Posts

চীনে আরও বেশি সন্তান নিতে নাগরিকদের অনুরোধ

Image
চীনে ২০১৫ সাল পর্যন্ত এক সন্তান নীতি কঠোরভাবে অনুসরণ করা হয়। পরে ওই নীতি থেকে সরে এসে কিছু কিছু দম্পতিকে দুই সন্তান নেয়ার অনুমতি দেয়া হয়। কিন্তু সরকারের পূর্বের কঠোর নীতির কারণে দেশটিতে জন্মহার আশঙ্কাজনক হারে কমে গেছে। এবার চীনের নাগরিবদের বেশি বেশি সন্তান নেয়ার অনুরোধ জানানো হয়েছে। নাগরিকদের উৎসাহিত করতে নানা ধরনের পদক্ষেপও নেয়া হয়েছে। যারা সংসার শুরু করতে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন তাদের সাহায্যেও এগিয়ে এসেছে চীনা সরকার। চীনের সরকার নিয়ন্ত্রিত একটি সংবাদপত্রে বলা হয়েছে, জন্ম দেয়া এখন পারিবারিক এবং একই সাথে রাষ্ট্রীয় বিষয়। নতুন বছর উদযাপনে চীনা সরকারের প্রকাশিত স্ট্যাম্প চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপাত্র পিপলস ডেইলির বিদেশী সংস্করণে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, দেশের অর্থনীতি ও সমাজে এরইমধ্যে নিম্ন জন্মহারের নেতিবাচক প্রভাব পড়া শুরু করেছে। সূত্র: সিএনএন বিডি প্রতিদিন/ফারজানা

ডোনাল্ড ট্রাম্পের চিঠি গ্রহণ করেছে মস্কো

Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে কূটনীতিক চ্যানেলের মাধ্যমে পাঠানো একটি চিঠি মস্কো গ্রহণ করেছে । ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বার্তা সংস্থা তাসের। পেসকভ বলেন, হ্যাঁ, এটা সত্য যে কূটনীতিক চ্যানেলের মাধ্যমে চিঠিটি গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি, প্রেসিডেন্টের প্রশাসন খুব গিশগিরই এটি গ্রহণ করবে। মার্কিন সিনেটর র‍্যান্ড পল লিখেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসনের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। তিনি টুইটার বার্তায় আরো লিখেছেন, সন্ত্রাসবাদ দমন, আইন প্রণয়ন সংক্রান্ত সংলাপ জোরদার ও সাংস্কৃতিক বিনিময় আবারো চালু করা সহ বিভিন্ন ক্ষেত্রে আরো অংশগ্রহণের গুরুত্বের ওপর চিঠিতে বেশী জোর দেয়া হয়। পুতিন গত ২৭ জুলাই বলেন, তিনি ওয়াশিংটন ও মস্কো উভয় স্থানে মার্কিন নেতা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করতে প্রস্তুত রয়েছেন।  ইতিমধ্যে তিনি মস্কো সফরে ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন। এদিকে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ স্যান...

ফেসবুকের চেয়ে জনপ্রিয় হয়ে উঠছে ইউটিউব

Image
  মানুষ এখন ভিডিও দেখছে বেশি। তাই ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের জনপ্রিয়তা বাড়ছে। যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ বৃহত্তম ওয়েবসাইট হিসেবে ফেসবুককে টপকে যেতে পারে গুগলের ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব। বাজার গবেষণা প্রতিষ্ঠান সিমিলার ওয়েব এক গবেষণায় এ তথ্য পেয়েছে বলে দাবি করেছে। প্রতিষ্ঠানটির গবেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রে দুই বছর ধরেই ফেসবুক ব্যবহারকারী কমছে। অন্যদিকে, ইউটিউব ব্যবহারকারী বাড়ছে। সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বাজার গবেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ও বৃহত্তম ওয়েবসাইট হিসেবে দ্বিতীয় অবস্থান ধরে রাখতে লড়তে হচ্ছে ফেসবুককে। বর্তমানে যুক্তরাষ্ট্রের শীর্ষ পাঁচ ওয়েবসাইটের মধ্যে রয়েছে গুগল, ফেসবুক, ইউটিউব, ইয়াহু ও আমাজন। মাসিক পেজভিউ হিসাব করলে গত দুই বছরে ফেসবুকের পেজভিউ ৮৫০ কোটি থেকে ৪৭০ কোটিতে নেমে এসেছে। ফেসবুকের অ্যাপ ব্যবহারকারী বাড়লেও মাসিক পেজভিউ কমার হারের তুলনায় তা সামান্য। গত মাসে দ্বিতীয় প্রান্তিক আয় ঘোষণার সময় ফেসবুক জানিয়েছিল, উত্তর আমেরিকার বাজারে তাদের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা বাড়েনি। ইউরোপেও ব্যবহারকারী কমেছে। এ তথ্য জানাজানি হলে ফেসবুক...

আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস

Image
  আজ ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি পালিত হবে। এ বছর দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে— ‘ইনডিজেনাস পিপলস, মাইগ্রেসন এন্ড মুভমেন্ট’। এই মূল সুরের সাথে সঙ্গতি রেখে বাংলাদেশ আদিবাসী ফোরাম দিবসের প্রতিপাদ্য করেছে— ‘আদিবাসী জাতিসমূহের দেশান্তর প্রতিরোধের সংগ্রাম’। এ উপলক্ষে বাংলাদেশ আদিবাসী ফোরাম ও অন্যান্য সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। যার মধ্যে রয়েছে— আজ সকাল ১০টায় বাংলাদেশ আদিবাসী ফোরামের আয়োজনে দিবসের মূল অনুষ্ঠান, কেন্দ্রীয় শহীদ মিনারে। সমাবেশ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনা। দিবসের উদ্বোধন ঘোষণা করবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ ছাড়া মানুষের জন্য ফাউন্ডেশনের আয়োজনে বাংলা একাডেমিতে হবে টিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত থেকে সংহতি জানাবেন। ইত্তেফাক/মোস্তাফিজ আজ ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশেও ন...

নাসার সূর্য ছোঁয়ার অভিযান ‘টাচ দ্য সান’

Image
এবার সৌর ঝড়ে রহস্য ভেদে নেমেছে বিজ্ঞানীরা। এ লক্ষ্যে নাসা সূর্যের ভয়ঙ্কর উত্তপ্ত এলাকায় ১৫০ কোটি ডলারে নির্মিত মহাকাশযান পাঠাতে যাচ্ছে। এটি মানুষের পাঠানো প্রথম কোন মহাকাশযান যা সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছবে। বিজ্ঞানীরা এই মহাকাশযানের মাধ্যমে বিস্ময় ও রহস্যে ভরা এই নক্ষত্রের ছবি ধারণ ও তা পর্যবেক্ষণের সুযোগ পাবেন। এই মিশনের নাম দেয়া হয়েছে ‘টাচ দ্য সান’। খবর এএফপির। ১১আগস্ট ফ্লরিডার কেপ ক্যানাভেরাল থেকে মহাকাশযান পার্কার সোলার প্রোব উৎক্ষেপণ করা হবে। প্রথম এই প্রোবটি সুর্যের আবহমন্ডল করোনা অঞ্চলে প্রবেশ করবে।প্রোবটি করোনা কিভাবে কাজ করে সেটি বুঝতে বিজ্ঞানীদের সুযোগ করে দেবে। করোনায় কিভাবে মহাকাশে সৌরঝড়ের সৃষ্টি হয় তা জানা যাবে। এই সৌরঝড়ের প্রভাবে পৃথিবীর বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাও অচল হয়ে পড়ে। নাসার সোলার সায়েন্টিস্ট অ্যালেক্স ইয়ুং বলেন, ‘পৃথিবীর আবহাওয়ার ধারণা পেতে করোনা সম্পর্কে জানা আমাদের জন্য অত্যন্ত মৌলিক ও গুরুত্বপূর্ণ একটি বিষয়।’ তিনি বলেন, ‘করোনা আমাদের কাছে রহস্যময় এবং অজানা বিষয়।’ ৯১ বছর বয়সী সৌর জ্যোতির্বিজ্ঞানী ফুগনি পার্কারের নামে এই মহাকাশযানের নাম রাখা...

ইরান সীমান্তে বিপুল পরিমাণ তেলের সন্ধান পেল পাকিস্তান!

Image
পাকিস্তান-ইরান সীমান্তবর্তী এলাকায় বিপুল পরিমাণ জ্বালানি তেলের সন্ধান পেয়েছে ‘এক্সন মবিল’ কোম্পানি। ওই খনিতে মজুদ থাকা তেলের পরিমাণ মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের মজুদকৃত তেলের চেয়েও বেশি বলে দাবি করেছে সংস্থাটি।  পাকিস্তানের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ হুসেইন হারুন এক বক্তব্যে এই বিপুল পরিমাণ তেল আবিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার পাকিস্তানের ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স ইন্ডাস্ট্রির এক বৈঠকে ঘোষণা তিনি জানান, ইরান-পাকিস্তান পানিসীমার কাছে যুক্তরাষ্ট্রের ‘এক্সন মবিল’ কোম্পানি বিশাল এক তেলের মজুদ খুঁজে পেয়েছে। উত্তোলন উপযোগী এই তেলের খনি পাকিস্তানকে তেলের মজুদের দিক দিয়ে বিশ্বের ৬ষ্ঠ দেশে পরিণত করবে। এই তেল ক্ষেত্র থেকে তেল উত্তোলন শুরু করতে এক হাজার কোটি ডলার খরচ হবে বলেও জানান এই অস্থায়ী পররাষ্ট্রমন্ত্রী।  তিনি বলেন, পাকিস্তান সরকারের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, এই ক্ষেত্র থেকে উত্তোলনকৃত তেলের শতকরা ২৫ ভাগ এক্সন মবিলকে দিতে হবে। সম্প্রতি এক্সন মবিল জানিয়েছিল, তারা ইরান-পাকিস্তান সীমান্তে বড় ধরনের তেলের মজুদ পাওয়ার কাছাকাছি অবস্থায় র...

'আইএসের কাছে ফেরার চেয়ে গুলি খেয়ে মরা ভালো'

Image
' এটা ইরাক বা লিবিয়া নয়, এ অন্য কিছু। প্রতিদিন এখানে ৩০ জনের বেশি মানুষ মারা যায়, ফলে তুরস্কে আপনাকে স্বাগত। কিন্তু সিরিয়া যাবেন কিনা, ভাবুন। দরকার হলে সময় নিন। ওরা আপনাকে মেরে ফেলতে পারে।' এভাবেই সিরিয়ার বাসিন্দা একজন বাস্কেটবল প্রশিক্ষক থেকে মানব পাচারকারী হয়ে ওঠা নাদির, সাবধান করেছিলেন স্প্যানিশ সাংবাদিক রিকার্ডো গার্সিয়া ভিলানোভাকে। ২০১১ সালে সহকর্মী সাংবাদিক হাভিয়ের এসপিনোসার সঙ্গে গার্সিয়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সিরিয়ায় ঢুকতে চেয়েছিল। কয়েক মাস পরে জঙ্গি দলগুলো প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে চলা লড়াই 'ছিনতাই' করে নেবে। যে লড়াইকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় বলা হচ্ছে, পাঁচ লাখের বেশি মারা গেছে, বাস্তুহারা হয়েছে ৬০ লাখ মানুষ। কিন্তু ততক্ষণে গার্সিয়া ঢুকে পড়েছেন, পরবর্তীতে তাকে আটক করে তথাকথিত ইসলামিক স্টেট গ্রুপ আইএস। প্রথম যোগাযোগ কিভাবে হলো? সিরিয়াতে যখন জিহাদি দলগুলোর প্রতিপত্তি বেড়ে যায়, তখন অবস্থাটা এমন দাঁড়ায় যে তাদের কোন একটি দলের কাছে কয়েক ঘণ্টা বা দিন আটক থাকা যেন একটা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়ায়। কিন্...