Posts

বৃহস্পতিবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে

Image
সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে আগামীকাল বৃহস্পতিবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে আদেশ জারি করা হবে।  শিক্ষামন্ত্রী শোকার্ত কোমলমতি শিক্ষার্থীদের শোক সংবরণ করে শান্ত থাকতে এবং ধৈর্য ধারণ করার আহ্বান জানান। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় শিক্ষামন্ত্রী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর নিহত ও কয়েকজন শিক্ষার্থীর আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, ‘এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুতে কোমলমতি শিক্ষার্থীসহ আমরা শিক্ষা পরিবারের সবাই শোকার্ত।’ শিক্ষামন্ত্রী বলেন, ওই দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং সড়ক পরিবহনকে সুশৃঙ্খল ও নিরাপদ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী ইতিমধ্যে কঠোর নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে এবং দোষীদের গ্রেপ্তার করেছে। দোষীদের সর্বোচ্চ শাস্তির বিষ...

ইমরান খানের শপথ অনুষ্ঠানে থাকবেন মোদী: পিটিআই

Image
আসছে ১১ আগস্ট ইমরান খান পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ইমরান খানের শপথ অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকতে পারেন বলে জানিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ইতিমধ্যে নরেন্দ্র মোদী টেলিফোন করে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানকে শুভেচ্ছা জানিয়েছেন। টেলিফোনে দুই দেশের প্রধানমন্ত্রী আশা করেন, এবার নতুন উচ্চতায় উঠবে ভারত-পাকিস্তান সম্পর্ক। ইমরান খান মোদীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘হিংসা-বিদ্বেষ, যুদ্ধ আমরা সবকিছু ভুলে নতুন এক সম্পর্ক গড়বো।’ এর আগে ইমরান খান তার বিজয়ী ভাষণে বলেন, পাকিস্তান-ভারত সম্পর্ক হবে আমাদের সবার জন্য ভালো। এছাড়া ভারতীয় নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, সুসম্পর্ক স্থাপনের লক্ষে ভারতীয় নেতারা যদি এক ধাপ এগিয়ে আসে তাহলে আমরা আরো দুই ধাপ এগুবো। ইত্তেফাক/এসআর/টিএস

ইরানী নেতাদের সঙ্গে ‘যে কোন সময়’ সাক্ষাতে আগ্রহী ট্রাম্প

Image
ইরানের সঙ্গে আসন্ন যুদ্ধের হুমকি ঝেড়ে ফেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কোন পূর্ব শর্ত ছাড়াই তেহরানের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী। সোমবার একথা বলেন তিনি। খবর বার্তা সংস্থা এএফপি’র। এক সপ্তাহ আগেই ইরানকে চরম মাত্রার হুমকি দেওয়ার পর সম্পূর্ণ ভিন্ন স্বর শোনা গেল ট্রাম্পের মুখে। এক সপ্তাহ আগে তিনি বলেছিলেন, ইরানকে এমন পরিণতি ভোগ করতে হবে যা ইতিহাসে খুব কমদেরই করতে হয়েছে।  এক সপ্তাহ পর ট্রাম্প নাটকীয়ভাবে স্বর পাল্টে তিনি বললেন, তিনি কোন পূর্ব শর্ত ছাড়া যে কোন সময় দেশটির নেতা হাসান রুহানির সঙ্গে সাক্ষাৎ করবেন।  ইতালির প্রধানমন্ত্রী গিউসেপ্পে কন্তের সঙ্গে হোয়াইট হাউসে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘ইরানের নেতা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে আমিও তার সঙ্গে দেখা করবো। তবে এ ব্যাপারে তাদের কোন প্রস্তুতি রয়েছে কিনা আমি জানি না।’ তিনি আরো বলেন, এক্ষেত্রে আমাদের কোন পূর্ব শর্ত নেই। ট্রাম্প বলেন, ‘তারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করবো। আর এটা তাদের চাওয়া মোতাবেক যে কোন সময়ই হতে পারে। আমাদের ও তাদের দেশের এবং সর্...

আর ১০০ দিন পর ট্রাম্পের বিষয়ে রায় দেবে জনগণ

Image
যুক্তরাষ্ট্রে আর ১০০ দিন পর অন্তর্বর্তী নির্বাচনে রায় দেবে দেশটির জনগণ।  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম দুই বছর শাসনামলের বিষয়ে জনগণের মুখোমুখি হতে যাচ্ছেন। খবর সিএনএন। ধারণা করা হচ্ছে, এ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবে ডেমোক্রেটরা। মার্কিন সিনেটের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে ডেমোক্রেটদের দরকার হবে ২৩টি আসন। আর সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন হবে মাত্র দুটি আসন।  এদিকে ট্রাম্পের সমর্থনে দ্বিধা বিভক্ত রিপাবলিকান সিনেটররা; যা ট্রাম্পের জন্য দুঃসংবাদ। অনেকে ট্রাম্পের পক্ষে থাকলেও কেউ কেউ আবার ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিচ্ছেন।  বিডি প্রতিদিন/হিমেল

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ গ্রাউন্ড স্টেশন উদ্বোধন আজ

Image
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর গাজীপুরস্থ প্রাইমারি গ্রাউন্ড স্টেশনটি আজ মঙ্গলবার উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকার বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার থেকে এর উদ্বোধন করবেন। এছাড়া একইদিন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সফল উেক্ষপণ উদযাপন করা হবে। এ উপলক্ষে গাজীপুরের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হবেন। গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর জানান, মঙ্গলবার সকাল ১০টায় গাজীপুরস্থ তেলীপাড়া এলাকার গ্রাউন্ড স্টেশন ক্যাম্পাস থেকে স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই অনুষ্ঠানে যোগ দেবেন। গাজীপুরস্থ গ্রাউন্ড স্টেশন থেকেই তিনি অনুষ্ঠান সঞ্চালনা করবেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হবেন ও সরাসরি কথা বলবেন। একই সঙ্গে বেতবুনিয়ার ব্যাকআপ গ্রাউন্ড স্টেশনটিও উদ্বোধন করা হবে। সবকিছু ঠিক থাকলে আগস্ট/সেপ্টেম্বর থেকেই বাণিজ্যিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে। এ প্রসঙ্গে প্রকল্পের পরিচালক মো. মেসবাহুজ্জামান জানান, নির্বিঘ্নে মহাকাশে উেক্ষপণের পর এখন গ্রাউন্ড স্টেশন থেকে সংকেত দিচ্ছে ও নিচ্ছ...

বিশ্বকে নৌশক্তি দেখাল পুতিন

Image
রাশিয়ার নৌবাহিনী দিবসের কুচকাওয়াজে যুদ্ধজাহাজ পরিদর্শন করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: এএফপি সেন্ট পিটার্সবার্গের কাছে পানিতে ৪০টি যুদ্ধজাহাজ চালিয়ে নৌশক্তির প্রদর্শন করল রাশিয়া। দেশটির বার্ষিক নৌবাহিনী দিবস উপলক্ষে রোববার নৌ-কুচকাওয়াজের এ আয়োজন করা হয়। যুদ্ধট্যাংক বহনে সক্ষম নতুন উভচর জাহাজ, ডুবোজাহাজ, দূরনিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী জাহাজও প্রদর্শন করা হয়। সিএনএন ও এএফপির খবরে বলা হয়, রাশিয়ার নৌবাহিনীর চার হাজারেরও বেশি সদস্য কুচকাওয়াজে অংশ নেন। ৪০টি যুদ্ধজাহাজের মধ্য প্রথমবারের মতো পানিতে ভাসে রণতরি অ্যাডমিরাল গরশকভ। যুদ্ধজাহাজের ২৬টি ছিল নতুন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কুচকাওয়াজ পরিদর্শন করেন। এ বছরের মার্চে পুতিন ঘোষণা দিয়েছিলেন, তাঁর সামরিক বাহিনীতে নতুন এমন অস্ত্র যুক্ত হতে চলেছে, যা ন্যাটো জোটের প্রতিরক্ষাকে ‘অকার্যকর’ করে দিতে সক্ষম। তাঁর এ ঘোষণার কারণেই কুচকাওয়াজের দিকে মনোযোগ ছিল সবার। আর এ সুযোগে বিশ্বকে নিজের নৌশক্তি দেখিয়ে দিলেন পুতিন। ৪০টি যুদ্ধজাহাজ চালিয়ে বিশ্বকে নৌশক্তি দেখাল রাশিয়া। ছবি: তাস রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, কুচ...

ফেসবুকে ভাইরাল : 'উই ওয়ান্ট জাস্টিস'

Image
বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বিমানবন্দর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুল-কলেজের শত শত শিক্ষার্থী। এসময় 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগানে মুখরিত হয়ে উঠে বিমানবন্দর সড়ক। বিক্ষোভরত শিক্ষার্থীদের হাতে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার এবং ফেস্টুন দেখা যায়। তবে অধিকাংশ শিক্ষার্থীর ফেস্টুনে লেখা ছিল 'উই ওয়ান্ট জাস্টিস'।     সোমবার সকাল সাড়ে ৯টা থেকে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এসময় বিমানবন্দর সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকাল ৪টায় আন্দোলনরত শিক্ষার্থীদের সরিয়ে দেয় পুলিশ। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। উল্লেখ্য, গতকাল কুর্মিটোলায় বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় আরও বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।  বিডি প্রতিদিন/৩০ জুলাই ২০১৮/আরাফাত