আইএস প্রধান নিহত!
আফগানিস্তান ইসলামিক স্টেট (আইএস) প্রধান আবু সাদ এরহাবি নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সরকার। আইএস’র গোপন আস্তানায় অভিযানে এরহাবি নামের ওই আইএস প্রধান নিহত হন। আজ বিভিন্ন আর্ন্তজাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। এক বিবৃতিতে দেশটির সরকার জানিয়েছে, নানগরহর প্রদেশে শনিবার রাতে অভিযানে এরহাবি নামের আইএস প্রধান নিহত হন। আইএসের দুইটি গোপন আস্তানায় আক্রমণে বিপুল সংখ্যক ভারী ও হালকা অস্ত্র এবং গোলাবারুদ ব্যবহার করা হয়েছে। তবে এ বিষয়ে আইএসের সংবাদমাধ্যম ‘আমাক’ কোন মন্তব্য করেনি। এদিকে ন্যাটো জোটের কাছ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিডি প্রতিদিন/এ মজুমদার