপর্যায়ে কোনো বৈঠক হয়নি। তাই বৈঠক ঘিরে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের স্বপ্ন দেখেছিলেন অনেকে। তবে বৈঠক বাতিলের জন্য ভারত যে দুটি কারণ উল্লেখ করে, এর একটি কাশ্মীর নিয়ে পাকিস্তানের উসকানিমূলক অনেকগুলো ডাকটিকিট প্রকাশ করা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, দুটি কারণে বৈঠক বাতিল করেছে ভারত—একটি পাকিস্তানের সীমা লঙ্ঘন করে আপত্তিকর ডাকটিকিট প্রকাশ, আরেকটি হলো সশস্ত্র বিদ্রোহীদের হাতে সীমান্তে তিন পুলিশ নিহত হওয়ার ঘটনা। এর মধ্য দিয়ে পাকিস্তান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের খারাপ উদ্দেশ্য উন্মোচিত হয়েছে। ডাকটিকিটে পাকিস্তান ‘ভারত নিয়ন্ত্রিত ...

শত শত যাত্রী বাঁচাতে প্রাণ দিলেন তিনি

Image
ভূমিকম্প টের পেয়ে জীবন বাঁচাতে এয়ারপোর্টে তাঁর সহকর্মীরা সব ছুটে বেরিয়ে গেলেন। এমন সময় রানওয়েতে নামছিল একটি উড়োজাহাজ। শত শত যাত্রীর প্রাণ বিপদের মুখে ঠেলে দিতে চাইলেন না তিনি। উড়োজাহাজটিকে নিরাপদে অবতরণের ব্যবস্থা করে বের হতে চাইলেন ভবন থেকে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। যাত্রীদের প্রাণ বাঁচালেও নিজেকে রক্ষা করতে পারলেন না। তিনি ২১ বছরের তরুণ অ্যান্টোনিয়াস গুনাওয়ান আগুং। তিনি পালু এয়ারপোর্টে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রক হিসেবে কর্মরত ছিলেন। গত শুক্রবার ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের পালু শহরে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। ভূমিকম্পের পর সুনামির ফলে সৃষ্ট প্রায় ১০ ফুট উঁচু ঢেউ পালু শহরকে ভাসিয়ে দেয়। মৃত মানুষের সংখ্যা ৮৩২–এ পৌঁছেছে। হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বিদ্যুৎব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। ভূমিধসে শহরের প্রধান সড়ক বন্ধ হয়ে গেছে। যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। লোকজন খোলা স্থানে অবস্থান করছে। আগুংয়ের মৃত্যুর খবর অস্ট্রেলিয়ার এবিসির বরাত দিয়ে বিবিসি অনলাইন প্রকাশ করেছে। খবরে জানানো হয়, ভূমিকম্পের সময় কন্ট্রোল টাওয়ারে একমাত্র আগুংই...

কুয়েত থেকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

Image
কুয়েতে মোতায়েন দুটি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। কেন এ ব্যবস্থা প্রত্যাহার করা হচ্ছে সে সম্পর্কে পেন্টাগন কথা বলতে না চাইলেও কুয়েত মার্কিন পদক্ষেপকে 'রুটিন ওয়ার্ক' বলে দাবি করেছে। কুয়েতের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মাদ আল-খুদেরের বরাত দিয়ে সৌদি গণমাধ্যম 'আরব নিউজ' বলেছে, কুয়েতের সেনাবাহিনীর সঙ্গে আলাচনা করে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ব্যাটারি প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেছেন, কুয়েতের পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিজেই স্বাধীনভাবে দেশের পুরো সীমান্ত রক্ষা করছে। ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ সব ধরনের বিমান হামলার ঝুঁকি মোকাবেলার জন্য পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করা হয়। মার্কিন গণমাধ্যম গত সপ্তাহে জানিয়েছে, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক বাহিনী কিছু বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ব্যাটারি সরিয়ে আনছে। পাশাপাশি বাহরাইন ও জর্ডান থেকেও একটি করে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরিয়ে নেয়া হবে।  ইরান, রাশিয়া ও চীনের সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনা থেকে দৃষ্টি সরিয়ে নেয়ার জন্য মার্কিন সামর...

ইংল্যান্ডে সবচেয়ে পছন্দের নাম মোহাম্মদ!

Image
২০১৩ সাল থেকে পরের টানা চার বছর ধরে ইংল্যান্ডে সবচেয়ে বেশি শিশুর নাম রাখা হয়েছে অলিভার। তবে বানানের হেরফের না হলে মোহাম্মদ হয়তো নামের তালিকার শীর্ষে থাকত। ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান অফিসের বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে। ২০১৭ সালের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সে বছর ইংল্যান্ডে জন্ম নেয়া শিশুদের নামের তালিকার শীর্ষে ছিল অলিভার। ৬২৯৫ জনের নাম রাখা হয় অলিভার। নামের তালিকার ১০ নম্বরে ছিল মোহাম্মদ। ৩৬৯১ শিশুর নাম রাখা হয় মোহাম্মদ। কিন্তু ইংরেজিতে মোহাম্মদ নামের বানান করা হয়েছে ১৪ রকমভাবে। একভাবে যদি এই নামের বানানটি লেখা হতো তা হলে মোহাম্মদ নাম রাখা শিশুর সংখ্যা হতো ৭৩০৭। মোহাম্মদ হতো ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় নাম। বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

কিমের প্রেমে পড়েছেন ট্রাম্প!

Image
উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের উন্নতি করার জন্য গর্ব করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত জুনে সিঙ্গাপুর বৈঠকে তিনি ও কিম জং উন 'প্রেমে পড়েছিলেন'।    শনিবার ওয়েস্ট ভার্জিনিয়ার রিপাবলিকান দলের সিনেট প্রার্থী প্যাট্রিক মরিসের এক সমাবেশে এ মন্তব্য করেন ট্রাম্প।  মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রশংসা করলেও তিনিই গত বছর কিমকে ব্যঙ্গ করে 'লিটল রকেট ম্যান' বলে আখ্যা দিয়েছিলেন।    ট্রাম্প দাবি করেন, ২০১৭ সালের জানুয়ারি মাসে তিনি ক্ষমতায় বসার আগে আমেরিকার জন্য উত্তর কোরিয়া মারাত্মক হুমকি ছিল কিন্তু তার ব্যক্তিগত সক্ষমতায় তিনি কিমের সঙ্গে ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করে উত্তেজনা কমিয়ে এনেছেন।  ট্রাম্প বলেন, আমি এবং কিম দু'জনেই আসলে কঠোর অবস্থানে ছিলাম এবং আমরা সে অবস্থান থেকে সরে গেলাম। এরপর আমরা প্রেমে পড়লাম। না, সত্যিই তিনি আমাকে চমৎকার চিঠি লিখেছিলেন। সেসব চিঠি ছিল অত্যন্ত সুন্দর; এরপরই আমরা প্রেমে পড়লাম। গত মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনেও ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রশংসা করেছেন। সেখ...

তেল আমদানিতে ভারতের জন্য বিকল্প পথ খুঁজছে আমেরিকা

Image
ইরান থেকে তেল আমদানিতে ভারতের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা। আমেরিকার সেই হুমকি কাজে লেগেছে। অর্থাৎ ইরান থেকে তেল আমদানি কমিয়েছে ভারত। তাই খোঁজ চলছে বিকল্প রাস্তার। এ ব্যাপারে ভারতকে সাহায্য করতে প্রস্তুত আমেরিকা। তাই তারাও তেল আমদানিতে ভারতের জন্য বিকল্প পথ খুঁজছে, যাতে ‘বন্ধুরাষ্ট্র’র অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব না পড়ে। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া অঞ্চল সংক্রান্ত ব্যুরোর প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালিস ওয়েলস। তিনি বলেন, ‘‘নতুন নিষেধাজ্ঞা চালু করা নিয়ে বন্ধু রাষ্ট্রগুলির সঙ্গে আলোচনা চলছে ওয়াশিংটনের। ভারতের ক্ষেত্রে অপরিশোধিত তেলের আমদানি কতটা গুরুত্বপূর্ণ, তা বুঝি আমরা। তা নিয়েও আলোচনা চলছে। যাতে কোনও বিকল্প পথ খুঁজে বের করা যায় এবং আমাদের বন্ধুরাষ্ট্রের অর্থনীতি ক্ষতিগ্রস্ত না হয়।’’ ভারতের বিভিন্ন বেসরকারি সংস্থাও বিকল্প পথের খোঁজ শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন অ্যালিস। নিষেধাজ্ঞা জারি নিয়েও নাকি কথা চলছে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে।  ২০১৬ সালের মে মাসে ভারত, ইরান এবং আফগ...